কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"

in আমার বাংলা ব্লগ3 years ago


Copyright-free Image source : Pixabay


কবিতা "ভালোবাসো আমায় তুমি একটুখানি"



💘


♡ ♥💕❤

ভালোবেসেছিলাম, ভালোবাসি, আর ভালোবাসবো;
ভুল করেছো তুমি ভীষণ, দূরে সরে গিয়ে,
আবার ফিরে এসো, আবার আমার হাতটি তুমি ধরো ।
আমার চাইতে আর কেউ পারবে না তোমায় ভালোবাসতে,
এ কথাটি তুমি বিশ্বাস করো ।

যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।

জানি পারবে না ভুলতে তাকে,
প্রথম প্রেম যায় না ভোলা কখনো এ সত্য
কীভাবে অস্বীকার করবো আমি ! তুমি বলতে পারো ?

আমি শুধু একজনকেই ভালোবাসি, আর সে তুমি;
তুমি কি দু'জনকেই ভালোবাসো ?
নাকি শুধু আমাকে ? নাকি এ ভ্রান্ত ধারণা আমার,
তুমি শুধু তাকে !

ত্রিকোণ এ প্রেমের সংঘাতে এলোমেলো আমার জীবনখানি,
এখানে কালবৈশাখী থামে না,
এখানে বৃষ্টি থাকে বারোমাস ।
এখানে শরৎ আসে না ,
বসন্তের আগমন নিষিদ্ধ এখানে ।
পরভৃৎ হয়েছে পথভ্রষ্ট ।

ভুলো না তাকে, অবহেলা করো না,
ভালোও বাসো তাকে, করবো না নিষেধ কখনো ।
কিন্তু, আমায়ও দিও একটু খানি জায়গা,
তোমায় হৃদয়ের একটি কোণে ।

জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

♡ ♥💕❤


Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা,আজকের কবিতার ইতিতেও ব্যর্থ জীবন।গতকাল ও তাই ছিল।যাইহোক আপনার মনের গভীর থেকে লেখা কবিতাখানি।প্রত্যেক লাইন জুড়ে বেদনা আর ভালোবাসা না পাওয়ার দুঃখ স্পষ্ট হয়ে উঠেছে।দূরে সরে গেছে জেনেও সেই গভীর ভালোবাসার গায়ে একটু ও ম্লান হয়ে যায়নি।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ দাদা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago (edited)

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

শেষের দুই লাইন পড়ে কবি সত্যি অনেক বেশী মুগ্ধ, কবির অনুভূতির মাঝে এসেছে দারুণ ছন্দ, কবিতার মাঝে ফিরেছে প্রাণ চঞ্চলতা আরো।

ভালোবাসায় এ কিসের যন্ত্রণা, কিছু দ্বিধা-কিছু দ্বন্ধ
খাটি প্রেমে থাকে না সন্দেহ, সংশয় কিংবা মোহ,
আগে পরের হিসেব কষে, চাইনা কোন ফলাফল
তোমার তবে জীবন আমার, চাই তোমার মন।

অসাধারণ এটা

 3 years ago 

যদিও আমি তোমার দ্বিতীয় পুরুষ তবুও,
প্রথম পুরুষ অপেক্ষা আমার ভালোবাসা নয়কো মোটেও ফেলনা ।
আমি বিশ্বাস করি - হয়তো বেশি,
তার চাইতেও আমার ভালোবাসা খাঁটি ।

ভালোবাসা পাবার জন্য প্রেমিক হৃদয়ের এই ব্যাকুলতা হৃদয়ে গিয়ে আঘাত করলো। হয়তো এভাবেই ভালোবাসার মানুষটি অন্য কারো কাছে হারিয়ে যায়। হয়তো সত্যিকারের ভালোবাসা অন্য কোন একজনের মধ্যে বিলীন হয়ে যায়। তবুও দূর থেকে ভালোবাসা যায়। দূর থেকেও খাঁটি ভালোবাসা তৈরি করা যায়। পাশে থেকেই যে শুধুমাত্র খাঁটি ভালোবাসা তৈরি যায় তা কিন্তু নয়। হয়তো ভাগ্যের নির্মমতার কাছে ভালোবাসা আজ ব্যর্থ। তবুও দূর থেকে ভালোবেসে যেতে চায় এই প্রেমিক মন। দাদা আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

জানি দু'জনকে ভালোবাসা বড্ডই কঠিন কাজ,
তবুও, পারবে না তুমি আমার জন্য ?
ভালোবাসো গো বন্ধু আমায় একটুখানি,
সারা জীবনে তোমার প্রেমে করবো বাস;
নিশিদিন যাপিত হবে তোমার প্রেমের মোহে ।

একজন মানুষ একাধিক মানুষকে ভালবাসতে পারবে না এটা কে ঠিক করে দিয়েছে? কবি-সাহিত্যিকদের ঠিক করে দেয়া এ নিয়ম আমি মানতে নারাজ। ভালোবাসার যে সংজ্ঞা কবি সাহিত্যিকেরা যুগে যুগে দিয়েছেন সেটা আসলে ও কত খানি বাস্তব আমার এটা নিয়ে সংশয় রয়েছে। শুধু সামাজিকতার ভয়ে মানুষ এ কথা বলতে ভয় পায় যে সে একের অধিক মানুষকে ভালোবাসে। যদিও ত্রিভুজ প্রেমের জটিল বিষয়গুলো আমি খুব একটা ভালো বুঝিনা। কিন্তু কবির মনের আকুতি আমি ঠিকই টের পাচ্ছি।

 3 years ago 

হাসতে হাসতে আমি শেষ । এটা আমার জীবনের সাথে কোনওভাবেই সম্পর্কিত নয় । তবে, কবিতার বিষয়বস্তু আপনি একেবারে হৃদয় দিয়েই উপলব্ধি করতে পেরেছেন । আপনার কমেন্টই তার প্রমাণ । এবং, চুপি চুপি বলি আপনার কথার সাথেও আমি ভীষণভাবে একমত ।

 3 years ago (edited)

"ভালোবাসো আমায় তুমি একটুখানি" পড়ে আমার কাছে মনে হয়েছে যে, এটি একটি ব্যর্থ প্রেমিকের আকাঙ্ক্ষা। যা সারা জীবন সারা জীবন ক্ষত করবে হৃদয় কে। যে প্রেমে ব্যর্থ হয় একমাত্র সেই বোঝে ব্যর্থ প্রেমের বেদনা ও আকুতি। দাদা আপনার জন্য অবিরাম শুভকামনা রইল।

 3 years ago 

বন্ধু তোকে ভালোবাসি, ভালোবাসি ভীষণ
তুই না থাকলে ব্যর্থ আমি, ব্যর্থ এ জীবন ।

দাদা আপনার কবিতাগুলো পড়লেই কবিতা লিখতে ইচ্ছে করে কিন্তু লেখাটা আমার আসেনা। তাই শুধুমাত্র পড়েই তৃপ্তি মিটাই। অসাধারণ লেখেন আপনি। চালিয়ে যান এভাবে। শুভকামনা রইল

 3 years ago 

দাদা ,তোমার কাছ থেকে ব্যাক-টু-ব্যাক হিট কবিতাগুলো আমরা নিয়মিত পেয়ে যাচ্ছি । ত্রিকোণ এই প্রেম কেন্দ্রিক কবিতাটি "ভালোবাসো আমায় তুমি একটুখানি" বেশ অসাধারণ সুন্দর হয়েছে । মানুষের জীবনের প্রথম ভালোবাসা মানুষ ভুলতে পারে না। সেই কারণে পরবর্তীতে এই মানুষগুলো অন্য কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ালে সেই প্রেমের স্টরিগুলো অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। যারা কাউকে প্রথম ভালোবাসে এবং প্রথম ভালবাসার মানুষগুলো তাদের জীবনে কোন কারনে না থাকে, এরপর যদি এই মানুষগুলো অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করে তাকে কখনোই পুরোপুরি ভালোবাসতে পারে না । পরে এই অন্য মানুষগুলো ভালোবাসার জন্য অনেক কাকুতি মিনতি করে কিন্তু ভালোবাসার সেই গভীরতা এই অন্য মানুষগুলো আর পায়না।

 3 years ago 

কেন মানুষ অন্যের দ্বিতীয় পুরুষ হয়ে থাকবে। পৃথিবীতে কি মানুষের অভাব পড়েছে নাকি? নিজে দ্বিতীয় পুরুষ হয়ে নিজেও কষ্ট পাওয়া । আর তাকেও কষ্ট দেয়া। এভাবে নিজের জীবনে কষ্ট বয়ে বেড়ানোর কোন মানে হয় না।
যাই হোক এটি তো একটি কবিতা। খুব ভালো হয়েছে কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90479.14
ETH 3094.57
USDT 1.00
SBD 2.93