আমার বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে"

in আমার বাংলা ব্লগlast year (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "কবিতা এসো আমার হৃদয়ে"



💘


♡ ♥💕❤

কবিতা, কেন তুমি এলেনা আমার এই হৃদয়ে?
কেন তুমি দূর্লভ হয়ে এলে আমার জীবনে?

সবাই যেমন পারে তার মনের কথা ব্যক্ত করতে,
কেন দাওনা ধরা তুমি আমার কাছে ?

কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;

যখন অন্য মানুষকে দাও করে সুযোগ,
তার না বলা কথাগুলো আমার মনের মানুষটিকে বলতে?

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।


♡ ♥💕❤

Sort:  
 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়

পুরো কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দাদা। তবে এই দুটি লাইনে অনেক কিছু প্রকাশিত হয়। আসলে একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, কতটা অনুভুতি থাকললে মন থেকে এই কথা আসে। আসলে দাদা প্রিয়জনের থেকে দূরে চলে যাওয়া খুবই কষ্টকর। দূরে চলে গেলে মনে যদি আর একবার ফিরে আসতো! দাদা আপনার লেখা কবিতা পড়ে সত্যি মন ছুঁয়ে গেলো। আপনার লেখা কবিতায় নিজের জীবনের অনেক মিল খুজে পাই। অনেক অনেক ধন্যবাদ দাদা এই কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন।

 last year 

কবিতা, কেন তুমি এলেনা আমার এই হৃদয়ে?
কেন তুমি দূর্লভ হয়ে এলে আমার জীবনে?

কবিতা, কেন তুমি আজ অন্যের ঘরে
হৃদয় মোর শূণ্য মরুভূমি করে?
কবিতা, কেন তুমি নিষ্প্রাণ করলে
তুমি ছাড়া যে আসে না ছন্দ জীবনে।

দাদা কি কি কি ঘটনা কি? এই কোন কবিতা? জাতি জানতে চায় পুরো সত্যটা, হা হা হা হা আর কিছু কমু না পরে মাইর দিতে পারেন।

 last year 

কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;

এই লাইন দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম হৃদয় ছুঁয়ে গেল। আসলেই মনের মানুষকে মনের কথা বলতে না পারার মাঝে যে কষ্ট তা কোনো কিছুতেই বলে বোঝানো সম্ভব না।

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

কবিতা আমার কাছেও আসতে চায় না। কোনভাবেই লেখনীতে ধরা দিতে চায় না। আমার সাথে একদম মিলে গেল এ লাইন দুটি।
খুবই চমৎকার হয়েছে দাদা আপনার আজকের কবিতাটি। অন্যান্যদিনের কবিতার থেকে আজকের কবিতাটি একটু অন্যরকম সুন্দর হয়েছে।

 last year 

আসলে কবিতা বড়ই অদ্ভুত সুন্দর একটি সৃষ্টি। কত সুন্দর করে সহজেই মনের আকুতি গুলো কে সহজ ভাষায় ফুটিয়ে ফেলা যায় কবিতার মাধ্যমে। আপনিও খুবই চমৎকার ভাবে নিজের মনের কথা গুলো এই কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন আমাদের সামনে। একদম অসাধারণ লেখা।

 last year 

দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলেই ভালবাসা আকুলতা কবিতার মধ্যে ফুটে উঠেছে। ভালোবাসার পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে কবিতার মাধ্যমে। আসলে ভালোবাসা একটি পবিত্র আর এই ভালোবাসা মানুষকে অনেক মহৎ করে তোলে। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

কোথায় যেনো একটা না পাওয়ার আকুতি এই কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন।আসলে কি দাদা জানেন এই দুনিয়ার সব কিছু পেতে হবে বা পাওয়া যায় এইরকম কিছু নেই। যদি আমরা সব কিছু পাইতাম তাহলে আপনিও হয়তো আজ আপনার এই মনের ভাবকে আমাদের সামনে তুলে ধরতে পারতেন না।দুনিয়া হচ্ছে গোল,দুনিয়া তার আপন নীলায় চলে।সুখ-দুঃখ যেন আপন ভাই।তবে কবিতার শেষে আপনি তাকে আবারো ফিতে পেতে চেয়েছেন। আসলে ভালোবাসা অনেক বড় একটা মোহ। যার মায়ায় পরলে দুনিয়ার কিছু মনে থাকে না।তবে আশা করি আসলে এই দুনিয়ায় সবার আশা যেন পূর্ণ হয়। কারন সবাই কষ্ট সহ্য করতে পারে না।সৃষ্টিকর্তার কাছে এইটাই চাই।শুভ কামনা রইল দাদা আপনার এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কবিতা টাও আমার কাছে দূর্লভ🙂। এটা যেন একজন ব‍্যর্থ প্রেমাকের আত্মকহন। কী সুন্দর সাবলিল ভাষায় আপনি সেটা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। প্রতিটা লাইন যেন আমি অনুভব করতে পারি। অনেক সুন্দর লিখেছেন দাদা কবিতা টা।

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও

শুনলেও হয়তো কবিতা ধরা দেবে না। কারণ ওরা দূরে থাকতেই পছন্দ করে🙂।

ওয়াও দাদা অসাধারণ একটা কবিতা লিখেছেন। প্রতিটা লাইনি খুবই সুন্দর হয়েছে। দাদা আপনি সত্যি অসাধারণ একটা কবিতা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দাদা সত্যি বলতে কি এই না পাওয়া ভালোবাসা টা একটু বেশি কষ্ট দিয়ে থাকে। আর আপনার কবিতার উপর আপনি সেটা খুব স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার আকুতি-মিনতি কেন যে বুঝতে চায় না ভালবাসার মানুষগুলো এটা সত্যি খুব কঠিন একটা বিষয়। আর আমাদেরকে এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি কবিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম। আপনার কবিতার প্রতিটি লাইনে ছিল কষ্টদায়ক না পাওয়ার ব্যথা। তবু আমি এই কয়টা লাইন নিলাম।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়
আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

এ লাইনগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আবারো জানাই আপনাকে প্রাণঢালা অভিনন্দন দাদা।

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

"কবিতা এসো আমার হৃদয়ে" কবিতার নাম শুনলেই কেমন জানি মন ফুরফুরে হয়ে যায়। কবিতা যেমন সুন্দর হয়েছে তার থেকে বেশি আমার কাছে কবিতার নাম অনেক ভালো লেগেছে দাদা। মনের প্রতিটা ভাষা এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা কবিতা আমাদের উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। এভাবেই যেন আমাদের নতুন নতুন কবিতা উপহার হিসেবে দিতে পারেন সেই দোয়া কামনা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।
 last year 

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা এই যে কবিতার জন্য এত আকুতি । কিন্তু আমি মনে করি কবিতা তো আপনার কাছেই রয়েছে। কবিতার জন্য যে কবিতা লিখেছেন সেটাই তো অসাধারন হয়েছে। কবিতা তো আপনার হৃদয়ে বিরাজমান । হটাৎ কারে কাউকে কিছু দিলে যেমন সে খুশি হয় ঠিক তেমনি হটাৎ করে আপনার লেখা কবিতা টি পড়ে আমিও অনেক খুশি হয়েছি ।কারন কবিতা নিয়ে কবিতা লিখেছেন।ব্যপারটা একটু অন্যরকম। তবে আপনার কবিতা টি পড়ার সময় একটা বিষয় ভাবছিলাম যে, যদিও আমার ভাবনা টি নিছক কল্পনা প্রসুত। সেই ভাবনা টি হল। যদি কবিতা নামে কোন মেয়ে যদি এই কবিতা টি পড়ে তবে সে কিন্তু আপনার কাছে ছুটে যাবে। হা হা হা । ভাল থাকবেন দাদা ধন্যবাদ।

 last year 

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

দাদা আপনার কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ। আমি বুঝতে পারছি না কোন লাইনটির প্রশংসা করবো।
ভালবাসা মানুষকে অন্ধ করে দেয় আর এটাই সত্যি কথা। ধন্যবাদ দাদা।

 last year 
অসম্ভব সুন্দর কবিতা।লেখনী খুব সহজ ও সরল ভাষায় রচিত।কিন্তু কবি মনের এক গভীর আক্ষেপ প্রকাশ পেয়েছে।আর সেই আক্ষেপ ভরা মনের শ্রেষ্ঠ নায়িকা কবিতা নামে ব্যক্ত করা হয়েছে।কবিতা এখানে কাল্পনিক মনের মানুষ কবি মনের।যেখানে কবিতা শুধু অধরা ও সহজে ধরা দেওয়ার পাত্র হয়ে নয়, কবি হৃদয়ের আকুতি হয়ে প্রতিফলিত হয়ে উঠেছে।কবি হৃদয়ের প্রিয়জনকে যে না পাওয়ার ব্যথা ও না বলার দুঃখ তিনি তা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন।সেখানে কবির মনের হাসি, কান্না, সুখ ও দুঃখ একমাত্র কবিতা হয়ে ফুটে উঠবে সবার মাঝে ও প্রিয় মানুষটির মাঝে।যেটা কবির গভীর ইচ্ছে ও আকুতি।অনেক সুন্দর হয়েছে কবিতাটি,ধন্যবাদ দাদা।শুভকামনা রইলো আপনার জন্য।
 last year 

অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা ।একজন প্রেমিকের আর্তনাদ ফুটে উঠেছে আপনার কবিতাটিতে। আজকের কবিতাটি একদম হৃদয় স্পর্শ করেছে ।একজন ব্যর্থ প্রেমিকের হাহাকার ফুটিয়ে তুলেছেন সমস্ত কবিতা টিতেই। তার কবিতা কেন যে তাকে ধরা দিচ্ছে না? এটি খুবই কষ্টের ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দাদা অসাধারণ লিখেছেন। সম্পূর্ণ কবিতা পড়ে আমার অনেক ভালো লাগলো।আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেকটা অর্থবহ করছে।কবিতার লাইনগুলো পড়তে ছিলাম আর ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সত্যি দাদা অসাধারণ কবিতা হয়েছে। প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কবিতা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

জীবনে আসা এই স্পেশাল মানুষকে আমরা জীবনের সর্ব্বোচ্চটুকু দিয়ে আগলে রাখতে চাই, জীবনের সাথে মিশিয়ে রাখতে চাই, তাদের মাঝে জীবনের সবটুকু রঙ্গ খুজতে যাই,কিন্তু তারা থেকে যায়না বরং গোপনে এসে আয়োজন করে দুঃখ দিয়েই হারিয়ে যায় চিরতরে। জীবনে না থাকা মানুষগুলোর প্রতিই কেন জানিনা সবার আক্ষেপটা বেশিই থাকে। তাদের প্রতি ভালবাসাটাও বেশি থাকে। তাদের দেয়া সামান্য ব্যথাগুলোই কেন জানিনা সবচেয়ে বেশি তীব্রতর হয়। তবুও আমি বলবো, আশা ছাড়তে নেই। ভালবাসা পবিত্র হলে, একদিন সে ধরা দিবেই হয়তো লেখনীতে, হয়তো বা কবিতা হয়ে।

 last year 

বাহ্ কবিতাকে নিয়েই কবিতা লেখা। অসাধারণ হয়েছে দাদা ভাই। নতুন করে কি বলব। আপনার লেখা কবিতা মানেই গভীরতা, প্রাচুর্যতা, ভালোবাসা ও ছন্দ। অনেক ভালো লাগলো কবিতা টি পড়ে।এই কবিতায় কিছুটা আমার মনের কথাও রয়েছে। কবিতা আমার কাছে ও ধরা দিতে চায় না। কেন জানি লাইনগুলো ভাবলেও লিখা,ছন্দে তাল মিল হয়ে উঠে না। আর দাদা ভাই আপনি নিজে কতটা কবিতাকে ভালোবাসেন তাও আপনি আপনার এই লেখা কবিতার মধ্যে প্রকাশ করেছেন। পুরো ব্যাপারটা অসাধারণ ছিল। ধন্যবাদ দাদা ভাই এত চমৎকার কিছু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এমন আরো অসাধারণ কবিতার অপেক্ষায় রইলাম। পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো❤️।

 last year 

এই কবিতার লাইন গুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। কবিতা টি পড়ে আমার খুবই ভালো লেগেছে।এসো আমার হৃদয়ে নামটি শুনলেই মনে হয় এক প্রেমিক যেন তার প্রেমিকাকে ডাকছে। একজন প্রেমিকের মনের কথা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

কবিতার মর্মবস্তু একেবারেই স্বচ্ছ এবং একেবারেই আনকমন বলা যেতে পারে। খুব সুন্দর লিখেছেন দাদা । কবিতাটায় এমন একটা বিষয় তুলে ধরা হয়েছে,আমার মাথায় এমন বিষয় কখনো আগে আসেনি। না হলে আমিও হয়তো এই বিষয়ের উপর কিছুনা কিছু লিখে ফেলতাম ।

আমাদের মনের কথা ব্যক্ত করা সবার সামনে হয়ে ওঠে না। হয়তো আমরা কিছু জনের কাছে অনায়াসেই কিছু কথা বলতে পারি ,আবার কিছু কথা থাকে এমন যে ,বলাই হয়ে ওঠে না ।

যেমন আমিও আমার কবিতার ছলে নানান কথা ব্যক্ত করতে চাই, আর যখন নানান কথা নানান কাহিনী মনের ভেতর জমে থাকে, আমি কবিতা লিখতে বসে পড়ি। যাতে কবিতার মাধ্যমে আমার মনের সকল গুমোট কথা গুলো ধুয়ে মুছে একাকার হয়। আর জমিয়ে রাখা কথা একবার বলে ফেলতে পারলে যে, খুবই শান্তি লাগে ।এটা আমি নিজে অনুভব করি।

আপনার বিষয়ে এই যে আপনি বলেছেন, কেন কবিতা আপনাকে ধরা দিচ্ছে না, তাহলে কবিতার ছলে আপনি মনের কথাগুলো খুলে বলতে পারতেন প্রিয় মানুষকে ।আপনার প্রিয় মানুষটিকে সবার আগে আপনি আপনার ভালোবাসার অনুভূতি জানাতে পারতেন। এটা একেবারেই একটা অন্যরকম বিষয় ছিল।

কিছু সময় হয় এমন যে, মনের অনুভূতি গুলো কবিতাতে ব্যক্ত করতে চাইলেও তা হয়ে ওঠে না। নিজের আত্ম কথোপকথন, নিজের অর্থাৎ কবিতা মানে তো নিজের ভেতরে লুকিয়ে থাকা কোন এক গুণাবলী ।তাকেই তো উদ্দেশ্য করে বলেছেন, যে কেন সে ধরা দিচ্ছে না ।কেন সে হাতে আসছে না ,যাতে আপনি লিখতে পারেন।

কবিতার ভাষা একেবারেই সহজ সরল ,কিন্তু ভেতরে যে কত গাম্ভীর্য!একটা ভালো কবিতা লেখার, ভালো কবিতা হওয়ার এটাই তো মূল জায়গা ।আপনি লিখছেন সহজ কথা ,কিন্তু তার মধ্যে দিয়েই কত কিছু বলে চলেছেন। খুব ভালো লাগলো কবিতাটা পড়ে।

গুমোট কথাগুলো আসলেই কবিতা র মাধ্যমে হলেও প্রকাশ পাক। গুমোট কথা যন্ত্রণাময়। সকলের ভালো হোক।

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

কথা গুলো পড়ার সময় যেন সবটুকু ইমোশন ভেতর থেকে আবির্ভাব হচ্ছিল। অসাধারণ লেগেছে কবিতাটি। একদম পুরোপুরি মনের ভালোবাসা প্রকাশ করেছেন দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা কবিতা খুব একটা বুঝি না। এই জন্য কবিতার পোস্টগুলি আমি কিছুটা এড়িয়ে চলি। তবে এ দুটি লাইনে মনের যে ব্যাকুলতা আপনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। সেটা আমার মত কবিতা না বোঝা মানুষ ও বুঝতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা,কিছু ভালোবাসা মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়। ওই ভালবাসাগুলো প্রকাশ করা যায় না,মনের মধ্যে গোপন করে পুষে রাখতে হয়।সেই ভালোবাসা টুকু খুবই ভালোলাগা ভালোবাসার মানুষটির জন্য। ভালোবাসা খুবই দুর্লভ বস্তু,ভালোবাসা কেউ পেয়ে সুখী আবার কেউ ভালোবাসা না পেয়ে সুখী।দাদা,এত সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার অর্থ গুলো সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন প্রেমিক তার মনের আকুতি গুলো তার ভালোবাসার মানুষের কাছে প্রকাশ করতে চাই কবিতার মাধ্যমে।
পুরোটা কবিতা আমার খুবই ভালো লেগেছে তবে কবিতার এই অংশটির সত্যিই আমার মনকে ছুঁয়ে দিয়েছে।ভালোবাসার মানুষটির কাছে মনের আকুলতা প্রকাশ করার জন্য প্রতিটা ভালোবাসার মানুষ ব্যাকুল হয়ে থাকে।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

ধন্যবাদ দাদা,এত এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা আপনি আজকে চমৎকার ভাবে বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে" অসাধারণ লিখেছেন। প্রত্যেকটা লাইন মন ছুঁয়ে যাওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আমাদেরকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 last year 

দাদা আমি মনে করি কিছু অপূর্ণতা আমাদের জীবনকে সুন্দর করে দেয়। আমাদের যেসব চাহিদা রয়েছে, সে সব গুলো যদি পূরণ হয়ে যায় জীবনের কোন মানে থাকে না। কিছু কিছু বিষয়ে এভাবে অপূর্ণতা থাকাই ভালো। যে সব ভালোবাসা কল্পনায় থাকে, সেসব ভালোবাসা সত্যি অনেক পবিত্র হয়। যদিও অনেক কষ্ট হয়, অনেক জ্বালা হয় কিন্তু তারপরও তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। যে প্রেমটা শুধুমাত্র নিজের কাছে থাকে, কারো সাথে ভাগাভাগি করে নিতে হয় না। খুব সুন্দর ভাবে আপনি আপনার মনের কথাগুলো কবিতার মধ্যে তুলে ধরেছেন।। কবিতার প্রত্যেকটা লাইন আমার অনেক অসম্ভব ভালো লেগেছে।।♥♥♥♥

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক

কবিতার ভাষায় আপনি আপনার প্রিয় কবিতাকে মনের কথা ব্যক্ত করেছেন দাদা। "কবিতা" হয়তো একটি কাল্পনিক চরিত্র। কিন্তু আপনার লেখা কথাগুলো হৃদয়ের অন্তস্থল থেকে আসা এটা বোঝাই যাচ্ছে দাদা। হৃদয়ের কান্না কেউ দেখে না। প্রেমিক হৃদয়ের অগোচরে লুকানো কান্না দুচোখে অশ্রু হয়ে ঝরে। হৃদয়ে সৃষ্টি হয় রক্তক্ষরণ। হয়তো মনের কষ্টগুলো কবিতার ভাষায় তুলে ধরা সম্ভব নয় তবে উপলব্ধি করলে বোঝা যায় সেই কষ্টের অনুভূতি। কতটা ভালবাসলে এই অনুভূতিগুলো আসে তা হয়তো জানা নেই। তবে এই কবিতার মাঝে যে অনুভূতি প্রকাশ করেছেন তা আমার মনে হচ্ছে হৃদয়ের কান্না গুলো কবিতার ভাষায় প্রকাশ পেয়েছে। বুকে চাপা কান্না গুলো লেখার মাঝে প্রকাশ করলে অনেক ভালো লাগে। হয়তো প্রিয় ভালোবাসার মানুষটি আজ দূরে। সময় এবং পরিস্থিতি মানুষকে বাস্তব নির্মমতার কাছে হার মানতে বাধ্য করে। এই জীবনের বাস্তবতা বড়ই নির্মম। ভালোবাসার অনুভূতি গুলো সেখানে আজ মূল্যহীন। হৃদয় চিরে যদি ভালোবাসার সেই ব্যাকুলতা প্রকাশ করা যেত তাহলে প্রতিটি প্রেমিক হৃদয় আঁতকে উঠতে। কষ্টে হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত হয়ে গেছে আজ। তবুও যদি প্রিয় মানুষটির কাছে নিজের এই আকুতি ভরা কথাগুলো প্রকাশ করা যায় তাহলে এই লেখনী সার্থক হবে। আসলে আমাদের বাস্তব জীবন বড়ই কঠিন। আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমাদের জীবনের অংশ। তবুও আমরা আমাদের জীবনের প্রিয় মানুষকে সবকিছুতেই পাশে চাই। হয়তোবা জীবনের বাস্তবতার কাছে হার মেনে যায় সত্যিকারের ভালোবাসা। তবুও আমরা ভালবাসি, বাস্তবের নির্মমতাকে সামনে রেখেই ভালোবাসি। কারণ ভালোবাসা কখনো বাস্তবতা বোঝেনা। তবুও আমরা ভালোবেসে যাবো আমাদের জীবনের হাসি-কান্না সুখ-দুঃখ সবকিছুর মাঝে। তবুও সেই প্রিয় মানুষটিকে আমরা দিতে চাই আমাদের জীবনের সবটুকু সুখ। অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

কবিতার ভাষা বোঝার জন্য যে কাব্যিক মন দরকার সেই কাব্যিক মন হয়তো আমার নেই। তবে আপনার কবিতা পড়ে এতোটুকুই উপলব্ধি করতে পারি আপনি কোন এক ব্যর্থ প্রেমের আকুতি ভরা কিছু কথা আপনার এই কবিতার লাইনের মাঝে ফুটিয়ে তুলেছেন দাদা। ভালোবাসার প্রিয় মানুষটিকে মনের কথা বলতে না পারার মাঝে যে কত কষ্ট লুকিয়ে আছে তা শুধু সেই প্রেমিক হৃদয় বোঝে। ভালোবাসার ব্যাকুলতা ও আকুতি মাখা কথাগুলো হৃদয়ের মাঝে কাটা হয়ে বিঁধে। ভালোবাসা পাওয়ার আকুলতা ক্ষত বিক্ষত করে দেয় এই হৃদয়। ব্যর্থতা মানুষকে কবিতা লেখার অনুপ্রেরণা যোগায়। কবিতার মাঝে খুঁজে বেড়ায় সেই হারানো সুর। সেই মানুষটি হয়তো আপনার জীবনে ফিরে আসবে। তবে যে ভালবাসায় অপেক্ষার প্রহর গুনতে হয় সেই ভালোবাসা আরো বেশি খাঁটি হয়। প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা, ক্ষতবিক্ষত হৃদয়ের কান্না আপনি আপনার কবিতার লাইন গুলোর মাঝে ফুটিয়ে তুলেছেন দাদা। হাজারো প্রেমিক হৃদয়ের কষ্টগুলো কবিতার ভাষায় প্রকাশ করেছেন দাদা। প্রতিটি প্রেমিক হৃদয় চায় তার ভালোবাসার মানুষকে একটি কথাই বলতে ভালোবাসি তোমায়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।♥️♥️♥️

 last year (edited)

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

বেশ আবেগ ভরা আকুতি । সুন্দর লিখেছেন ভাই । যদিও আমার ভিতর এত রোমান্টিকতা নেই, তবে আমি বিশ্বাস করি এত সুন্দর গোছানো কথা , যার জন্য আপনি মন খুলে লিখেছেন , সে যদি এটা একবার পড়ে, আমার বিশ্বাস সে আপনার প্রেমে বারবার পড়বে ।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

ভালোবাসার চাহনি হৃদয় থেকে জাগ্রত হয়।ভালোবাসার যে আকুতি তার সম্পন্ন স্ফুরণ ঘটেছে আপনার লেখা কবিতার মধ্যে। কবিতাটি পড়ে আবার প্রেম জাগ্রত হলো দাদা।আপনার লেখা কবিতার প্রেমে পড়েছি। ❤️❤️❤️

 last year 

ওয়াও জাস্ট অসাধারণ একটি কবিতা লিখেছেন। দাদা এত সুন্দর একটি কবিতা লিখেছেন আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতা নিয়ে কবিতা লিখেছেন আপনার কবিতা মধ্যে যেন আমাদের বাস্তব কথাগুলো ফুটে উঠেছে। সত্যিই দাদা সবাই পারেনা কবিতা লিখতে। আপনার এই কবিতার মধ্যে মনে হয় আমার কিছু মনের কথা প্রকাশ পেয়েছে। পুরো কবিতাটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর করে গুছিয়ে ছন্দ মিলিয়ে লিখেছেন। আমার কাছে আপনার পুরো কবিতাটা খুবই ভালো লেগেছে। সত্যি দাদা অসাধারণ একটি কবিতা লিখেছেন। এত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

এটি আমারও প্রানের আকুতি, সারাদিন চেষ্টা করে একটি লাইনও আসবে না মনে। অনেক চমৎকার ভাবে না পারার অনুভূতিগুলো বর্ণনা করেছেন, এ যেন যারা কবিতা লিখতে পারে না তাদের সকলেরই প্রাণের আকুতি।

খুবই ভালো লাগলো অনেকদিন পরে একটি কবিতা পেলাম, আপনার কবিতার অপেক্ষায় বসে থাকি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আর আর না পারার(কবিতা) মানুষগুলোর কষ্ট উপলব্ধি করার জন্য।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

প্রাণের আকুতি একদিন অবশ্যই শোনা হবে, আর সেদিন ধরাও দিবে।এতো গভীরতা দিয়ে কবিতা লিখেন দাদা!!

 last year 
দাদা, আপনি তো আমার মনের কথা গুলোয় বলেছেন, আমার মনের মাঝে যেসব কথা লুকানো রয়েছে সব কথা গুলোয় এই কবিতার মাঝে খুঁজে পেলাম, সত্যি বলতে দাদা, কবিতাটি পরার সময় হঠাৎ কেনো জানি চোখে জল চলে এসেছিলো, হয়তো কোনো পুরনো সৃতি মনে পারেছিলো, আপনার এই কবিতার মাধ্যমে একজন সত্যি কারের প্রেমিকের মনের আশা আকাংখা প্রকাশ করেছেন, সত্যি দাদা এই কবিতাটির কোনো তুলনা হয় না, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো দাদা, সারাজীবন যেনো সবার ভালোবাসা নিয়েই কাটাতে পারেন এটাই সৃষ্টি কর্তার কাছে আমার আবেদন ।
 last year 

কিছু মানুষের অন্তেরর নিরব ভাষা বুঝা যায় কাব্যিক প্রতিভায়। দাদা আপনি তেমনই একজন। আপনার কবিতা " কবিতা এসো আমার হৃদয়ে" পড়ে মনে হলো কবিতা কোন কাল্পনিক চরিত্র। যাকে কাছে পাওয়ার আকুতি প্রকাশ পাচ্ছে এই কবিতায়।এ যেন কবিতা কে হৃদয়ে জায়গা করে দেয়ার প্রচেষ্টা। দারুন হয়েছে দাদা আপনার কবিতা।

 last year 

কি দারুণ কবিতা লিখেছেন দাদা। আমি ৪ বার পড়লাম আপনার লেখা কবিতাটি। কবিতার ছন্দ গুলো পড়ার সময় কেমন যেন কবিতার ভেতর হারিয়ে গিয়েছিলাম। আপনার কবিতার ভেতরে না বলতে পারা ভালোবাসার যে ব্যাথা লুকিয়ে আছে তা আমি অনুভব করতে পেরেছি দাদা। সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম দাদা আপনার লেখা কবিতা টি পড়ে। ধন্যবাদ।

 last year 

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।
আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

দাদা মনের আকুতির যে বেদনা সেটা আপনার কবিতার মধ্যে তুলে ধরেছেন। প্রতিটি মানুষের হৃদয়ের কিছু চাহনি থাকে সেটা আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করলেন।যা আমার চাওয়া অনুভূতির সাথে অনেকটা সাদৃশ্য খুঁজে পাই। এতো সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। ❤️❤️❤️

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

কবিতার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা এটা সহজ বিষয় নয়। তবে আপনি অসাধারণ ভাবে নিজের মনের অনুভুতিগুলো কাল্পনিক কবিতাকে নিয়ে লিখেছেন। আপনার কবিতাটি মনের ভেতর জমিয়ে রাখা চাপা কষ্টকে প্রকাশ করেছে। খুব ভালো ছিলো, আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি। আশা করি আপনার 'কবিতা' খুব তারাতারি ধরা দেবে। আপনার জন্য শুভকামনা রইলো।
 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

ভালোবাসা ছাড়া জীবনটা যেন মরুভূমির মতো। ভালোবাসা ছাড়া জীবনে সুখ আসলেও শান্তি আসে না। দাদা আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনি হৃদয়ের কথা যেন বলে দিয়েছেন। এই কবিতার মাধ্যমে। আসলে হৃদয়ের ভাষা কেউ বুঝেনা। হৃদয়টা শুধু প্রিয় মানুষটার জন্যই কাঁদে। আর এই শূন্য হৃদয়ে প্রিয় মানুষটা যখন আসে তখন হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে দাদা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 last year 

খাঁটি যখন ভালোবাসা
কবিতাই যেন প্রেমের ভাষা।

অব্যক্ত প্রেম, অব্যক্ত অনুভূতির একটা আলাদা সৌন্দর্য আছে। এটা কঠিন অনুভূতি। যেটি প্রাপ্তির মধ্যে নেই। তবে প্রেমের মায়া আর অনুভূতি প্রেমিকের মনে কবিতার ছায়া এঁকে দেয়। সেটির অভাব বোধ করছেন??
এতেও সুখ আছে। অপেক্ষা করুন। সমাপ্তি ঘটবে। তখন না হয় জমানো সব প্রেমগুলো কবিতার ছন্দে শুনিয়ে দিবেন।

 last year 

কবিতা ভীষণ ভাবে ধরা দিয়েছে লেখনীতে। এত সুন্দর করে যে আকুতি প্রকাশ পেয়েছে, সেটাও কবিতার ও অধিক। একেবারে মুগ্ধ হয়ে যাবার মত কবিতা হয়েছে। দাদা কবিতা সব সময় আপনার মনের কথা শুনতে পায় তাই আপনার লেখায় আনন্দ, বেদনার বোধ চমৎকারভাবে ফুটে ওঠে। এই কবিতায় আমার পছন্দের লাইন হলো

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে।

 last year 

অনেক সুন্দর কবিতা। হৃদয় ছুয়ে গেলো। অলংকরণ অনেক সুন্দর হয়েছে। রূপক ব্যবহার অসাধারণ। কবিতা হৃদয়ে না আসলেও কবি হয়ে গেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কবিতা গুলা পড়লে মনে হয় কোনো ভালোবাসা মিশানো কিছু পড়ছি।প্রতিটা কবিতাতেই ভালোবাসার এমন একটা টান অনুভব হয় যেটা কখনো লিখে প্রকাশ করা যাবেনা।আপনার এই অপেক্ষার সময় একদিন শেষ হয়ে যাবে।

 last year 

দাদা কবিতাটি নিঃসন্দেহে একটি অসাধারণ প্রেমের কবিতা। প্রতিটি পরতে পরতে রয়েছে আবেগ প্রেম ও ভালবাসার অভিব্যক্তি। প্রেম সবসময় দুর্লভ একটি বস্তু কেউ বলতে পারে ,কেউ বলতে পারে না । কেউ দূর থেকে ভালবেসে যাই তার প্রিয় মানুষটিকে।

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

এই লাইন দুটি অসাধারণ ছিল। আর কবিতার কথাগুলি কবিতার থেকেও অন্য কিছু দাদা। এত সুন্দর করে একটি কবিতা লেখার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।❤️❤️

 last year 

আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই, আমি সত্যিই তোমাকে চাই। এরকম চাওয়া-পাওয়ার যে আবেগ এবং অনুভূতি সবটাই কবিতার মধ্যে বিদ্যমান।কবির প্রাণের আবেদন এই কবিতার মাধ্যমে বিদ্যমান।দাদা আসলে এত সুন্দর কবিতা কি বলব বুঝে উঠতে পারতেছি না, অনেক সুন্দর হয়েছে কবিতাটা বিশেষ করে আপনার প্রত্যেকটি কবিতাই সুন্দর হয়ে থাকে। আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতার প্রত্যেকটি লাইন আমাদের জীবনের অনেক অর্থ বহন করে। প্রত্যেকটি মানুষের জীবনের কবিতা রয়েছে কিন্তু সেই কবিতা সবাই উপলব্ধি করতে পারে না। কবিতার মধ্য দিয়ে আমাদের জীবনের হাসি কান্না সুখ দুঃখ সবটুকুর বহিঃপ্রকাশ আমরা করতে পারি। আপনি ও আপনার কবিতার মাধ্যমে খুবই সুন্দর ভাবে জীবনের সুখ-দুঃখ হাসি-কান্নার বহিঃপ্রকাশ করতে সক্ষম হয়েছেন।

 last year 

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

দাদা আপনার কবিতার কোনো তুলনাই হয়না। আপনার কবিতা যতই দেখি ততই যেন ভালো লাগে। একে বারে প্রফেশনাল কবির মতো আপনি কবিতা লিখেছেন।

আর বিশেষ করে এই উপরের লাইন গুলো আমার বেশ ভালো লেগেছে।

 last year 

বাহ দাদা আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর একটি কবিতা তৈরি করেছেন। যেটার লাইনগুলো একটির সাথে আরেকটি মধুরভাবে জড়িয়ে রয়েছে। তাছাড়া দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা,,,,
দোয়া করি সবসময় এইভাবে আমাদের পাশে থাকেন,, 🥰🥰🥰

 last year 

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

অসাধারণ সুন্দর একটি কবিতা।♥️
এই লাইনগুলো আমার দারুন লেগেছে 🥀
আপনার হৃদয়ের কথাগুলো সত্যিই কবিতা হয়ে গেছে আর গান হয়ে বেজে উঠবে প্রিয়তমার হৃদয়ে। 😍

 last year 

দাদা আপনি একেবারে আমার মনের কথাগুলো কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন ।কাল একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমার ননাশের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তখন সেখানে বসে বসে মনে মনে এই কথাগুলোই ভাবছিলাম সবাই কত সুন্দর কবিতা লেখে আর আমি এক লাইনও লিখতে পারিনা কতকিছু আসে মনের ভিতরে কিন্তু কবিতা লিখতে গেলে কিছুই বের হয় না।

সবাই যেমন পারে তার মনের কথা ব্যক্ত করতে,
কেন দাওনা ধরা তুমি আমার কাছে ?

আমারও ঠিক সেম একই কথা সবাই যেমন পারে আমি কেন পারি না কেন ধরা দেয় না। খুবই সুন্দর লিখেছেন দাদা আপনিতো তারপরেও মনের কথাগুলো লিখে একটা কবিতা তৈরি করে ফেললেন আমিতো তাও পারি না ।খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে দাদার কবিতা বলে কথা।

 last year 

দাদা, আপনার কবিতার কথা কি বলব আপনার অনেক অসাধারণ কবিতা লিখেন। কিন্তু বুঝতে পারলাম না আজকের কবিতাটা একটু অন্যরকম লাগলো, মনে হচ্ছে ভালোবাসার আকুতি ছিল বেশি।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

আমার কাছে আপনার কবিতার এই লাইন দুটো খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।
আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

সত্যি অসাধারণ লেগেছে আপনার এই কথাগুলো। খুবই সুন্দর চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি দাদা। আপনার কবিতার মাঝে পবিত্র ভালোবাসা ফুটে উঠেছে। না পাওয়ার মাঝে মনে হয় ভালোবাসাটা বৃদ্ধি বেশি পায়। না পাওয়ার মাঝেও ভালবাসার একটা পূর্ণতা আছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

নতুন সূর্য উদিত করবো মিনার গড়ার শেষে,
উৎসর্গ করব ফুল মিনার-পাদে হেসে।
মনের ভাষা বাঁধ মানে না,সৃজিব নতুন যুগ,
সত্যে আমি থাকবো অটল,কাটবে রে দুর্ভোগ।
ভাইকে আমি বরিব আজি দ্বিধাহীনের চিত্তে,
নিত্য দেশে মায়ের ভাষে রক্ত-মাখা নৃত্যে।

 last year 

দাদা আপনার কবিতা পড়ে খুব সহজেই কবিতার ভাবার্থ বুঝতে পারি। কারণ আপনি কঠিন জিনিস কে খুব সহজেই উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতে অনেক সময় লাগে কিন্তু দেখানো ভালোবাসার বহিঃপ্রকাশ খুব দ্রুত ঘটে।

সম্পর্ক ভেঙ্গে যাওয়া আমার জন্য নতুন নয়। এ ধরণের ঘটনায় আমি যা করি তাও নতুন কিছু নয়: বাইরে যাওয়া, মদ্যপান করা, পুরনো স্মৃতি ভোলার চেষ্টা করা ইত্যাদি।

কিন্তু সবসময়েই এসব ব্যর্থ ওষুধ প্রমাণিত হয়েছে, কারণ আপনি আসলে কখনোই স্মৃতিগুলো ভুলতে পারবেন না। পুরোপুরি নয়

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

♡ ♥💕❤
দাদা, আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। যদিও আমি কবিতা তেমন বুঝি না। তবে আপনি মনের ব্যাকুলতা এখানে ফুটিয়ে তুলেছেন তা আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে দাদা, এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

'কবিতা",দেখতে পাই তার ছবিটা,
হৃদয়ে তার সিংহাসন।

ধরা দিয়েছে, নখের টিপানিতে
স্ক্রিনে হতেছে বুনন।

টিপতে থাকুন,বলুন মুখে
ঝরাবে ফুলঝুরি।

ভাল বাসলেই, এমনটা হয়,
এটাই বলতে পারি।

কেটেছে প্রহর,উঠেছে জোছনা,
কবিতা বুঝি এলো।

তবুও কেন @rme বাবু,
ভাবছেন এলোমেলো।

এই টুকুই

 last year (edited)

কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;

দাদা লাইন গুলো অন্তরে লাগলো। আসলে দাদা যখন মনের কথাটা মনের মানুষকে বলতে পারিনা তখন বুকটা ফেটে যায়।

যখন অন্য মানুষকে দাও করে সুজোগ,
তার না বলা কথাগুলো আমার মনের মানুষটিকে বলতে?

যখন অন্য মানুষ এসে আমার মনের মানুষের কাছে বলে তখন কষ্টের শেষ থাকেনা😢। মনটা যে কেনো এমন করে বুঝিনা।😢

 last year 

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

কবিতায় সংশয়,কবিতায় ভোর হয়।কবিতায় চলে সকাল হয়ে যায় দীর্ঘ রাত।কবিতা নিয়ে যে আপনার ভালবাসা,চাওয়া-পাওয়া,আগ্রহ,প্রেম কিংবা বিরাগভাজন অভিমান তা সত্যিই একজন লেখকের উপজীব্য।

  • দারুন ছন্দে কাব্যিক এক রোমাঞ্চকর প্রতিলিপি আটকে দিয়েছেন।এমন প্রেমিক কবি প্রেমে সফল হবে,কবিতা এসে ধরা দিবে এটাই চাওয়া।
এমন কবিতা সত্যিই মনোমুগ্ধকর,প্রশংসনীয়।এরুপ অনবদ্য সৃষ্টি হোক নিত্যদিনই।সেই প্রত্যাশায়;ভালবাসা অবিরাম শ্রদ্ধেয়।
 last year 

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?
কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

রোমান্টিক প্রমের একটি কবিতা অসম্ভব সুন্দর আসলে প্রেম ভালোবাসার কবিতা একটি সংকলন। দাদা কবিতাটি নিজের মনের আকুতি যে বেদনা আছে সেটা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। সত্যি অনেক সুন্দর লিখছেন দাদা। দাদা আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। আমার পক্ষ থেকে দাদা আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা রইল।

Loading...
 last year 

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

দাদা আপনার কবিতাটি আমার হৃদয় ছুঁয়ে গেল, আপনার কবিতার প্রতিটা লাইন এর মধ্যে একটি অর্থবহ আবেদন লুকিয়ে আছে। আপনার কবিতাটি পড়ে আমি খুবই মুগ্ধ হয়েছি, ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনি অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার কাছে আপনার কবিতা টা অনেক ভালো লেগেছে দাদা।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও।

কবিতার এই লাইন গুলো দাদা খুব মনে গভীরে লেগেছে দাদা।অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি লাইন।
দাদা আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো ছোট বোনের পক্ষ থেকে ❤️।

 last year 

প্রথমেই দাদা এবং দাদার পরিবারের সুস্থতা কামনা করি । কবিতা সম্পর্কে কি বলবো, দাদার কবিতা গুলো সব সময় সুন্দর এবং অমায়িক হয় ।

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না!
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?
কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।
আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।
প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও

দাদা এমন সুন্দর করে কবিতা লেখেন। যে আপনার কবিতার প্রতিটি চরণ পড়ে মনে হয় অবশ্যই আপনার কাছে ধরা দিয়েছে কবিতা। লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেন আপনি কবিতার ভাবার্থ ও বিষয়বস্তু । তখন কবিতা পড়ে প্রানে পাই খুবই প্রশান্তি ।ধন্যবাদ দাদা এতো সুন্দর অর্থবহো কবিতা শেয়ার করার জন্য ।

 last year 

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না !
আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

এ যেন ভালোবাসার চরম আকুতি, ভালোবাসা পাওয়ার চরম প্রচেষ্টা। একতরফা ভালোবাসার অনুভূতিগুলো এমনই হয়ে থাকে।

 last year 

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz5aFAMaDbxg5YwoHFVudQee43aS2gXDSpdMX6MycEUQuzYPaq3gHtAvnxN3MF2CuG3D2Sc4wQ.png

অনেক দুঃখ বিদারিত একটি কবিতা। কিন্তু কে এই কবিতা? যে প্রতিনিয়ত আমাদের প্রিয় দাদার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিছে। না পাওয়ার বেদনায় দাদার হৃদয়টা ক্ষতবিক্ষত করে দিয়েছে প্রতিনিয়ত। কে সেই প্রিয় কবিতা? যার কারণে দাদার হৃদয়টা সত্যিই আজ ক্ষতবিক্ষত।

আসলে আমি মনে করি এটা শুধু কবিতা নয়। এটা ভালোবাসা এবং প্রিয় মানুষটার প্রতি একটা অনুরাগের বানী।

তবে দাদার পক্ষ থেকে আমি বলছি, হে প্রিয় কবিতা বৌদি (ছদ্মনাম) আপনি খুব দ্রুত আমার দাদার হৃদয়ে প্রবেশ করুন এবং দাদার হৃদয় টাকে ভালবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন আপনার ভালোবাসা দিয়ে।

  • আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে।
# 🆔🆔 @steem-for-future

যখন অন্য মানুষকে দাও করে সুজোগ,
তার না বলা কথাগুলো আমার মনের মানুষটিকে বলতে?

অসম্ভব সুন্দর একটা কবিতা করা যায়। কবিতার প্রতিটি লাইন প্রত্যেকটি ভাষা আমার মনকে ছুঁয়ে যাওয়ার মত। মনে হয় আমি সহ যে সব মানুষ কবিতা লিখতে পারে না তাদের মনের মধ্যে থাকবে প্রতিটা কথা কবিতার মধ্যে প্রকাশিত করেছেন আপনি। অনেক সুন্দর কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 last year (edited)

দাদা দেখতে দেখতে মিউজিয়ামের পর্বগুলো শেষ হয়ে গেল। আর এরই সঙ্গে শেষ হয়ে গেল আমার আগ্রহের চ্যাপ্টারটি। আমাদের কমিউনিটি তে অনেকেই আছেন কবিতা লিখতে এবং পড়তে ভালোবাসেন কিন্তু সত্যি কথা বলতে আমি সাধারণত কবিতার পোস্ট গুলো এড়িয়ে যাই। বেশিরভাগ লেখাই মানসম্মত নয়। তাই কবিতা আমাকে খুব বেশি কাছে টানে না। তবে আপনার কবিতাগুলো আমি সবসময়ই আগ্রহ নিয়ে পড়ি। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী কোন আকর্ষণীয় পর্বের।

 last year 

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

দাদা প্রথমে আপনার সার্বিক সুস্থতা কামনা করছি। আজকে আপনি খুবই অসাধারণ একটি কবিতা রচনা করেছেন, আপনার এতসব প্রতিভা দেখে আসলেই আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, একটা মানুষের মধ্যে কতটা গুণ থাকলে এতটা করা যায়🌹🌹।

আপনার কবিতার প্রতিটা চয়ন খুবই আকর্ষণীয় তবে উপরোক্ত চয়ন গুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে।

হৃদয়ের গভীর আর্তনাদ অত্যন্ত চমৎকারভাবে ব্যক্ত করেছেন ভাইয়া কবিতাটিতে। না বলা কথা কথাগুলো স্মৃতির পাতায় এভাবেই জমে আছে।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

বলি বলি করেও আজও বলা হলো না।

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

দাদা আপনার কবিতাটি আমার হৃদয় ছুয়ে গেল। আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে এক জন কবি মনের মধুরতা মিশিয়ে এই কবিতাটি লিখেছেন। দাদা অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা।

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়
আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

দারুন লিখেছেন দাদা। কথা গুলো যেন অনুভব করতে পারি আর কাকতালীয় ভাবে নিজের সাথে কবিতার লাইন গুলো মিলে গেলো। অসম্ভব সুন্দর লিখেছেন দাদা।

ক্ষুধার্ত পেট আর ভালোবাসায় সিক্ত মন কোন ধর্ম বোঝে না। দাদা আপনার কবিতাটি সত্যিই খুব মার্জিত ভাষায় অনূদিত হয়েছে। কবিতার প্রতিটি লাইনে অঢেল ভালোবাসা প্রকাশ করেছেন। কিছু মানুষ আছে যারা প্রেম করে সেকা খেয়েছে তাদের অনেকেই এই কবিতা পড়ে কেঁদে ফেলতে পারে। কবিতার ভাব সম্প্রসারণ একজন প্রেমে মগ্ন মানুষের হৃদয়ে প্রেমের জোয়ারে উঠাবে।
কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।💖💖

 last year (edited)

অসাধারন এক কবিতা পড়লাম দাদা।। খুবই সুন্দর কবিতা লিখেন আপনি। কবিতাকে কবিতার মাধ্যমেই ব্যক্ত করেছেন তাই ভালো লেগেছে অনেক। কখনো দেখা যায় অনেক বড় কবিতা লিখে ফেলা যায় আবার কখনো অনেক ভেবেও কবিতার ২ লাইন লিখা যায়না। কবিতা যেনো এমনই। সহজে ধরা দিতে চায়না।

দাদা মনমুগ্ধকর কবিতা লিখেছেন।প্রতিটা লাইন মনে থেকে অনুভব করতে পারছি।আপনি কবিতার লাইনগুলোর মাধ্যমে মনের ভালোবাসা প্রকাশ করেছেন।

 last year 

হাহাহাহাহাহা দাদা না হেসে পারলাম না। আপ ভোটের জন্য নয়, ভাললাগে তাই আপনার কবিতাগুলো সব সময় পড়ি। যদিও আমি কবিতা খুব বেশি বুঝি না। ভোট দিবেন কি দিবেন না এই চিন্তা মাথায় থাকে না। সত্যি বললাম...

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন‍্য। বরাবরই আপনার কবিতা আমায় মুগ্ধ করে। আজকের কবিতাটি হলো...
কবিতা এসো আমার হৃদয়ে
অসম্ভব সুন্দর লিখেছেন।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

ভালোবাসার মানুষের প্রতি যে আকুতি মিনতি তা এই লাইন গুলোতে বিশেষ করে ফুটে উঠেছে। পছন্দের মানুষটিকে ভালোবাসি বলতে না পারার কষ্টটি সত‍্যি অনেক পুরায় ভেতরে ভেতরে নিজেকে। অনেক না বলা কথা, ভালোবাসি বলতে না পারার চাপা কষ্টটা লাইন গুলোতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সর্বশেষে বলতে চাই আপনার কবিতা আপনার হৃদয়ে অবস্থান করুক সেই আশাই ব‍্যক্ত করি। ভালোবাসা অবিরাম দাদা🥰🥰। আপনার কবিতার অনেক বড় ফ‍্যান💯💯

 last year 

দাদা আপনি কবিতার প্রতিটি লাইনে প্রতিটি শব্দে কবিতা প্রেমীর মনোভাব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক

কবিতার ভাষায় নিজের ভালোবাসার মানুষটিকে মনের কথা জানানো প্রতিটা প্রেমিকের জন্য বেশ আবেগময় মুহূর্ত কিন্তু ভালোবাসার মানুষকে মনের কথা না বলতে পারার কষ্ট টা পাহাড় সমান। ভালোবেসে মানুষের বুক ফাটে, মন ভাঙ্গে কিন্তু ভালোবাসার ধৈর্য সীমাহীন। দাদা আপনি মনের আকুতি, বেদনা , কষ্ট , মনের চাওয়া এই কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 last year (edited)

দাদা আপনার কবিতাটির প্রতিটি লাইন কবির কথা বলছে। সত্যি কবিতার ভাষা খুজছে ,যা হৃদয়ের না এসে- দূর্লভ হয়ে এসেছে জীবনে। সবাই পারে প্রকাশ করতে মনে কথা, কবিতা কেন পারিনা আমি । কেনো বলতে দাওনা তুমি এই মনে কথা গুলী। মনের কথা দিয়েই কবিতাকে ধরতে হবে । হৃদয়ের কথা গুলোকে কবিতার লাইনে আঁকতে হবে।
কবিতাটি সম্পুর্ন পরে বুঝতে পারলাম দাদার মনে এখন শুধু কবিতা বাস করছে।শুভকামনা দাদা আপনার জন্য এবং কবিতার জন্য।

 last year 

কবিতা তোমায় আসতেই হবে আমার কাছে,
লেখনীতে দিতে হবে ধরা আমার প্রাণের মাঝে ।

দাদা আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে খুব ভালো লাগে। প্রতিবারের মতো এবারও আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কবিতা দেখে যে কেউ আপনার কবিতার প্রেমে পড়ে যাবে।।আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। যখনি আপনার কবিতা গুলো পড়ি কোন এক অজানায় হারিয়ে যাই

বলতে ভুলবোনা যে আপনি আসলেই একজন কবি।

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়

শুধু এটুকু বার বার পড়া যায়। আমি কবিতা বুঝি না, পারিও না, কাঠখোট্টা টেকের লোক। তবুও কিছু কিছু লাইন থেকেই যায় যা অতীতকে মনে করিয়ে দেয় বার বার, স্মৃতি ছুঁয়ে যায়।
এটাও হয়তো সেরকমই। ভালো থাকুন আরেমি দা। ইশ্বর মঙ্গল করুন। লিখতে থাকুন। আমরা পড়ে সমৃদ্ধ হই। -:Love -:Love

 last year 

দাদা আপনার লেখা কবিতাটি অনেক সুন্দর ছিল।মনের মানুষকে এমন কাছে পাওয়ার আকুতি মনের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।দাদা আপনি আপনার মনের মানুষকে অনেক বেশি মিস করছেন।খুব দ্রুত সকল ভুলের অবসান ঘটিয়ে মনের মানুষকে কাছে পান-এই কামনাই করি।

 last year 

সহজ কথা যায় না বলা সহজে,, এই কথাটার সাথে কবিতা টা অনেক মিলে গেল মনে হয় দাদা। পুরো লেখনী এত সহজ আর সাবলীল কিন্তু তারপরেও কিছু কথা বোধ হয় না বলাই রয়ে গেল। আর তার জন্যই ভেতরে চলতে থাকে কলম যুদ্ধ। লিখতে গিয়েও মুছে দিতে হয়।

সত্যি বলতে দাদা কবিতা টার গভীরতা অসীম। যে যেই ভাবে নেবে তার কাছে তেমন। আমার স্বল্প জ্ঞানে যেটুকু বোধদয় হয়েছে তাই অল্প কথায় তুলে ধরলাম।

 last year 

"এসো আমার হৃদয়ে"- টাইটেল দেখেই বোঝা যাচ্ছে যে,কবিতাটিতে মনের মানুষকে কাছে পাওয়ার আকুতি প্রকাশ পাচ্ছে।আসলে আমাদের কাছের মানুষগুলোর এই ছোট খাটো অভিমানের সময়ে তাদের প্রতি আবেগ,অনুভুতি এবং ভালোবাসা আরও বেড়ে যায়।মনের মধ্যে থাকা অবাক্ত কথাগুলো প্রকাশ করার জন্য মনের ভেতরটা সবসময় ছটপট করে।কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রিয় মানুষকে অনুভব করে তাকে সবসময় কাছে পাওয়ার এক চরম আকুতির বহিরপ্রকাশ এই কবিতাটিতে ফুটে উঠেছে ।

প্রিয় মানুষকে জীবনের সবটুকু বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ফুটে উঠেছে কবিতার মাঝে ।

❤️একটি অসাধারণ কবিতা❤️

 last year 

দাদা, অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করলেন। না পাওয়ার বেদনা নিয়ে এত সুন্দর করে কবিতা লিখলেন, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মনের কথাগুলো মনের মানুষকে বলতে না পারার কি যে জালা তা আপনার কবিতাটি পড়ে বুঝতে পারলাম। এত আবেগ ময় কবিতা খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে রচনা করলেন, যা মনকে দোলা দিয়ে যায়। বুকফাটা আর্তনাদ নিয়ে প্রাণের মানুষটিকে বলতে চাওয়া কথা "তোমায় ভালোবাসি"। মনের মানুষের সাথে হাসি কান্না সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার ইচ্ছা পোষণ করা। প্রানের মানুষ কে আকুতি ভরা কন্ঠে ডাকা একটিবার ধরা দেওয়ার জন্য।যেন শূন্য জীবন কে ভরিয়ে দিতে পারে। এত দরদ ভরে কাউকে ডাকলে সে কি ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। এত সুন্দর কবিতা, এত আবেগ ময় কবিতা, এত কষ্টে ভরা কবিতা, এত দরদ মাখা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কি বলবো দাদা, এই কবিতাটি শুধু কবিতা নয়, আর্তনাদ বুকের হাহাকার। এত চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দিলেন দাদা। যা কখনো ভুলা যাবে না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি পরবর্তী সময়ে এরকম সুন্দর সুন্দর কবিতা নিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করছি।

 last year 

জাস্ট অসাধারণ দাদা আপনি অনেক চমৎকার ভাবে একটি প্রেমের কবিতা আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনি আপনার এই কবিতার মাধ্যমে প্রেম ব্যক্ত করেছেন। পৃথিবীতে একটি মধুর সম্পর্ক আছে আর এই সম্পর্কটির নাম প্রেম। অসম্ভব সুন্দর লাগলো আপনার এই প্রেমের কবিতা টি, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো এইরকম সুন্দর সুন্দর প্রেমের কবিতা আশা করব। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কবিতা, কেন তুমি এলেনা আমার এই হৃদয়ে?
কেন তুমি দূর্লভ হয়ে এলে আমার জীবনে?

সবাই যেমন পারে তার মনের কথা ব্যক্ত করতে,
কেন দাওনা ধরা তুমি আমার কাছে ?

কেন দাওনা মনের কথা গুলো মনের মানুষকে বলতে?
তোমার কারণে আজ বুকটা ফেটে যায় আমার;

কবিতার নামটা শুনেই কবিতাটি পড়তে আমার খুবই আগ্রহ হয়েছে আর কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর কবিতা। কবিতার মাধ্যমে ভালোবাসা যেন সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। বিশেষ করে প্রথম এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। এত সুন্দর কবিতা সত্যিই অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

দাদা আপনার এই আকুতি মিনতি ভরা লাইনগুলো মনটাকে একেবারে নাড়া দিয়ে উঠলো। যদিও কবিতার পোকা আপনি তার পরেও আমি আমার মন থেকে আশীর্বাদ করি আপনার শূন্য জীবন ভরে উঠুক। খুবই অসাধারণ একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন যা পড়ে মনটা ভরে গেল। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর ও অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 
আমার হৃদয়ের কথাগুলি কেন কবিতা হয় না ! আমার প্রাণের আকুতি কেন গান হয়ে আজ ওঠে না ?

হয়তো দাদা আমার জানা নেই কোন আবেগময়ী চিন্তা ধারা নিয়ে আপনি এই কবিতাটি রচনা করেছেন। তবে কবিতাটি পড়ে সবচেয়ে বেশি অনুভব করলাম এই দুই লাইন । আমি বুঝতে পেরেছি মানুষের ভেতরে যখন আঘাত প্রাপ্ত হয়ে থাকে, সেই আঘাতের কথা মানুষের মধ্যে ব্যক্ত করতে পারে না। আর ব্যক্ত করতে না পারা ভাষাগুলো খাতার পাতায় লেখা হয়ে উঠে এভাবে। আর যে পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারে না খাতার পাতাতে, তখন সে অনুভব করতে থাকে কেন আমি কথাগুলো কবিতা আকারে ব্যক্ত করতে পারছি না।

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

মনোমুগ্ধকর একটি কবিতা লিখেছেন দাদা ৷ কবিতায় কোন এক ব্যর্থ প্রেমের আকুতি ভরা কিছু কথা প্রতিটি লাইনের মাঝে ফুটিয়ে তুলেছেন ৷ হয়তো এই প্রেম হারিয়ে গেছে বহুদিনে বহুদূরে কিন্তু ভালোবাসাটা এখনো রয়েছে ৷সেই হারানো প্রেম ফিরে পেতে এখনো রয়েছে অনেক আশা ৷আপনার এই কবিতায় ফুটে উঠেছে প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা, ক্ষতবিক্ষত হৃদয়ের কান্না ৷ প্রতিটি লাইনে মিশে আছে আবেগ,ভালোবাসা আর ফিরে পাওয়ার আকুতি ৷এই কবিতাটি পড়লেই বুঝতে পারা যায় কতটা প্রেম জমে আছে হৃদয়ে , ভালোবাসা কতটা গভীর হয় ৷ অসাধারন লেগেছে আমার কবিতাটি ৷ভালোবাসা অবিরাম..
 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

আমার মনের কথাগুলি কি কবিতা তুমি শুনতে পাও?
যদি পারো শুনতে তবে তুমি ধরা দাও ।

আপনার সকল লেখাই অনেক ভালো। সবকিছু খুব ভালো গুছিয়ে লিখেন। এই কবিতাটিও খুবি ভালো হয়েছে। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। কবিতার এই লাইন গুলো আমার খুব ভালো লেগেছে।

 last year 
  • আমি চিৎকার করে বলি কিন্তু তুমি পাশ থেকে শুনেও যেন শুনোনা।আমি চিৎকার করে বলি তুমি দেখেও যেন দেখনা।

দাদা আপনার কবিতা বরাবরই খুব সুন্দর হয়। আজকের কবিতা পড়ে মনে হচ্ছে কিছু বলতে চেয়েও বলতে পারছেন না।

অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। হয়তোবা অনেকেই এটা কবিতা মনে করবে আমি একটু ভিন্ন কিছু মনে করছি। তবে যা মনে করছি তা আমার ভিতরেই থাক।

 last year 

কল্পনাতে হয়তো ভালোবাসা অনেক সুন্দর কিছু অপূর্ণতা যেন তবু রয়ে যায় । আপনার অব্যক্ত কিছু কথা ছিল তারই জানান দেয় ।

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক ।

আপনার কবিতা আমি মনে করি ধরা দিবেই আপনার কাছে , আপনার অব্যক্ত কথাগুলো শুনবে । অপূর্ণ জীবনটাকে ভরিয়ে দিবে তখন । ফিরে আসুক আপনার সেই প্রিয় কবিতা আপনার জীবনটাকে যেন রাঙিয়ে দেয় সেটাই কামনা করি । খুবই সুন্দর লিখেছেন দাদা ❤️ ।

 last year 

ভালোবাসা-সে তো এমনি এমনি তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় হৃদয়ের অনুভূতি থেকে। হৃদয়ের স্পন্দন থেকে ভালোবাসা জন্ম হয়। আর এই ভালোবাসা হৃদয়ের কথা। ভালবাসায় হৃদয় থেকে আসে আর মনের মানুষকে না পাওয়ার যন্ত্রনা তাকে অনেক কষ্ট দেয়। এই যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন। সত্যি দাদা এত সুন্দর একটি কবিতা আপনি আমাদের উপহার দিলেন। আমি কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেছি। আপনার প্রশংসা করে শেষ করা যাবেনা। এই হৃদয়ের অনুভূতি, কবিতাটি দ্বারা হৃদয়ের অনুভূতি সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 last year 

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

প্রিয় মানুষটি চলে যাওয়াতে অনেক বার বলছি তাকে একবার দাও দেখা। আমি আমার ভুল বুজতে পারছি দাও একবার দেখা। শুধু একটু দেখা করব আর দুইটা কথা বলে চলে আসব। শুনল না আমার কথা। এই কষ্ট গুলো একটা মানুষকে শেষ করে দেয়। কষ্ট যতোই পাই তবুও তোমায় ভালোবাসি । খুবই চমৎকার একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

বারবার মনে বেজে উঠছে এই লাইন দুটি। আপনার কবিতার শব্দের গভীরতা নির্ণয় করা সম্ভব না দাদা। ভালোবাসা আপনার জন্য।

 last year 

দাদা,আপনার এই কবিতা পড়ে খুবই ভালো লাগতেছে।কবিতা ধরা দেয় না আপনার কাছে, কিন্তু আপনার লিখা কবিতা আমরা পড়ে যাচ্ছি,মজার ব্যাপার। আপনি যেভাবে কবিতাগুলো লিখেন আমারও ইচ্ছে হয় এভাবে কবিতা লিখতে,কিন্তু কেন জানি পারা হয়ে উঠে না।অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এই কবিতাটি শেয়ার করার জন্য।

দাদা আপনার কবিতার প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। প্রতিটি মানুষের তার মনের চাহিদা থাকে। অনেক কথা না বলা থাকে যেই কথাগুলো কবিতারা না শুনে হারিয়ে যায়।

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

অসাধারণ কবিতা দাদা।কবিতা যেন ফিরে আসে আপনার জীবনে না বলা কথা গুলো যেন মন খুলে বলতে পারেন সেই প্রার্থনা করি।হয়তো কবিতারা কষ্ট দিতে বেশি পছন্দ করে।মনের কথা গুলো না শুনে হারিয়ে যায় অনেক দুরে।প্রিয় মানুষটিকে অসম্ভব ভালোবাসলে এমন কবিতা লেখা সম্ভব দাদা।🙏❤️

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

অবশ্যই সে শীঘ্রই ধরা দেবে। কবিতাটির প্রত্যেকটি লাইন পড়তে খুব ভালো লেগেছে দাদা। প্রত্যেকটি লাইনে আপনার আকুতি-মিনতি আপনার মনের ভাব প্রকাশ পেয়েছে। আপনি অসাধারণভাবে ছন্দের মাধ্যমে অনেক সুন্দর বিষয় ফুটিয়ে তুলেছেন।
আশাকরি দাদা পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কবিতা আমরা দেখতে পাব শুভকামনা রইল আপনার জন্য ☺️

 last year 

প্রাণের আকুতি শোনো, একটিবার এসো,
ধরা দাও, আমার এ শূন্য জীবন ভরিয়ে তুমি দাও ।

কবিতা তো নয় মধুর বাণী।কবিতার প্রতিটি লাইন অসাধারণ।পুরো কবিতা জুড়ে ফুটে উঠেছে ভালোবাসার আকুলতা।খুবই ভালো লেগেছে দাদা আপনার কবিতাটি।

কি যে কষ্ট বড় কষ্ট, একবার দাও ধরা,
দাও একবার বলতে ভালবাসি তোমায়।

দাদা আমি আপনার পুরো কবিতাটি পড়ার পর বুঝতে পারলাম যে মানুষের মধ্যে কতটা আবেগ থাকলে এরকম কথা ভেসে ওঠে। আপনার এই দুই লাইন কবিতা পড়ে আমি কিছু সময় নীরব হয়ে গিয়েছিলাম আসলে অনেক আবেগের একটি কবিতা ছিল। আপনার পুরো কবিতার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে দাদা। সত্যি অনেক সুন্দর একটি কবিতা আপনি নিজের হাতে তৈরি করেছেন দাদা। আমার পক্ষ থেকে আপনার প্রতি লাল গোলাপের অনেক অনেক ভালোবাসা রইল,,,,

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27717.38
ETH 1755.15
USDT 1.00
SBD 2.80