মনুষ্যত্বের পরাজয়

in আমার বাংলা ব্লগ2 years ago


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "মনুষ্যত্বের পরাজয়"



💘


♡ ♥💕❤

দিনের শেষে সন্ধ্যা নামে, গোধূলিবেলা শেষ হয়ে আসে ,
শেষ রাখালটিও ঘরে গিয়েছে ফিরে ।
মাঠের দিগন্ত রেখায় ওই যে ধোঁয়া উড়ছে,
কুন্ডলীকৃত জমাটবাঁধা ধোঁয়া,
ওই ধোঁয়া সাদা ভাতের ধোঁয়া ।

ভাত ? শব্দটি এখন বিস্মৃতপ্রায় রহিম মিয়ার কাছে,
সাদা, ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখে সে,
প্রতিরাত তারাজ্বলা আকাশের নিচে,
পথের ধুলায় শুয়ে ।

পৌষের মাঠ, ফসলশূন্য, রিক্ত ।
ওই হোথায় করা জানি নাড়া জ্বেলেছে ।
শীতে কাঁপতে কাঁপতে রহিম গেলো,
জাড় ভাঙতে আগুনের কাছে ।

উত্তাপ ? কই ? রহিম মিয়া তো টের পায় না,
তার পেটে যে অনল জ্বলে অহর্নিশি, তার কাছে এই আগুন ?
কিছুই না ।

জঠর অগ্নি, জ্বলছে তার লেলিহান শিখায়,
ধোঁয়া ওঠা সাদা ভাতের স্বপ্নে বিভোর,
পাগল রহিম চ্যাঁচায় ।

সেই যন্ত্রণার বিন্দুমাত্র ফেলে না আঁচ
রুক্ষ ধরিত্রীর বুকে ।
সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব সন্তান,
তাঁরা আজ ব্যস্ত তাঁদের জাতপাত নিয়ে ।

পাগল রহিম শেখ, তাঁদের কাছে
পথ কুক্কুরের ন্যায় বেশি কিছু নয় ।
এটা বুঝেও রহিম দ্বারে দ্বারে ঘুরে,
তাঁদেরই কাছে হাত পাতে ।

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।
♡ ♥💕❤


Sort:  
 2 years ago 
খুবই চমৎকার লিখেছেন দাদা আপনার আজকের এই কবিতাটি আমার বিবেককে যে আঘাত করেছে বিবেক কে নাড়া দিয়েছে।সত্যি দাদা আজকাল কুকুরের যত্ন নেয়া হয় কিন্তু মানুষের নয়।কুকুর অনেক ভালো ভালো খাবার খেতে পায় কিন্তু অনেক মানুষ তা পায় না।সৃষ্টির সেরা জীব হিসেবে এটা আমাদের বড় লজ্জা।জয় হোক মানবতার।প্রত্যাশা রেখে গেলাম♥♥
 2 years ago 

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

বিবেক আজ বাকরুদ্ধ-মানবতা শিকলে বন্ধি
জাতি-ধর্ম বিবেচনায়- আমরা পরাজিত জাতি,
প্রাণীকুলের সেরা জীব-অসহায়ত্বের নির্মম জালে
শ্রেণী ভেদাভেদ করেছে পার্থক্য- মনুষ্যত্ব ঢাকা অন্ধকারে।

কি বলবো দাদা, সত্যি মানবতা আজ হারিয়েগেছে আমাদের ভেতর হতে, মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছি দিন দিন আমরা। আপনার কবিতাটি পড়ে হৃদয়ের ভেতরটা মোচড়ে উঠলো। ভিন্ন এক আবেগের নির্মম বাস্তবতার কবিতা পড়লাম, সত্যি খুব দারুণ লিখেছেন। ধন্যবাদ

 2 years ago 

বাহ্ : দারুন সুন্দর তো লাইনগুলি , সুন্দর কিন্তু কঠোর বাস্তবতার মোড়কে নির্মম সত্যি ।

 2 years ago 

জ্বী দাদা যথার্থ বলেছেন আপনি। তবে আপনার রিপ্লাই দেখে ভালো লাগলো।

sotti aj manuser modde manobota khujei pawya jai na , ekhon sudo k ka k bash dibe setai niyei besto

 2 years ago 

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

মানবতা আজ হারিয়ে গেছে সব অট্রালিকার মাঝে দাদা। আমার অনেক কষ্ট হয় তাদের দেখে, আমি আমার সৃষ্টীকর্তাকে মাঝে মাঝে বলি কেনো এদের এই আবস্থা।যাই হোক দাদা আপনার লেখা কবিতা আমার কাছে অনেক জায়গা করে নিয়েছে। আজ আমাদের সমাজে মনুষ্যত্ব ব্যক্তি খুব কম দেখা যে , যা দেখা যায় তাও আবার নিজেই থাকে নিরুপায়। আজ যার আছে সে দেখেও না দেখার ভান করে চলে যার আর যার দেওয়ার মত স্বয়ংসম্পূর্ণতা নেই সে তাকিয়ে থেকে অনেক কষ্ট পায়।

শুভকামনা রইল দাদা

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

Excellent poem, very attached to reality and that invites us to reflect. Greetings friend @rme

 2 years ago 

হায় ! মানুষের মাঝে মানবতা আজ কোথায় ?
কুকুরকে খেতে দেবে, তবু মানুষকে নয় ।
জাতি-ধর্ম বড় হলো আজ, মনুষ্যত্বের পরাজয় ।

দাদা আপনার আজকের কবিতার সাথে কাজী নজরুল ইসলামের মানুষ নামক একটি কবিতার কিছুটা ভাবগত মিল খুজে পেলাম। সামান্য কয়েকটা শব্দের ছন্দে মানুষের মনুষ্যত্ববোধের মতো বিষয়টি দারুন ভাবে তুলে ধরেছেন। মনুষ্যত্বের পরাজয় আমরা কখনোই চাই না।সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সত্যিকার অর্থেই একদিন মানুষ হয়ে উঠবে আমরা সেই প্রত্যাশা করি।

সেই যন্ত্রণার বিন্দুমাত্র ফেলে না আঁচ
রুক্ষ ধরিত্রীর বুকে ।
সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব সন্তান,
তাঁরা আজ ব্যস্ত তাঁদের জাতপাত নিয়ে ।

এই কয়েকটি লাইন আপনার সাথে আমি সহমত জানাই দাদা। সত্যি আপনার এই কবিতা পড়ে অনেক খারাপ লাগল। আপনি বাস্তব জীবনের সব সত্য কথা গুলো আপনার এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দাদা।ধন্যবাদ দাদা বাস্তবিক জীবনের কিছু সত্য কথা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা কি দারুন কবিতা লিখেছেন।আচ্ছা দেশে এমন অনেক রহিম মিয়ার মত মানুষ আছে,যা আমরা দেখেও দেখি না।খুবই বেদনাদায়ক কবিতা দাদা।

ভাত ? শব্দটি এখন বিস্মৃতপ্রায় রহিম মিয়ার কাছে,
সাদা, ধোঁয়া ওঠা গরম ভাতের স্বপ্ন দেখে সে,
প্রতিরাত তারাজ্বলা আকাশের নিচে,
পথের ধুলায় শুয়ে ।

এই লাইন গুলো পড়ে বেশি খারাপ লাগলো।ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59248.66
ETH 2601.84
USDT 1.00
SBD 2.43