≋ @rme একাউন্টের ব্লগে লেখা আমার সকল কবিতার আর্কাইভস ≋
copyright free image source : pixabay
শুধুমাত্র কবিতার একটি আর্কাইভস করার ইচ্ছেটা বহুদিনের ছিলো আমার । এর আগে আমার আরো দুটি স্টিমিট একাউন্টে প্রচুর কবিতা পোস্ট করেছি । সব মিলিয়ে ২০০+ কবিতা প্রকাশিত হয়েছে আমার স্টিমিটের discontinued ওই দুটি আইডিতে । সে গুলো এখন সব খুঁজতে গেলে জীবন বরবাদ হয়ে যাবে । একটি একটি করে পোস্ট খুঁজতে হবে । তাই আমার @rme একাউন্টে এ যাবৎ প্রকাশিত যাবতীয় কবিতাগুলি নিয়ে একটি আর্কাইভস করার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম বেশ কিছুদিন ধরে । ভালো হোক বা মন্দ হোক কবিতাগুলি হারিয়ে যেতে ইচ্ছে করছিলো না । তাই এই আর্কাইভস । দুই এক জন আমার কবিতা অনুরাগী আছেন এখানে । তাঁদেরকেই উৎসর্গ করলাম আমার "কবিতার আর্কাইভস" এর পোস্টটি । এখন থেকে নতুন কোনো কবিতা পোস্ট করলেই এখানে তার লিংক অ্যাড করে দেব । আপডেট হতে থাকবে প্রতিনিয়ত আর্কাইভসটি । এই পোস্টটি কমিউনিটিতে পিন করা থাকবে ।
❀ কবিতা ❀
ক্রমিক নং | প্রকাশের তারিখ | কবিতার নাম | পোস্ট লিংক |
---|---|---|---|
০১ | ১৩ জুন '২১ | ক্লান্তি ছাড়িয়েছে চারিদিকে | লিংক |
০২ | ১৪ জুলাই '২১ | জীবন সায়াহ্ন | লিংক |
০৩ | ১৯ জুলাই '২১ | শেষ বিকেল | লিংক |
০৪ | ২৪ জুলাই '২১ | মা | লিংক |
০৫ | ২৭ জুলাই '২১ | বিসংবাদ | লিংক |
০৬ | ১ আগস্ট '২১ | লড়াই | লিংক |
০৭ | ১৫ আগস্ট '২১ | সুভাষ এখনো ঘরে ফেরেনি | লিংক |
০৮ | ২৭ আগস্ট '২১ | হৃদয়ে বর্ষা | লিংক |
০৯ | ২৭ সেপ্টেম্বর '২১ | সংগ্রামে প্রণয় | লিংক |
১০ | ১৫ অক্টোবর '২১ | উৎসব | লিংক |
১১ | ১৮ অক্টোবর '২১ | অভিশপ্ত জীবন | লিংক |
১২ | ১০ নভেম্বর '২১ | শুধু তোমারই জন্য | লিংক |
১৩ | ১১ নভেম্বর '২১ | খেটে খাওয়া মানুষের গান | লিংক |
১৪ | ১৪ নভেম্বর '২১ | সোনার পাথর বাটি | লিংক |
১৫ | ২১ নভেম্বর '২১ | বাথরুম | লিংক |
১৬ | ৩০ নভেম্বর '২১ | ভালোবাসা | লিংক |
১৭ | ২ ডিসেম্বর '২১ | জীবন | লিংক |
১৮ | ৪ ডিসেম্বর '২১ | বন্ধন | লিংক |
১৯ | ৬ ডিসেম্বর '২১ | ঘুম নেই | লিংক |
২০ | ১০ ডিসেম্বর '২১ | প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি | লিংক |
২১ | ১১ ডিসেম্বর '২১ | নি:সঙ্গ হৃদয় | লিংক |
২২ | ১৬ ডিসেম্বর '২১ | খোলাচুলের রাজকণ্যা | লিংক |
২৩ | ১৭ ডিসেম্বর '২১ | দৃষ্টি | লিংক |
২৪ | ১৯ ডিসেম্বর '২১ | বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে | লিংক |
২৫ | ২১ ডিসেম্বর '২১ | অপেক্ষায় কাটে দিন, কাটে রাত | লিংক |
২৬ | ২৬ ডিসেম্বর '২১ | ভালোবাসি তোমায় | লিংক |
২৭ | ১৭ জানুয়ারী '২২ | সঙ্গী | লিংক |
২৮ | ০৭ ফেব্রুয়ারি '২২ | রোদনভরা এ বসন্ত | লিংক |
২৯ | ২২ ফেব্রুয়ারি '২২ | কবিতা এসো আমার হৃদয়ে | লিংক |
৩০ | ২৫ ফেব্রুয়ারি '২২ | একটি বুলেটের দাম | লিংক |
৩১ | ১০ মার্চ '২২ | অপেক্ষায় কাটে দিন, কাটে রাত | লিংক |
৩২ | ১১ মার্চ '২২ | কেটেছে একেলা বিরহের বেলা | লিংক |
৩৩ | ১২ মার্চ '২২ | ভালোবাসার মূল্য | লিংক |
৩৪ | ১৬ মার্চ '২২ | বন্ধু তুই আমার | লিংক |
৩৫ | ১৭ মার্চ '২২ | পুরুষ তুমি | লিংক |
৩৬ | ২০ মার্চ '২২ | মনুষ্যত্বের পরাজয় | লিংক |
৩৭ | ২১ মার্চ '২২ | নাবিকের চিঠি | লিংক |
৩৮ | ২৮ মার্চ '২২ | হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই | লিংক |
৩৯ | ১২ এপ্রিল '২২ | তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম | লিংক |
৪০ | ১৫ এপ্রিল '২২ | এলো কথার টুকরো স্মৃতি | লিংক |
৪১ | ১৬ এপ্রিল '২২ | রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম | লিংক |
৪২ | ১৭ এপ্রিল '২২ | ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা | লিংক |
৪৩ | ১৮ এপ্রিল '২২ | অর্থহীন প্রলাপ | লিংক |
৪৪ | ২৪ এপ্রিল '২২ | নীল আকাশের হাতছানি | লিংক |
৪৫ | ৩০ এপ্রিল '২২ | মনের গহনে | লিংক |
৪৬ | ০২ মে '২২ | দুঃখ-সুখ | লিংক |
৪৭ | ০৪ মে '২২ | ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তর | লিংক |
৪৮ | ০৬ মে '২২ | আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে | লিংক |
৪৯ | ০৭ মে '২২ | ভালোবাসো আমায় তুমি একটুখানি | লিংক |
৫০ | ০৮ মে '২২ | ভালোবাসো | লিংক |
৫১ | ০৯ মে '২২ | নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি | লিংক |
৫২ | ১০ মে '২২ | বুনো টিয়া | লিংক |
৫৩ | ১১ মে '২২ | আবোল তাবোল জীবনের কথা | লিংক |
৫৪ | ১২ মে '২২ | বিশ্বাস | লিংক |
৫৫ | ১৩ মে '২২ | প্রমিথিউসের মশাল | লিংক |
৫৬ | ১৪ মে '২২ | ভীষণই অরাজনৈতিক | লিংক |
৫৭ | ১৫ মে '২২ | বিস্রস্ত বাউন্ডুলে মন | লিংক |
৫৮ | ১৭ মে '২২ | তৃষ্ণা | লিংক |
৫৯ | ১৮ মে '২২ | মনের মানুষের খোঁজ | লিংক |
৬০ | ১৯ মে '২২ | জীবন ও মৃত্যু | লিংক |
৬১ | ২৯ মে '২২ | শ্রাবণ দিনের সন্ধ্যায় | লিংক |
৬২ | ৩০ মে '২২ | আমিই আমার বাধা | লিংক |
৬৩ | ০৪ জুন '২২ | ভবঘুরের ডাইরি | লিংক |
৬৪ | ০৫ জুন '২২ | টুকরো আবছায়ারা | লিংক |
৬৫ | ০৭ জুন '২২ | কিছু স্বপ্ন, কিছু কল্পনা | লিংক |
৬৬ | ০৮ জুন '২২ | স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই | লিংক |
৬৭ | ১২ জুন '২২ | ব্যর্থ ভালোবাসা | লিংক |
৬৮ | ১৪ জুন '২২ | স্বপ্ন, বাস্তবতা, নিঃসঙ্গতা | লিংক |
৬৯ | ১৭ জুন '২২ | কবিতা, তোমার ছুটি | লিংক |
৭০ | ২০ জুন '২২ | তুমি | লিংক |
৭১ | ২৫ জুন '২২ | ফেসবুকের টুকরো কথা | লিংক |
৭২ | ২৯ জুন '২২ | হৃদয়ে চাই তুষারপাত | লিংক |
৭৩ | ৩০ জুন '২২ | আছে ভালোবাসা, নেই অধিকার | লিংক |
৭৪ | ০৪ জুলাই '২২ | কারণ আমি ভালোবাসি তোমাকে | লিংক |
৭৫ | ০৫ জুলাই '২২ | ক্ষুদ্র কথা, হৃদয় ভার | লিংক |
৭৬ | ০৬ জুলাই '২২ | চুম্বন | লিংক |
৭৭ | ০৭ জুলাই '২২ | চুমু | লিংক |
৭৮ | ২১ জুলাই '২২ | ভালোবাসা ফুরোয় না | লিংক |
৭৯ | ২২ জুলাই '২২ | রাতের আকাশ মেঘলা ভীষণ | লিংক |
৮০ | ০৪ অগাস্ট '২২ | অব্যক্ত | লিংক |
৮১ | ১১ অগাস্ট '২২ | ওগো পটল | লিংক |
৮২ | ১৪ অগাস্ট '২২ | কবিতা চতুষ্টয় | লিংক |
৮৩ | ১৭ অগাস্ট '২২ | হৃদয়ের সুপ্ত প্রেম | লিংক |
৮৪ | ২১ অগাস্ট '২২ | শিরোনামহীন | লিংক |
৮৫ | ২৩ অগাস্ট '২২ | বারান্দায় মরা রোদ্দুর | লিংক |
৮৬ | ২৫ অগাস্ট '২২ | কষ্ট | লিংক |
৮৭ | ০৩ সেপ্টেম্বর '২২ | আজ তুমি আছো দূরে বহুদূরে | লিংক |
৮৮ | ০৮ সেপ্টেম্বর '২২ | চলো যাই হারিয়ে দু'জনায় | লিংক |
৮৯ | ১৫ সেপ্টেম্বর '২২ | তোমার চোখে আমায় দেখি | লিংক |
৯০ | ০৬ অক্টোবর '২২ | শুধু তোমারই জন্য | লিংক |
৯১ | ২৯ অক্টোবর '২২ | ছিন্ন চয়নগুলি | লিংক |
৯২ | ৩০ অক্টোবর '২২ | ভালোবাসো একটুখানি | লিংক |
৯৩ | ০৩ নভেম্বর '২২ | শুধুই তোমারই জন্যে | লিংক |
৯৪ | ০৪ নভেম্বর '২২ | হৃদয়ের অভিসারে | লিংক |
৯৫ | ০৮ নভেম্বর '২২ | তোমার চোখে আকাশ দেখি | লিংক |
৯৬ | ২২ নভেম্বর '২২ | আমার সে দিন ভেসে গেছে | লিংক |
৯৭ | ২৩ ডিসেম্বর '২২ | ভালোবাসার সেই মেয়েটি | লিংক |
৯৮ | ০৭ জানুয়ারি '২৩ | ইচ্ছে | লিংক |
৯৯ | ১৯ জানুয়ারি '২৩ | প্রেম-অনুরাগ | লিংক |
১০০ | ১৮ মার্চ '২৩ | মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায় | লিংক |
১০১ | ২২ মার্চ '২৩ | শিশিরে ভেজা শিউলি | লিংক |
১০২ | ৩০ মার্চ '২৩ | অনুক্ত | লিংক |
১০৩ | ০৭ এপ্রিল '২৩ | ভালোবাসা, প্রেম নয় | লিংক |
১০৪ | ১৭ এপ্রিল '২৩ | কিছু অনুভূতি ছন্দে বেঁধে রাখি | লিংক |
১০৫ | ২৮ এপ্রিল '২৩ | মৃত বসন্ত রাত্রিরা আমার, পুড়ছে পুড়ুক, জ্বলে যাক | লিংক |
১০৬ | ৩০ এপ্রিল '২৩ | হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায় | লিংক |
১০৭ | ০১ মে '২৩ | স্বপ্নের মাঝে মৃত্যু | লিংক |
১০৮ | ০৩ মে '২৩ | হারিয়ে পাওয়া | লিংক |
এই সংগ্রহশালাটির মাধ্যমে আপনার প্রকাশিত সব কবিতা দেখতে পেরে অনেক ভালো লাগছে। আপনার কবিতা আমার বরাবরেই ভালো লাগে, কথা গুলোর মাঝে লাকিয়ে থাকা সেই আবেগ গুলো আমি অনুভব করতে পারি।
Beetlejuice NFT 1 of 1 for sale at goldin auctions right now! Collectors dream that comes with all kinds of memorabilia! Beetlejuice NFT
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
Sotti kotha bolte ei platform e asa Tomar e akta post dekhe , akhon o pore dadha hoi ni kintu talika ta dekhe montro mughdho holam . 🙏
দিদি আমি নতুন এখানে। প্লিজ আমাকে সহায়তা করেন।♥️♥️♥️
দাদা আপনার নিজের সৃষ্টিগুলোকে সংরক্ষণ করার একটা উদ্যোগ নেওয়ায় খুবই ভালো লাগলো। এর মাধ্যমে আমরাও আপনার কবিতাগুলো এক জায়গা থেকে পাঠ করার সুযোগ পাবো। সাধুবাদ জানাই আপনার সুন্দর এই উদ্যোগ গ্রহণ কে।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
অসম্ভব সুন্দর উদ্যোগ 😍
এতে সবার ভীষণ উপকার হবে, একসাথে আপনার সমস্ত কবিতাগুলো দেখতে এবং পড়তে পারবে♥️
ভালোবাসা অবিরাম 💚
বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছেন দাদা এই আর্কাইভসটির মাধ্যমে আমরা আপনার লেখা সবগুলো কবিতা আমরা একসাথে পেয়ে যাব। এটা আমাদের অনেক সুবিধা হবে।
আপনার সবগুলো কবিতাই অনেক সুন্দর এবং পড়তে খুব ভালো লাগে । তবে বাথরুম, ভালোবাসা, সুভাষ এখনো ঘরে ফেরেনি, দৃষ্টি,মা,এই কবিতাগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
বিষয়টি আমার কাছে খুবই অবাক লাগছে। আপনি সব বিষয়ে সমান পারদর্শী দাদা।
দাদা আপনার লিখা সেরা কবিতা গুলো একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। যখন কবিতা পড়তে ইচ্ছা হবে তখন আমরা খুব সহজেই আপনার কবিতাগুলো পড়তে পারব। দারুন সব কবিতাগুলো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার সুন্দর একটি উদ্যোগকে সাধুবাদ জানাই। দাদা আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।
কবিতা প্রেমিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।আপনার কবিতাগুলো সবাই একসাথে পেয়ে যাবে।বিশেষ করে আমি রিস্টিম করে রাখলাম। যাতে যেকোনো সময় পড়তে পারি। ধন্যবাদ দাদা সবগুলো কবিতার লিংক একই পোস্টে শেয়ার করার জন্য।
অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন দাদা। এর ফলে আপনার লেখা সমস্ত কবিতা আমরা একবার হলেও পড়তে পারবো। সবগুলো কবিতা একত্র যদি আমরা পেয়ে যায় তাহলে আমাদের জন্যেও অনেক ভালো হবে। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। 🥰
এত চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য আপনাকে শুরুতেই সাধুবাদ জানাই।এবং সত্যি বলতে কি আমি আপনার কবিতার একজন ভক্ত।কারন আমি একজন কবিতাপ্রেমী মানুষ।যেখানেই কবিতার চাষ সেখানেই আমার বসবাস।আপনার এই নব উদ্যোগকে আরো একবার অভিনন্দন জানাই।আপনার মত করে আমারও করা উচিত।কারণ কবে কবে কি কি কবিতা পোস্ট করেছি তা প্রায় ভুলেই গেছি।অগণিত কবিতা লিখেছি আমি।এমনকি আপনার কবিতাগুলো অনুকবিতা ও লিখেছি আমি।কারণ যে কবিতাগুলো আমার মন ছুয়ে যায় আমি সেগুলোর অনুকবিতা করার চেষ্টা করি।আমি আপনার কবিতার বড় ফ্যান।জয় হোক কবিতার। জয় হোক দাদার। জয় হোক নব উদ্যোগ♥♥
শ্রদ্ধেয় দাদা আশাকরি ভাল আছেন? আপনি খুব ভাল উদ্যোগ গ্রহণ করেছেন। আপনার কবিতাগুলো একসাথে সংরক্ষণ করেছেন। এতে করে আমরা সহজে আপনার কবিতাগুলো পড়তে পারবো। দাদা আপনি অসাধারণ কবিতা লেখেন আপনার প্রতিটা কবিতাই আমার খুব ভালো লাগে। আপনার এই উদ্যোগের মাধ্যমে কবিতাগুলো খুব সহজে দেখে নেওয়ার শুধু হলো। এত চমৎকার উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা।
দাদা আপনার লেখা কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে,কারণ আপনি খুবই দক্ষতার সাথে কবিতাগুলো লেখেন। সত্যিই আপনি সকল বিষয়ে পারদর্শী। আপনার কবিতাগুলো এভাবে একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। এই পোষ্টের মাধ্যমে আমরা কবিতাগুলো আবারো দেখতে পেলাম এবং কবিতাগুলো আবারো পড়ার সুযোগ পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে আবারও কবিতা গুলো উপস্থাপন করার জন্য, আপনার জন্য রইল শুভকামনা।
দাদা আপনার বিগত পোস্ট করা কবিতা গুলো পড়েছি । আপনার কবিতা খুব অসাধারণ চমৎকার মন ভোলানো হয় ।খুব ভালো লাগে পড়তে আপনার কবিতায় । আপনি যে কবিতার আর্কাইভ দিয়েছেন খুবই ভালো করেছেন যখন মন ভালো থাকবে না তখন আপনার কবিতা থেকে পড়ে মন ভালো করবো । তাই রিস্টিম করে নিলাম । ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
শুধুমাত্র কয়েকটি কবিতা ছাড়া আমি সবগুলো কবিতাই পড়েছিলাম। কবিতাগুলোর একসাথে লিংক থাকায় পড়তে একটু অসুবিধা হলো।
কবিতা গুলো আসলেই জাস্ট অসাধারণ ছিল দাদা। তবে বিশেষভাবে সঙ্গী কবিতাটি একটু বেশি ভাল লেগেছিল দাদা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনার সেরা কবিতা গুলো সব একটি পোস্টে পেয়ে খুবই ভালো লাগছে। কেনো না যখন যেটা মনে চাইবে খুলে পড়তে পারবো ।অনেক ভালো একটি উদ্যোগ ,শুভকামনা দাদা
চাইলাম ভালোবাসার বিশেষ কবিতা, দাদা দিয়ে দিলো পুরো বস্তা। প্রতিযোগিতার জন্য প্রেমের বিশেষ কবিতা চাই দাদা, দাবী একটাই আমাদের। হি হি হি।
কবিতাগুলোকে একসঙ্গে দেখতে পেরে সত্যিই দারুণ অনুভূতি লাগছে মনের ভেতর। আসলে কবিতা লেখা অনেক বড় ব্যাপার। একটা মানুষ ইচ্ছা করলেই পারে না অনেক কিছু ভাবতে হয়। আপনি অনেক সুচিন্তা ধরনের মানুষ। এটা সবথেকে ভালো লাগে এবং অনেক সুন্দর করে আজকে পরিবেশন করেছেন সকল কবিতা গুলো।
দাদা আপনার কবিতাগুলো রিস্টিম করে রাখলাম যখন মন খারাপ থাকবে তখন আপনার কবিতাগুলো পড়ব মন ভালো করার জন্য। আপনার অসাধারণ কবিতা গুলো আমাকে মুগ্ধ করেছে। খুব ভালো লাগে আপনার কবিতা। প্রেমের কবিতা অসাধারণ রাজ্য আপনার কবিতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার লেখা প্রত্যেকটি কবিতা এবং গল্পগুলো পাঠকের মন জয় করেছে, অনেক সময় এই কবিতাগুলো খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কবিতাগুলোর সংগ্রহশালা তৈরি করার জন্য এখন খুব সহজেই পাঠক আপনার সকল কবিতাগুলো দেখে নিতে পারবে।
দাদা আপনি খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার যেকোনো কবিতা খুঁজে পাবেন সঙ্গে আমরাও। একসঙ্গে অনেকগুলো কবিতা পড়তে পারব। আর একটা জিনিস শুনে আমি খুবই অবাক হলাম আপনি ২০০ প্লাস কবিতা লিখেছেন এটা আমার জানা ছিল না ।আজই প্রথম জানলাম ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করে তা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
দাদা আপনার কবিতা পড়ে সব সময় মুগ্ধ হই। কবিতার আর্কাইভস পেয়ে আমরা সকলেই অনেক আনন্দিত। আমাদের কথা চিন্তা করে আপনি অনেক কষ্ট করে আপনার দারুন সব কবিতাগুলো একত্রিত করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যখন মন খারাপ থাকবে তখন আপনার কবিতা পড়লে নিমিষেই মন ভালো হয়ে যাবে। দাদা আপনার জন্য শুভকামনা রইল।
এটা সত্যি আমাদের জন্য দারুন একটি পোস্ট ছিলো।অনেকে আছি আমরা যারা আপনার এই সকল কবিতা গুলো পুরোটা পরতে পারি নাই।বা নতুন এসেছে এই পোস্টের মাধ্যমে খুব সহজে প্রতিটা কবিতা পেয়ে গেলাম এবং এখন থেকে রোজ একটা একটা করে কবিতা পরবো আর অনুভব করবো।অসংখ্য ধন্যবাদ দাদা।💝🥰
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা আপনার প্রকাশিত প্রতিটা কবিতা আমার পড়া সব থেকে বেস্ট কবিতা। আর এই সব কবিতা একসাথে পোস্ট করতে থাকলে আমাদের জন্য ও ভালো হবে। যখনই কবিতা পড়তে মন চাইবে টুপ করে সব এক সাথেই পড়ে ফেলা যাবে। ধন্যবাদ দাদা।
আপনি একজন প্রকৃত সাহিত্য প্রেমি। যা আপনার কবিতা গল্প গুলো পড়ে বুঝা যায়। আপনার লেখা কবিতাগুলো এককথায় অসাধারণ। এবং আপনার গল্পগুলো পড়েই মোটামুটি গল্প পড়ার প্রতি আমার আগ্রহ জন্মায়। অসাধারণ আপনার সংগ্রহ টা।
আমি তো দারুণ খুশি এই উদ্যোগ নেয়ায় কষ্ট করে আর খুঁজতে হবেনা প্রিয় কবিতা গুলি। সবকটা কবিতাই আমার পড়া। এত দারুণ সংগ্রহ এক সাথে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
দাদা আপনি ২০০+ করেছেন কবিতা লিখে আর আমার প্রতিযোগিতার জন্য একটি কবিতা লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। একটা কবিতা লিখতে অনেক ধৈর্য্যের প্রয়োজন হয় যেটা আপনার আছে বলে পেরেছেন দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে এতগুলো কবিতা লেখার জন্য।
থাক দাদা জীবন বরবাদ করার প্রয়োজন নেই। এইখানে যে কবিতার লিংক গুলো দিয়েছেন যথেষ্ট। দাদা আপনার লিখায় সবসময় খুব গভীরতা থাকে। প্রতিটি লাইন দিয়ে ব্যাখ্যা করলে এক এক টি বিশাল পোস্ট হয়ে যাবে। আপনি সেরা দাদা।❤️❤️❤️❤️❤️
দাদা আপনার সব গুলো উদ্যোগ প্রশংসনীয় হয়।দাদা খুব দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। দেখে খুব ভালো লেগেছে দাদা।দাদা আপনি যেমন খুব সহজেই কবিতা গুলো পেয়ে যাবেন। আমরাও সব সময় আপনার সব গুলো কবিতা এক সাথে একটি একটি করে পড়তে পারবো। দাদা আপনার সব গুলো অসাধারণ হয়।দাদা আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইলো।
দাদা আপনার এই অনলাইন লাইব্রেরী । আমি এটিকে লাইব্রেরী ই বলবো। সব কবিতা একটি জায়গায় । সব গুলো হয়তো পড়া হয়নি তবে এখন আর চিন্তা করবো না। এখান থেকে কবিতা গুলো খুব সহজেই পড়ে নিতে পারবো। খুবি সুন্দর একটি কাজ আমি মনে করি। খুশি হলাম। ধন্যবাদ দাদা। ভাল থাকবেন।
দাদা ভাই এই সকল কবিতা এর মধ্যে থেকে আপনার বেশিরভাগ কবিতা আমি পড়েছি। সত্যিই অসাধারণ কবিতা লিখেন আপনি,যা একদমই নতুন কথা নয়। আর্কাইভস টি শেয়ার করে সত্যিই অনেক ভালো করেছেন দাদা। এতে আমাদের জন্য আপনার লেখা আমাদের পছন্দ কবিতাগুলো সহজেই আমরা খুঁজে পাব এবং পড়তে পারব। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য অনেক শুভকামনা রইল। শুধু মাত্র 200 + কেনো?আরো হাজার হাজার কবিতা আমাদেরকে উপহার দিয়ে যান। পরিবার নিয়ে অনেক ভাল থাকুন এবং সুস্থ থাকুন।
আপনার কবিতা লেখার প্রতিভা আছে, 200টি কবিতা তৈরি করুন আপনার শুধু অনেক কল্পনাশক্তি থাকতে হবে এবং ছন্দের সুন্দর শব্দ লিখতে খুব অনুপ্রাণিত হতে হবে।
আমি কবিতায় খারাপ, আমি লিখতে ভাল কিছু ভাবতে পারি না, যদিও আমি যখন দুঃখিত থাকি তখন আমি সাধারণত আমার নোটবুকে লিখি তবে আমি আমার অন্তরঙ্গ চিন্তা কারো সাথে ভাগ করতে পছন্দ করি না।
দাদা আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনার কবিতার আর্কাইভস। আপনি খুব সুন্দর কবিতা লিখেন। আপনার সবগুলো কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। এই পোষ্টের মাধ্যমে আমরা আপনার লেখা কবিতাগুলো খুব সহজেই বের করে পড়তে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
prabu jitu
prabu jitu
খুবই ভালো লাগলো সবগুলো কবিতা একইসাথে দেখে। এরই মাঝে কয়েকটা কবিতা পড়ে ফেললাম, যদিও সবগুলো কবিতা পড়া তারপরও আর একবার পড়ে মনটা ভরে গেল। প্রেমের কবিতা গুলো আসলেই হৃদয় ছুয়ে যাওয়ার মত। অনেক ধন্যবাদ সুন্দর এই উদ্যোগের জন্য।
দাদার কবিতাগুলো সবসময় আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে। আপনার কবিতায় ব্যবহার করা ভাষাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটি কবিতা একটি পাতায় পেয়ে সত্যিই ভাল হল। আপনার কবিতা পাঠকরা সহজেই সব গুলো পেয়ে যাবে যখন তখন।
অসাধারণ একটি কবিতার বই। 🤩
এটা সত্যি চরম ভালো উদ্যোগ দাদা। কেননা আপনি যদি প্রতি নত আপনার কবিতাগুলো খুঁজে বের করতে চান তাহলে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। তবে প্রতিটি কবিতাগুলোর আর্কাইভ তৈরি করে রেখেছেন এবং নতুন সংযোজন এখানে লিংক যুক্ত করে রাখলেই পরবর্তীকালে খুঁজে বের করতে কোন সমস্যা হবে না।
তবে জানিনা আপনার কবিতার অনুরাগী কারা? যারা ধন্য
তবে একটা জিনিস সব থেকে ভালো হবে নতুন নতুন কবিতাগুলো এখন থেকে আমরা একই স্থান থেকে দেখতে সক্ষম হব।
উদ্যোগটা চরম ভালো ছিল।
আপনার লেখা কবিতা একসাথে দেখতে পেরে ভালো লাগলো দাদা।সময় করে আবার পড়ার চেষ্টা করবো।অনেক দিন আপনার লেখা কবিতা পড়া হয় নাহ। আপনার লেখা সমস্ত কবিতা একসাথে পেয়ে অনেক খুশি হলাম। ❤️❤️
এই সংগ্রহশালার মাধ্যমে একসঙ্গে আপনার সবগুলো কবিতা সহজেই খুঁজে পড়তে পারবো। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কবিতার অনুরাগীদের মধ্যে একজন। আপনার কবিতাগুলো পড়তে সবসময় আমার ভীষণ ভালো লাগে। কবিতা প্রেমীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শুভকামনা রইল আপনার জন্যে দাদা।
ওয়াও!! সবগুলো কবিতা একটা প্যাকেজ আকারে একসাথে পেয়ে ভালো লাগছে দাদা। আপনার কবিতার কথাগুলো আমার কাছে কি যে ভালো লাগে বলে বুঝানো যাবেনা! কবিতার প্রত্যেকটি লাইনে যেন আবেগ মিশে থাকে। ধন্যবাদ দাদা আপনাকে এতোগুলো কবিতা আমাদের উপহার দেয়ার জন্য ❤️
খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন দাদা। এতে যখন খুশি আমরা কবিতা পড়তে পারবো।আপনিও খুব সহজে খুজে পাবেন।দাদা আপনি ২০০ + কবিতা লিখেছেন।তাহলে অনেক কবিতা লিখেছেন।দাদা আপনার ধৈর্য আছে বলতেই হয়।ধন্যবাদ আপনাকে।
কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে, মাঝে মাঝে সল্প জ্ঞান দিয়ে লেখার চেষ্টা করি ও বটে।দাদা আপনার কবিতার সংগ্রহশালাটি খুবই সুন্দর।একসঙ্গে আপনার অনেক কবিতা গুচ্ছ আকারে পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তিন থেকে চার মাস কাজ করছি। আপনার পোষ্টগুলো আমি ফলো করি। কবিতাগুলো পড়া হয় খুবই ভালো লাগে। দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য দাদা 💚
good article
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে আমারদ মাঝে আমার পোস্ট গুলো তুলে ধরেন। আমি মনে করি আপনার কাছ হতে আমাদের অনেক পাওনা আছে।
Congratulations your Poetry Archives.
আপনার কবিতার সংগ্রহশালা দেখে অনেক ভালো লাগলো। এভাবে সাজানো থাকলে সব কবিতা এক সাথে খুঁজে পাওয়া অনেক সহজ হয়। এই কবিতার মধ্যে কিছু কবিতা এখনো পড়া হয় নাই। আজকেই পড়ে ফেলবো। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, সুন্দর একটি কবিতা সংগ্রহশালা আমাদের সাথে শেয়ার করার জন্য।