স্বরচিত কবিতা "বিধবা মায়ের আত্মকথন"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

১৩ মে,২০২২, শুক্র বার ।

আস সালামু অলাইকুম/নমস্বকার,

প্রথমে আমার সালাম/ আদাব নিবেন। আশা করি সবাই ভালো আছেন। জীবনে এই প্রথম বাবাকে ছাড়াই করলাম। বাবা তুমি ভালো থেকো ওপারেতে। তোমার সব সময় দোয়া করি বাবা । তোমায় অনেক মিস করি। তোমার রক্তে গড়া সংসারে, তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি আমরা। সবচেয়ে কষ্ট হচ্ছে মায়ের জন্য। তোমাকে নিয়ের ৪০বছরের পথ চলা। সুখে দুখে তুমিই ছিলে তার একমাত্র অবলম্বন। আজ তুমি প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছো। কিন্তু তোমার বিধবা স্ত্রী কিভাবে তোমাকে ছাড়া একলা পথ চলবে। তাকে মশাড়ি টাঙ্গিযে দিবে, কে অসুস্থ এ মাকে ঔষধ খাইয়ে দিবে। কে রান্না করার সময় তার সাথে গল্প বলবে। এই বিধবা মায়ের আত্মকথন শুনার জন্য আর কেউই রইলনা।

বাবাকে নিয়ে আমার পূর্বে বাবা নেই প্রকাশ করেছিলাম।আজ তার "বিধবা মায়ের আত্মকথন" শিরোনামে আরেকটি কবিতা প্রকাশ করলাম। আপনাদের ভালোলাগা মন্দলাগা কমেন্টস করে জানাবেন।

cemetery-1697469_960_720.jpg
সোর্স

মা.JPG

বাবা তুমি মাকে ছাড়া কিভাবে রয়েছো নির্জনবাসে
যাকে ছাড়া তুমি কখনো পারতেনা থাকতে
যেখানেই যেতে ফিরে আসতে
তুমি অসুস্থ মাকে বারংবার বলতে
তোমাকে ছেড়ে কখনো সে যেন কোথাও না যায় চলে
আজ তুমি তাকে ছেড়ে জনমের তরে চলে গেলে।

তোমার প্রতিশ্রুতি ভেঙ্গে তুমি চলে গেছো
না ফেরার জগতে
বাবা তোমার ছেলেরা বিদ্যার্জনে থাকে দূরদূরান্তরে
তোমার ভালবাসার স্ত্রী কেমনে থাকে একাকী কুড়ের ঘরে
দিবানিশি সে শুধু দুকরে দুকরে কাঁদে তোমার তরে।

তোমার স্মৃতি তার জীবনের সবটুকু গিরে
তুমি ছিলে তার অন্তরে ভিতরে বাহিরে
তোমার বিরহে কেঁদে যায় সে রাত দিন
একলা ঘরে পড়ে থাকে শূন্য জীবন তুমি বিহীন।

বাবা এখন কেউ আমায় স্কুলে নিয়ে যায় না হাত ধরে
এখন কেউ পথ দেখায় না তোমার মত করে।
কিভাবে পথ চলব তুমি ছাড়া তুমি বিনে,
মসজিদে আজান হলে তোমার কথা মনে পড়ে
মনে পড়ে তোমার স্মৃতি কথা ব্যথিত মনে।
তোমার হাত ধরে ছুটে চলা মসজিদের পানে
তোমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়া প্রভুর সনে।
মসজিদ হতে আজো আসে আজানের ধ্বনি
কেবল শুনিনা খোকা বলে তোমার মধুমাখা ডাকখানি।

খাবার সময় হলে তুমি আর ডেকোনা আমায়
আগে যেমন ডাকতে আমায় খোকা খেতে আয়
পড়তে বসলে তোমার কথা মনে পড়ে
খেতে বসলে তোমার স্মরণে লোনাজল ঝরে।
দুপুর হলে এখন কেউ ঘুমোতে ডাকেনা
অসময়ে খেলতে গেলে কেউ শাসন করেনা।
তোমার শূণ্য বিছানাটা্ খালি পড়ে আছে
তোমার পাঞ্জাবি ও টুপি খানা আজো আছে
আগে যেখানে ছিল ঠিক সেখানে
তোমার হাতে গড়া সবকিছু আছে ঠিকঠাক
শুধু নেই তুমি, চলে গিয়েছো প্রভু দিয়েছে ডাক।

বাবা চিৎকার করে কাঁদতে চাই
কেঁদে কেঁদে বুকের ভিতরটা হালকা করতে চাই
জমানো কষ্ট গুলো ভুলতে চাই
বাবা তুমি ক্ষমা করো,
শেষবারের তরে তোমায় একটু ভালবাসতে চাই।

এসেছিলে শূন্য হাতে, মায়াবী এ পৃথিবীতে
গড়েছ স্মৃতির সংসার, জমিয়েছে অঢেল সম্পদ
আজ চলে গেছে শূন্য রিক্ত হস্তে কেবল নিজ দেহখানি নিয়ে
যেমনি এসেছিলে মায়ের গর্ভ হতে একেবারে চির অসহায় হয়ে।

এইতো জীবন এইতো দুনিয়া ; আমাদেরকেও চলে যেতে হবে একদিন
সাজানো সংসার ফেলে তোমার মত করে, সবার মতো করে
বাস করতে হবে অনন্তকাল অন্ধকার মাটির ঘরে।
করি মোনাজাত প্রভুর সনে যেন শান্তিতে থাকুক সকল মৃত প্রাণ।

১.JPG

সোর্স

ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।

কবিতাশিরোনাম
০১.কবিতা হলো এলোমেলো ভাবনা
০২.মায়ের মত আপন কেউ হয় না
০৩.নীরবতা , আমার কল্পনার পৃথিবী থেকে
০৪.না বলা কথা
০৫.আমার ফাঁসি চাই
০৬.ক্ষুধা
০৭.মানুষ
০৮.বড় অভিমানী তুমি
০৯.মানুষ তুমি ঝিনুক হতে পারনা
১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১.বাবা নেই (১ম পর্ব)
১২.নিজের মাঝে অচেনা এক আমি
১৩.পড়ন্ত বিকেল
১৪.ভালোবাসি তোমায় আজো
১৫.শব্দহীন প্রতিবাদ
১৬.নষ্ট সামাজিকতার নিপীড়ন

ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 2 years ago 

আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করে আপনি খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। যে পোস্টগুলো অতি শিক্ষনীয় বিষয় নিয়ে রচিত। প্রতিদিনের ন্যায় আজকেও দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে অনেক শিক্ষণীয় দিক রয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে প্রশংসা করার জন্য। দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর কবিতা লিখি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 2 years ago 

আপনার কবিতা পড়ে খুবই খারাপ লাগবে এক বিধবা মায়ের কষ্ট ফুটে উঠেছে আপনার কবিতায়। পিতা হারানো সন্তানের কষ্ট ফুটে উঠেছে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় সবাইকে যেতে হবে কিন্তু কেউ আগে যাবে কেউ পড়ে যাবে। তবে সবার যাওয়া আমরা মেনে নিতে পারি না। আমরা কখনোই কাউকে হারাতে চাই না বিশেষ করে বাবা-মা ও প্রিয়জনকে। তাদের সাথে কাটানো সময় গুলো আমাদের ভীষণ মিস করে ভীষণ কষ্ট দেয়। আপনার কবিতা পড়ে আমার সত্যি অনেক খারাপ লেগেছে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো, আসলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়।

 2 years ago 

সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লিখেছেন। কবিতাটির মাঝে পিতা হারানোর কষ্ট ও মায়ের বিধবার কষ্টের কথাগুলো তুলে ধরেছেন সত্যি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে মায়েদের দুঃখ দেখার মত কেউ নেই

 2 years ago 

আপনার কবিতাগুলো মাঝেমধ্যে পড়া হয়। আপনি আজকে একটু ব্যতিক্রমধর্মী একটি কবিতা লিখেছেন এবং এটি মাকে কেন্দ্র করে। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এরকম কবিতা আরো চাই আপনার কাছ থেকে।

 2 years ago 

হা ভাই চেষ্টা করব আরও ভালো কবিতা আপনাদের উপহার দেয়ার জন্য

 2 years ago 

বাবাকে ছাড়া আমারও ৯ টা বছর কেটে গেল। কীভাবে যে সময় টা চলে গেল বুঝতে পারলাম না। এই ৯ টা বছর সেই মা আগলে রেখেছে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। সত্যি সেই মা কে নিয়ে কখনো এমনটা ভাবি নাই। কবিতা টা অসাধারণ লিখেছেন ভাই। একেবারে হৃদয়ে গেথে গেছে। আপনার কবিতার ভক্ত হয়ে গেছি রীতিমতো। অসাধারণ।।।

 2 years ago 

যার বাবা নেই সেই বুঝতে পারে প্রকৃত অর্থে বাবা হারানোর ব্যথা।

 2 years ago 

ভাই আপনি বিধবা মায়ের আত্মকথা কবিতাটি অনেক সুন্দর ভাবে লিখেছেন। বিশেষ করে আপনার মায়ের সাথে বাবার ৪০ বছরের পথ চলা সেই বাবা আপনার মাকে ছেড়ে চলে গেছে এখন কিভাবে আপনার মা বাকি জীবনটা কাটাবেন সত্যিই অসাধারণ একটি কবিতা লিখেছেন।

খাবার সময় হলে তুমি আর ডেকোনা আমায়
আগে যেমন ডাকতে আমায় খোকা খেতে আয়
পড়তে বসলে তোমার কথা মনে পড়ে
খেতে বসলে তোমার স্মরণে লোনাজল ঝরে।

ভাই আপনার কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে বাবা হীন জীবন হতাশার কাফনে জড়ানো জীবন।

 2 years ago 

এইতো জীবন এইতো দুনিয়া ; আমাদেরকেও চলে যেতে হবে একদিন
সাজানো সংসার ফেলে তোমার মত করে, সবার মতো করে
বাস করতে হবে অনন্তকাল অন্ধকার মাটির ঘরে।
করি মোনাজাত প্রভুর সনে যেন শান্তিতে থাকুক সকল মৃত প্রাণ।

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার প্রতিটি লাইন বাস্তব জীবনে প্রতিটি সন্তান এবং প্রতিটি বিধবা স্ত্রীর জীবন কাহিনীর সাথে মিলে যায়। আপনার কবিতাটি পড়ে চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কি বলব বুঝতে পারছি না। শুধু এতোটুকুই বলবো সবাইকে একদিন যেতে হবে ভালোবাসার বন্ধন ছিন্ন করে।

 2 years ago 

হ্যাঁ সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সবাইকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60514.11
ETH 3335.86
USDT 1.00
SBD 2.48