আমার স্বরচিত বাংলা গদ্য কবিতা - "শেষ বিকেল" (My Original Bengali Poetry "Twilight")

in আমার বাংলা ব্লগ3 years ago

শেষ বিকেল



শেষ বিকেলের মরা রোদ পাখির ডানায়
তাদের এখন ঘরে ফেরার পালা ।
স্তব্ধ চারিদিক, শুধু শন শন বাতাসের শব্দ,
নাড়িয়ে দিয়ে যায় ওই উঁচু উঁচু গাছের শাখা ।

সব কাজ সারা, বসে আছি ক্লান্তি অপার,
উদাস হয়ে দেখছি সব।
একটা মাছরাঙা, বসে আছে বহুক্ষণ
প্রতীক্ষা দীর্ঘ তার একটা মাছের জন্য ।

এক বিষণ্ণ , একাকী বুড়ো কাক
সারাদিন কা কা রবের পরে,
এখন স্তব্ধ তার কণ্ঠ ।

একদল কাঠ পিঁপড়ে টহল দিতে বেরিয়েছে সবে,
পুকুরপাড়ের জীর্ন ঘাটের অসংখ্য ফোকড় থেকে ।
ম্লান সূর্যের আভা উঁকি মারছে পাতার ফাঁক দিয়ে,
তারই আলোয় দেখি অজস্র কাঁচপোকা উড়ছে হাওয়ায় ।
বাঁশ ঝাড়ের ওই ওদিকটায় শোনা যাচ্ছে এখন
ঝিঁ ঝিঁ পোকার একটানা কোরাস ।

পুকুরের মধ্যিখানে কী যেন একটা মাছ
জলের উপরে একটা আলোড়ন তুলে মারলো ডুব,
কোন পাতালে, শীতল জলের গহনে ।
মাছের পুচ্ছের তাড়নায় ঢেউ উঠেছে সারা দীঘি জুড়ে ।
তরঙ্গগুলো দীর্ঘায়িত হয়ে ভাঙছে এসে
জীর্ন ঘাটের শেষ সোপানটায় ।

অন্ধকার কখন ঘন হয়ে এসেছে
টের পাইনি, বুড়ো হচ্ছি তো ।
জীবন সায়াহ্নে এসে ইন্দ্রিয়গুলো এখন করছে বিদ্রোহ ,
অনেক তো হলো আর কেন ?
এবার ছুটি নেওয়ার সময় আগত ।

Sort:  
 3 years ago 

শেষ বিকেলে বলছি আজ
মন দিয়ে শোন
বুড়ো হওয়ার দিন শেষ
এই কথা কি মানো?

ইন্দ্রিয় গুলো বিদ্রোহ করে
সতেজ থাকার জন্য
মাছ ধরার অপক্ষায়
মাছরাঙ্গা মগ্ন।

ঢেউয়ের দোলায় ডুব দিচ্ছে
মাছ রানিটা বেশ
পুকুর জুড়ে সেই আবেশে
জীর্ন ঘাটের রেশ।

আহা বেশ বেশ বেশ
শেষ বিকেল কবিতা ছড়ায়
মুগ্দতারি রেশ।

ধন্যবাদ, অসাধারন লিখনির জন্য। প্রতাশা করছি "দিনের শুরু" কবিতাটির জন্য।

 3 years ago 

অসাধারণ তো আপনি লিখলেন, আমি আর পারলাম কই ?

 3 years ago 

তাই বুঝি???

 3 years ago 

"অন্ধকার কখন ঘন হয়ে এসেছে
টের পাইনি, বুড়ো হচ্ছি তো ।
জীবন সায়াহ্নে এসে ইন্দ্রিয়গুলো এখন করছে বিদ্রোহ ,
অনেক তো হলো আর কেন ?
এবার ছুটি নেওয়ার সময় আগত ।" বাহ্ ভাই বাহ্। একদম সুন্দর লিখেছেন।

 3 years ago 

শেষের ক'টা লাইন একটু রূপকধর্মী লেখা এটা সহজেই বোঝা যাচ্ছে , প্রথম স্তবক গুলো সত্যিকারের একটা বিকেলের বর্ণনা যদিও কিন্তু আসলে সেগুলোও রূপক। জীবনের শেষ বেলায়ই এসে আসলে মানুষের আর কোনো কাজ থাকে না , সারা জীবনএর কর্ম ব্যস্ততা থেকে ছুটি নিয়ে জীবনের শেষ সময়টা শুধু নানা রকম ঘটনাপ্রবাহের নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয় । তার পর এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে , জীবন সন্ধ্যা মানে মৃত্যুর পূর্বক্ষণ ।

 3 years ago 

অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে , খুব সুন্দর লিখেছেন দাদা।

 3 years ago 

আপনার ভালো লেগেছে কবিতাটি শুনে আনন্দিত হলাম , ধন্যবাদ :)

 3 years ago 

খুব ভাল কবিতা আমার বন্ধু, আমি সত্যিই আপনার কবিতা পড়া পছন্দ করি

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ বন্ধু muksal :D

 3 years ago 

আপনাকে স্বাগতম

🥰

 3 years ago 

অসাধারণ একটি কবিতা পড়ে অনেক ভালো লাগলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কবিতাটি পড়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ :)

 3 years ago 

ঈদ মোবারক দাদা

 3 years ago 

খুব সুন্দর হয়েছে কবিতাটি।দাদা আপনার কবিতাটি পড়ে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি মনে পড়ে গেল। ধন্যবাদ দাদা আমাদের সকলকে সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

"তেলেনাপোতা আবিষ্কার" প্রেমেন্দ্র মিত্রের অন্যতম একটি শ্রেষ্ঠ ছোট গল্প। ধন্যবাদ তোমাকে কবিতাটি পড়ার জন্য :)

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ।পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, আপনাকেও অনেক ধন্যবাদ :)

 3 years ago 

অনেক ভাল হয়েছে কবিতাটি, আপনি এত ব্যস্ততার মাঝে ও যে কবিতা লেখেন সেটি সত্যিই প্রশংসনীয। ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি লেখাই ব্যস্ত জীবনে সব চাইতে সোজা কাজ, এটা লিখতে মিনিট পনের টাইম লেগেছে আমার ।

 3 years ago 

আপনারা শেয়ার করা কবিতাটি আমার পছন্দ হয়েছে।

চিয়ার্স এবং সেরা প্রদান করা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে :)

অনেক সুন্দর একটা কবিতা।কবিতাটিতে মানব জীবনের কিছু বাস্তবতাকে তুলে ধরা হয়েছে।
ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার উপরের কমেন্টে আমি কবিতার মূল সারাংশ দু'এক কথায় উল্লেখ করেছি, দেখুন ।
ধন্যবাদ :)

ধন্যবাদ দাদা। আমি বিষয়টা বুঝতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65