এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"
Copyright-free Image source : pixabay

এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"

💘
♡ ♥💕❤
মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়,
পাখির ডানায় আবছায়া আঁধার জাগে ।
তালগাছটার ছায়া দীর্ঘ হতে হতে
এখন সেটা শুধুই অন্ধকার ।
মেঘলা দিনের এলো বাতাসে
বাঁশ ঝাড়ের মাথাগুলোর সে কি নাচ !
মাথার উপরে ঘরে ফেরা পাখিদের
ডানা ঝাপটানোর শব্দের সাথে ঝিঁঝি পোকার ঐকতান ।
আঁধার নামছে ধীরে ধীরে,
এখানে ওখানে ঝোপঝাড়ে জোনাকি পোকার আলো ।
চাঁদ ডুবে গেছে মেঘের আড়ালে,
ঘন অন্ধকারে আমার ঘরে ফেরার একমাত্র সাথী
জোনাকি পোকার ক্ষুদ্র অথচ স্নিগ্ধ আলোকমালা ।
জানি হবে না তো কোনোদিনও
তোমার সাথে আমার দেখা এ জীবনে ।
সুনীল আকাশ কখনো কি
ধরা দেয় হতভাগ্য মাটির পৃথিবীর এ বুকে ?
তবু আশায় আশায় থাকা,
শুধু অপেক্ষার অনন্ত এ জীবন ।
জানি একদিন বিরহ-অনলে
আকাশেরও মন খারাপ হবে,
অশ্রু বর্ষণে সিক্ত করবে তখন
মাটির পৃথিবীর মরুভূমি প্রান্তরে ।
বুড়ো শালিক,
সঙ্গীহীন একা ল্যাম্পোস্টের তারে,
ভিজছে দেখো, কি নির্বিকার !
কোনোদিকে ভ্রুক্ষেপ নেই,
ফুরিয়ে এসেছে সময় ।
সারা জীবনটাই কেটেছে যার
দুঃখের সমুদ্দুরে,
অন্তিমকালে বৃষ্টির ফোঁটা দুঃখ নয়,
সুখ হয়ে তার ঝরে ।
একটুকরো শ্রাবণ এলো আমার ঘরে,
দিগন্তের আলো মুছে,
চরাচর আঁধার করে
শ্রাবণের ধারা আজ ঝরে
অবিরত আমার আঙিনাতে ।
অসংখ্য প্রদীপ জ্বেলেছিলাম আমি,
কখন নিভে গেলো এক ফুঁৎকারে,
উন্মত্ত ঝোড়ো হাওয়ার এক শ্রাবণ বরিষন দিনে ।
আমার এ ঘর ভেঙে গেছে বৈশাখী ঝড়ে,
তুমি অন্য কারো হয়ো অন্যের হাত ধরে ।
আমার এ দিন নিভে গেছে শ্রাবণ মেঘের ছায়ায়
তুমি আলোকিত হয়ে ওঠো অন্য কারো ঘরে ভরা পূর্ণিমায় ।
হেমন্তের রাতে হিম ঝরে
আলোকিত এক ইন্দু ।
চাঁদের গা বেয়ে হিম নামে
দূর্বা ঘাসে শিশির বিন্দু ।
বুড়ো প্যাঁচার রাতজাগা চোখে
নামে ধূসর আঁধার,
রাতচরা নিশাচরের
তীক্ষ্ণ চিৎকার ।
♡ ♥💕❤
[বিঃ দ্রঃ আগের পোস্টটি স্টিমিটের ত্রুটির কারণে হিডেন এবং আনরিডেবল হয়ে যাওয়ার কারণে এটা রিপোস্ট করা হলো ]
ওরিজিনাল পোস্ট : লিঙ্ক
যেহেতু স্টিমিটে পুরোনো পোস্ট পরবর্তী কোনো সময়ে রি-পোস্ট করে আর্ন করা নিষেধ তাই, আমি আগের কবিতার সাথে আরো কয়েকটি কবিতা অ্যাড করে এটা ভ্যালিড পোস্ট হিসেবে রূপান্তরিত করলাম ।
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৮ মার্চ ২০২৩
টাস্ক ২০৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : c3ea3c128a4d3c0ace8f98f702dac3ca3203c74394f326213b1c53ced132dbf5
টাস্ক ২০৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

একেবারে ছয়ে ছয় দাদা। আপনার ছয়টা অনুকবিতার প্রত্যেকটা অসাধারণ ছিল।
এটা অনেকবার দেখেছি। কিন্তু কবিতার ভাষায় এভাবে কখনো ভেবে দেখিনি। এই লাইনটা পড়ে ঐ মূহুর্ত টা যেন স্মরণে চলে আসলো। চমৎকার ছিল কবিতা গুলো দাদা।।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এজন্যেই মনে হচ্ছিলো যে কিছু কবিতা আগেও পড়েছি দাদা।তবে একসাথে এতোগুলো কবিতা পড়তে পেরে এতো ভালো লাগলো।একেবারে যেনো ছোট কবিতা জোনাকি পোকার আলোর মতো তবে একেবারেই স্নিগ্ধ।
অনেক দিন পর অনুকবিতা পড়লাম অনেকগুলো।আগের কিছু কবিতা ছিলো বিদায় একটু একটু চেনা লাগছিলো।যাই হোক কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
কিছু অনুকবিতা আগে পড়ে ছিলাম।সবগুলো কবিতাই খুব ভাল লাগলো। একসাথে বেশকিছু কবিতা পড়তে পেরে ভাল লাগলো দাদা।ধন্যবাদ শেয়ার করার জন্য।
কথা গুলো খুবই গভীর। একদিকে যেমন প্রদীপ নীভে যাওয়ার দুঃখ আছে তেমনি অন্যদিকে শ্রাবণের উন্মত্ত ঝোড়ো হাওয়ার উত্তেজনা। আহা। দারুন।
আমার আগের পোস্টটি পড়া হয়নি। যাই হোক এই পোস্টে অনেকগুলো কবিতা একসাথে পড়তে পারলাম। আপনার কবিতা গুলোর কথা নতুন করে আর কি বলব। আপনার আর হাফেজ ভাইয়ার কাছ থেকে আমিও কবিতা বানাতে শিখেছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেকদিন পর আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো দাদা। সত্যি দাদা আপনার লেখা কবিতা গুলো দারুন ছিল। ছোট ছোট লাইনের মাঝে অনেক কথা বোঝানোর চেষ্টা করেছেন। এক একটি কবিতা যেন আলাদা আলাদা অনুভূতি। অনেক অনেক শুভকামনা রইল দাদা।
অনেকদিন পর আপনার লেখা অনু কবিতা পড়লাম। এক একটি কোন কবিতার মধ্যে এক একটি বিষয়ে তুলে ধরেছেন। প্রত্যেকটা কবিতার মধ্যে ভিন্ন ধরনের অনুভূতি পেয়েছি। আপনার রচিত কবিতা গুলো আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
আহ! কত দিন পর দাদার সেই আবেগিমাখা অণুকবিতা পড়লাম, সত্যি দারুণ কিছু অনুভূতি যেন চঞ্চলতা ফিরে পেল আবার, বেশ লিখেছেন দাদা।
জানি একদিন সময়ের সাথে সাথে
তুমিও অনেকটা পাল্টে যাবে
জানি কোন এক সন্ধ্যায় হৃদয়ের দহনে
পুড়ে পুড়ে আমাকে স্মরণ করবে।
Despite the darkness there is always a ray of light, even if we are submerged in a dark abyss we ourselves are self-sufficient to get out of there, everything is in the willpower that we have.
Very nice poem.
আপনার কবিতা যতবারই পড়া হোক না কেন ততবারই নতুন বলে মনে হয়।আসলে প্রত্যেকটি কবিতাই অসাধারণ আবেগময় এবং প্রকৃতির সুন্দর বর্ননা দেওয়া হয়েছে।যেটা পড়ে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।
যদিও আমি কবিতা খুব একটা ভাল বুঝিনা। তারপরেও অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো। কবিতার পোস্ট খুব একটা পড়া হয় না। সে কারণে কোন কবিতাগুলো পুরাতন আর কোনগুলি নতুন লিখেছেন এটা আমি বুঝতে পারছি না। তবে আপনার কবিতা লেখার দক্ষতা এতই ভালো যে আপনার কবিতা লেখা দেখে। অনুপ্রাণিত হয়ে আমার মত কবিতা না বোঝা লোকও একটি কবিতা লিখেছিলো। কবিতাগুলোর জন্য ধন্যবাদ দাদা।
অনেকদিন পর দাদা আপনার স্বরচিত অনু কবিতা পড়লাম।আসলে আপনার কবিতা যতবারই পড়ি ততবারই পড়তে ইচ্ছে জাগে।কারণ আপনার কবিতার মাঝে ভিন্নতা কিছু পাওয়া যায়।একসাথে এতগুলো অনু কবিতা পড়তে পেরে ভাল লাগলো দাদা।ধন্যবাদ দাদা।
অনু কবিতা গুলো দেখে আমার একটি গানের গুলি মনে পড়ে গেল- চেনা চেনা লাগে তবু অচেনা। কেন যেন মনে হচ্ছে দাদা আপনার কবিতা গুলো আগেও পড়েছি। যাইহোক তবু আপনার কবিতার প্রতিটি অনু কবিতা কিন্তু বেশ ভালো লেগেছে।