"রোদনভরা এ বসন্ত" ♡ ♥💕❤

in আমার বাংলা ব্লগlast year


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "রোদনভরা এ বসন্ত"


বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

চতুর্দিকে আজি দেখো কি রঙের বাহার,
রক্ত পলাশ , শিমুল আর মহুয়া ফুলের মাদকতা ।
হাওয়ায় হাওয়ায় শোনো পাখিদের গান,
মনটা কি তোমার হয়না এতটুকুও চঞ্চল?
আমি যে তোমায় ভালোবাসি,
সে কথাটি কেনো তুমি শুধু ভুলে যাও বারংবার?

চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।

অরণ্যের আকাশে সাঁঝের প্রদীপ জ্বেলে
দেখো আজ ওই চাঁদ ওঠেছে ।
প্রদোষের চন্দ্র আজ রুপালি মোটেই নয়,
রক্ত পলাশের মত টকটকে যেন সাজ তার ।
চাঁদের আদিম রক্ত বইছে আমাদেরই শিরায় শিরায়;
আজ আমি বন্য, উদ্দাম, উত্তাল ।

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।
💘


♡ ♥💕❤

Sort:  
 last year 

চারিদিকে এত যে রঙ, এরই মাঝে বিবর্ণ শুধু আমার হৃদয়খানি ;
কোনো রঙ নেই সেথায়, ধূসর ধূলিময় ।
কত যুগ যেনো দেখি না তোমায়,
ফিরে এসো ওগো বন্ধু;
তোমার অধর স্পর্শে রাঙিয়ে তোলো
বিবর্ণ ধূলিময় ব্যথাতুর এ হৃদয় ।

কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। ভালোবাসার অস্পর্শ অনূভুতি বর্হিপ্রকাশ ঘটিয়েছেন।ভালোবাসার মানুষের দূরত্বতার অন্তনির্হিত বিষয় ও হৃদয়ের চাহনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ও হে ও কবি আমি তোমার কবিতার প্রেমে মুগ্ধ হলাম।❤️❤️❤️

 last year 

দাদা আপনার কবিতা পড়ে সুফিয়া কামালের কবিতা কথা মনে পড়ে কেন "হে কবি নীরব কেন বসন্ত এসেছে ধরায়"। কিন্তু আপনি নীরব থাকেন নি ।চারিদিকে ফুলে ফুলে ভরা এ পরিবেশটাকে সত্যি বসন্তের আগমন। বসন্ত এমন একটি ঋতু যা সত্যি ভালোবাসার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটায়। এসময় প্রকৃতি নব রূপে সাজে। বসন্ত দার দখিনা বাতাস কে আমাদের মনে এমনভাবে দোলা দিয়ে যায় যা সত্যি প্রশান্তি বয়ে নিয়ে যায় । আপনার কবিতার প্রতিটি লাইন বসন্ত ভালবাসার সংমিশ্রণে সেই প্রিয় মানুষটির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা বসন্তের শুরুতে আপনার কাছ থেকে পাওয়ার জন্য ।

 last year 

বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

দাদা আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লিখছেন দাদা। কবিতাটি পড়ে নিজে কিছুটা জ্ঞান অর্জন করতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year (edited)

ওয়াও দাদা এত সুন্দর কবিতা 😲
আমিতো পুরো কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেছি।
শেষের লাইন দুটি আমার কাছে একটু বেশিই ভালো লাগলো। ভাবতেই ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে ও এমন সুন্দর সুন্দর কবিতা আমরা পাব।

 last year 

অসাধারণ, অনন্য, অনবদ্য প্রকাশ।
♥♥

 last year (edited)

দাদা,এই কবিতাটি আমি বসে বসে তিনবার পড়লাম।কিছু শব্দের অর্থ আমার অজানা,কিন্তু সবকিছু আমার খুবই ভালো লেগেছে। শেষের ২ লাইনে আপনি পুরো কবিতার মূল ব্যাখ্যা দিয়েছে,সবকিছুর পরও একটাই চাওয়া। খুব ভালো লাগলো দাদা,অনেক দিন পর আপনার কাছ থেকে কবিতা উপহার পেলাম।

 last year 

দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে আর আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছে বসন্ত এসে গেছে, সবার মনে বসন্তের হাওয়া লেগেছে।

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

দাদা আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু একবার না বারবার পড়ার পরও মনে হচ্ছে একবার পড়লাম। আপনার কবিতা লিখনি চমৎকার ভাবে ফুটে উঠেছে। বসন্তের এই দিন গুলোতে আসলেই সবার মন চঞ্চল হয়ে ওঠে। প্রকৃতি নবরূপে সাজে আমাদের মন এক ধরনের দোলা দিয়ে যায় প্রশান্তির হাওয়া।। এতো সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।

দাদা আপনার কবিতার মাঝে যে ভালবাসার আভাস মিশে আছে তা সকল প্রেমিক যুগলের হৃদয়ে ভালবাসার দোলা দিয়ে যায়। আপনার প্রিয় যদি আপনার এই কবিতা পড়ে তাহলে বারবার মুগ্ধ হবে ও আপনার প্রেমে পড়বে। এই কবিতায় হৃদয়ের অগোছালো কথাগুলো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। ভালোবাসা ও শুধুই ভালবাসা মিশা আছে এই কবিতার মাঝে। দারুন একটি কবিতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

  • আসলে বাস্তবতার কাছ থেকে সকলকে হেরে যেতে হয় কেউবা জিতে যায় আসলে এই প্রকৃতির নিয়মে কেউ প্রিয় মানুষটা পায়।কেউ পায় না। এই বাস্তবতার জন্যই প্রিয় মানুষকে হারিয়ে দূরে থাকতে হয়। সত্যিই অনেক কষ্ট হৃদয় স্পর্শক লাইন ছিল।
 last year 

চতুর্দিকে আজি দেখো কি রঙের বাহার,
রক্ত পলাশ , শিমুল আর মহুয়া ফুলের মাদকতা ।
হাওয়ায় হাওয়ায় শোনো পাখিদের গান,
মনটা কি তোমার হয়না এতটুকুও চঞ্চল?
আমি যে তোমায় ভালোবাসি,
সে কথাটি কেনো তুমি শুধু ভুলে যাও বারংবার?

সুন্দর লিখেছেন ভাই। বেশ আকুতি পূর্ণ। শুভেচ্ছা রইল।

 last year 

বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

মিষ্টি প্রেমের একটি কবিতা আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার কবিতার প্রতিটি লাইনের মাঝে ভালোবাসার মিষ্টি ছোঁয়া মিশে রয়েছে। হৃদয়ের ভালবাসার সেই মিষ্টি অনুভূতি থেকে আপনি দারুন একটি কবিতা আমাদের সকলকে উপহার দিয়েছেন। আপনার লেখা প্রতিটি লাইন যেন ভালোবাসায় সিক্ত হয়ে গেছে। অসাধারণ একটি কবিতা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।

রোদনভরা এ বসন্ত কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। দাদা আপনি এত সুন্দর একটি কবিতা লিখেছেন, আপনার কবিতাটাও খুবই ভাল হয়েছে। বিশেষ করে এই লাইন দুটি মনের মত হয়েছে। আপনার কবিতাটি আমার পড়ে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর কবিতা পড়তে ভালো লাগে। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো। এই আশায় রইলাম।

 last year 

অরণ্যের আকাশে সাঁঝের প্রদীপ জ্বেলে
দেখো আজ ওই চাঁদ ওঠেছে ।
প্রদোষের চন্দ্র আজ রুপালি মোটেই নয়,
রক্ত পলাশের মত টকটকে যেন সাজ তার ।
চাঁদের আদিম রক্ত বইছে আমাদেরই শিরায় শিরায়;
আজ আমি বন্য, উদ্দাম, উত্তাল ।

কবিতার লাইনগুলো পড়ে আমার মনে নাড়া দিয়ে উঠল। আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আসলে আমাদের প্রিয় দাদা সৃষ্টিশীল কবিতা এবং পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যায় এটি আমাদের জন্য গর্বের একটি বিষয়। ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর নিত্যনতুন শব্দগুচ্ছ দিয়ে অসাধারণ একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।♥️♥️♥️♥️♥️♥️♥️

 last year 

আহা! কি কবিতাগো, মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যেতে চাইছে মন-

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।

দাদা সত্যি আপনার কবিতার কোন তুলনা হয় না, কি বলবো বুঝতে পারছি না, জাষ্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ

 last year 

দাদা আপনার কবিতা পড়ে বসন্ত আসার আগেই বসন্তের ছোঁয়া পেয়ে গেলাম। প্রত্যেকটা লাইন ছন্দ মিলিয়ে এত সুন্দর করে লিখেছেন!! আমার কাছে অনবদ্য ও খুবই অপূর্ব লেগেছে কবিতাটা। কিছুক্ষণের জন্য বসন্তের সেই রঙিন আমেজে ভেসে গিয়ে ছিলাম । অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

দাদা আগে শুনেছি নাকি আপনি প্রেম করেন নাই। কিন্তু ইদানিং প্রেমের কবিতা গুলো তো ভালোই লিখছেন। মনে হচ্ছে প্রেম আবার নতুন করে জেগে উঠল। খুবই অসাধারণ একটি কবিতা লিখেছেন দাদা বসন্ত নিয়ে একটি প্রেমের কবিতা দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

বসন্তের আগমনের আর মাত্র কয়েকটা দিন বাকি। বসন্ত ঋতু মানেই ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঋতুতে প্রকৃতি এমনভাবে সাজে যা দেখে এমনি মনে প্রশান্তি আসে। দারুন কবিতা লিখেছেন দাদা। প্রতিটি লাইন মুগ্ধ করার মত ছিল। কবিতাটি আমি দুইবার পড়েছি এবং পড়ার সময় মনে হচ্ছিল যেন আমি কবিতাটির প্রতিটি লাইন অনুভব করতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ কবিতা লিখেছেন দাদা। বসন্তের এত রূপ, রঙ, গন্ধ থাকা সত্ত্বেও তা হৃদয়কে স্পর্শ করতে পারছে না শুধু প্রেয়সীর দূরত্বে থাকায়। আপনার কবিতা পড়ে কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার কথা মনে পড়ে গেল। দুইটি কবিতার দিক ভিন্ন তবে দুই কবিই বসন্ত বন্দনা করতে পারছেন না। একজন নিজেকে জাগাতে চাচ্ছেন অন্যজন প্রেয়সীকে আহ্বান করছেন একসাথে বসন্ত বন্দনা করার জন্য। সব মিলিয়ে অসাধারণ!

 last year 

আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।

কি দারুণ ভাবেই ছন্দ মিলিয়ে লিখেন দাদা। কবিতা গুলো পড়েই মন ভালো হয়ে যায় আমার।

 last year 

অনেক দিন পর দাদার কবিতা।
দাদা আপনার কবিতা মানেই নতুন কিছু, সুন্দর কিছু।
খুব ভালো লাগলো আপনার কবিতাটি পরে। মনের যত আবেগ অনুভূতি সব কবিতায় ফুটিয়ে তুলেছেন।শেষের লাইন দুটি কবিতাটিকে পূর্ণতা দিয়েছে।

 last year 

দাদা আপনার কবিতার নাম পরেই আমাদের দেশের একজন প্রথিতযশা লেখক এর নাম মনে পড়ে গেল। হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত জনপ্রিয় সাহিত্যিক ছিলেন। যিনি এ নামে একটি উপন্যাস লিখেছিলেন। আমার মনে হয় কবিতা লেখার ক্ষমতা সবার থাকে না। এটা প্রায় পুরোটাই ঈশ্বরপ্রদত্ত একটি গুণ। সুন্দর এই কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রেম আবর্তিত ময় একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতাটির মাঝে ছিল কিছু ব্যাকুলতার ছোঁয়া, কিছু প্রবল ইচ্ছা, আর অধীর আকাঙ্ক্ষা।

 last year 

কত সুন্দর মধুময় মায়া জড়ানো কল্পনা দিয়ে লেখা এ কবিতা। সেটাই ভাবছি। দাদার মনে প্রচুর প্রেম , সেটা কবিতার পঙক্তি গুলো পড়েই বোঝা যায়। 💞

 last year 

অপূর্ব একটি কবিতা রচনা করেছেন দাদা, আমার কাছে তো কোন বড় বিখ্যাত লেখার চেয়ে কম মনে হয়নি, আমার মনে হয় আপনার এসব কবিতা নিয়ে বই ছাপানো উচিত। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতার জন্য।

 last year 

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে

দাদা সত্যি আজকে আমার মনটা ভরে গেলো আপনার কবিতা পড়ে। কোন লাইন গুলোর কথা বলবো বুঝতে পারছিনা। কবিতার প্রতিটি লাইন অসাধারন। অনেক বেশি আবেগময় কবিতা। ধন্যবাদ দাদা।

 last year 

বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।

বসন্তের আগমনী বার্তা যেন আপনার কবিতায় । বসন্ত আসলেই যেন চারিদিকে ফুলে ফুলে ভরে ওঠে সবকিছু চারদিকের পরিবেশ হয়ে ওঠে সুন্দর । খুব সুন্দর লিখেছেন দাদা ❤️

 last year 

বসন্ত সমাগত, হে প্রিয়া তবু কেন দূরে থাকো ?
আজি দখিনা হাওয়া বড়োই চঞ্চল,
চারিদিকে শুনি শুধু প্রেমেরই গুঞ্জন ।
প্রকৃতির এই আয়োজন আজি সবই ব্যর্থ,
শুধু তুমি নেই বলে কাছে হে প্রিয়,
কেন দূরে থাকো?

দাদা আপনার কবিতার এই লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এই পাঁচ টি লাইন। আরো বেশি ভালো লেগেছে শেষে তিন লাইন।
দাদা আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো। সুস্থ থাকুন হাসি খুশি থাকুন সব সময়।

 last year 

যেভাবে ধাপে ধাপে কবিতা টা এগোচ্ছিল, আমি যেন সামনে প্রকৃতি মেশানো এই ভালোবাসা কে দেখতে পারছিলাম। প্রকৃতির বাস্তব চিত্র কে কাজে লাগিয়ে খুব সুন্দর করে গুছিয়ে কবিতা এগিয়েছেন। অনেক ভালো হয়েছে দাদা। ❤️❤️❤️

কবি সুফিয়া কামালের মতো আপনার কবি মনা মনকে মাঘের সন্ন্যাসী স্পর্শ করতে পারেনি। চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি নির্দ্বিধায় উপলব্ধি করেছেন এবং আপনার কবিতার চরণ গুলোতে তার জায়গা দিয়েছেন। প্রেমময় রোমান্টিকতা দিয়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে আপনার এই কবিতার চরণ গুলি। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সামনে উপস্থাপন করেছেন যা সত্যিই মন ছুয়ে যাওয়ার মত। হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির সৌন্দর্যের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এরকম একটি সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
 last year (edited)

এত দারুণ প্রেমের কবিতা অনেক দিন পড়িনি। বসন্ত, প্রেম মায়া সব মিলেমিশে একাকার।

চাঁদের আদিম রক্ত বইছে আমাদেরই শিরায় শিরায়
আজ আমি বন্য,উদ্দাম উত্তাল।

এত ভালো উপমা খুঁজে পাওয়া সত্যিই অসাধারণ।

nice poem

 last year (edited)

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে

কি যে রোমান্টিক কথা গুলো, মনটা আসলেই ভরে গেল। আপনার মনে বসন্ত এসেছে দেখে খুব ভালো লাগলো ।অনেকদিন ধরে এই অসাধারণ কবিতা গুলো মিস করছিলাম , আজ খুব ভালো লাগছে কবিতাটি পেয়ে। আশা করি মাঝে মাঝে এ ধরনের কবিতা আরো পাব আপনার কাছ থেকে, অপেক্ষায় রইলাম।

“বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে।”

দারুন! আসলেই বুনো ফুলের গন্ধ খুবই ভালো লাগে।

 last year 

দাদা বসন্ত আগমনের যৌবনা হৃদয় নিয়ে লিখেছেন কবিতার সুর। আর বসন্ত মৃদু হাওয়া মানুষকে করে দিয়ে যায় মাতাল। আর হৃদয়ের বেদনা গুলো হয়ে যায় মধুর। বরাবরই একটি অসাধারণ কবিতা লিখেছেন দাদা। তারই ধারাবাহিকতায় বসন্ত কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আর প্রতিটি লাইনে ছিল খুবই সুন্দর। কবিতার কো লাইন বাদ দিয়ে কোনটা ধরব সেটা সিলেক্ট করা বড় দায় আমি সর্বশেষ দুটি লাইন নিলাম।

আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,
এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।

এতো সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম দাদা।

 last year 

কাছে এসো, ওগো বন্ধু এই প্রদোষকালে,
বুনো হাওয়ার গন্ধ গায়ে মাখিয়ে,
ঝাঁপিয়ে পড়ো আমার এই তৃষিত হৃদয়ে ।
আপন করো আজ বন্য সোহাগে;
আদিম চাঁদের নীচে প্রাগৈতিহাসিক এ অরণ্যে,
এসো প্রিয়া আজি মত্ত হই আদিম খেলায় দু'জনে ।আমিই তোমার পুরুষ আর তুমিই আমার নারী,এসো দু'জনে আজ এখানে প্রেমের স্বর্গ গড়ি ।

বসন্ত সামনে আসছে স্বাগত জানালেন কবিতার মাধ্যমে ।সুন্দর কবিতা পড়ে ভাল হয়ে যায় ।বসন্ত মনে সাড়া দেয় ।ধন্যবাদ দাদা এতো সুন্দর কবিতা শেয়ার করারজন্য ।

 last year 

অনেক সুন্দর লাগছে কবিতাটি। বসন্তের আগমনের খবর যেন আপনার কবিতা পড়েই জানতে পারলাম। প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বেশ ছন্দের মিল ও লক্ষ্য করা যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা 💚

 last year 

বাহ,অসাধারণ লেখনী।বসন্তের আগমনে গাছে গাছে ফুল, আকাশে বাতাসে আগমনী চঞ্চল বার্তা।সবকিছুর সঙ্গে রোমান্টিকতার মিশেল ফুটে উঠেছে।প্রিয়জনের জন্য প্রতিক্ষার প্রহর কাটছে কবির চঞ্চল মন।খুবই ভালো লাগলো কবিতাটি।ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আপনার কবিতাটি পড়ে বসন্তের ছোঁয়া পেলাম।বসন্তের পাখির ডাক, ফুলের মেলা, সাঁঝের বেলা এবং রোমান্টিকতা ও ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার ব্যাকুলতা নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ‌এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ছন্দে ছন্দে ভালোবাসা গুলোকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শীত চলে যাচ্ছে আর বসন্ত আসছে। প্রেয়সির প্রতি ভালবাসার চমৎকার লাইনগুলো ছন্দে ছন্দে গভীর ভালবাসা কে কবিতায় রূপ দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27320.66
ETH 1734.59
USDT 1.00
SBD 2.82