The Diary Game | | A Beautiful Day | | 04-01-2024
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
প্রতিদিনের ন্যায় আমি গতকালকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আসলে আমি নিজে থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি নাই, মা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিল। মা আমাকে খুব সকালবেলা ঘুম থেকে ডেকে তোলার একটি বিশেষ কারণ রয়েছে। ঘুম থেকে ডেকে মা আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে বলে। আমি তাড়াতাড়ি আমার নিজের জিনিসপত্র গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে নেই। তারপর দেখি মা আমার জন্য শীতের দিনের চিতই পিঠা বানিয়েছে। চিতই পিঠা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। আর শীতের দিনের পিঠা একটু সকাল সকাল খেতেই বেশি ভালো লাগে। তাই মা আমাকে ডেকে তুলে তাড়াতাড়ি শীতের পিঠা খেতে দিয়েছিল। আমিও অনেকদিন পর আনন্দের সাথে শীতের দিনের এই চিতই পিঠা খেয়েছিলাম।
চিতই পিঠা খাওয়া শেষ হতে না হতেই মা আমার জন্য আবার সুন্দর মত চা বানিয়ে দেয়। আসলে আমার একটা সকালের বাজে অভ্যাস আছে সেটা হলো আমি সকালবেলা প্রতিদিনই চা খাই। পরে চা খাওয়া শেষ করে আমি বাড়ির সামনে দিয়ে একটু হাটাহাটি করেছি। গত কয়েকদিনের থেকে এখন অনেক রোদ হচ্ছে। আর শীতের দিনে এরকম সকাল সকাল রোদ উপভোগ করতে বেশ ভালই লাগে। আমি একটু হাঁটতে হাঁটতে আমার বাড়ির পিছনে জমির ক্ষেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বর্তমান সিজনে ধান গাছের চারা রোপন করা হয়েছে। কিছুদিন পরে এই চারা তুলে ধান গাছ রোপন করা হবে। আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা সবাই এই ধান গাছের চারার সাথে পরিচিত। গ্রাম বাংলার মানুষ অনেক সহজ সরল হয়। মোটামুটি অনেক রোদ উঠেছিল আর এই সময় চারার ক্ষেতগুলো দেখতে বেশ ভালই লাগছিল।
তারপর সেখান থেকে আমি বাসায় চলে আসি, পরে দুপুর হয়ে গেলে আমি তাড়াতাড়ি গোসল করে নেই। গোসল করে মা আমাকে ভাত খেতে দিয়েছিল, আমি মূলত তেমন একটা মাছ খাই না কিন্তু বাসায় আসার পর থেকে মা আমাকে জোর করে মাছ খাওয়াচ্ছে। আমি খাওয়া শেষ করে আমাদের বাড়ির সামনে একটু রোদে বসে ছিলাম। তারপর বিকাল হয়ে গেলে আমি আমার শীতের কাপড় পড়ে আমাদের যে পার্শ্ববর্তী একটি বাজার সেখানে গিয়েছিলাম। বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আমার বাইরে থেকে অনেক বন্ধু-বান্ধব বাসায় এসেছে সবাই মিলে আড্ডা দিব। সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি পরে একটি হোটেলে গিয়ে নাস্তা করেছিলাম। আসলে এভাবে অনেকদিন পর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে বেশ ভালই লাগে।
বাজারের সব কাজ শেষ করে আমি আবারো আমার বাসায় চলে আসি। তারপর ফ্রেশ হয়ে নেই, পরে মা আমাকে রাতের খাবার খেতে দিয়েছিল। খাওয়া শেষ করে মায়ের সাথে আমি একটু টিভি দেখেছিলাম। পরে মোটামুটি রাত হয়ে গেলে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তারপর ঘুমিয়ে যাই।
শীতের সকালে গরম গরম চিতই পিঠা খাবার মজাটাই অন্যরকম। আমি যখন আমার বাপের বাড়ি ছিলাম তখন আমার মা ও প্রায় দুই থেকে তিন দিন এই ভাবে চিতই পিঠা তৈরি করেছিল। চিতই পিঠা পাতলা করে তৈরি করে নারিকেল এবং গুড় দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে।
আপনি আবার আপনার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন ঠিকমতো বাসায় ফিরে এসেছেন। আসলে মাছের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তাই আপনার মা আপনাকে জোর করে মাছ খাওয়াচ্ছে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আমার পোস্ট পরিদর্শন করে। মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।