কবিতা "নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি"

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি"



💘


♡ ♥💕❤

আবার ফিরে পেলাম তোমায়,
ঘন তমসাবৃত পথে হাঁটতে হাঁটতে,
হারিয়ে ফেলেছিলাম তোমায় ।

যে হাত কখনো না ছাড়ার অঙ্গীকার করেছিলে তুমি,
ভুল করে সে হাত দিয়েছিলে ছেড়ে ।
আমায় ছেড়ে পুরোনো বন্ধুর হাত ধরেছিলে,
কিন্তু যখন সে আলতো করে,
ছেড়ে দিলো তোমার বরফ শীতল হাত,
উষ্ণতা খোঁজায় ব্যর্থ তখন তুমি ।

আবার পেলাম খুঁজে তোমায়,
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরলে তুমি আমার হাত ।
আর কোনোদিনও না ছেড়ে দেওয়ার অঙ্গীকার,
করস্পর্শে উষ্ণ করলাম তোমার শীতার্ত করতল ।
হৃদয়ের উষ্ণতায় একটুখানি আদরের রোদ
মেখে নিলাম দু'জনায় ।

অতীতকে ভুলে আবার এক হলাম দু'জনে;
চলো বন্ধু আবার করি যাত্রা অসমতল বন্ধুর এই পথে ।
আবার ভুলে থাকার চেষ্টা করি অতীতের
ছিন্নমূলের যাতনার দিনগুলি ।

আমি চাই এ পথের যেন শেষ না হয়,
যেন শেষ না হয় আমাদের দু'জনের এই পথচলা ।
এই অবিরাম পথচলায় অতীতকে ভুলে থাকা যায়,
অতীতের দিনগুলি সারি-সারি বেদনার নীলছবি ।

ফেলে আসা স্মৃতি মনকে শুধু কাঁদিয়েই যায়;
দুঃসহ বেদনার নীল স্মৃতিগুলো মোছে না কেন ?
ফিকে হতে হতে মুছে যাক অতীতের সে দিনগুলি।
পুরোনো কথার ভীড়ে নতুন কথাগুলি
দেব না তো আর হারিয়ে যেতে আমি।

দিন ফুরিয়ে এলো, ধরণীর বুকে, এখন রাত্রি নামার পালা;
শেষ বিকেলের ফুরিয়ে আসা আলোয়,
এসো আকাশ দেখি দু'জনায় ।

দেখো, পাখির ডানায় বিকেলের মরা রোদ
ছায়াগুলি এখন ঘন আরও ঘন হচ্ছে,
আঁধারের জটলা এখন ছায়াদের বুকে ।

স্বপ্নমধুর এই গোধূলী বেলায়, মায়াবী আলোয়,
উদ্ভাসিত হোক তোমার হৃদয় ।
অন্তরের সকল আঁধার দূর হোক নিমেষেই ।

দিন শেষ হয়ে আসে দ্রুত, নীড়ে ফেরা পাখিদের ডানার শব্দ,
পশুদের অশুভ কণ্ঠে ঘোষিত হচ্ছে দিনের অন্তিমলগ্ন ।
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরেছি আবার তোমাকে,
দিনশেষের এই বিদায়লগ্নে নতুন দিনের স্বপ্ন দেখি দু'জনে ।

♡ ♥💕❤



Copyright-free Image source : Pixabay

Sort:  
 3 years ago 

দাদা আপনার প্রেম-ভালোবাসা নিয়ে কবিতা গুলো আমাকে মুগ্ধ করে। আপনি সব সময় ভালোবাসার কবিতা লিখতে ভীষণ পছন্দ করেন। আপনার কবিতার প্রতিটি লাইন ভালোবাসা মন। কবিতার মধ্য দিয়েই আপনার মনের ভালোবাসার অভিব্যাক্তিগুলো প্রকাশ করেন। একজন মানুষ কতটা সৃজনশীল করে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে। আপনার এই চিন্তাশক্তিকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে ছুঁয়ে দেয় এত সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য আমার ভীষণ ভালো লাগে।

 3 years ago 

ফেলে আসা স্মৃতি মনকে শুধু কাঁদিয়েই যায়;
দুঃসহ বেদনার নীল স্মৃতিগুলো মোছে না কেন ?
ফিকে হতে হতে মুছে যাক অতীতের সে দিনগুলি।

শূন্য এ খাঁচা , শূন্য এ বুকে
এসেছে ফিরিয়া পাখি
হাত ধরা ধরি, হাত ছাড়া ছাড়ি
তবুও তোকেই ডাকি
খুলিয়া রেখেছি হৃদয়ের দ্বার
ফিরে আয় মোর পাখি

এক কথায় অসাধারন লিখেছেন দাদা। আপনার জন্যই তো বারবার ফিরে পাই ভাষা ফিরে পাই বাঁচিবার আশা। ভাল থাকবেন। শুভেচ্ছা ও ভালবাসা সবসময় থাকবে।

 3 years ago 

অতীতকে ভুলে আবার এক হলাম দু'জনে;
চলো বন্ধু আবার করি যাত্রা অসমতল বন্ধুর এই পথে ।
আবার ভুলে থাকার চেষ্টা করি অতীতের
ছিন্নমূলের যাতনার দিনগুলি ।

দাদা আপনার কবিতাটি সত্যিই অসাধারণ, খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগে। অতীতকে ভুলে গিয়ে প্রিয় মানুষটিকে নিয়ে নতুন স্বপ্ন দেখায় এবং নতুন দিনগুলো সুন্দরভাবে পার করা এটাই সবচাইতে সুখের কাজ। আমার খুবই ভালো লেগেছে, আজকে আপনার কবিতাটি।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

দিন শেষ হয়ে আসে দ্রুত, নীড়ে ফেরা পাখিদের ডানার শব্দ,
পশুদের অশুভ কণ্ঠে ঘোষিত হচ্ছে দিনের অন্তিমলগ্ন ।
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরেছি আবার তোমাকে,
দিনশেষের এই বিদায়লগ্নে নতুন দিনের স্বপ্ন দেখি দু'জনে ।

জাস্ট অসাধারণ। এই লাইনগুলো তিনবার পড়লাম। আমার মনে হয় চর্চার মাধ্যমে কবিতা হয়না। কবিতা লেখার জন্য চাই সহজাত প্রতিভা।

 3 years ago 

আবার পেলাম খুঁজে তোমায়,
বেঁচে থাকার স্বপ্নে আঁকড়ে ধরলে তুমি আমার হাত ।
আর কোনোদিনও না ছেড়ে দেওয়ার অঙ্গীকার,
করস্পর্শে উষ্ণ করলাম তোমার শীতার্ত করতল ।
হৃদয়ের উষ্ণতায় একটুখানি আদরের রোদ
মেখে নিলাম দু'জনায় ।

কবিতা লিখতে আসলে প্রাণচঞ্চল মন লাগে আর আপনার ভেতরে এমন কিছু আছে যা কবিতার শব্দ চয়নের যথেষ্ট। কবিতার এই অংশটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কবিতাটি আপনি বৌদিকে পড়ে শুনিয়ে দেন। তাহলে বৌদি খুশি হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা সত্যিই এক কথায় মুগ্ধ হয়ে গেলাম আপনার লেখা কবিতাটি পড়ে। পুরো কবিতাটি মনোযোগ দিয়ে পড়লাম সত্যি খুবই ভালো লাগলো দাদা।
ভালোবাসার মানুষটিকে একবার হারিয়ে তাকে ফিরে পেয়ে আবার নতুন করে পথ চলা এটা সত্যি খুবই ভালো লাগার একটি ব্যাপার।
যাইহোক খুবই ভালো লাগলো দাদা আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ।

 3 years ago 

যারা ছেড়ে যাবেনা কখনো এই কথাটি বলে আমার মনে হয় তারাই সবার আগে ছেড়ে যায়। এমনটি হয়ে থাকে। সব সময়। তাকে তো আবার সুযোগ দিতেও ভয় লাগে। যদি আবারো সে চলে যায়। খুব সুন্দর এক কবিতা উপহার দিলেন দাদা। তমসাবৃত এই শব্দের অর্থ টা বুঝিয়ে দিলে ভালো হতো দাদা এটার অর্থ বুঝিনি।

তমসাবৃত- অন্ধকারে আছন্ন।

স্বপ্নমধুর এই গোধূলী বেলায়, মায়াবী আলোয়,
উদ্ভাসিত হোক তোমার হৃদয় ।
অন্তরের সকল আঁধার দূর হোক নিমেষেই ।

আধার তো হয়ে গেছে দূর
এসে গেছে যখনি কাছে,
শুধু আলো-আঁধারি টা চলবে
জীবনের পেক্ষাপটে।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 113533.53
ETH 4302.05
SBD 0.83