মানুষঃ আমার ঝরা কবিতার পাতা হতে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনারা সবসময় ভাল থাকুন ও সুস্থ থাকুন। এই কামনা করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে যে কবিতাটা নিয়ে লিখতে বসেছি তার শিরোনাম হচ্ছে ’মানুষ’। জ্ঞান-বিজ্ঞানের এ শ্রেষ্ঠ সময়ে আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারছিনা। আমাদের মধ্যে রয়েছে সাদা আর কালোর অহংকার। আমি বলব সাদা আর কালো এটা মানুষের বাহ্যিকতা। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার কথা, কর্ম , আচরণ, মন্তব্য আর লেখনীতে। এই লেখাটি আমি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছি। তাই লেখাটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না সনির্বন্ধ অনুরোধ রহিল।

1.1.jpg
সোর্স

মানুষ: তুমি জানো কি? তোমার প্রভু কি বলেছেন কোরানেতে ?
’নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ-সুন্দর আকৃতিতে।’
বলেছেন তিনি, ‘তুমি অহংকার বশে তোমার গাল ফিরিয়ে নিয়ো না’
স্রষ্টা কাউকে দেননি শ্রেষ্ঠত্য, তব মানুষের মাঝে কেন এত ঔদ্ধত্যপনা ।

হে মানুষ তুমি জানো কি,
তুমি বেড়ে উঠেছো কোথায়?
মাতৃগর্ভে; এক অবস্থার পর অন্য অবস্থায় ত্রিবিধ কালো অন্ধকারে,
যদি তোমার জন্ম হয় এমন নিকষ কালো অন্ধকারে,
তাহলে সাদা চামড়া নিয়ে তুমি বড়াই করো কি করে।

সাদা কালো ভেদাভেদ আর নয়,
আগে সুন্দর করো তোমাদের হৃদয় ।
মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে,
যদিও এই ভেদাভেদ রয়েছে দেশ থেকে দেশান্তরে।

তোমরা যারা কালকে মন্দ বলো,
তোমরাই আবার খোঁজ কেশ কালো।
খোঁজ হরিণীর চোখের মত চোখ দুটো কালো
তোমরাই আবার বিয়ে করতে খোঁজ কাজল-কালো আঁখি।
তোমরাই আবার কাঁদো কেশ পাকে যদি
আসলে মানুষ হিসেবে তোমরা বড় স্বার্থবাদী।

কালোকে যারা মন্দ বলো, অসুখে কেন করো কালোজিরা সেবন,
চিকিৎসা বিজ্ঞানে কালোজিরার রয়েছে হাজারো ওষধি গুনাগুন।
হাদীসে এসেছে বলেছেন নবী মোহাম্মদ,
কালো জিরা মৃত্যু ব্যতিত সকল রোগের ওষধ।

সাদা চামড়া নিয়ে কিসের এত অহংকার আর রেষারেষি,
কেন বিয়ের পিড়িঁতে হয় এত বাড়াবাড়ি আর দর কষাকষি।
সাদা যদি সৌন্দর্য আর সবকিছু হত,
তাহলে ধবল হলে কাঁদে কেন মন তোমার এত।

আকাশের তারাটিও দেখা যায়না দিনের আলোতে,
সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তৈরি হয়, সবচেয়ে অন্ধকার রাত্রের নিমিত্তে।
মহা-মূল্যবান হীরক থাকে কালো কয়লার খনিতে,
মূল্যবান মুক্তার জন্ম বিষ-বালি ভর্তি ঝিনুকের পেটেতে।

2.2.jpeg

সোর্স

গতরে সাদা আর কালো; সে তো শুধু বাহ্যিকতা
সেতো কেবলই আবরণ দাম নেই তার ছিটেফোঁটা।
তাইতো জুতা তৈরিতে ব্যবহৃত হয় প্রাণীর চামড়া,
তাই গায়ের চামড়ার রং নিয়ে করোনা অহংকার কভু তোমরা।

হে মানুষ করো তুমি দীপ্তিমান শপথ; বুকে রাখো বল,
ধলো আর কালোর প্রশ্নে হবে তুমি চির নির্মল।
ভুলে যাবে জগতের যত সব জাত-পাত, ভেদাভেদ ও অমিল,
কর্ম, চিন্তা-চেতনায় মনো মগজে হবে তুমি সুন্দর ও অনাবিল।

মানুষ; মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করো
মানুষ নামটি হৃদয় থেকে একবার উচ্চারণ করো,
তবে মানুষের জন্য তোমার মন কাঁদবে
তোমার হৃদয় গলবে
মনে-মগজে তুমি হয়ে যাবে সত্যিকার মানুষ।

ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে ।আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । এটা আমার সারা জীবনের স্বপ্ন। আমার জন্য দোয়া করবেন।

Sort:  

আপনি অনেক সুন্দর বাস্তববাদী একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা দেখে তো আমি পুরোই মুগ্ধ হয়ে গেছি। আসলেই মানুষের মানুষের এতকিছু দিছে মনে হয় যে একটু ছবিটা কত লালসাময়। মানুষ কেন বুঝতে চায় না সবাই একই মাটি দিয়ে গড়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মাটির মানুষ একদিন মাটিতেই মিশে যাবো।

 2 years ago (edited)

স্রষ্টা কাউকে দেননি শ্রেষ্ঠত্য, তব মানুষের মাঝে কেন এত ঔদ্ধত্যপনা ।

কেনো সেটাই তো বুঝে আসে না?ওহ বুঝেছি বস্তুপুজার নগরীতে মানুষের ক্ষমতার বড়াই,আর সম্পদ্দের দম্ভ হয়তো এইজন্য।

খুব চমৎকার লিখেছেন ভাই, আপনার কবিতায় বেশ গভীরতা রয়েছে।

 2 years ago 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন, ক্ষমতার দম্ভ মানুষকে পশু করে তুলেছে।

 2 years ago 

আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন যে কবিতাটি একদম বাস্তবধর্মী। মাঝে মাঝে এরকম কবিতা করতে অনেক বেশি ভালো লাগে কিছু কিছু কবিতা আছে নিজের মধ্যে জমে থাকা কথা গুলো বের করে নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।প্রথম কয়েক লাইন আমার কাছে খুব ভালো লেগেছে।শিরেনামের সাথে পারফেক্ট কবিতা। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতাটি আমি নিজে যত পড়ি ততই অবাক হই।

 2 years ago 

গতরে সাদা আর কালো; সে তো শুধু বাহ্যিকতা
সেতো কেবলই আবরণ দাম নেই তার ছিটেফোঁটা।

এই দু লাইন মন ছুঁয়ে যাওয়ার মতোন।বাহ্যিক সুন্দর এর দাম আসলেই নেই।

 2 years ago 

মানুষ; মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করো
মানুষ নামটি হৃদয় থেকে একবার উচ্চারণ করো,
তবে মানুষের জন্য তোমার মন কাঁদবে
তোমার হৃদয় গলবে
মনে-মগজে তুমি হয়ে যাবে সত্যিকার মানুষ।

আসুন আমরা সবাই মানুষ হই।

 2 years ago 

চমৎকার এক কবিতা উপহার দিলেন আমাদের। খুব ভালো লাগলো আপনার কবিতা পড়ে। লাইন গুলো খুবই সুন্দর ছিলো। এ ধরনের কবিতা পড়লে মন জুড়িয়ে যায়। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আসসালামু অলাইকুম,
ধন্যবাদ ভাই আপনার চমৎকার কমেন্টস দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

ভাই আপনার কবিতাখানি এতোখানি ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না। হয়তো আপনি ঠিকই বলেছেন স্রষ্টা আমাদেরকে স্রষ্টার শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। এবং বিশেষত ঘুন দিয়েছেন। কিন্তু আমাদের মাঝে কালো এবং সাদা ব্যবধানের কারণে মনুষ্যত্বের মূল্যায়ন করতে আমরা অনেকেই জানিনা। অসাধারণ ছিল আপনার কবিতাটি, আশা করছি আমাদের আরো সুন্দর সুন্দর কবিতা উপহার দিয়ে যাবেন। আপনার জন্য রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আসসালামু অলাইকুম,
ধন্যবাদ ভাই এত সুন্দর করে প্রশংসা করার জন্য, আপনার জন্য শুভ কামনা রহিল। আপনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61354.39
ETH 3309.76
USDT 1.00
SBD 2.47