কবিতা "কারণ আমি ভালোবাসি তোমাকে "
Copyright-free Image source : pexels

কবিতা "কারণ আমি ভালোবাসি তোমাকে"

💘
♡ ♥💕❤
মনে কি পড়ে প্রিয় ?
কতদিন আগে আমি একটি গান গাইতে চেয়েছিলাম,
আর, তুমি তাতে সুর দিতে চেয়েছিলে ?
কিন্তু, গানটাই শেষমেশ আর গাওয়া হয়ে উঠলো না,
সুরটা তাই অপাঙ্ক্তেয়ই রয়ে গেলো ।
বহুদিন আগে আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম,
আর তুমি সেটা আবৃত্তি করতে চেয়েছিলে ।
কবিতাটাই আমি এখনো লিখে উঠতে পারলাম না,
তাই, তোমার আবৃত্তিটাও আর শোনা হলো না কখনো ।
কতদিন ধরে চেয়েছিলাম তুমি আর আমি দুজনে,
এই সুবর্ণরেখা নদীটির তীরে বসে সূর্যাস্ত দেখি ।
গোধূলি বেলার রাঙা আকাশ, পাখিদের কুলায় ফেরা দেখি,
আর সুবর্ণরেখার ঢেউয়ে অজস্র অস্তমিত সূর্য্যের
লাল ভেঙে যাওয়া টুকরোগুলো খুঁজি ।
সময় বড্ড দামি, জানো তো !
দু'জনের কেউই আমরা সেটি স্যাক্রিফাইস করতে তাই
এতটুকু রাজি হলাম না, নিদারুণ সময়ের অভাবে ।
সেদিনের কথা কি তোমার মনে পড়ে ?
কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ছুটে গিয়েছিলাম আমি
ওই তেপান্তরের মাঠের মধ্যিখানে ।
বাউল হাওয়ায় নিজেকে মেলে ধরতে চেয়েছিলাম ।
তোমায় ডেকেছিলাম, খুব করে ।
তুমি বললে, ঝড়ে আমার ভয় করে ।
বাদল দিনের প্রথম কদম ফুল এনে তোমার হাতে দিয়ে,
বলেছিলাম তোমায় - "চলো না ভিজি দু'জনে ?"
বরষার নবধারায় সিক্ত করি তনু-মন ।
তোমার হাতে হাত রেখে ভিজতে চেয়েছিলাম ।
তুমি বললে তোমার ঠান্ডার ধাত, ভেজা আর হলো না ।
শান্তিনিকেতনে, জানো তো, পৌষ মেলায়
ঘুরে বেড়ানোর খুব ইচ্ছে ছিল তোমার সাথে মিলে ।
আদিবাসীদের গাঁয়ে, রাঙা মাটির রাস্তায় ধুলো উড়িয়ে
দু'জনে নিরুদ্দেশ হতে চেয়েছিলাম, ওই দিকশূন্যপুরে ।
তুমি বললে - "অত দূর ? সময় কোথায় ?"
আসলেই তো, সময় কোথায় তোমার ?
মনে কি পড়ে প্রিয় ? তোমার সময় ছিলো না কখনো।
কিন্তু, হাজারটা অজুহাত ছিলো শুধু ।
আজ বহুদিন পরে, তোমার সময় এখন অফুরন্ত,
অথচ, আমি আজ অন্য কারও ।
তুমি আজ গান লিখতে চেয়েছো,
আমি আজও সুর দিতে রাজি ।
তোমার অলিখিত কবিতা আজ শেষ হলে,
আমি আবৃত্তিতেও রাজি ।
সুবর্ণরেখা নদীর পাড়ে তোমার সাথে মিলে
সূর্যাস্ত দেখার আজ তোমার এই আহ্ববান,
আমি কি ফেলতে পারি, বলো ?
কালবৈশাখীর ওই উন্মত্ত ঝড়ে,
বুকে জড়িয়ে আমাকে, মাতাল হাওয়ায় তুমি মিশে যেতে চাইছো !
দেখো প্রিয়তম, আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি,
আমি রাজি ।
বাদল দিনের প্রথম বরিষণে,
হাতে হাত রেখে তোমার ভেজার আকুলতা আমাকে সিক্ত করেছে ।
অনিবার্য সেই আহব্বান, আমি কি সাড়া না দিয়ে পারি ?
বলো প্রিয়তম !
শান্তিনিকেতনের পৌষ উৎসব আজ তোমাকে টানে ।
আজ আমি অন্যের, তবুও যেতে চাই তোমার সাথে ।
দিকশূন্যপুরের রাঙা মাটির পথে হাঁটতে হাঁটতে,
চলো হারিয়ে যাই দু'জনে ।
আজ আমি অন্যের, তবুও প্রিয়তম যেতে চাই তোমার সাথে;
কারণ আমি যে আজও ভালোবাসি তোমাকে ।
♡ ♥💕❤
RME, Thank You for sharing Your insights...
সময়ের সাথে সাথে ভালোবাসা গুলো বদলে যায়। হয়তো সময় বড়ই অভিমানী। যখন কারো সময় থাকে তখন অন্যের ব্যস্ততা এসে ভিড় করে। তাই হয়তো প্রিয় মানুষের সাথে একসাথে পথ চলা হয়ে ওঠে না। হয়তো সময়ের নির্মমতার কাছে সম্পর্ক গুলো চাপা পড়ে যায়। হয়তো সময়ের কষাঘাতে ভালোবাসার মৃত্যু হয়। জীবনের বাস্তবতার কাছে ভালোবাসা গুলো অপূর্ণ রয়ে যায়। অসাধারণ এই কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।❤️❤️❤️❤️❤️
Thank You for sharing...
ভালোবাসা অদ্ভুত এক জিনিস যেটি হারিয়েও হারায় না। ভালোবাসা পরিপূর্ণতা না পেলেও সময় অসময়ে মনের ভিতর থেকে সেই ভালবাসার জল্পনা-কল্পনা থাকে। মনে হয় এই যেন ডাকছে, আর কখনো ভালবাসা ডাক দিলে নিজেকে আটকে রাখা যায় না। মন চায় তার সান্নিধ্যে একটু হলেও যাই। ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
অনিশ্চয়তার ভালোবাসা আজও তাড়া করে চলে। আশা রেখেছিলাম অনেক স্বপ্ন মনে গেঁথে ছিলাম সবকিছুই ব্যর্থ হল। তোমাকে নিয়ে ভাবনা রয়েছে সবকিছু, নিঃশেষ হয়ে গেছে তবুও ভালোবাসার আশাটুকু বুকে বাসা বেঁধে রয়েছে, এমনই হয় ভালোবাসা। দাদা অসাধারণ লিখেছেন কবিতাটি। আশায় বাঁচিয়ে রেখেছে এই জীবন। আমাদেরকে এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য ভালোবাসা ও অবিরাম।
Thank You for sharing...
ভাল লিখেছেন। শুভ কামনা ।
আজ সময়, আছে ভালোবাসা আছে , কিন্তু সেই মানুষটি নেই যা এই হৃদয়ে সূর তুলবে। । কিছুটা চিন্তার বিষয়। কবিতার লাইন গুলো পড়ে মনে হচ্ছে অনেক না বলা ভাষা লুকিয়ে আছি, যা কিছু অংশে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। দাদার কবিতা অনেক কঠিন ভাবে মনে ভাব বুঝা যায়। চিন্তা। তবে কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে দাদা। কারন ভালোবাসি তোমায়।
Thank You for sharing...
খুব ভালো লাগলো দাদা কবিতাটা, যখন খুব ইচ্ছে জাগে তখন অন্যের সময় থাকে না আর যখন সময় থাকে তখন আর তেমনি ইচ্ছে জাগে না কিন্তু ভালোবাসার মানুষের জন্য সবসময় সবকিছুর সময় থেকেই যায় হোক সে অন্যের তারপরও যাকে মন থেকে ভালোবাসা যায় তার জন্য বুঝি সব কিছুই করার জন্য প্রস্তুত থাকে মন। অতো ভালো বুঝি না কবিতা কিন্তু পরে খুব ভালো লেগেছে।
অসাধারণ খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা।
আমি মনে করি ভালবাসা এমনই আমরা যখন কাউকে অনেকটা বেশি ভালোবাসি খুব মন থেকে চাই যে অপর পাশের মানুষটি আমার হোক তখন সেই মানুষটি হয়তোবা বুঝতে পারেনা। বুঝতে পারলেও হয়তো সে সময় দিতে নারাজ কিন্তু একটা সময় যখন সেই মানুষটা আবার আমাদের সময় দিতে চায় তখন আমরা নিজে থেকে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। আসলে ভালোবাসা এক অন্যরকম অনুভূতি কিছু কিছু অনুভূতি আছে যেগুলো নিজের মধ্যেই রাখতে হয় ভালবাসার অনুভুতে এটা ঠিক তেমন। ধন্যবাদ আপনাকে দাদা এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank You for sharing Your insights...
কবির লিখা কবিতা পড়ে মুগ্ধ হয়েছি। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা থাকলেই এই কবিতা লিখা যায়। হয়তো সময় বদলে গেছে। তাই ব্যস্ততা কমে গেছে। কিন্তু সম্পর্কের মাঝে এখন হয়তো দেয়াল তৈরি হয়ে গেছে। দেয়াল তো আর ভালোবাসার বাধা মানে না। তাই ভালোবাসা গুলো আজও রয়ে গেছে। তাইতো কবি আজও তাকেই ভালোবাসে।
কবিতার গভীর লাইনগুলো হয়তো তেমন বুঝতে পারিনা কিন্তু এটি বুঝি ভালোবাসা অন্ধ আর পাগল হয়। যতদিন যতবছর যাক না কেন যখনই প্রিয়তমার কথা মনে পরে ব্যাকুল হয়ে ওঠে হৃদয়। ছুটে যেতে চায় তার পানে আর বলতে ইচ্ছে করে ভালোবাসি তোমায় প্রিয়তমা ❣️
আসলে ভালোবাসার এই ব্যর্থতা, না পাওয়ার অপূর্ণতা মানুষকে কুরে কুরে খায় সারা জীবন। তারপরেও প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। জীবনের শেষ অব্দি এই ভালোবাসা থাকে অক্ষয় আর অবিনশ্বর। কবিতার মাধ্যমে দারুন ফুটিয়ে তুলেছেন ভালোবাসার এই অনুভূতিগুলো।
Thank You for sharing...
ভালোবাসি তোমাকে এই কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে ভালোবাসার মানুষকে যদি নিজের করে না পাওয়া হয়। তার পরেও তার প্রতি ভালোবাসা থেকে যায়। এই ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। তবুও তাকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছা করে এবং তাকে নিয়ে পথ হাঁটতে ইচ্ছে করে। কারণ আজও তাকে ভালবাসি, আর এই ভালোবাসা নিয়ে আপনি খুবই সুন্দর কবিতা আমাদের উপহার দিবেন, ভাল লাগবে দাদা।
আসলে দাদা মেয়েদের ভালবাসা এরকম যখন ভালবাসতে যাবেন তখন খুব ভাব দেখায় ভালোবাসা ভালোবাসা খেলতে চায়। যখন অন্য কারো হয়ে যাবেন তখন মনের মধ্যে এসে উকি দিবে। আসলে দাদা আমাদের জীবনটাই এরকম সঠিক সময়ে ভালোবাসার কথাটা বলতে পারিনা। পরে যখন উপলব্ধি করি তখন আর সময় থাকে না। ঠিক বলেছেন আমাদের জীবনে সময়ের বড় অভাব। তাইতো বলতে হয় মানুষ মরে যেতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। অসাধারণ কবিতা লিখেছেন দাদা। প্রতিটা লাইন মনের মধ্যে গেঁথে রইলো।
ধন্যবাদ আপনাকে।
Thank You for sharing...
কবিতাটি ভীষণ ভালো লেগেছে আমার কাছে ।তবে এই লাইনগুলো খুবই মজার ও একটা ভিন্ন রকমের অনুভূতি প্রকাশ পেয়েছে।সময় বড়োই ব্যাস্ততা করে তোলে মানুষকে।যার অভাবে এইভাবে ভালোবাসার মানুষদের ইচ্ছেগুলো অপূর্ন থেকে যায়।শুধু কল্পনা হয়েই থেকে যায়।কিন্তু সময়ের চাকা ঘুরে আজ তারই কাছে অনেক সময় কিন্তু ভালোবাসার মানুষের পরিবর্তে জীবনসঙ্গী অন্য কেউ।অনেক বেদনামাখা কথাগুলো,অসাধারণ কবিতা। ধন্যবাদ দাদা।
Thank You for sharing Your insights...
সত্যি ভাইয়া আমাদের প্রিয় মানুসের জন্য সময়ের অনেক অভাব থাকে। যখন সময় থাকে তখন প্রিয় মানুষ থাকে না। সময় অনেক মূল্যবান জিনিষ যা স্পর্শ করা যায় না। আপনার কবিতাটা অনেক গুরুত্বপূর্ন অর্থ বহন করে। স্যাক্রিফাইস ছাড়া সম্পর্ক টিকে থাকে না। তাকে যদি আবার পায় আর হারাতে দিবো না। ধন্যবাদ ভাইয়া।
আজ চাইনা আর আমি তোমার সেই ভালোবাসা
আজ তুমি বুজেছ, হয়েছ দিশেহারা।
আমার বুকে বেঁধে আছে দীর্ঘশ্বাস,
কিন্তু আজ তোমার প্রতি রইলো অবিশ্বাস।
আজ মনের আকাশে জমেছে মেঘ,
ছুড়ে দিলাম আমার জমা সব আবেগ।
ভাবতে ভাবতে লিখে ফেললাম। সেভাবে কখনো ভাবিনি যে কবিতা লিখবো তবে আপনার কবিতাগুলো পড়ে অনুপ্রেরণা পেলাম৷
Thank You for sharing...
এমন প্রেমে এক সময়, আমিও আবদ্ধ ছিলাম । তবে আমি মনে হয় বেঁচে গেছি,মনে হয় সেই যাত্রায় অনেকটাই সৌভাগ্যবান ছিলাম আমি । তবে এমন মায়া প্রেমে আমি আর পরতে চাই না । তবে বেশ ভালো লেগেছে আপনার কথাগুলো । বেশ ভালই লিখেছেন কবিতাটি । যদিও শেষের দিকে ফিরতে চেয়েছিলেন, তবে আমি হলে মনে হয় আর ফিরতে পারতাম না । তবে জায়গা ভেদে একেকজনের চিন্তাধারা এক এক রকম হতেই পারে, এটা নিতান্তই স্বাভাবিক ।
যথার্থ লিখেছেন ভাই।
Thank You for sharing Your insights...
আসলে দাদা যতদূর কবিতাটা পড়ছিলাম একদম গভীরে হারিয়ে যাচ্ছিলাম। হয়তোবা কবিতার গভীরতা টা খুব একটা বুঝি না। কিন্তু কবিতাটা পড়ে ভীষণ কিছু অনুভূতি হল। ভালোবাসা মনে হয় এরকমই হয়। আপনার কবিতার মানে বুঝতেও বেশ কঠিন। প্রত্যেকটা লাইন এত সুন্দর ভাবে লিখেছেন কি বলবো।
দাদা সত্যিই অসাধারণ কবিতা লিখেছেন খুব সুন্দর একটি কবিতা। আসলে প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয় না। যত বাধাই আসুক তারপরও সে তাকে ভালোবাসে যায়। এইজন্য অন্য কারো হয়ে যাওয়া শর্তেও সে তার সাথে যেতে চায়, কারণ সে আজও তাকে ভালোবাসে। সম্পূর্ণ কবিতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি দাদা ভালোবাসা গুলো বুঝি এই রকমই হয়।প্রথম ভালোবাসার মানুষ কে ভুলে থাকা বড়োই কঠিন। অন্যর হয়ে যাওয়ার পর ও প্রথম ভালোবাসার মানুষের প্রতি কতোটা টান থাকলে আবারও তার কাছে ফিরে আসতে চাই মন তা আপনার কবিতায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দাদা।সব ভালোবাসা গুলো এমনি হয় দাদা সময়ের সাথে সব বদলে যায়।সময় যখন অফুরন্ত থাকে তখন ভালোবাসার মানুষটি থাকে না।আজ সময় আছে ভালোবাসা আছে।লাইন গুলো খুব সুন্দর লিখেছেন দাদা আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল দাদা।
Thank You for sharing Your insights...
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Thank You for sharing...
আপেক্ষিক ভালোবাসাগুলো কাছে থেকেও কেমন যেন দূরত্ব রয়ে যায়, সবটুকু পেয়েও যেন একটা হাহাকার থেকে যায়, আমারও ঠান্ডার ধাত তাই খুব একটা বৃষ্টিকে অনুভব করা হয়নি।
Thank You for sharing...
কবিতা "কারণ আমি ভালোবাসি তোমাকে বাহ্ চমৎকার একটি কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। উপরের লাইন গুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।
ভালোবাসা সব সময় সার্থক হয় না অনেক সময় ভালোবাসার সম্পর্কটি ব্যর্থ হবে জেনেও মানুষ সেটাকে নিয়ে স্বপ্ন দেখে আর এটাই প্রকৃতির বাস্তবতা।
Thank You for sharing...
ভালবাসা যদি সত্যিই থেকে থাকে, তা চিরতরের জন্য থাকে। ভালবাসা কখনও মরে যায় না। পুরো কবিতা টা র নিরিখে যদি দু লাইন বলা যায়, এটাই বলার ছিল।
অনুভবের গভীরের অনুভূতি।
তুমি ডাকলেই চলে যাবো তোমার কাছে।
তুমি ভালবাসলে হিসেবি হবো না,
আমিও অফুরন্ত ভালোবাসা দিয়ে যাবো তোমাকে।
কবিতাটি চমৎকার লাগলো দাদা। আসলে সত্যিকারের ভালোবাসা কখনো ফুরায় না। আর ভালোবাসার মানুষ একবার ডাকলে সেটা ফিরিয়ে দেয়ার সাধ্য কারোরই নেই।
তবে বাস্তব কিছুটা ভিন্ন বলে। ভালোবাসার মানুষটি একবার চলে গেলে সে আর ফিরে আসে না। আর তাইতো কবিতা এতটা সুন্দর আর বাস্তব এতটা নির্মম।
Thank You for sharing...
দাদা আপনি কি জানেন আপনার এই কবিতা গুলো কতখানি খতরনাক হয়? অন্য কারো কথা বলতে পারব না। তবে আমার দিক থেকে বলছি, কিছু কিছু লাইন হুবহু মিলে যায়। স্থান কাল সহ সব মিলে যায়। জানিনা এতটা কি করে সম্ভব! সে যাই হোক, লাইন গুলো হয়তো এখন কবিতা তেই বেশি মানায়। বাস্তব জীবনে আর নাহ্। ভেতরটা নাড়িয়ে দিয়ে গেল পুরো লেখাটা।
প্রণাম রইলো ❤️🙏
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। এই শেষের দুই লাইন অনেক বেশি ভালো লেগেছে। আসলে সময়ের সাথে সব কিছু পাল্টে যায়। কিন্তু ভালবাসা ঠিকই থাকে। মানুষটা অন্যকারো হলেও সেই মানুষ টা কে আমরা ভালোবেসে যাই। কারণ ভালোবাসা শেষ হয় না। সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কিন্তু ভালবাসা শেষ হয় না কোনোদিন। সেটা সবসময় মনের মধ্যে থাকে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
Thank You for sharing Your insights...
এক তরফা ভালোবাসাগুলো শুধু কষ্টই পেয়ে যায়। আপনার কবিতাটি অসাধারণ ছিলো দাদা। এমন অনেক ভালোবাসা আছে যেগুলো আজও পূর্ণতা লাভের আশায় পথ চেয়ে থাকে। ভালোবাসা বড়ই অসহায়। শুভকামনা রইলো আপনার জন্য।
আসলে দাদা যাকে মন থেকে ভালোবাসা যায়, তাকে কখনো ভোলা যায়না।প্রকৃত ভালোবাসা রয়ে যায় সারা জীবন।ভালোবাসা নিয়ে আপনার লেখা কবিতাগুলো আমার একদম মন ছুঁয়ে যায় এত সুন্দর ভাবে আপনি কবিতার লাইনগুলো সাজান যা পড়ে আমি শিহরিত হয়ে যায়।আপনার লেখা প্রত্যেকটা কবিতা যেন জীবন্ত। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা প্রতিনিয়ত তুলে ধরার জন্য।
Thank You for sharing...
অনেক সুন্দর একটি রোমান্টিক প্রেমের কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমি আশ্চর্য এবং অবাক হলাম সেইসাথে এই দুটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে। আসলে ভালোবাসা এমনই হয়। সীমাহীন ভালোবাসার কবিতার জন্য। অবিরাম ভালোবাসা প্রিয় দাদা♥
♡ ♥💕❤
ভালোবাসা মোরে করিলো ঘরছাড়া
প্রিয়তমা মোরে করিলো ছন্নছাড়া
আমি কি করে বলো লুকিয়ে থাকি
আমার হৃদয়ে যে আছো শুধু তুমি।
তুমি হাত বাড়ালেই আমি ছুটে আসবো
তুমি মুখে বললেই আমি উড়াল দিবো
তুমি ইশারা দিলেই আমি ঝাঁপ দিবো
কারণ তুমি ছাড়া এ হৃদয় দিয়ে কি করবো?
জীবনের কিছু বিষয় না পাওয়ার মাঝে থাকে আনন্দ
সব পাওয়া যদি হয়ে যায় তবে জীবনে আসে নিরানন্দ।
মেঘ যদি সব উড়ে যায় তবে কখনও হবে না বৃষ্টি
সব যদি পাওয়া হয়ে যায় তবে কবিতা হবে না সৃষ্টি
ভাল থাকবেন দাদা । শুভেচ্ছা ও ভালবাসা নেবেন।
Thank You for sharing...
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
আমরা সবকিছুই পাই সময় টাকা সব কিন্তু প্রিয় মানুষটা চলে যাবার পর। তখন এগুলোর কোনো মূল্য থাকেই না বলা যায় 😩। আপনার কবিতা টা যেন এইরকম একটা আক্ষেপের কথাই মনে করিয়ে দেয়। দারুণ লাগল কবিতা টা দাদা।।।
সত্যি যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছুই করা যায়। যদিও সে অন্যের হোক না কেন। সত্যিকারের ভালোবাসাটা মনের গভীরে কোথাও না কোথাও লুকিয়ে থাকেই। যাকে আবার পুনরায় দেখলেই নতুন করে জেগে ওঠে। কবিতাটা বেশ চমৎকার ছিল।
বাদল দিনের প্রথম কদম ফুল এনে তোমার হাতে দিয়ে,
বলেছিলাম তোমায় - "চলো না ভিজি দু'জনে ?"
বরষার নবধারায় সিক্ত করি তনু-মন ।
তোমার হাতে হাত রেখে ভিজতে চেয়েছিলাম ।
তুমি বললে তোমার ঠান্ডার ধাত, ভেজা আর হলো না ।
এই লাইন কটি আমার কাছে বেশ ভালো লেগেছে ।ধন্যবাদ।
Thank You for sharing Your insights...
L'amour si complexe et puissant
এটাই জীবনের জন্য পরম আফসোস, প্রেম করে বিয়ে করলে ভালোবাসা মরে যায়। প্রেমের মিলন না হলে ভালোবাসা দুটো আহত হৃদয়ে বেঁচে থাকে। সুখের সময়ের কথা, স্মৃতি মনে থাকেনা। একারণে বিয়োগান্তক যেকোনো নাটক গল্প-উপন্যাস স্মৃতি গুলো সব সময় স্মৃতিতে রয়ে যায়।
Thank You for sharing...
হাজার চাইলেও এই "কারণ" শব্দটার কারণেই মধ্যকার দূরত্ব হয়ে যায় কয়েক মাইল কে মাইল। সময় এর কাজ তাই সময়েই করতে হয়।