স্বরচিত কবিতা " নির্জন দুপুর "

in আমার বাংলা ব্লগ2 years ago

০১জুলাই২০২২, শুক্রবার

আসসালামু অলাইকু/নমস্কার

শুরু করছি সৃষ্টিজগতের প্রতিপালক মহাকরুণাময় প্রভুর নামে। আজ দুপুরের প্রকৃতি নিয়ে কলম ধরেছি কিছু লেখার জন্য। দুপুরে সূর্য টা ঠিক মাথার উপরে চলে আসে। প্রচন্ড গরমে মানুষ দিশেহারা হয়ে যায়। প্রচন্ড তাপে মাঠঘাট উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় গ্রামের মানুষ একটুকু বাতাসের আসে ছাড়া বাড়িতে গাছতলা মিলিত হয়। তখন গ্রামের নারী পুরুষ কিভাবে সময় কাটায় তা আমি এ কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিতার লাইনগুলো একটু দৃষ্টি নন্দনীয়ভাবে উপস্থা্পন করার আপ্রাণ প্রয়াস ছিল। চেষ্টা ছিল শব্দ ব্যবহারে বৈচিত্র আনার। কবিতাটির শিরোনাম দিয়েছি " নির্জন দুপুর "। ভালমন্দ মন্তব্য করে জানাবেন।

IMG20220503180001.jpg

অলস দুপুরে নববধুর প্রবাসী স্বামীর দুঃস্বপ্নে তন্দ্র যায় অকস্মাৎ ছুটে
অবসন্ন দেহে গায়ের ছেলেরা হাটুজল পুকুরে অবাধ সাঁতার কাটে
তীব্র তাপে গ্রাম্য বধুরা জরো হয়েছে দক্ষিণের গাছতলায়
কৃষাণ-কৃষাণীর ঘামের গন্ধে সূর্যি মামার মন ভরে যায়
জোয়ান- বুড়োর সময় কাটে তাসা আর লুডু খেলায়
কেউবা চুলের ফিতা কাটে কেউবা বেনি বাঁধায়।

নির্জন দুপুরে উত্তপ্ত সূর্যটা মাথার উপর
মনে হয় বিকিরণ করছে উদগিরিত লাভার
প্রচন্ড চলমান দাবদাহে পিপাসার্ত ক্ষ্যাপা কুকুরে
দাবিয়ে বেড়াচ্ছে বিষন্ন শ্যাওলাযুক্ত সবুজ পুকুরে।
উড়ন্ত চিলে শিকাড়ের নেশায় উড়ে বেড়ায় মুক্ত বিহনে
আকস্মিক ধাওয়া করে ভাসমান মাছে খরস্রোতা নদীর বিরানে।

খোলা দেহের পরিশ্রান্ত শ্রমজীবী আশ্রয় খোঁজে দূরের অশোক তলায়
শো শো করছে হাওয়া, ফুলে ফুলে মৌমাছির গমন পাতায় পাতায়
তির্যকভাবে পড়ন্ত রোদ, নিসর্গ প্রকৃতিতে বইছে বাতাস মৃদুময়।
পথিকের নির্ভিগ্ন পথচলায় বিরাম আসে তারই শীতল ছায়ায়
সোনালী ধান হেলেধুলে মেতে উঠেছে দারুন খেলায়
বুড়ো শালিক স্বপ্নের নীড় বুনে লাউয়ের মাচায়।

সবুজ মাঠে সারি সারি বকের পাল যেন কাশবন
এ দৃশ্যে চঞ্চলা কপোত-কপোতীর যায় ছুটে যে মন।
তপ্ত দুপুরে পিচ ডালা কালো পথ যেন আকাবাকা তটিনী
মেঠো পথ যেন উত্তপ্ত বালি খালি পায়ে যায়না চলা একটুখানি।
চিকচিক রোদকে পিছু ফেলে দ্রুত পায়ে পথ চলে সৈান্দর্য্যের দেবী
গায়ের ছেলে তারই মানস পটে আঁকে ভালবাসার মানুষের রঙিন ছবি।

IMG20220425132219.jpg

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি কবিতার লাইন গুলো খুবই ছন্দমুখর। প্রতিটি শব্দ চাই চমৎকার হয়েছে ভাব গাম্ভীর্য কবিতার দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে।

 2 years ago 

চেষ্টা করেছি দুর্দান্ত একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রতিটি কবিতার লাইন অনেক ছন্দময় হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ্।

 2 years ago 

যে আপু আপনাকে অনেক ধন্যবাদ এভাবে প্রশংসা করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।

 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই আপনি। আপনার কবিতার কথাগুলো অনেক অর্থবহুল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে প্রশংসা করে অনুপ্রেরণা দেয়ার জন্য।

ভাই, সূর্যের তাপে মাঠঘাট যখন উত্তপ্ত হয়ে যায় তখনকার অবস্থা প্রকাশ করার লক্ষ্যে "নির্জন দুপুর" কবিতাটি অত্যন্ত সুন্দরভাবে আপনার কবিতার ছন্দে ফুটিয়ে তুলেছেন। যা শুনতে ও ওই সময়কার অবস্থা বুঝতে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করছি নির্জন দুপুরকে কবিতার ভাষায় রূপ দেয়ার জন্য জানিনা কতটুকু করতে পেরেছি।

 2 years ago 

চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। প্রতিবারের ন্যায় এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার কবিতাগুলো আপনি পড়েন জেনে খুশি হলাম ‌

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66216.02
ETH 3547.44
USDT 1.00
SBD 3.01