স্বরচিত কবিতা " স্বপ্ন ছিল "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

০5 আগস্ট ২০২২, শুক্রবার
আসসালামু অলাইকু/নমস্কার

লেখার শুরুতে প্রিয় পাঠকগণ আমার সালাম নিবেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা এই গরমের মাঝেও অনেক ভালো আছেন। শুকরিয়া, সেই রাব্বুল আলামিনের নিকট প্রথম দিকে যেভাবে লোডশেডিং হওয়া শুরু হয়েছিল আস্তে আস্তে লোডশেডিং এর মাত্রা কিছুটা হলেও কমে এসেছে। তো আমরা আশা রাখি লোডশেডিং আস্তে আস্তে আরো অনেক কমে যাবে এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ। এখন আমাদের মত খেতে খাওয়া মানুষের একটাই সমস্যা সেটা হল দ্রব্যমূলের ঊর্ধ্বগতি। এ সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে না। কারণ এখন এমন একটি সংকটকাল চলছে অনেক পরিবার আছে দুবেলা ভাত খেতে পারে না। কিন্তু তারা বিষয়টি কারো কাছে শেয়ার করতে পারেনা। সৃষ্টিকর্তা যেন এ সমস্যার সমাধান করে দিন তার জন্য প্রার্থনা করছি।


Untitled.png



আমরা যে যে অবস্থানে থাকি না কেন আমাদের উচিত কিছু না কিছু কৃষিকাজ করা। নিজেরা নিজেদের খাদ্যশস্য উৎপাদনের চেষ্টা করা। খাদ্য সমস্যার সমাধান হয়ে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের আর মাথাব্যথা থাকবে না। এখনো বাংলাদেশে অনেক অনাবাদি জমি রয়েছে। আমাদেরকে তার শতভাগ উৎপাদনে কাজে লাগানো উচিত। অনেক জমি চাষ বিহীন পড়ে আছে। যাদের জমি আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন কম খাস নাই প্রকৃত কৃষকদের তা ভাড়া দেন। তবে আশা করছি খাদ্য সমস্যা সমাধানে তা কিছুটা সহায়তা করবে।


আজ আমি একটি কবিতা লিখেছি তাতে অনেক আবেগ অনুভূতি ছিল। প্রত্যেক মানুষের তার ভালোবাসার মানুষকে নিয়ে একটি স্বপ্ন থাকে কিছু পরিকল্পনা থাকে। স্বপ্ন এমন একটা বিষয় যা সবাই দেখতে পারে যেখানে সরকারের কোন ট্যাক্স থাকে না। তাই আর বিশেষ কিছু না বলে আমার কবিতার দিকে ধাবিত হলাম। আসলে লেখালেখি যে আমার হাতেখড়ি। আমি প্রতিদিন কিছু না কিছু লেখার চেষ্টা করি যাতে আমার লেখার হাতটা চলে আসে। আমি বিশ্বাস করি আমি যদি লেগে থাকতে পারি একটা সব সময় আমি আমার কর্মে সফল হব। সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা তিনি যেন সকলের মনের কল্যাণকর কামনা-বাসনা পূরণ করে দিন।


তোমাকে নিয়ে ছিল আমার স্বপ্নের পৃথিবী
হৃদয় কোণে গড়েছিলেম ছোট্ট সোনালী ঘর
কত স্বপ্ন ছিল বুকে ছিল কত পরিকল্পনা
স্বপ্ন ছিল তোমায় নীল শাড়িতে সারাক্ষণ তাকিয়ে দেখব
তোমার এলোমেলো চুলের গন্ধে মন্ত্রমুগ্ধ হব
বড় বড় নিঃশ্বাসে আসবে আমার দীর্ঘশ্বাস।

স্বপ্ন ছিল জোসনা ভরা রাতে দুজনায় দুজনার হাত ধরে
সারারাত হাঁটবো বারান্দায় গল্প করবো
মিটিমিটি আকাশের তারার সাথে বলবো কথা
শুনবো তোমার অতীতের কাহিনী
শুনবো কিসে তোমাকে সবচেয়ে বেশি করে খুশি।
তোমার কল্পনার রাজ্যে ভেসে বেড়াবো
গল্প করতে করতে তুমি হেসে উঠবে
আর অবাক নয়নে তাকিয়ে দেখবো তোমায়
জোছনার আবছা আলোয় দেখব তোমার মায়াবী মুখটি
জগতের সব সুখ নিয়ে ঠোঁটে আসবে প্রফুল্লতার হাসি।।

স্বপ্ন ছিল শ্রাবণের বৃষ্টিতে ভিজবো দুজনে
তোমার ভেজা কাপড়ের ঘ্রাণে আপ্লুত হব
তুমি লজ্জায় লাল হয়ে থাকবে
তোমার মুখের উপর বৃষ্টির ফোঁটা যেন মুক্তার কণা।

স্বপ্ন ছিল অলস অবসরে তোমাকে নিয়ে ঘুরব সবুজ অরণ্য
যেখানে পাখিরা খেলা করে মুক্ত বিহনে
দেখব কৃষাণ কৃষানের হাড়ভাঙ্গা শ্রম ঘর্মাক্ত হাসি
রাখালের গরুর পাল নিয়ে প্রত্যাবর্তন
উপভোগে করব পাখিদের নীড়ে ফেরা
দিনশেষে ক্লান্ত মানুষের ঘরে ফেরা।

স্বপ্ন ছিল নদীর বুকে তোমাকে নিয়ে ভেসে বেড়াবো
জলের ছলাৎ ছলাৎ শব্দে তোমার মিষ্টি কন্ঠ
সমস্ত নিস্তব্ধতাকে ভেঙ্গে দিবে
তোমার উচ্ছল খুশি উন্মত্ত আনন্দঘনে
হৃদয় বাতায়নে বহিবে তার সুবাতাস।

স্বপ্ন ছিল আমার গল্পের কবিতার নায়িকা হবে তুমি
তোমার কাছে আমাকে সমর্পণ করে
আমি ঘুরে বেড়াবো খুশির রাজ্যে
আমার পৃথিবীর অধিপতি হবে তুমি।
আজ সবই আছে
সুখ আছে
অর্থ আছে
আমি আছি
আমার স্বপ্নের পৃথিবী আছে
শুধু তুমি নেই
শুধু তুমি নেই
তুমি থেকেও আজ বহু দূরে
তোমার বসত আজ অন্যের ঘরে।।

ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১ .ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা
৪২ .নষ্ট ভালোবাসা
৪৩ .এলোমেলো মনের কথা
৪৪ .তোমার ভাবনায়
৪৫ .সুখ কোথায়
৪৬ .জীবনে ভুল মানুষ
৪৭ .হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়
৪৮ .ভুল বোঝাবুঝি
৪৯ .পথে হলো দেখা


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 96864.77
ETH 3282.21
USDT 1.00
SBD 3.01