"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 05/11/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-05/11/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog
যোগ্যরা,যোগ্য জায়গায় থাক এই কামনা করি
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য ও আরো ধন্যবাদ আমার বাংলা ব্লগকে আমাদের কে এতো বড় সুযোগ তৈরি করে দেওয়ার জন্য 🙂🙂
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্টগুলো অত্যন্ত মনমুগ্ধকর। রিপোর্টগুলো অত্যন্ত বিচক্ষণতার সাথে তৈরি করা হয় এবং এসব রিপোর্ট পড়ে আমরা আমাদের পোস্টের মান উন্নত করতে পারি।
যখন দেখি লাজুক শিয়াল ভালো পোস্ট গুলোর ভিতরে আমাকেও রাখে তখন সত্যিই খুব ভালো লাগে। লাজুক শিয়াল থেকে ভোট প্রাপ্ত সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন
প্রতিবারের মতোই উপযুক্তরাই স্থান পেয়েছে ।এটা তাদের খুব কষ্ট ও মেহনতের ফল তারা পেয়েছে।আমি ও চেষ্টা করতেছি হয়তো স্থান পাবো আশা করি ।ধন্যবাদ ও শুভকামনা রইলো সবার জন্য।
আশা করছি আমরা সকলেই সব সময় খুব সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কোয়ালিটি পোস্ট করে যাবো। কারণ দিন শেষে এখান থেকেই আমার সবচেয়ে বড় অর্জনটা হয়। আর ভালোবাসা ও এই কমিউনিটি।
সকল পোস্টগুলোই খুব সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন।ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকেও কমিউনিটিকে।
আমার বাংলা ব্লগের জন্য অনেক শুভকামনা রইলো।
এভাবেই এগিয়ে যাবে একদিন অনেক দূর।
খুব সুন্দর ভাবে রিপোর্ট টা সাজিয়েছেন দাদা। যে এখানের যোগ্য আমি মনে করি ঠিক সেই ব্যাক্তির নাম এখানে আছে। যারা এখানে নিজের নাম টা লিখাতে পারে নাই তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল।