দুটি অণুকবিতা "ইচ্ছে"

in আমার বাংলা ব্লগ9 months ago


Copyright-free Image source : pixabay


দুটি অণুকবিতা "ইচ্ছে"


ভূমিকা : বহুদিন পরে আজ হঠাৎ সাধুভাষায় কবিতা লেখার ইচ্ছা জাগ্রত হলো । রবীন্দ্রত্তোর যুগে আমার জানা মতে কেউই আর সাধুভাষায় গদ্য বা পদ্য কোনোটাই লেখেন না । মাইকেল-বঙ্কিম, রবীন্দ্র-নজরুল যুগে সাধুভাষার স্বর্নযুগ ছিল । অপূর্ব ছন্দ ভাষা আর শব্দের ব্যবহারে ছিল একরাশ শুধুই মুগ্ধতা । অবশেষে দীর্ঘ একটি শতাব্দী ধরে সাধুভাষা দাপটের সাথে রাজত্ব করে নিঃশেষ হয়ে গেলো । ফুরিয়ে যাওয়ার আগে সাধু ভাষাকে গৌরবান্বিত করে গেলেন রবীন্দ্রনাথ আর নজরুল । এখন এই ভাষার প্রচলন না থাকতে পারে কিন্তু রবীন্দ্র-নজরুল যুগের সাধুভাষায় লিখিত কবিতাগুলি এখনো স্বর্ণখচিত তারকার ন্যায় সমুজ্জ্বল রয়েছে ।




💘


♡ ♥💕❤

(১)

সখী তোমায় করিব বন্দী,
এ হৃদ মাঝারে রাখিব তোমায় যতনে |
দেখা যদি হয় ছাড়িয়া নাহি দেব হায়,
বন্দী করিব মোর দুটি বাহুডোরে ।

(২)

মনের ইচ্ছে আজি করিলাম ব্যক্ত,
হৃদয়ে যাহা আছে থাকিবেই তা অনুক্ত ।
ভালো যদি বাসি সযতনে করিব গোপন,
মন মোর নিশি-দুঃখ যাপিত জীবন ।

♡ ♥💕❤



✡ ধন্যবাদ ✡


Sort:  
 9 months ago 

জী দাদা আপনি ঠিক বলেছেন মাইকেল-বঙ্কিম, রবীন্দ্র-নজরুল যুগে সাধু ভাষা দাপটের সাথে রাজত্ব করেছে। তাদের কবিতা,গদ্য,পদ্য গুলো পড়লে অন্যরকম একটি অনুভূতি প্রকাশ পেত। আপনার দুইটি অনুকবিতার মধ্যে রবিন্দ্র -নজরুলের কবিতার গন্ধ পেলাম। ধন্যবাদ দাদা।

 9 months ago 

দুটি অনু কবিতা হলেও মনে হচ্ছে একটি কবিতারই দুটি অংশ। সব সময়ের মতো খুবই ভালো হয়েছে কবিতা দুটি। আমার তো মনে হতো যে আপনি খুব রাগী ধরনের মানুষ।কিন্তু হয়তো রাগী ধরনের মানুষের হাত থেকে এরকম রোমান্টিক কবিতা বেরোয়। আমি যত আপনার লেখা পড়ি অবাক হয়ে যাই।লেখার সাথে ব্যক্তির কোন মেলবন্ধন পাওয়া যায় না।

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@bangla.witness
@xpilar.witness

We are the hope!

 9 months ago 

দাদা আশাকরি এই শীতে ভাল আছেন সবাইকে নিয়ে। সত্যি কথা দাদা এখন সাধু ভাষা আসলে শোনা যায় না। আপনি সাধুভাষা দিয়ে অনু কবিতা লিখলেন, তাই আজ একটু বৈচিত্র্য লাগলো।মন্দ লাগেনি কিন্তু। আপনার অনু কবিতা ইচ্ছে খুব ভাল লাগলো। ভালোবাসার মানুষটিকে নিয়ে মনের ভেতর লুকিয়ে থাকা ইচ্ছেরা।ভালবাসা গোপন করে নিজেই নিশি রাতে দুঃখ ভরা জীবন।
অনেক ভাল থাকবেন দাদা। অনেক শুভকামনা রইল আপনার আর আপনার পরিবারের জন্য।

 9 months ago 

এখনকার সময়ে সাধু ভাষা আসলে তেমন শোনা যায় না। আপনার কবিতা দুটি পড়ে খুব ভালো লাগলো। “ভালোবাসার মানুষটিকে নিয়ে মনের ভেতর লুকিয়ে থাকা ইচ্ছেরা।ভালবাসা গোপন করে নিজেই নিশি রাতে দুঃখ ভরা জীবন।”

 9 months ago 

দাদা এমন শীতে কেমন ভ্রমন করছেন? যুগের পরিবর্তনের সাথে সাথে ভাষার রীতিরও পরিবর্তন হয়ে গেছে। আগের সে সাধু ভাষার প্রচলন থাকলেই মনে হয় ভাল হতো। রবীন্দ্রনাথ আর নজরুলের যুগের সে সময়ই ছিল স্বর্ণ যুগ। তবে দাদা প্রেমে জড়ানো আপনার সাধু ভাষার অনুকবিতা দুটি কিন্তু বেশ হয়েছে।

 9 months ago 

আশা করি শ্রদ্ধেয় দাদা, ভালো আছেন? আজকে আপনার লেখা অণুকবিতা পড়ে খুব ভালো লাগলো। সত্যি অনুকবিতা গুলো হৃদয় ছুঁয়ে গেলো। কবিতার লেখাগুলো অনেক ছোট হলেও এর অর্থ অনেক বিশাল। হৃদয়ের অনেক অনুভূতি এ লেখাগুলোর মাঝে প্রকাশ পেয়েছে। এত সুন্দর অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন দাদা।

 9 months ago 

একদম ঠিক বলেছেন দাদা সাধু ভাষার প্রচলন একদমই কম । বর্তমান সময়ে সাধু ভাষায় মানুষ খুবই কম কথা বলে সাধু ভাষার যুগ শেষ হয়ে গেছে। তাছাড়া আপনি ভিন্নভাবে সাধু ভাষায় কবিতা লিখে রবীন্দ্রনাথ ও নজরুলের স্মৃতি স্মরণ করেছেন খুবই ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

জ্বী দাদা এটা কিন্তু সত্য বলেছেন, আজকাল ভাষার মাঝে সেই সাধুভাব কিংবা মাধুর্যতা আর খুঁজে পাওয়া যায় না, কারণ ভাষার বিষয়েই তো আমাদের পূর্ণ জ্ঞান নেই সেই ক্ষেত্রে লেখায় মাধুর্যতা আসবে কিভাবে?

মনের ইচ্ছে আজি করিলাম ব্যক্ত,
হৃদয়ে যাহা আছে থাকিবেই তা অনুক্ত ।
ভালো যদি বাসি সযতনে করিব গোপন,
মন মোর নিশি-দুঃখ যাপিত জীবন ।

দারুণ ছিলো লাইনগুলো,

আমি ইচ্ছেগুলোকে রাখি লুকিয়ে
মনের গভীরে নিবর যতনে,
সখী তুমি শুধু আমারই শয়নে স্বপনে
তোমার ভালোবাসায় উজ্জীবিত জীবনে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.022
BTC 26149.95
ETH 1578.96
USDT 1.00
SBD 2.26