স্বরচিত কবিতা " তোমাকে ভালোবাসার পর "

in আমার বাংলা ব্লগ2 years ago

২১ আগস্ট ২০২২, রবি বার
আসসালামু অলাইকু/নমস্কার

আসসালামু আলাইকুম লেখার শুরুতে সবার প্রতি রইল আমার ভালোবাসা ও অভিনন্দন। আবার হঠাৎ করে গরমের তাপ দেওয়া শুরু হয়ে গেছে। তারি সাথে পাল্লা দিয়ে লোডশেডিং এর মাত্রা বেড়ে গেছে। ভাগ্য ভালো মাঝখানে বৃষ্টি হয়ে গেল নতুবা দিনগুলো আরো কঠিন হতো। যাই হোক সব কিছুই বিধাতার খেলা। স্রষ্টা তার সৃষ্টিকে বিভিন্ন উপায়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবশেষে স্রষ্টার ভালোবাসা জিতে যায়, তার সৃষ্টিকে দেয় না পাপের শাস্তি।


আজ আপনাদের নিকট একটি ভালবাসার কবিতা নিয়ে এসেছি। ভালোবাসাহীন জীবন কোন জীবন নয়। মানুষ যখন কাউকে ভালোবাসে কিংবা কারো প্রেমে পড়ে তখন তার মাঝে ইতিবাচক পরিবর্তন আসে। তখন ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করে। শূন্য মরুভূমিতে ফুল ফোটে। চলার পথে পরিবর্তন আসে। জীবনের প্রতি ভালবাসা জাগে। এ ধরনের কতগুলো বিষয় নিয়ে আজকে আমার কবিতাটি সাজিয়েছি। আশা করি আপনাদের তা ভালো লাগবে। আমার আজকের কবিতার শিরোনাম দিয়েছি তোমাকে ভালোবাসার পর।


1.png




তোমাকে ভালোবাসার পর সবকিছু পাল্টে গেল আমার
জীবনে পথচলা ছিল মোর হতাশাগ্রস্ত নিকষ কালো
ব্যর্থতার সাগরে ডুবে যাওয়া যেন আমি এক হিমশৈল
বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকু যখন নিভু নিভু ছিল।
এমনই এক আঁধারে তুমি হলে মোর প্রেরণার বাতিঘর
তোমাকে ভালোবাসার পর কিছু নেই আগের মত আর।
সব আঁধার কেটে গেল হৃদয়ে প্রানচঞ্চল্য ফিরে এলো
এখন প্রতিটি সময় যেন ঘুমকাতর মেঘলাভোর।

জীবনটা ছিল আমার গ্রেনেড ব্লাস্ট মহাশ্মশান
সবকিছু ছিল ছিন্ন বিছিন্ন দুঃসহ মরুভূমি
তোমাকে ভালোবাসার পর সবকিছু পাল্টে গেল আমার
এখন আমার জীবনে একটাই ঋতু তার নাম আষাঢ়
তোমাকে ভালোবাসার পর কিছু নেই আগের মত আর।

তোমাকে ভালোবাসার পর হাজার বছরের ব্যাধি কেটে গেল
নিজের ভেতরকার জরাজীর্ণতা নষ্টামি আর পঙ্কিলতা
সাপের খোলসের ন্যায় ঝরে গেল
যে ছিলাম আমি আশি বছরের কুঁজো বুড়ো
সে আজ টগবগে দুরন্ত বাড়ন্ত যুবক ।

যে আমি পিঁপড়া মারাতেও ছিলাম ভীতবিহবল
সে আজ আমি শত্রুর বুলেটের সম্মুখে বুক পেতে দেই কি অবলীলায়
তোমার ভালোবাসার ছোঁয়া যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের পরশ
পা হতে মাথা অবধি খেলে যায় অদ্ভুত বিদ্যুৎ শিহরণ।

এখন আমি আর পিছু হটবো না
এ ভালোবাসার বাঁধন কভু ছাড়বো না
যতই আসুক বাঁধার পাহাড় হিমালয় হয়ে
তুমি রবে মোর হৃদয়ের সবটুকু জুড়ে
তোমাকে ভালোবাসার পর হারাতে চাইনা আর তোমাকে।




ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১-৫০৪১ . ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা=>৪২ . নষ্ট ভালোবাসা=>৪৩ . এলোমেলো মনের কথা=>৪৪ . তোমার ভাবনায়=>৪৫ . সুখ কোথায়=>৪৬ . জীবনে ভুল মানুষ=>৪৭ . হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়=>৪৮ . ভুল বোঝাবুঝি=>৪৯ . পথে হলো দেখা =>৫০. ক্ষুধার জ্বালা
৫১ .ক্ষুধার জ্বালা
৫২.আত্মসমর্পণ
৫৩. তোমার প্রভাব
৫৪. হারিয়ে যায়নি
৫৫. অভাব
৫৬. তুমি যদি চাও
৫৭. হারিয়ে গেছে যে নারী


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

তোমাকে ভালোবাসার পর আপনাদের এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই ভালোবাসা গুলো যদি সত্যিকারে হয় তাহলে মনের মাঝে অন্যরকম অনুভূতি আসে। যেটাকে কখনো ছাড়া যায় না। আর আপনি সেই বিষয়টি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা তৈরি করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে তা জেনে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ভাই একজন ভালোবাসার মানুষ আপনার জীবনকে বদলে দিতে পারে। পারে আবার বাঁচার আশা ফিরিয়ে দিতে। সে থাকলে সবকিছু যেন সম্ভব হয় আপনার দ্বারা। কবিতা টা চমৎকার ছিল ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া কাউকে ভালবাসলে জীবনে অনেক পরিবর্তন আসে। যা কল্পনা করা যায় না। আপনার কবিতার মধ্যে প্রতিটি প্যারার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67011.69
ETH 2366.74
USDT 1.00
SBD 2.32