সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - নভেম্বর দ্বিতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -November -2nd week)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Sun_7_11_2021_19_41_38.png

07-11-2021

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@ronisplদায়িত্ব..
100%
উৎস
@abdulgufferইউরোপীয়.
100%
উৎস
@raju47গল্প.
90%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@kenneth00লিংক উৎস
@mamunmrলিংক উৎস
@akash0লিংক উৎস


যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Sort:  
 3 years ago 

চৌর্যবৃত্তি এই রিপোর্টটি আপনি খুবই সুন্দর ভাবে দিয়েছেন ।এটা খুবই খারাপ একটি দিক। এটি আমাদের মেধা শক্তিকে নষ্ট করে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

চৌর্যবৃত্তি এমন একটি ক্ষতিকর দিক যা আমাদের মেধা শক্তিকে ধ্বংস করে এবং সব ধরনের সৃজনশীলতাকে গোড়া থেকে উপড়ে ফেলে ।সাপ্তাহিক এই ধরনের রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের এই কমিউনিটিতে কি পরিমাণ মেধা চুরি করা হচ্ছে ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এই ধরনের একটি গুরুত্বপূর্ণ অপরিচ্ছন্ন কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য।

চৌর্যবৃত্তি আসলেই আমাদের জন্য অনেক ক্ষতিকর। আমরা যারা কোনো বিষয়ে সান্দেহীন সেক্ষেত্রে চৌর্যবৃত্ত সম্পর্কীয় পোস্ট পড়ে নেয়ায় সবচেয়ে ভালো। নিজেদেরকে আমাদের সর্বপ্রথম গুরুত্ব দেয়া উচিৎ এবং কাজের প্রতি যত্নশীল হতে হবে। আসলেই সৎ চিন্তাভাবনায় কাজ করলে চৌর্যবৃত্তির কোনো অপশনই নেই। অনেক কিছু বুঝলাম ভাইয়া গত কয়েকদিনে, অজ্ঞতা ছিলো। ধন্যবাদ ভাইয়া এমন একটি পোষ্ট শেয়ার করার জন্য এর মাধ্যমে অনেকেই অবগত হবে।

 3 years ago 

আমি আপনার প্রতি বার এর রিপোর্ট দেখে ভাবি এরপরের বার হয়তো আপনি আর কিছুই পাবেন না রিপোর্ট করার জন্যে। কিন্তু প্রতিবার ই কিছু না কিছু পান ই আপনি। তবে আপনার কাজ দেখে মুগ্ধ হতে হয়।সব বের করে ফেলেন আপনি ভাইয়া।

আপনি পারেন ও ভাই। সব কেমনে কেমনে জানি বাইর করি ফেলেন। আমি খালি অবাক হই যাই আপনার এই কাজ দেখে। আপনার পরিশ্রম করা দেখে। এইগুলা বের করতে অনেক বেশি সময় লাগে যা আপনি দেন। আপনার কাজ দিনদিন আরো বেশি হাই লেভেলের হচ্ছে।

 3 years ago 

সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - নভেম্বর দ্বিতীয় সপ্তাহের পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটি প্রকাশ করার ফলে আমরাও সতর্ক হতে পারি।
আর আমরা যারা এই ধরনের কাজ করি বা করতে চাই মনের অজান্তে হোক বা সজ্ঞানে হোক এটা হতে সতর্ক থাকার চেষ্টা করবো।
ধন্যবাদ সবাইকে।

 3 years ago 

আপনি খুব দক্ষতার সাথে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন তৈরি করেন ভাইয়া। আপনার চোখে ফাঁকি দেওয়া খুবই মুশকিল। আপনি প্রতিনিয়তই দক্ষতার সাথে চৌর্যবৃত্তি প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছেন। এই প্রতিবেদনের মাধ্যমে অনেকেই সচেতন হয়ে যাচ্ছে।তবে আমি আশা করি ধীরে ধীরে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে চৌর্যবৃত্তি অনেকটা কমে যাবে। সেই কামনাই করি সব সময়।

অনেক সুন্দর এবং গুরুত্ব পূর্ণ একটি প্রতিবেদন তৈরি করেছেন ভাইয়া। এইবারের তালিকায় নামগুলো একটু কমেছে। যদিও এদের বেশির ভাগই নতুন মেম্বর। আশা করি সামনে এই লিস্টের নাম আরও কমে যাবে।

সবাই সতর্কতার সাথে কাজ করলে অবশ্যই এই ধরনের কাজ কেউ করবে না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, প্রতিনিয়ত আমাদের মাঝে এতো সুন্দর একটা রিপোর্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ব্যবহারকারী অনুযায়ী আমাদের চৌর্যবৃত্তি প্রতিবেদন সংখ্যা খুবই কম। প্র ব্যবহারকারীগণ এ বিষয়ে খুবই সচেতন।। যেগুলো চুরি করেছে সেগুলো প্রায় সকলেই নতুন।

এমন রিপোর্ট তৈরি করতে থাকলে এর সংখ্যা শূন্য তে নেমে আসবে। খুবই চমৎকার রিপোর্ট তৈরি করেছেন আমাদের জন্য। ভালো লাগলো

 3 years ago 

আমাদের কমিউনিটির পরিবেশ স্বচ্ছ রাখতে সাপ্তাহিক চৌর্যবৃত্তি প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ইউজারকে অনেক বেশি সচেতন হওয়া দরকার এবং কমিউনিটির নিয়মকানুন মেনে পোস্ট করা উচিত। ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দাখিল করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48