স্বরচিত কবিতা " ভুল বোঝাবুঝি"
৩০ জুলাই ২০২২ শনি বার
আসসালামু অলাইকুম/নমস্কার
তোমাকে ছাড়া বড় কষ্টে আছি
সে কথা তুমি জানলে না
তোমাকে কতটা ভালোবাসি
সে কথা তুমি বুঝলে না
তুমি বিহীন বেঁচে থাকা বড় দায়
অভিমান নিয়ে তুমি চলে গেছো
আমিও অভিমান নিয়ে
প্রতীক্ষার প্রহর গুনছি তোমার।।
এত আবেগ এত অনুভূতি এত প্রতিশ্রুতি
কি করে এত সহসায় ভুলে গেলে
আমার কথা কি তোমার ভুলেও মনে পড়ে না
নাকি আমারই মতো করে তুমি
জানালায় দাঁড়িয়ে কাঁদছো অঝোরে
জমে থাকা কষ্টের পাহাড় ঝর্ণা হয়ে ঝরে।।
তোমাকে যত ভুলে যেতে চাই
স্মৃতিরা তত অক্টোপাস হয়ে আঁকড়িয়ে ধরে
তোমার সাথে কাটানো সময়গুলো ক্ষণে ক্ষণে মনে পড়ে
সব অভিমান ভুলে চলনা দুজনে
আগের মত হয়ে যাই একাকার।
দেখো আকাশে তারা জ্বলে ঝিলিমিলি
জোনাকিরা খেলে আলোর লুকোচুরি
গাছে গাছে পাখি ডাকে ফুলে ফুলে কলি আসে
নীল আকাশে বৃষ্টিরা ভেসে বেড়ায়
নদীর জলে বৃষ্টির পরে টুপটুপ
পদতলে শুনি শুকনো পাতার মর্মর ধ্বনি
প্রকৃতির নির্জনতা পড়ন্ত বিকেলের নিঃসঙ্গতা
সকালের সোনালী রোদ্দুর দুপুরের প্রখর তাপদাহ
সকলেই তোমার আমার ভালোবাসার অনন্ত চেনাজানা।।
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
আপনার কবিতাগুলো বরাবরই চমৎকার হয়ে থাকে ভাই, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতার মধ্যে ভালোবাসার চাওয়া পাওয়া, ভালোবাসার অকূল আবেদন সবটি ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি ভাই ভালোবাসার প্রকৃত আবেদনটা ফুটিয়ে তোলার জন্য।
অনবরত চেষ্টা চালিয়ে যান আপনার চেষ্টার প্রশংসা করি ধন্যবাদ
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা রচনা করে থাকেন আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এভাবেই প্রতিনিয়ত মনের কথাগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করে যাবেন বলে আশা রাখি।
চেষ্টা করব এইভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে শেয়ার করার ইনশাল্লাহ।
তোমাকে যত ভুলে যেতে চাই স্মৃতিরা যেন ততই আকড়ে ধরে।। কথাটা সত্যি বাস্তব ক্ষেএেও প্রতিফলিত। যারা কখনো প্রেম করেছে বিচ্ছেদের পর এটা ভালোই টের পেয়েছে। যাইহোক দারুণ ছিল আপনার কবিতা টা। আপনার কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে।।
আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রশংসা দেখে খুব ভালো লাগলো।
ভীষণ সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটির লাইন খুব গুছিয়ে লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই দোয়া করবেন।
খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। প্রতিটি লাইন খুব গভীর অর্থ বহন করে। আজকের কবিতাটি বেশ ভালো লাগলো ভাইয়া। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু এত চমৎকার করে প্রশংসা করার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ভাল কবিতা লিখতে পারি।