স্বরচিত কবিতা " তোমার ভাবনায় "
২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
আসসালামু অলাইকু/নমস্কার
ভালোবাসার মাঝে আছে আজব এক শক্তি
তোমাকে ভালোবেসে হয়েছে সে অনুভূতি
যদিও থাকি আমি দূরে বহুদূরে
তুমি থাকো আমার হৃদয়ের সবটা জুড়ে
কাজের ফাঁকে অবসরে তোমাকে নিয়ে ভাবি
স্বপ্নের বালুচরে তোমাকে নিয়ে আঁকি কত ছবি।
তোমার কল্পনায় হৃদয়ে অনুভূত হয় অনাবিল শান্তি
তোমাকে নিয়ে স্বতন্ত্র ভাবনায় আসেনা কোন ক্লান্তি
সারাটা দিন ডুবে থাকি কাজের মাঝে
তুমি থাকো শতত আমার হিয়ার মাঝে ।
তোমার এলোমেলো চুলের ঘ্রাণ আমায় মাতাল করে
তোমার স্বলজ্জিত মুখ দুর্নিবার চাহনি আমায় পাগল করে ।
বিস্মিত আমি যত ভুলতে চাই তোমায়
তুমি তত আঁকড়ে ধরো চিন্তার মণি কোঠায়
ভাবনার লোনা জলে
হৃদয়ে ভাসো তুমি বেদনার বেনোজলে।
তোমার কাজল কালো আঁখি আর রুদ্ধশ্বাস
আমার ভেতরটা করে দেয় এলোমেলো হয়ে যায় নাভিশ্বাস।
তোমার নীরব পদধ্বনি
বাজে মোর বিহনে নুপুরের ঘণ্টাধ্বনি
তোমার শরীরের কাঁচা ঘ্রাণ
অনুক্ষণ আমার নিঃশ্বাসে থাকে
যেন শুকে শুকে করি নিঃশেষ নিয়ত দেই সুখটান।
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
এর আগেও আপনার কয়েকটি কবিতা পড়েছি । আপনি অসাধারণ কবিতা লিখেন ভাইয়া । চমৎকার হয়েছে আজকের কবিতাটি । আসলে কাউকে ভালবাসলে তার সবকিছু ভালো লাগে । তাকে সব সময় মনে প্রানে আগলে রাখার ইচ্ছে করে । কিন্তু দূরত্ব তো আর এক করতে পারেনা তবে সব সময় মনের মনিকোঠায় জায়গায় করে নেই।
ভাই আপনার এত চমৎকার মন্তব্য আমাকে অভিভূত করেছে। আপনাদের মন্তব্যে আমি অনেক অনুপ্রেরণা পাই।
অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। আপনার কবিতার মধ্যে সুন্দর প্রেম আবেগ সৃষ্টি হয়েছে, রয়েছে ভালবাসার টান। সব মিলিয়ে বলবো দারুণ কবিতার আলোচনা করেছেন।
মানুষ যখন প্রেমে পড়ে শান্তি অনুভূত হয়।
খুবই চমৎকার লিখেছেন আপনি আপনার স্বরচিত কবিতা " তোমার ভাবনায় " আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই দোয়া করবেন যেন লেখালেখিতে ভালো করতে পারি।
আপনার লেখায় যথেষ্ট বাস্তবতা খুজে পাওয়া যায়। এটিও অর্থবহ ছিল।