The Diary Game | | A Beautiful Day | | 07-01-2024
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
প্রতিদিনের ন্যায় গতকালকেও আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম।গতকালে আমি আমার খালার বাসায় ছিলাম। কারণ আমাকে আসতে দেয়নি তার কারণেই আমি রাতে খালার বাসাতেই ছিলাম। আমাকে মূলত আমার খালাতো ভাই ঘুম থেকে ডেকে তুলেছিল। ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে খালা আমার জন্য সকালে নাস্তা রেডি করে। খালা সকালের নাস্তা পায়েস ও রুটি খেতে দিয়েছিল। পরে আমার খালাতো ভাই ও আমি দুইজনে মিলে সকালের নাস্তা করেছিলাম। আমার খালার বাসা একটু শহরের মধ্যেই ছিল যার কারণে তেমন বাসার মধ্যে রোদও ছিল না। পরে আমি এবং আমার খালাতো ভাই মিলে বাড়ির সামনে একটু হাটাহাটি করেছি।
আমি মূলত সকালে বাসায় চলে যাব দেখে খালা আমার জন্য সকালে রান্না করেছিল। একটু পরে খালা আমাকে সকালের ভাত খেতে দিয়েছিল। আবারো আমি এবং আমার খালাতো ভাই মিলে ভাত খেয়েছিলাম। খাওয়া শেষ করে একটু রেস্ট করে আমি বাসায় আসার জন্য রেডি হয়ে নেই। আমি চাকরিতে জয়েন করব তাই আমার খালা ও খালুর কাছে দোয়া নিয়ে বাসায় আসার উদ্দেশ্যে বের হই। গতকালকের দিনটি আমাদের বাংলাদেশের নির্বাচনের দিন ছিল। বাসা থেকে বের হয়ে তেমন একটা গাড়ি ও ছিল না আমি হাঁটতে হাঁটতে মোটামুটি বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। রাস্তা মোটামুটি অনেকটা ফাঁকা ছিল। পরে আমি একটি ভ্যান গাড়ি করে আমার বাসায় আসার জন্য রওনা হই।
আমাদের বাসায় আসার সময় আমাদের এলাকার যে নির্বাচন কেন্দ্র সেখানে আমি গাড়ি থেকে নেমে যাই। তখন মোটামুটি সকাল ছিল তাই তেমন একটা ভোটকেন্দ্রে ভিড় ছিল না। সেখানে আমার বাবার সঙ্গে দেখা হয়েছিল পরে বাবার সঙ্গে কথা বলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখেছিলাম মা বাসায় ছিল না। মূলত মা ভোট দেওয়ার জন্য নির্বাচন কেন্দ্রে গিয়েছিল। তারপর আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে নেই। দুপুরের খাওয়া শেষ করে আমি আবারও বিকেলে একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমাকে মা বাজারে যেতে বলে কারণ আমাদের বাসায় বাজার তেমন একটা ছিল না। তাই আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাজারে যাওয়ার জন্য বের হই।
বাজারে গিয়ে সবজি কেনার জন্য সবজির দোকানে গিয়েছিলাম। তারপর আমাদের বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমি একটু নাস্তা করেছিলাম। এর মাঝেই আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল পরে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আবারো ফ্রেস হয়ে রাতের খাবার খেয়ে নেই। পরে আমি আমার ল্যাপটপে একটি নাটকও দেখেছিলাম। তারপর মোটামুটি রাত হয়ে গেলে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নেই। পরে ঘুমিয়ে যাই।
আপনি যেহেতু খালার বাসায় ছিলেন তাই আজ আপনি আপনার বাড়ি চলে এসেছেন ।এজন্য আপনার খালা সকালে উঠে হালকা নাস্তা তারপরে ভাত দিয়েছে খেতে।
যেহেতু নির্বাচনের দিন তাই ভ্যান গাড়ি না পাওয়ায় হেঁটে হেটে বাসস্ট্যান্ড পর্যন্ত আসলেন। এবং আপনাদের এলাকায় আসলেন নির্বাচন কেন্দ্রে পৌঁছালেন,
এরপরে আপনার বাবার সাথে দেখা হলো। তার সাথে কিছুক্ষণ কথা বলা শেষ করে বাড়ি চলে আসলেন এবং বাড়ির জন্য কিছু বাজারও করলেন।
সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন পার করেছেন ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট পরিদর্শন করে। এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
খালার বাসায় সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করলেন তারপর সকালের খাওয়া দাওয়া শেষ করে খালার দোয়া নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হলেন।। বাড়িতে এসে দেখলেন আপনার মা ছিলো না।।যাই হোক আপনার দিনটি ভালোই কেটেছে। আপনি নতুন চাকরিতে জয়েন করবেন আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট পরিদর্শন করে। এতো সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
আপনার খালার বাসায় বেশ সুন্দর একটা মুহূর্ত পার করেছেন। এরপর বাসায় চলে এসেছেন নির্বাচনের দিন গাড়ি একেবারেই কম চলে। যার কারণেই কিছুটা পথ আপনাকে হেটে আসতে হয়েছে।
বিকেলবেলা বাজার করার জন্য বাজারে গিয়েছেন।বাজার করে এসে বন্ধুর সাথে কিছুটা মুহূর্ত পার করে ল্যাপটপে বসে নাটক দেখেছেন। নাটক দেখার আগে আপনি আপনার রাতের খাবার শেষ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
সকালের নাস্তায় পায়েস ও রুটি মন্দ খাবার না। আমার তো বেশ ভালই লাগে। আপনি নতুন চাকরিতে জয়েন করছেন জেনে আমার খুব ভালো লাগলো। মন দিয়ে কাজ করবেন। আপনার জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল।
আমার জন্য দোয়া করবেন ভাই। যেন নিজেকে সব সময় চিকিৎসা সেবায় নিয়োজিত করতে পারি।
অবশ্যই। তুমি আমার ছোটো ভাইয়ের মতো। তোমার জন্য আমার সব সময় শুভকামনা থাকবে। তার সাথে আমি এটাও চাই যে তুমি গরিব অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো।