একগুচ্ছ অণুকবিতা "ভালোবাসার সেই মেয়েটি"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : pixabay


একগুচ্ছ অণুকবিতা "ভালোবাসার সেই মেয়েটি"



💘


♡ ♥💕❤

(১)

আমার ভালোবাসার সেই মেয়েটি
ডাগর চোখের কাজল মায়া,
মুগ্ধতারই আবেশ মাখা,
অবাক চোখে চায় ।

এত আয়োজন ভালোবাসার,
এতো তারে ভালোবাসি ।
তবু দূরেই সে রয় ।

ইচ্ছে করেই দেয় না ধরা,
ইচ্ছে করেই দেয় না সাড়া ।
বুকের মাঝে আকাশসম দুঃখ হয়েই রয় ।

তার সুখগুলোকে নিজের করে
কষ্টগুলোকে একটু ছুঁতে
অনেক করে চাই ।

তবু কষ্ট গুলো গোপন করে ,
সুখ গুলিকে আমায় দিয়ে
দূরে দূরেই রয় ।

এত তারে ভালোবাসি,
তবু আপন না হয়ে পর হয়েই সে রয় ।

(২)

বুনো ফুলের গন্ধ,
যত মিষ্টি ঘ্রাণই হোক না কেন
বুনো সে শুধুই বুনো ।
তার কোনো নাম নেই,
তা সে যতই সুন্দর হোক না কেন ।

টবে সাজিয়ে রাখা
কাঁটার মুকুট পরা
ক্যাকটাসটির রূপ নেই, গন্ধ নেই ।
অথচ বড্ড আদর তার ।

কারণ একটা নাম আছে তার,
সে বুনো নয় ।

(৩)

আমি নিজেকে দেখি,
আয়নায় নিজেরই প্রতিচ্ছবি ।
প্রতিনিয়ত শুধু দেখি ।

আয়নায় দেখা মানুষটাকে আমার কখনো ভালো লাগে,
কখনো ভীষণই অপছন্দে মনটা ভরে ওঠে ।

তার সাথে সব কথা শেয়ার করা যায়,
গোপন কথা, সুখের কথা আর যত দুঃখের কথা সব ।

আমার যখন মন খারাপ থাকে, সেও তখন বিষাদমাখা রয়,
আমার যখন খুশির সময়, তার দু'চোখেও খুশির হাওয়া বয় ।

এ পৃথিবীতে সব চাইতে আপনার মানুষ,
আয়নায় দেখা চিরচেনা সে আমারই প্রতিচ্ছবি ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


Sort:  

Congratulations on being a winner in the Steemit Awards 2022

 2 years ago 

I feel honored, থ্যাংক ইউ @steemcurator01 :)

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Friends por favor regáleme algo de cripto para comprar unos regalos a los niños o para bolsas de comida que están muy pobres,saludos desde Venezuela.

 2 years ago 

অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়ছি। আমার কাছে আপনার লেখা কবিতা বেশ ভালো লাগে বিশেষ করে ভালবাসার অনুভূতি কবিতার মাধ্যমে দারুণভাবে প্রকাশ করেন। সত্যিই যেটা বাস্তব জীবনের সাথে অনেক মিলে যায় এটাই জীবনের বড় অনুভবতা। অনেক ভালো লাগলো আজকের কবিতাটি।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 2 years ago 

অনেকদিন পর আপনার কবিতা পেলাম দাদা।অনেক অপেক্ষার অবসান আপনার পাঠক পাঠিকাদের।মাঝেমধ্যেই লিখতে পারেন দাদা!
১ম কবিতাটি সবচেয়ে বেশি ভালো হয়েছে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

অনেক দিন পর অনুকবিতা দেখলাম। ২ নং কবিতাটা বেশ ভালো লেগেছে, একদমই বাস্তববাদী কবিতা। আসলেই বুনো যতই সুন্দর কিংবা মিষ্টি গন্ধ হোক না কেন বুনো বুনোই,টবের কাটা মুকুটটি বেশ আদরের হয়।

 2 years ago 

দাদার অনুকবিতার পোস্ট দেখলে ভালো লাগে। এবার বেশ কিছু দিন পর আবারো কবিতা পেলাম আমরা।

ইচ্ছে করেই দেয় না ধরা,
ইচ্ছে করেই দেয় না সাড়া ।
বুকের মাঝে আকাশসম দুঃখ হয়েই রয়

এই লাইনগুলো দারুন লেগেছে আমার কাছে।

 2 years ago 

দাদা আপনার অনু কবিতা গুলি পড়তে সত্যি ভীষণ ভালো লাগে। প্রথম অনু কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর শেষের কবিতাটি একদম বাস্তব সম্মত। আয়নায় দেখা নিজের প্রতিচ্ছবিই পৃথিবীতে সবচেয়ে আপন।বেশ ভালো ছিল।ধন্যবাদ ,ভালো থাকবেন।

 2 years ago 

দাদা আপনার কবিতা দারুণ লেগেছে আমার কাছে।বলতে গেলে আপনার কবিতাটি পড়ে মনে হয়েছে একের ভিতর তিন পেয়ে গেছি।ঠিক বলেছেন যাকে ভালোবাসি সে যদি ধরা ছোঁয়ার বাইরে তাকে অনেক বেশি দুঃখের বিষয়।বনফুল তো বনফুল শুধু সুন্দর ছাড়াই কিন্তু কোন ঘ্রাণ নাই বনফুলের।ক্যাকটাসের ও একই অবস্থা শুধু ফুলদানিতে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা যায় কোন ঘ্রাণ নেই। অসম্ভব ভালো লেগেছে আপনার আজকের কবিতা আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63501.83
ETH 2650.23
USDT 1.00
SBD 2.81