স্বরচিত কবিতা " স্বপ্ন ও লড়াই"
১৬ জুন,২০২২, বুধবার ।
আসসালামু আলাইকুম/ নমস্কার
এ এক অন্য রকম লড়াই
মাতৃভাষার জন্য
মায়ের ভাষার জন্য
যে ভাষায় কথা বলতে শিখেছি
সেই ভাষার জন্য
বাংলা ভাষার জন্য।
এ লড়াইয়ের ক্ষেত্র ভিন্ন
প্রেক্ষাপট ভিন্ন
সরাঞ্জামাদি ভিন্ন
গোলাবারুদ ভিন্ন
সৈন্য-সামন্ত ভিন্ন
সিপাহসালার ভিন্ন
ভিন্ন প্রিয় নেতার পরিকল্পনা।
এখানকার লড়াইটা কলমের
চিত্রের
ভাস্কর্যের
শিল্প ও কবিতার
মেধা ও মননের
সৃজনশীলতার
গল্প ও কবিতার
স্মৃতি ও বেদনার
চারুকলা ও সৃষ্টিশীতার
বাংলা ভাষাকে বিশ্বের বুকে
সম্মানের সহিত পরিচিত
করানোর লড়াই।
এ লড়াই
সম্মান বাচাঁবে
ক্ষুধা নিবারন করবে
সৃজনশীলতার বিকাশ ঘটাবে
সময় বাচাবে সময়ের অপচয় হতে।
এ লড়াই
একজন সিপাহশালারের আমৃত্যু লড়াই
সাথে আছে তার বিশ্বস্ত অনুষদ
অনুগত ফৈাজ
যারা প্রিয় নেতার স্বপ্ন বাস্তবায়নে
সদা জাগ্রত সজাগ
প্রিয় নেতার একটি কথায়
আগুনে ঝাপিয়ে পরতে প্রস্তত।
এ ফৈাজের নাম
আমার বাংলা বাংলা ব্লগ
এ ফৈাজের সিপাহসালার
দাদা আরএমই।
এ ফৈাজের অগ্রগামী সৈনিক
এডিমন ও মডারেটর
এ ফৈাজের প্রাণ
প্রিয় সদস্যগণ।
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। এর আগেও আমি আপনার কবিতা দেখেছিলাম খুব ভালো লেগেছিল। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতা আপনি নিয়মিত পড়েন জেনে খুব ভালো লাগল ্
ভালো থাকবেন
আপনার কবিতাটি ভীষণ ভালো লেগেছে ভাই। খুবই সুন্দর ভাবে আপনি কবিতাটি লিখেছেন। প্রতিনিয়ত আপনার কবিতাগুলো খুব চমৎকার হয়ে থাকে। ভীষণ ভালো লাগে আমার কাছে
ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।