স্বরচিত কবিতা "চলে গেছো দুরে বহু দুর"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০৪জুলাই২০২২, সোম বার

আসসালামু অলাইকু/নমস্কার

আজ ভালোবাসা বিচ্ছেদ নিয়ে আপনাদের নিকট লিখতে বসেছি। প্রতিটি প্রেম শুরু হয় অনন্ত সম্ভাবনা নিয়ে। দুটি হৃদয়ের মাঝে হয় কত আপন। একসাথে ভালোবাসার ঘর করার স্বপ্ন। থাকে দুজনার মাঝে কত ভালো মুহূর্ত। দুটি মনের মিলন হয় আর কথার আদান-প্রদান। মনে হয় ভালোবাসাময় দুটি মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী। তাইতো ভালোবেসে সম্রাট শাহজাহান বানিয়েছেন ভালবাসার তাজমহল। রচিত হয়েছে লাইলি মজনুর প্রেম শিরিন ফরহাদ রোমিও জুলিয়েট অনেক প্রেমকাহিনী প্রেম কাব্য।
সময়ের পরিক্রমায় দুটি হৃদয়ের মাঝে আসে শিথিলতা। সম্পর্কে তখন ফাটল ধরে। প্রতিশ্রুতি ভুলে যাওয়া হয়। ভাঙ্গনটা কারো হয় উদ্দাম আনন্দের , আবার অন্যজনের জন্য হয় অন্তর দুঃখের বাহন। তখন একজন সম্পর্ক রাখতে চায় আরেকজন ছাড়তে চায়। অতীতের স্বপ্নময় দিনগুলি তখন মরীচিকাময় হয়ে ওঠে। এটা যেন নদীর ভাঙ্গন গড়ার খেলা। এই কথাগুলো আজকের আমার কবিতার মূল উপজীব্য

pexels-nikolina-12583001.jpg
সোর্স

তুমি আজ চলে গেছো কতদূর
থেমে গেছে হৃদয়ের সব সুর
তোমার নিরব প্রস্থান
আমার অন্তহীন দুঃখের সরব স্লোগান।.

বড় অবেলায় তোমার বিচ্ছেদ
আমায় করে দিল ভেঙ্গে চুরমার
স্বপ্নগুলোর হলো আজ অকাল ব্যবচ্ছেদ
সুখের প্রেমশালায় সাহারার মরুভূমির হাহাকার।

দুটি হৃদয়ের ভালবাসার হয়েছিল মিলন
তবে ভাঙনে কেন হয় এক পক্ষের সুখের বাহন
আর অন্যজনের অনন্ত হৃদয় বিদারণ
তবে কি ভালবাসা বিষাক্ত সাপের আক্রমণ
নাকি নষ্ট স্বার্থপরতার জারজ ফসল
নাকি সময় পাস করার প্রতাণার বাহন ।

যদি হবেই ভাঙন
কেন হয়না দুজনার ভাঙন
কেন ভাঙনে দুজনের হয়না অনাবিল শান্তি
কেন হয়না সুখময় ভাঙন
ভালবাসা তবে কি নদীর জোয়ার ভাটার খেলা
একুল বাধঁবে আর অকুল গড়বে।

কেন সম্পর্কগুলো এত সহজ হয়ে পড়ে উদাসীন
কেন উচ্ছল ছল ছল সময়গুলো হয়ে পড়ে অনুভুতিহীন
কেন রক্তিম বিশ্বাসে আসে অবিশ্বাসের ধোঁয়াশা
কেন প্রতিশ্রুতিগুলোর এত দ্রুত হয় মলিন।

তুমি ছিলে প্রস্ফুটিত গোলাপের ন্যয়
ভোরের আলো আসার আগেই ঝরে গেলে
কথা দিয়েছিলে কখনো যাবেনা ভুলে
সেই তুমি প্রতিশ্রুতি ভেঙ্গে চলে গেলে ।
তুমি বলেছিলে সারা জীবন দুটো হৃদয় রবে এক হয়ে
আর আমাকে নিয়েছিল তোমার যত সব ভয় আর সংশয়
যে তুমি আমাকে হারানোর ভয় থাকতে সদা শঙ্কিত
সেই তুমি আজ আমার জীবন থেকে চলে গেলে দূর থেকে বহুদূরে।

pexels-photo-12534247.jpeg

সোর্স

Sort:  
 2 years ago 

আপনার কবিতার বড় ভক্ত আমি। আপনি খুব সুন্দর কবিতা লিখেন সব সময়। আপনার কবিতা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বেশি ভালো লাগে আপনার কবিতা আবৃত্তি। আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি করে থাকেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণা আমাকে সাহস যোগায়

 2 years ago 

যদি হবেই ভাঙন
কেন হয়না দুজনার ভাঙন
কেন ভাঙনে দুজনের হয়না অনাবিল শান্তি
কেন হয়না সুখময় ভাঙন
ভালবাসা তবে কি নদীর জোয়ার ভাটার খেলা
একুল বাধঁবে আর অকুল গড়বে।

বেশ চমৎকার কবিতা লেখেন তো ভাই খুব ভালো লাগলো কবিতাটি পড়ে এই কয়েকটি লাইন বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই তো দুজনে ভালোবাসে একজনের ছেড়ে দিলে অপরজনের জীবনে নেমে আসে দুঃখের অমানিশা কেন

 2 years ago 

আপনার সাথে আমি ও একমত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ভীষণ ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে। কবিতার প্রত্যেকটি লাইন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এক এক লাইন অন্য লাইনের সাথে খুব ভালো মিল রয়েছে। এক কথায় খুব অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন ছন্দে ছন্দে লাইনগুলো মিলিয়ে খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে আসলে যে যাবার সে তো চলেই যায় আর যে চলে যায় তাকে কখনো আটকাতে হয় না তাকে যেতে দিতে হয়

 2 years ago 

এত সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আশা করি এভাবেই পাশে থাকবেন

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60320.14
ETH 3373.37
USDT 1.00
SBD 2.51