স্বরচিত কবিতা " তোমার ভাবনায় "

in আমার বাংলা ব্লগ3 years ago

২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
আসসালামু অলাইকু/নমস্কার

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুদের প্রতি রইলো আমার সালাম ও শুভেচ্ছা| অবশেষে শহরে-গ্রামে শান্তি ফিরে এলো একটু স্বস্তি ফিরে এলো| কারণ কাঙ্খিত বৃষ্টি হলো। এই মুহূর্তে বৃষ্টিটা বড় প্রয়োজন ছিল। মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টির ডাক না মেনে পারেননি। যেভাবে গরমের কারণে অসুস্থতা বেড়ে গিয়েছিল এই বৃষ্টিতে মানুষের মাঝে কিছুটা আরাম ফিরে এলো।
আজ ভালোবাসা নিয়ে একটি কবিতা লিখেছি। কবিতাটির শিরোনাম দিয়েছি তোমার ভাবনায়। দুটি মন যখন ভালোবাসা লিপ্ত হয় তখন তাদের মনে উদ্ভূত ভালো লাগা কাজ করে। এক ধরনের শান্তি শুধু হৃদযয়ে বিরাজ করে ।ঠোঁটে খেলে মুচকি হাসি। যেন এটাই স্বর্গ। কাজের ফাঁকে ফাঁকে স্বয়নে স্বপনে শুধু ভালোবাসার মানুষটি ভেসে বেড়ায়। আর বেশি কিছু লিখছি না। আমার কবিতার দিকে চলে আসলাম।

1 Untitled.jpg

ভালোবাসার মাঝে আছে আজব এক শক্তি
তোমাকে ভালোবেসে হয়েছে সে অনুভূতি
যদিও থাকি আমি দূরে বহুদূরে
তুমি থাকো আমার হৃদয়ের সবটা জুড়ে
কাজের ফাঁকে অবসরে তোমাকে নিয়ে ভাবি
স্বপ্নের বালুচরে তোমাকে নিয়ে আঁকি কত ছবি।

তোমার কল্পনায় হৃদয়ে অনুভূত হয় অনাবিল শান্তি
তোমাকে নিয়ে স্বতন্ত্র ভাবনায় আসেনা কোন ক্লান্তি
সারাটা দিন ডুবে থাকি কাজের মাঝে
তুমি থাকো শতত আমার হিয়ার মাঝে ।
তোমার এলোমেলো চুলের ঘ্রাণ আমায় মাতাল করে
তোমার স্বলজ্জিত মুখ দুর্নিবার চাহনি আমায় পাগল করে ।

বিস্মিত আমি যত ভুলতে চাই তোমায়
তুমি তত আঁকড়ে ধরো চিন্তার মণি কোঠায়
ভাবনার লোনা জলে
হৃদয়ে ভাসো তুমি বেদনার বেনোজলে।
তোমার কাজল কালো আঁখি আর রুদ্ধশ্বাস
আমার ভেতরটা করে দেয় এলোমেলো হয়ে যায় নাভিশ্বাস।

তোমার নীরব পদধ্বনি
বাজে মোর বিহনে নুপুরের ঘণ্টাধ্বনি
তোমার শরীরের কাঁচা ঘ্রাণ
অনুক্ষণ আমার নিঃশ্বাসে থাকে
যেন শুকে শুকে করি নিঃশেষ নিয়ত দেই সুখটান।

pexels-photo-1024978 (1).jpeg

সোর্স

ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।

কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১ .কবিতার জন্য বেঁচে আছি
৩২.বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"
৩৩.আমার বিচার চাই
৩৪.নির্জন দুপুর
৩৫.চলে গেছো দুরে বহু দুর
৩৬.মধ্যবিত্তের লজ্জা
৩৭.অশ্রুভেজা চুম্বন
৩৮. বৃষ্টি এলে
৩৯. অভিমানের সমাধি
৪০.আমার একজন দাদা আছে

ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 3 years ago 

এর আগেও আপনার কয়েকটি কবিতা পড়েছি । আপনি অসাধারণ কবিতা লিখেন ভাইয়া । চমৎকার হয়েছে আজকের কবিতাটি । আসলে কাউকে ভালবাসলে তার সবকিছু ভালো লাগে । তাকে সব সময় মনে প্রানে আগলে রাখার ইচ্ছে করে । কিন্তু দূরত্ব তো আর এক করতে পারেনা তবে সব সময় মনের মনিকোঠায় জায়গায় করে নেই।

 3 years ago 

ভাই আপনার এত চমৎকার মন্তব্য আমাকে অভিভূত করেছে। আপনাদের মন্তব্যে আমি অনেক অনুপ্রেরণা পাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। আপনার কবিতার মধ্যে সুন্দর প্রেম আবেগ সৃষ্টি হয়েছে, রয়েছে ভালবাসার টান। সব মিলিয়ে বলবো দারুণ কবিতার আলোচনা করেছেন।

 3 years ago 

মানুষ যখন প্রেমে পড়ে শান্তি অনুভূত হয়।

 3 years ago 

খুবই চমৎকার লিখেছেন আপনি আপনার স্বরচিত কবিতা " তোমার ভাবনায় " আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই দোয়া করবেন যেন লেখালেখিতে ভালো করতে পারি।

আপনার লেখায় যথেষ্ট বাস্তবতা খুজে পাওয়া যায়। এটিও অর্থবহ ছিল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 112325.36
ETH 4470.73
SBD 0.85