স্বরচিত কবিতা- " ভালবাসার স্তব "
১৫ মে,২০২২, রবি বার ।
আস সালামু অলাইকুম/নমস্বকার,
কেমন আছেন প্রিয় বন্ধুরা। আশাকরি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা করি নিজের অন্তঃস্থল হতে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদের মাঝে আমি নতুন আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। হ্যা আপনাদের ধারনা সম্পূর্ন ঠিক। পূর্বে অনেকগুলো কবিতা লেখার চেষ্টা করেছি তার লিংক নিচে দেওয়া আছে। পড়ে ভাললাগা মন্দলাগা জানাবেন। আজকের কবিতাটি ভালবাসার মানুষকে নিয়ে বিভিন্ন স্তুতি বাক্য দিয়ে সাজানো হয়েছে আশা করি ভাল লাগবে আপনাদের ।
সোর্স
এই জীবনে এই ভুবনে বেসেছি ভালো
তোমায় যেমন করে,
জগতে কেউ তো কখনো ভাসিনি ভালো
কাউকে তেমন করে।
মনে মনে তারে আমি চাই
যার নামে দিবানিশি স্বপ্ন সাজাই,
তারে যদি আমি ভুলে যেতে চাই রে
আনমনে তারে শুধু কাছে পাইরে ।
ভাবনার ঘরে এলোমেলো উঁকি দেয় যে,
অলস ঘুমটাকে চুরি করে নিয়ে যায় সে।
স্বপ্নের শিহরণ দোলা দিয়ে
যায় সে বারে বারে
সে যে আছে হৃদয়ের সবটুকু জুড়ে।
সে যে মোর স্বপ্ন সাধনা
সে যে আমার সারা জীবনের আরাধনা
এ জগতে যদিবা না হয় আমাদের মিলন
পরকালে প্রভু আমাদের করিবেন সম্মিলন।
আবেগের টানে অনেকেই প্রেমে পড়ে যায়
ভুল করে প্রেমের টানে বাড়ি হতে পালায়
তাকে কি ভালবাসা বলা যায়
বাবা মাকে দুঃখ দিয়ে কি কভু সুখি হওয়া যায় ?
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
কবিতা | শিরোনাম |
---|---|
০১. | কবিতা হলো এলোমেলো ভাবনা |
০২. | মায়ের মত আপন কেউ হয় না |
০৩. | নীরবতা , আমার কল্পনার পৃথিবী থেকে |
০৪. | না বলা কথা |
০৫. | আমার ফাঁসি চাই |
০৬. | ক্ষুধা |
০৭. | মানুষ |
০৮. | বড় অভিমানী তুমি |
০৯. | মানুষ তুমি ঝিনুক হতে পারনা |
১০. | প্রিয়জন হারানোর ব্যথা |
১১. | বাবা নেই (১ম পর্ব) |
১২. | নিজের মাঝে অচেনা এক আমি |
১৩. | পড়ন্ত বিকেল |
১৪. | ভালোবাসি তোমায় আজো |
১৫. | শব্দহীন প্রতিবাদ |
১৬. | নষ্ট সামাজিকতার নিপীড়ন |
১৭. | বিধবা মায়ের আত্মকথন |
১৮. | প্রিয়া মোর এসেছে ফিরে |
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
প্রায় সময় আপনার কবিতা দেখি ভাই। কবিতার অভিজ্ঞতা খুবই ভালো আপনার। লেখা গুলো খুবই কাব্যিক হয়ে থাকে সব সময়। আমি আপনার কবিতা রং ফ্যান হয়ে যাচ্ছি। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আমার ফ্যান হওয়ার জন্য
বরাবর আমাদের মাঝে দারুন সব কবিতা লিখে যাচ্ছেন। আপনার লেখা প্রতিটা কবিতা অনেক সুন্দর ।আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করে। এত সুন্দরভাবে কবিতাগুলো আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা জানি একটি কবিতা লিখতে গেলে কত কষ্ট হয় ,কত শ্রম দিতে হয় ,যা আপনি অনায়াসে করে যাচ্ছেন একজন প্রতিভাবান মানুষ নাহলে এমন করা।
আসলে একটি কবিতা লিখতে গেলে পুরো রাত্র চলে যায়, আর কবিতা লেখার জন্য একটা মাইন্ড সেটাপের প্রয়োজন হয়। যেটা সবসময় হয়ে ওঠেনা।
বাজারে যখন কোন জিনিসের বেশি আমদানি হয় ,তখন তার দরপতন হয়ে যায় ।শুধুমাত্র জ্ঞান ও শিক্ষার যত বেশি হয়, ততই তার দাম বাড়তে থাকে ।ভালো থাকেন।
আপনার চমৎকার মন্তব্য ভাল লাগল ভাই।
আগেই বুঝে গিয়েছিলাম আপনি একজন গুণি লেখক। কী অসাধারণ ছিল আজকের কবিতা। দারুণভাবে ভাষার প্রয়োগ এবং ছন্দের মিল এবং অর্থপূর্ণ ছিল। এ জগতে না পেলে পরকালে যেন পান সেই কামনা আহ কী ভাষা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
গঠনমূলক ও সুন্দর প্রশংসার মাধ্যমে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার প্রত্যেকটি কবিতা বেশ অসাধারণ হয়ে থাকে। বরাবরের মতো আজকের দুর্দান্ত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন। সত্যি আপনার আমার কাছে খুব ভালো লেগেছে। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাকেও আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ।
ভাই এক কথায় চমতকার লিখেছেন। আপনার কবিতা আগেও পড়েছি। আপনার প্রতিটি কবিতা অসাধারণ।আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিবেন।
দোয়া করেন ভাই ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দেয়ার চেষ্টা করব।