আমার বাংলা কবিতা "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"

in আমার বাংলা ব্লগ3 years ago


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"



💘


♡ ♥💕❤
অধীর হয়ে রয়েছি বসে, তোমারই পথপানে চেয়ে,
কখন আসবে, কখন বলবে আমায় ভালোবাসি তোমায় !
ভালোবাসার তীব্রতা ছুঁয়েছে আমায়,
তাই ব্যাকুল হয়ে রয়েছি চেয়ে অলখের পথপানে ।

জানি আমার এ ব্যাকুলতা স্পর্শিবে না তোমায়;
এসো প্রিয়, ভালোবাসা এস আমার কাছে ।
সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।

শুনতে কি পাও প্রাণের এই আকুলতা?
বুঝতে কি পারো ভালোবাসার এই ব্যাকুলতা ?

তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।

আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।


♡ ♥💕❤

Sort:  
 3 years ago 

সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।

ভালোবাসার ব্যাকুলতা আপনার এই কবিতার বহিঃপ্রকাশ। অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা। ভালোবাসায় সিক্ত হতে চায় সেই প্রেমিক হৃদয়। মনের অগোচরে লুকানো ভালোবাসার সেই শূন্যতা আজ পূর্ণ করে দিতে খুঁজে সেই প্রিয় মানুষটির ভালোবাসার রং। ভালোবাসার ডালি সাজিয়ে যখন কোন প্রেমিক হৃদয় বসে থাকে তার প্রিয়ার প্রতীক্ষায় তখন সেই প্রিয়া নিজেকে গুটিয়ে রেখেছে নিজের মত করে। তবুও আমরা ভালোবাসি এবং ভালোবেসে যাব। দাদা আপনি সবসময় দারুন কবিতা লিখেন এটা আমরা সকলেই জানি। আপনার কবিতাগুলো যখন পড়ি তখন কবিতার গভীরতার মাঝে নিজেকে হারিয়ে ফেলি। নিজেকে হারিয়ে আজ ভালোবাসার রং তুলিতে নতুন স্বপ্ন সাজাই। শূন্য হৃদয়ে ভরে দিতে হয়তো সেই মানুষটি কোন একদিন ফিরে আসবে। হয়তো সেই অপেক্ষার প্রহর একদিন শেষ হবে। তবুও তো অপেক্ষায় কাটে দিন ও কাটে সেই গভীর রাত। ঘুমহীন দুটি চোখ তার প্রতীক্ষায় বসে থাকে। কখন সে এসে শূন্য হৃদয় ভরিয়ে দেবে। হৃদয়ের শূন্যতাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে। অসাধারণ একটি কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।

ভালোবাসার সেই শূন্যতাকে পূর্ণ করে দিতে ভালোবাসার মানুষটি আজ দূরে। হয়তোবা ভালোবাসার পরীক্ষা সেই প্রিয় ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিয়েছে। কিছু কিছু ভালোবাসা আছে পূর্ণতার চেয়ে অপূর্ণতার মাঝেই বেশি সুখ খুঁজে নেয়। তাইতো সে আজ অনেক দূরে অথবা সে গুটিয়ে রেখেছে নিজেকে। কারন সে দুর থেকে ভালবাসতে চায়। ভালোবাসা শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়। কোথায় আছে প্রিয় মানুষটিকে পাওয়ার মাঝেই শুধু ভালোবাসা লুকিয়ে থাকে না প্রিয় মানুষটিকে দূর থেকে ভালোবাসার মাঝেও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। কাছে এসে দুটি হৃদয়ের মিলন না হলেও দুটি হৃদয়ে জমানো ভালোবাসা সারাজীবন রয়ে যায়। হয়তো সেই হৃদয়ের ব্যাকুলতা দুটি হৃদয় অনুভব করতে পারে। কিন্তু ব্যাকুলতা কে রঙিন স্বপ্নে রূপান্তরিত করতে পারে না। হয়তো সেই স্বপ্নগুলো শুধুই স্বপ্ন হয়ে যায়। রঙিন স্বপ্নগুলো যেমন আমাদের জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা তেমনি প্রিয় মানুষটি যখন নিজেকে গুটিয়ে দূরে সরে যায় তখন তার ভালবাসার মধুর স্মৃতিগুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। এভাবেই হয়তো প্রিয় মানুষগুলো দূরে গিয়েও হৃদয়ের কোণে জায়গা করে নেয়। হয়তো সেই প্রিয় মানুষের প্রতীক্ষায় দিন রাত কেটে যায়। তবুও কি সে আসবে কোন দিন ফিরে তা আমরা কেউ বলতে পারিনা। হয়তো আসবে না হয়ত সেই সাজানো ভালোবাসার ডালি চিরকাল অন্তরে কাঁটা হয়ে বিঁধবে। তবুও আমরা দূর থেকে ভালোবেসে যাব। তবুও আমরা প্রতীক্ষায় থাকবো কবে আসবে সে। এসে বলবে এসো প্রিয় ভালোবাসায় ভরিয়ে দেই শূন্য হৃদয়।

 3 years ago 

তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।

আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।

দাদা আজকের এই কবিতা পড়ে আমি কোনো মন্তব্য করতে পারছিনা। এই কবিতা আমার মন ছুঁয়ে গেছে। কি বলে প্রশংসা করবো সেই ভাষা আমার জানা নেই। ধন্যবাদ দাদা।

 3 years ago 

বাহ,কত সুন্দর করে সাজিয়ে লিখেছেন দাদা প্রতীক্ষারত ভালোবাসা নিয়ে।এই কবিতাটি আমার কাছে কিছুটা আপনার লেখা "কবিতা এসো আমার হৃদয়ে" এই কবিতার মতো লেগেছে।ভালোবাসাই একমাত্র পারে শুন্য হৃদয়কে ভরিয়ে দিতে।ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন ।ভালোবাসার মানুষকে নিয়েই বেঁচে থাকার স্বপ্ন,এত চাওয়া -পাওয়া।অসাধারণ লেখনী দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

দাদা আপনার কবিতাটা পড়ে অসম্ভব ভালো লেগেছে কবিতা লিখতে পারিনা কিন্তু পরে বুঝতে পেরে কবিতার ভিতর কথা গুলো। বাংলা কবিতায় ভালোবাসার মানুষের কাছ থেকে ভালবাসার কথা শুনতে না পাওয়ার চেয়ে ব্যাকুলতা স্পষ্ট করে বুঝিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দাদা আপনার কবিতা পড়ে মনে হয় বাংলা সাহিত্যের পণ্ডিতেরা ও আপনার মত কবিতা লিখতে পারবেনা। দারুন ছন্দ মিল সেইসঙ্গে গভীর অর্থ। সব মিলিয়ে চমৎকার লিখেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

দাদা আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের কবিতাটিও ভীষণ সুন্দর হয়েছে। কবিতার প্রতিটা চরণ পড়ে আমি মুগ্ধ।

জানি আমার এ ব্যাকুলতা স্পর্শিবে না তোমায়;
এসো প্রিয়, ভালোবাসা এস আমার কাছে ।
সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।

কবিতার এই লাইন গুলো অসাধারন ছিল দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এসো প্রিয় বাহুডরে রেখেছি সেখানে তোমার ছায়ার সম জায়গা করে।।।

আসলে আপনার কবিতার তুলনা নেই।কবিতার গভিরতা অনেক দাদা।আমার খুব খুব ভালো লেগেছে প্রিয় মানুষ কে একদিন এটা আবৃতি করে শুনাবো আর ক্রেডিট আপনাকেই।দিব😍😍🥰

 3 years ago 

জানি আমার এ ব্যাকুলতা স্পর্শিবে না তোমায়;
এসো প্রিয়, ভালোবাসা এস আমার কাছে ।
সিক্ত করো হৃদয়, রিক্ত করে দিও না আমায় ।
তোমার ভালবাসার রঙে রাঙিয়ে দাও,
ভরিয়ে দাও এ শূন্য হৃদয়।

দাদা আপনার কবিতা গুলো যাস্ট অসাধারণ। সব থেকে প্রেমের কবিতা গুলো আমার খুব ভালো লাগে। আপনি এতো সুন্দর ভাবে কবিতা গুলো লেখেন যা পড়ে মন টা ভরে যায়। কবিতার প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

আমার কাছে তো রয়েছে শুধু তোমার হৃদয়টাই,
সেটাই যদি যাও নিয়ে, তবে অর্থহীন আমার বেঁচে থাকাটাই ।

অনেক ভালো লাগলো দাদা কবিতাটি।শেষের লাইনটি আমার মনে গেথে আছে।অনেক সুন্দর লিখেছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96900.40
ETH 3351.13
USDT 1.00
SBD 3.19