কবিতা "আছে ভালোবাসা, নেই অধিকার"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : pexels


কবিতা "আছে ভালোবাসা, নেই অধিকার"



💘


♡ ♥💕❤

এ পৃথিবীতে যদি কাউকে ভালবেসে থাকি,
তো শুধু সে তুমি ।
কার জন্য এ হৃদয় জানালা খোলা ?
সে শুধুই তোমার তরে ।

কাকে ভালোবেসে জ্বলি আমি অহর্নিশি ?
তুমি, তুমি, সে শুধুই তুমি ।
ভালোবাসার রিক্ত পাত্র আজ পূর্ণ কার ছোঁয়ায় ?
আমার হৃদয় সে শুধু তুমিই ।

তোমায় আমি এত যে ভালোবাসি,
তবুও তো কষ্ট দেই দিবস রজনী,
বেদনার নীল সমুদ্রে ভাসাই তোমায় ।

বুঝি না আমি যাকে এতো ভালোবাসি,
তাকে কষ্ট দিয়ে কী যে সুখ পাই !
প্রশ্নের পর প্রশ্ন জমে, উত্তর জানা নাই ।

আসলে যাকে এতো যে ভালোবাসি,
তাকে একটু ছুঁয়ে দেখার, জড়িয়ে ধরা বুকের গভীরে,
কোনো অধিকার নেই ।

দু'জনের ভালোবাসার বাঁধনে,
অধিকার আজ প্রশ্ন হয়ে দাঁড়ায় ।
রুদ্রবীনার ঝঙ্কারে তাই ব্যাথার সমুদ্র জাগে ।

ভালোবাসি দু'জন দু'জনকে অথচ,
আছে ভালোবাসা, প্রতিশ্রুতি নেই,
ভালোবাসা আছে , অধিকারটুকু শুধু নেই ।

♡ ♥💕❤


Sort:  
 2 years ago 

এ কেমন ভালোবাসা বুঝতে পারলাম না। দুজন দুজনকে এত ভালোবাসে কিন্তু অধিকার নেই। তাহলে কেমন ভালোবাসা হলো? যাকে অনেক ভালোবাসেন তাকে দিবস রজনী কেন কষ্ট দেন সেটাও বুঝতে পারলাম না। তবে কবির মনে যে খুব দুঃখ সেটি বেশ ভাল বুঝতে পারলাম। সব দুঃখ ভুলে দুজনে একত্রে মিলেমিশে থাকুন ।সেই শুভকামনা রইল ।অনেক ধন্যবাদ।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ভালোবাসা আছে আর সেখানে অধিকার না থাকলে ভালোবাসা কি আর হয় দাদা 🙂। তাহলে দূরত্ব কি ভালোবাসার মাঝে কাল হয়ে দাড়িঁয়েছে? প্রতিশ্রুতি ও নেই, ভালোবাসায় রয়ে গেল। 😓🙂

i wil show you

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আজকের ভালোবাসায়
আবেগের সাথে দুঃখের কিছুটা মিশ্রণ খুঁজে পেয়েছি,
আজকের কবিতার ছন্দে
অনুভূতির সাথে বিষাদের কিছুটা গন্ধ শুকেছি।
ভালোবাসা সত্যি এক অদ্ভুত জিনিষ,
যার কারনে বাড়ে বিষণ্নতা
ভারোবাসা সত্যি এক অদ্ভুত বন্ধন,
যার বিহনে বাড়ে শূণ্যতা।

 2 years ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। আসলে কবিতার মধ্যে ভালবাসার মানুষটিকে কাছে পাওয়ার আবেগময় অনুভূতি প্রকাশ পেয়েছে। আসলে ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিতে কখনোই মন চায় না। তাকে বারবার কাছে পেতে চায়। এই কবিতার মাধ্যমে আবেগময় ভালোবাসার ফুটে উঠেছে। কবিতাটি আমার অনেক ভালো লেগেছে দাদা।

 2 years ago 

ভালোবাসা আছে নেই অধিকার আসলেই কিছু কিছু ভালোবাসার নিজের অধিকার টুকু থাকে না শুধু ভালোবাসা থেকে যায়। বুকের অন্তর্হিত জ্বালা যেটা হৃদয়ে পুড়ে ছারখার গুঁড়িয়ে দেয়। দারুন ছিল ভালোবাসার আকাঙ্ক্ষা কথাগুলো প্রকাশ করা। ভালোবাসার অনুভূতির কবিতা সত্যি অসাধারণ হয়েছে দাদা।

 2 years ago 

আহা,ভালোবাসা!!কালে কালে সৃষ্টি হোক ভালোবাসার নিদর্শন।মান-অভিমান,হাসি-খুনশুটিতে মেতে থাকুক সব ভালোবাসা।

কবিতার ভাষাগুলো নিয়ে, অনুভূতি নিয়ে বলার মতো যোগ্যতা আমার হয়নি।শুধু বলবো,টিকে থাকুক এমন ভালোবাসা

 2 years ago 

ভালোবাসার মানুষকে একটু ছুয়ে দেখার জড়িয়ে ধরার কোন অধিকার নেই তাহলে এটা আবার কেমন ভালোবাসা এটা মনে হয় দূর থেকেই শুধু ভালোবাসা । আবার এখানে গভীর ভালোবাসা টুকুওতো ফুটে উঠেছে। গভীরভাবে ভালবাসলে দুঃখ কষ্ট দুটোই থাকে। ভালই লাগলো দাদা কবিতাটুকু

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 96864.77
ETH 3282.21
USDT 1.00
SBD 3.01