My Weekly Report as a Moderator #04
![]() |
---|
সুপ্রিয় পাঠক,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। উপস্থিত হয়েছি একটি সপ্তাহ অতিক্রম করার পর সাপ্তাহিক রিপোর্ট তুলে ধরার জন্য। মডারেটর রিপোর্ট তারিখ :- 05-01-2024 to 11-01-2024
Submit date:- 12-01-2023
Contest |
---|
No. | Post Link | Theme |
---|---|---|
1. | Contest | ![]() |
অসাধারণ একটি প্রতিযোগিতা সকলের মাঝে তুলে ধরেছেন আমাদের ফাউন্ডার এডমিন দিদি। প্রতিযোগিতার বিষয়বস্তু ও অসাধারণ। কেননা একজন ব্যক্তি হিসেবে তার নিজের এলাকা কেমন পছন্দ সকলের মাঝে কিছু আকর্ষণীয় ছবিসহ উপস্থাপন।
আমি আশা করি এখানে অনেকেই অংশগ্রহণ করবে কেননা তার নিজের এলাকার সাথে সকলকেই পরিচয় করিয়ে দেবে এই প্রতিযোগিতার মাধ্যমে।
Twitter & Telegram & Instagram |
---|
No. | Post Link | Them |
---|---|---|
1. | Twitter promotion | ![]() |
2. | Telegram promotion | ![]() |
3 | Instagram promotion | ![]() |
আপনি আপনার পোস্ট কে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোশন করতে পারেন এতে করে সকলের জন্যই ভালো। একটা কথা সবসময় মনে রাখবেন শুধুমাত্র লেখক দিয়ে প্ল্যাটফর্ম অগ্রসর করা সম্ভব নয়! ইনভেস্টর মাস্ট প্রয়োজন।
তাই আমি আপনি এভাবে সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে নিজের পোস্ট সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি তাহলে ইনভেস্টরের সংখ্যা বৃদ্ধি পাবে। যদি আপনার লেখা ভালো হয় এবং আকর্ষণীয় হয় দেখতে আসবে আমাদের এই প্ল্যাটফর্ম ভিজিট করবে।
তাই আমি আমার লেখা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সাবমিট করি এবং কমিউনিটির একাউন্ট থেকেও সাবমিট করা হয় কমিউনিটির সমস্ত আপডেট।
Discord |
---|
Hangout:-:-
কমিউনিটির বিনোদন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের এই কমিউনিটিতে শুধুমাত্র টিউটোরিয়াল ক্লাস এই সীমাবদ্ধ নয় বরং হ্যাংআউটের ব্যবস্থাও রয়েছে। যেখানে সকলেই মিলে কবিতা আবৃত্তি, গান, মজার মজার কৌতুক সহ অনেক বিনোদন।
এই সপ্তাহের বিনোদন পর্বে আকর্ষণীয় বিষয়বস্তু ছিল:- এই শীতের সময়ে আপনি ঝালের মধ্যে কোন খাবার প্রিয় হিসেবে বেছে নেবেন এবং মিষ্টি হিসেবে কোন খাবার বেছে নিবেন?
খুবই অসাধারণ একটি বিনোদন। যেহেতু আমি খাবার প্রিয় মানুষ তাই চিন্তায় পড়ে গেলাম কোনটা রেখে কোনটা বলবো সব খাবার তো আমার ভালো লাগে। যেহেতু নিচ থেকে শুরু হলো তাই একটু সময় পেলাম চিন্তা করার বাকিরা কি কি বলে আমি একটু রিয়ালাইজ করি।
যেহেতু মাত্র একটি করে বলতে হবে তাই শেষ পর্যন্ত গরুর মাংসের ভুনা সহ রুটি দিয়ে উফ কি যে মজা। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বেছে নিলাম:- গরুর দুধ ঘন করে পায়েস এবং রসমালাই। খুবই প্রিয় একটি খাবার 🤤।
Post Verification |
---|
✅ 1st day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 05-01-2024 | post link |
2. | 05-01-2024 | post link |
3. | 05-01-2024 | post link |
4. | 05-01-2024 | post link |
5. | 05-01-2024 | post link |
6. | 05-01-2024 | post link |
7. | 05-01-2024 | post link |
✅ 2nd day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 06-01-2024 | post link |
2. | 06-01-2024 | post link |
3. | 06-01-2024 | post link |
4. | 06-01-2024 | post link |
✅ 3rd day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 07-01-2024 | post link |
2. | 07-01-2024 | post link |
3. | 07-01-2024 | post link |
4. | 07-01-2024 | post link |
5. | 07-01-2024 | post link |
6. | 07-01-2024 | post link |
7. | 07-01-2024 | post link |
8. | 07-01-2024 | post link |
9. | 07-01-2024 | post link |
10. | 07-01-2024 | post link |
11. | 07-01-2024 | post link |
✅ 4th day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 08-01-2024 | post link |
2. | 08-01-2024 | post link |
3. | 08-01-2024 | post link |
4. | 08-01-2024 | post link |
5. | 08-01-2024 | post link |
✅ 5th day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 09-01-2024 | post link |
2. | 09-01-2024 | post link |
3. | 09-01-2024 | post link |
4. | 09-01-2024 | post link |
5. | 09-01-2024 | post link |
✅ 6th day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 10-01-2024 | post link |
2. | 10-01-2024 | post link |
3. | 10-01-2024 | post link |
4. | 10-01-2024 | post link |
5. | 10-01-2024 | post link |
6. | 10-01-2024 | post link |
7. | 10-01-2024 | post link |
8. | 10-01-2024 | post link |
9. | 10-01-2024 | post link |
10. | 10-01-2024 | post link |
11. | 10-01-2024 | post link |
✅ 7th day
No. | Date | Verified post |
---|---|---|
1. | 11-01-2024 | post link |
2. | 11-01-2024 | post link |
3. | 11-01-2024 | post link |
4. | 11-01-2024 | post link |
5. | 11-01-2024 | post link |
6. | 11-01-2024 | post link |
7. | 11-01-2024 | post link |
8. | 11-01-2024 | post link |
9. | 11-01-2024 | post link |
10. | 11-01-2024 | post link |
11. | 11-01-2024 | post link |
✅ Total Verified post :- 54 |
---|
ভেরিফিকেশন সম্পন্ন করা একটি দায়িত্ব। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি, মানুষ ভুলের উর্ধ্বে নয় এর মধ্যেও হয়তোবা আমার অনেক ভুল হয়। তবে চেষ্টা করি ভুল যেন না হয়।
ভেরিফিকেশন পোস্ট করার সময় লক্ষ্য করেছি সবাই মোটামুটি বেশ ভালোভাবে পোস্ট করতেছে কেউ ক্লাব বহির্ভূত হয়নি। যেহেতু শীতের সময় তাই সকলেই বিভিন্ন রেসিপি সহ, ডাইরি গেমেও বিভিন্ন পিঠা তৈরি করতে দেখা যায়।
সাপ্তাহিক প্রতিবেদন আমি এ পর্যন্তই সীমাবদ্ধ রাখছি। দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন এবং সুস্থ থাকুন।
@meraindia
account @null
account for price increase.![]() |
---|
https://twitter.com/Md_Jakaria121/status/1745651581125877776?t=ZL1qi6p3oS-fcaL0Sz33-g&s=19
আপনি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ তারপর আপনি এই সপ্তাহের সাত দিনের পোস্ট ভেরিফিকেশন গুলো তুলে ধরেছেন ৷ তাছাড়াও পোস্ট ভেরিফিকেশন সম্পুর্ন করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে ৷ আর সেই সব কাজ গুলো আপনি অনেক দায়িত্বের সাথে করে যাচ্ছেন ৷
যাই হোক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷
ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷ 🙏
ধন্যবাদ আপনাকে ,, সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। গত সপ্তাহের কাজগুলো খুব সুন্দরভাবে একেকটা করে তুলে ধরেছেন। একজন মডেটর হিসেবে আপনার অনেক দায়িত্ব। এবং সব দায়িত্ব খুব সুন্দর ভাবে শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে।
*দারুন ভাবে আপনি আপনার এই সাপ্তাহের রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করেছেন। পুরো সপ্তাহ জুড়ে আপনি কি কি কর্মকাণ্ড করেছেন তা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আপনি মোট ৫৪ টি পোস্ট ভেরিফিকেশন করেছেন। এবং একটি কথা যথার্থই বলেছেন ,মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই আপনার ও ভুল হতে পারে ,তবে যথেষ্ট চেষ্টা করেছেন স্বচ্ছ ভাবে কাজটি করার জন্য,সতর্কতার সাথে করার জন্য। খুব ভালো লাগলো আপনার রিপোর্টটি পড়ে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ,ভালো থাকবেন সুস্থ থাকবেন। এই শীতে নিজের বিশেষ যত্ন নিবেন।
অনেক ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহেও সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।
আমি আপনার কথামতো এখন নিয়মিত ভাবেই আমার লেখা টুইটারে শেয়ার করি।
এত চমৎকার ভাবে সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারো একটা সপ্তাহের কার্যক্রম আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। একদমই ঠিক ম্যাম আমাদের জন্য খুবই দারুণ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। যার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পারব।
খুবই দুঃখের সাথে কথাটা বলতে হয়🙏 আমি গত হ্যাংআউট এ উপস্থিত থাকতে পারিনি। আসলে এত পরিমাণে ব্যস্ততার মাধ্যমে ছিলাম। যার কারণে উপস্থিত হওয়ার সময় পাইনি। আমি অনেক বেশি মিস করেছি আপনাদেরকে।
পোস্ট ভেরিফিকেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যেটা আমরা চেষ্টা করি সবাই সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ আপনাকে আপনার একটা সপ্তাহের কার্যক্রম এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাপ্তাহিক রিপোর্ট আমাদের কাছে উপস্থাপনা করার জন্য আপনি প্রত্যেক সপ্তাহের মত এ সপ্তাহেও খুব সুন্দর ভাবে রিপোর্টটি উপস্থাপনা করেছেন।
গত সপ্তাহে হ্যাংআউটে আমারও আপনার সাথে অনেকটাই মিল ছিল শীতকালে প্রায় প্রত্যেকটি খাবার আমাদের দুইজনের পছন্দ ছিল। তবে এর ভেতরে দুইটা নাম বাছাই করা খুবই কষ্টের একটি বিষয়।
আমাদের কমিউনিটিতে চলছে নতুন বছরের নতুন প্রতিযোগিতা সেটাও আপনি ভালোভাবে উপস্থাপনা করেছেন।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর ভাবে আপনার সাপ্তাহিক রিপোর্টটি উপস্থাপন করার জন্য।একজন মডেটর হিসেবে আপনার অনেক দায়িত্ব। খুব ভালো লাগলো আপনার রিপোর্টটি পড়ে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য ,ভালো থাকবেন সুস্থ থাকবেন।