স্বরচিত কবিতা " ভুল বোঝাবুঝি"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

৩০ জুলাই ২০২২ শনি বার
আসসালামু অলাইকুম/নমস্কার

লেখার শুরুতে আমার বাংলা ব্লগের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সবকিছু মিলিয়ে ভালো আছেন । আপনারা সবাই ভাল থাকেন এই আমাদের সকলের কামনা। তবে আমাদের প্রিয় অ্যাডমিন শুভ ভাই অসুস্থ আছেন তার জন্য সকলে দোয়া করবেন। পুনরায় তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আজ আপনাদের নিকট আমার লেখা একটি কবিতা শেয়ার করছি। আমার আজকের কবিতার শিরোনাম ভুল বোঝাবুঝি।


3.png



তোমাকে ছাড়া বড় কষ্টে আছি
সে কথা তুমি জানলে না
তোমাকে কতটা ভালোবাসি
সে কথা তুমি বুঝলে না
তুমি বিহীন বেঁচে থাকা বড় দায়
অভিমান নিয়ে তুমি চলে গেছো
আমিও অভিমান নিয়ে
প্রতীক্ষার প্রহর গুনছি তোমার।।

এত আবেগ এত অনুভূতি এত প্রতিশ্রুতি
কি করে এত সহসায় ভুলে গেলে
আমার কথা কি তোমার ভুলেও মনে পড়ে না
নাকি আমারই মতো করে তুমি
জানালায় দাঁড়িয়ে কাঁদছো অঝোরে
জমে থাকা কষ্টের পাহাড় ঝর্ণা হয়ে ঝরে।।

তোমাকে যত ভুলে যেতে চাই
স্মৃতিরা তত অক্টোপাস হয়ে আঁকড়িয়ে ধরে
তোমার সাথে কাটানো সময়গুলো ক্ষণে ক্ষণে মনে পড়ে
সব অভিমান ভুলে চলনা দুজনে
আগের মত হয়ে যাই একাকার।

দেখো আকাশে তারা জ্বলে ঝিলিমিলি
জোনাকিরা খেলে আলোর লুকোচুরি
গাছে গাছে পাখি ডাকে ফুলে ফুলে কলি আসে
নীল আকাশে বৃষ্টিরা ভেসে বেড়ায়
নদীর জলে বৃষ্টির পরে টুপটুপ
পদতলে শুনি শুকনো পাতার মর্মর ধ্বনি
প্রকৃতির নির্জনতা পড়ন্ত বিকেলের নিঃসঙ্গতা
সকালের সোনালী রোদ্দুর দুপুরের প্রখর তাপদাহ
সকলেই তোমার আমার ভালোবাসার অনন্ত চেনাজানা।।



pexels-nikolina-12583001.jpg
সোর্স



ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।



কবিতাশিরোনাম
০১-১০০১. কবিতা হলো এলোমেলো ভাবনা => ০২. মায়ের মত আপন কেউ হয় না => ০৩. নীরবতা => ০৪. না বলা কথা => ০৫. আমার ফাঁসি চাই => ০৬.ক্ষুধা => ০৭. মানুষ => ০৮. বড় অভিমানী তুমি => ০৯. মানুষ তুমি ঝিনুক হতে পারনা => ১০.প্রিয়জন হারানোর ব্যথা
১১-২০১১. বাবা নেই => ১২. নিজের মাঝে অচেনা এক আমি => ১৩. পড়ন্ত বিকেল => ১৪. ভালোবাসি তোমায় আজো => ১৫. শব্দহীন প্রতিবাদ => ১৬. নষ্ট সামাজিকতার নিপীড়ন => ১৭. বিধবা মায়ের আত্মকথন => ১৮. প্রিয়া মোর এসেছে ফিরে => ১৯. ভালবাসার স্তব => ২০. দ্বিতীয় জন
২১-৩০২১. অন্তর্ধান=> ২২. প্রত্যাবর্তনের বিড়ম্বনা ও ভাবনা=> ২৩. কালো মেয়ের শুভ্র ভালোবাসা=> ২৪. অদ্ভুত আলো এক=> ২৫. তোমার প্রতীক্ষায়=> ২৬. প্রিয়ার প্রত্যাবর্তন => ২৭. ব্যর্থ ভালবাসার শোকগাথা => ২৮. দুর্বিষহ জীবন => ২৯. "প্রথম প্রেম =>৩০ . স্বপ্ন ও লড়াই
৩১-৪০৩১ . কবিতার জন্য বেঁচে আছি=>৩২. বিদ্রোহী কবিতা "ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে"=>৩৩. আমার বিচার চাই=> ৩৪. নির্জন দুপুর=>৩৫. চলে গেছো দুরে বহু দুর=>৩৬. মধ্যবিত্তের লজ্জা=>৩৭. অশ্রুভেজা চুম্বন=> ৩৮.বৃষ্টি এলে=> ৩৯. অভিমানের সমাধি=>৪০. আমার একজন দাদা আছে
৪১ .ভালোবাসি তোমায় কথাটি হয়নি বলা
৪২ .নষ্ট ভালোবাসা
৪৩ .এলোমেলো মনের কথা
৪৪ .তোমার ভাবনায়
৪৫ .সুখ কোথায়
৪৬ .জীবনে ভুল মানুষ
৪৭ .হৃদয়ে বইছে বিক্ষুব্ধ ঝড়


ব্যানার.PNG

আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 3 years ago 

আপনার কবিতাগুলো বরাবরই চমৎকার হয়ে থাকে ভাই, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। আপনার কবিতার মধ্যে ভালোবাসার চাওয়া পাওয়া, ভালোবাসার অকূল আবেদন সবটি ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করেছি ভাই ভালোবাসার প্রকৃত আবেদনটা ফুটিয়ে তোলার জন্য।

 3 years ago 

অনবরত চেষ্টা চালিয়ে যান আপনার চেষ্টার প্রশংসা করি ধন্যবাদ

 3 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা রচনা করে থাকেন আপনার কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এভাবেই প্রতিনিয়ত মনের কথাগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করে যাবেন বলে আশা রাখি।

 3 years ago 

চেষ্টা করব এইভাবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে শেয়ার করার ইনশাল্লাহ।

 3 years ago 

তোমাকে যত ভুলে যেতে চাই স্মৃতিরা যেন ততই আকড়ে ধরে।। কথাটা সত্যি বাস্তব ক্ষেএেও প্রতিফলিত। যারা কখনো প্রেম করেছে বিচ্ছেদের পর এটা ভালোই টের পেয়েছে। যাইহোক দারুণ ছিল আপনার কবিতা টা। আপনার কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে।।

 3 years ago 

আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রশংসা দেখে খুব ভালো লাগলো।

 3 years ago 

ভীষণ সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটির লাইন খুব গুছিয়ে লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই দোয়া করবেন।

 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। প্রতিটি লাইন খুব গভীর অর্থ বহন করে। আজকের কবিতাটি বেশ ভালো লাগলো ভাইয়া। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু এত চমৎকার করে প্রশংসা করার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ভাল কবিতা লিখতে পারি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110448.16
ETH 4414.59
USDT 1.00
SBD 0.83