ভালোবাসি তোমায় ♡ ♥💕❤

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


image source: copyright & royalty free image sharing website piXabY


কবিতা : "ভালোবাসি তোমায়"



ছোট্ট দুটি শব্দ, "ভালোবাসি তোমায়",
কিন্তু কী অসীম তার শক্তি ।
আমার শূন্য জীবন কানায় কানায় পূর্ণ আজি
শুধু তোমারই জন্য;
তোমার ভালবাসায় সিক্ত এ হৃদয় ।

সবই ছিলো আমার, কিন্তু, নি:সঙ্গ ছিলাম ভীষণ,
ভালোবাসাহীন জীবন আসলে মৃত্যুরই নামান্তর ।
সব কিছুর বিনিময়ে তাই চেয়েছিলাম শুধুই
তোমার ভালোবাসা, আর কিছুই নয় ।
তোমায় ভালোবাসি তাই ভীষণ ।

জানি একদিন এ হৃদস্পন্দন যাবে থেমে,
তবু শেষবার স্পন্দিত হওয়ার আগে
ধ্বনিত হবে শুধুই তোমার নাম ।
কারণ তুমি ছাড়া এ হৃদয়ে
আর নেই তো কারো ঠাঁই ।

হৃদয়ের গভীরে যে কষ্ট রয়েছে গোপন,
অধরে যা কখনোই যায় না বলা;
বাঁধ ভাঙা অশ্রুতে অধরোষ্ঠ কেঁপে
আজি তারই প্রকাশ পাওয়া -
ভালোবাসি তোমায় ।

দিন যায় রাত যায়, ভালোবাসি তোমায়;
নির্ঘুম কাটে রাতের পর রাত তোমা অপেক্ষায় ।
মন শুধু তোমাকেই চায়, আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ।
💘


♡ ♥💕❤

Sort:  
 3 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন দাদা। কবিতার প্রতিটি লাইন মন ছুঁয়ে যায়। ভালোবাসার কবিতা মানেই রোমান্টিকতার এক আবেশ, যা আপনার কবিতায় লক্ষ্যনীয়। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা দাদা।

 3 years ago 

দিন যায় রাত যায়, ভালোবাসি তোমায়;
নির্ঘুম কাটে রাতের পর রাত তোমা অপেক্ষায় ।
মন শুধু তোমাকেই চায়, আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ।

অসাধারণ হয়েছে দাদা ভালোবাসি তোমায় কবিতাটি পরে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন অনেক বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ওয়াও দাদা খুবই রোমান্টিক একটি কবিতা লিখেছেন । আপনি যে খুব রোমান্টিক মানুষ তা আপনার কবিতার প্রতিটি লাইন পড়েই বোঝা যাচ্ছে । এক কথায় চমৎকার হয়েছে আপনার কবিতাটি। এই কবিতাটি কারো ভালোবাসার মানুষকে পড়ে শুনালে সে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। এত সুন্দর কবিতা লিখেছেন আপনি।

 3 years ago 

দিন যায় রাত যায়, ভালোবাসি তোমায়;
নির্ঘুম কাটে রাতের পর রাত তোমা অপেক্ষায় ।
মন শুধু তোমাকেই চায়, আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ।

ভালোবাসায় এক অসীম শক্তি। এই ভালোবাসার জন্য এই পৃথিবীতে এত সুন্দর, মায়া-মমতা রয়েছে। আসলেই যাকে মন থেকে ভালোবাসা যায়। সে মানুষটাকে কখনোই ভোলা যায় না। তার জন্য অপেক্ষা করা যায় যুগ যুগ ধরে। তাকে পাবার আশায় অপেক্ষা করতে ভালো লাগে। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। কবিতা শেষের এই অংশটুকু আরো বেশি ভালো লেগেছে।

 3 years ago 

বৌদিকে সামান্য খুশি করার জন্য হলেও এই কবিতাটি যথেষ্ট দাদা। আপনি যখন এরকম কবিতাগুলো লিখেন তখন আমি সবসময়ই বৌদির কথা চিন্তা করি,যেন আপনি কবিতাটি আবৃত্তি করতেছেন,আর বৌদি আপনার সামনে বসে বসে শুনতেছে। খুব ভালো লাগে এই রকম কবিতা,যখন প্রিয় মানুষটা তার প্রিয়তমাকে ভালোবেসে লিখে। অসাধারণ থেকেও অতি অসাধারণ কবিতা৷ খুব ভালো লেগেছে দাদা।

 3 years ago 

দাদা আপনার রচিত কবিতা কি খুবই ভালো লেগেছে আমার এবং অনেকটা রোমাঞ্চকর বটে।
সবই ছিলো আমার, কিন্তু, নি:সঙ্গ ছিলাম ভীষণ,
ভালোবাসাহীন জীবন আসলে মৃত্যুরই নামান্তর ।
সব কিছুর বিনিময়ে তাই চেয়েছিলাম শুধুই
তোমার ভালোবাসা, আর কিছুই নয় ।
তোমায় ভালোবাসি তাই ভীষণ ।
কবিতার এই লাইন টুকু সত্যিই আমার মন ছুয়ে গেল। খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আর নেই উপস্থাপন করেছেন দাদা। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।

 3 years ago 

জানি একদিন এ হৃদস্পন্দন যাবে থেমে,
তবু শেষবার স্পন্দিত হওয়ার আগে
ধ্বনিত হবে শুধুই তোমার নাম ।
কারণ তুমি ছাড়া এ হৃদয়ে
আর নেই তো কারো ঠাঁই ।

যথার্থ ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ছোট্ট দুটি শব্দ, "ভালোবাসি তোমায়",
কিন্তু কী অসীম তার শক্তি ।
আমার শূন্য জীবন কানায় কানায় পূর্ণ আজি
শুধু তোমারই জন্য;
তোমার ভালবাসায় সিক্ত এ হৃদয়

দাদা আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। কবিতাটি মধ্যে ভালবাসার সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আসলে ভালোবাসা তোমাই দুটি শব্দ দেখে একদম ছোট মনে হয়। কিন্তু এই দুটি শব্দের মধ্যে অসীম শক্তি রয়েছে। যে শক্তিরতে জীবন বিলিয়ে দেওয়া যায়।এই ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করতে কষ্ট হয় না। ভালোবাসার মানুষকে অনেক বড় করে। ভালোবাসার মধ্যে সকল সুখ রয়েছে। এই দুটি শব্দের মধ্যে রয়েছে অসীম শক্তি। পৃথিবীর সবচাইতে বড় শক্তি। এই ভালবাসার মধ্যে রয়েছে। আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

হৃদয়ের গভীরে যে কষ্ট রয়েছে গোপন,
অধরে যা কখনোই যায় না বলা;
বাঁধ ভাঙা অশ্রুতে অধরোষ্ঠ কেঁপে
আজি তারই প্রকাশ পাওয়া -
ভালোবাসি তোমায় ।

ভালোবাসা অনিন্দ সুন্দর।ভালোবাসার চেয়ে বেশি সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যাবেনা। ভালোবাসা নেবেন দাদা।

 3 years ago 

"ভালোবাসি তোমায়" নামটি শুনেই বোঝা যাচ্ছে যে,কবিতাটি অনেক রোমান্টিক হবে।ভালোবাসা ছোট শব্দ হলেও,এর শক্তি অসীম।এটি আমাদের শূন্য হৃদয় কানায় কানায় পরিপূর্ণ করে দিতে পারে।ভালোবাসাহীন জীবনে সব থেকেও যেনো অপূর্ণ।মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে যাবে,শুধু যে মৃত্যুতে ভালোবাসার সমাপ্তি ঘটবে সেটা নয়। জন্ম জন্মান্তর ধরে ভালোবাসা রয়ে যাবে।কারণ মানবজীবনের সমাপ্তি ঘটলেও,ভালোবাসা রয়ে যায় জনম জনম ধরে।ভালোবাসার জন্য প্রিয়তমার জন্য রাতের পর রাত কেটে যায় নির্ঘুম।দাদা সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104021.29
ETH 3869.26
SBD 3.33