Better Life With Steem || The Diary Game || 9th January 2024||

in Incredible India2 years ago (edited)
PhotoCollage_1704889196918.jpg

Hello Everyone,
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিছু আকর্ষণীয় মূহুর্ত। যে দৃশ্য গুলো আমি উপস্থাপন করবো আমার গতকালকের দিনের কার্যক্রমের সাথে। মাঝেমধ্যেই আমাদের উচিত নিজেকে একটু সময় দেয়া।

গতকাল কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করেছিলাম এবং এটা ছিল আমাদের পশ্চিম পাশের পুকুরের দিকে। আকাশটাও ছিল পরিষ্কার আবার শীতের মিষ্টি রোদ্দুর বেশ ভালোই লাগছিল। যাইহোক, তাহলে এখন চলুন বন্ধুরা, দিনলিপি থেকে ঘুরে আসি।

Morning

আমি সকালে ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়েছিলাম। তারপর এক টুকরো কেক খেয়েছিলাম। এরপর কিছু সময় বই নিয়ে বসেছিলাম। কিন্তু পড়তে ইচ্ছে করছিল না।

তাই গণিত নিয়ে বসেছিলাম কারণ আমার এক শিক্ষক বলতেন যদি ঘুম পায় ও ক্লান্তি অনুভব হয় তখন গণিত করা উচিত। আমি গণিত করতে একদমই পছন্দ করি না কিন্তু এখন অনেক বাধ্য হয়েই করতে হচ্ছে।

তবে এটা সঠিক যে গণিত করার সময় মন এবং হাত ও চোখ এক স্থানেই থাকে, তাই হয়তোবা এটা হতে পারে। আমি নিজেও এটা লক্ষ্য করেছি গণিত করা শুরু করলে সময় যেন খুব দ্রুত অতিবাহিত হয়।

IMG20240109103819.jpg2.The shepherd is going to the field with Guru.
IMG20240109103409.jpg4. Coffee ☕
IMG20240109100334.jpg1. village road
IMG20240109103346.jpg3.with my brothers
  • প্রথম দৃশ্য, আমি আমার বাড়ির সামনের রাস্তায় বেরিয়েছিলাম কারণ অনেক সময় অতিবাহিত করেছিলাম গণিত করতে গিয়ে। তাই ভাবলাম একটু কফি খেয়ে আসি আমাদের বাজার থেকে।

  • এই দৃশ্যটি দেখুন যে মনে হচ্ছে আমি সবুজের মাঝে দাঁড়িয়ে আছি। হ্যাঁ একদমই তাই, কারণ আমাদের রাস্তার দু'পাশে সবুজের সমারোহ।

  • দ্বিতীয় দৃশ্য, রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছিল। এখন শীতের সময় ওদের ও শীত লাগে, তাই সকালে কুয়াশাচ্ছন্ন অবস্থায় বাইরে বের করা হয় না। এখনো আমাদের এখানে কৃষি কাজের জন্য গরুর হাল ব্যবহার করা হয়। এমনকি আমাদের জমিতেই গরু দিয়ে গতকাল হাল দিয়ে ধান রোপনের জন্য প্রস্তুত করা হয়েছিল। কারণ ট্রাক্টর জমিতে নেয়ার জন্য ভালো রাস্তা প্রয়োজন হয়। কিন্তু আমাদের জমিতে যাওয়ার জন্য সেই সু-ব্যবস্থা নেই।
  • তৃতীয় দৃশ্য, আমি আমার ভাইদের সাথে চায়ের দোকানের সামনে রৌদ্রে দাড়িয়েছিলাম। শীত যেন যাচ্ছেই না, এই মিষ্টি রোদ্দুর উপভোগ করতে ভালো লাগছিল।
  • চতুর্থ দৃশ্য, আমি কফি খাচ্ছিলাম ও চায়ের দোকানে লোকজনের কথা শুনছিলাম। চায়ের দোকানে যেমন অপ্রয়োজনীয় কথা হয় আবার প্রয়োজনীয় কথা ও হয়। কারণ চায়ের দোকানে গেলে আপনি দেশের চলমান সকল বার্তা শুনতে পারবেন।

  • যে যার মতো করে কথা বলতেই থাকে। আবার মাঝেমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়। একটি চায়ের দোকান মানেই হচ্ছে আড্ডা দেয়ার জন্য উত্তম স্থান, সাথে সোরগোল ফ্রি।

Noon

বাড়িতে ফিরে এসে আমি স্নান শেষ করেই একটু পুকুরের দিকে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল সরিষা ক্ষেতে যাবো ও ছবি তুলবো তখন বাংলাদেশ সময় ছিল প্রায় ১.৩০ এর কাছাকাছি।

IMG20240109131720.jpg
Winter Beans

এটা শীতকালীন সবজি শিম যদিও এখনো গাছে ফুল ও ফল কোনোটিই আসেনি। এটা আমার ছোট কাকুর পুকুর পাড়ের একটি দৃশ্য। মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড়ে চাষ করা হয় সবজি।

IMG20240109131707.jpg
Kohlrabi-/ওলকফি & potato

➡️শিম গাছের ঠিক উত্তর পাশে আবার লাগানো হয়েছে, ওলকফি এবং মাঝে গোল আলু। সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। একটি স্থানে কতো কিছু করা সম্ভব! শুধুমাত্র ইচ্ছে ও পরিশ্রমের সঠিক ব্যবহার করাটা জরুরি।

IMG20240109131652.jpg
electric wire

একটু লক্ষ্য করলেই দেখবেন এই দৃশ্যে রশির মতো কিছু দেখা যাচ্ছে। এটা বৈদ্যুতিক তার, কারণ মটর চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। তাই খুব সতর্তার সাথে এই তার টেনে নেয়া হয়েছে।

IMG20240109131608.jpg
standing in the sun

➡️আমি কিছু সময় রৌদ্রে দাড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল। আর সুযোগ পেয়ে একটু কমিউনিটির কিছু পোস্ট চেক করতেছিলাম। কারণ ঐ সময় আমার যাচাইকরণের সময় ছিল। কিন্তু পোস্ট কম থাকার কারণে আমি পূর্বের যাচাই করা পোস্ট গুলো পরিদর্শন করতেছিলাম। এখানে দাঁড়িয়েই অনেকটা সময় অতিবাহিত করেছিলাম। হঠাৎ মনে হলো আমার নির্ধারিত স্থানে যাওয়া উচিত।

Afternoon

IMG20240109133716.jpg
bamboo pole

➡️অনেক দিন যাওয়া হয় না তাই একটু ভুল পথেই গিয়েছিলাম। দেখে যদিও ভয় লাগছিল কিন্তু কি আর করা এই পথটা অতিক্রম করতেই হবে। তারপরই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো।

IMG20240109132944.jpg
IMG20240109132659.jpg
IMG20240109132643.jpg
Mustard
IMG20240109132534.jpg
IMG20240109132424.jpg
Mustard Flower

➡️ বাঁশের সাঁকো পার হলেই সরিষার ক্ষেত, তাই আমি আর কার্পণ্য না করেই ছবি তুলতে শুরু করেছিলাম। তবে আমি সঠিক সময়ে যেতে পারিনি কারণ এখন ফুলটা একটু কম আছে। ইতিমধ্যে ফুল থেকে সরিষার যে ছোট ছোট ফল ধরেছে গাছে।

IMG20240109132952.jpg
Cow place change

➡️ ইতিমধ্যে দেখলাম ওখানে আমার ছোট কাকিমা চলে এসেছিল গরুর স্থান পরিবর্তন করানোর জন্য। কারণ ঘাস খেতে খেতে একটা সময় ঘাস শেষ হয় যেহেতু রশি দিয়ে গরু বেঁধে রাখা হয় তো তাই জায়গাটা অল্পই থাকে।

IMG20240109132246.jpg

➡️তারপর আমি কাকিমার কাছে জিজ্ঞেস করে অন্য পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথেই দেখলাম আমার সেই বৃদ্ধ ঠাকুরদা গরুর জন্য ঘাস কাটছিল। কারণ চারদিকে এখন শীতকালীন সবজি ও ধানের চারা গাছ রোপণ করা হচ্ছে তাই গরুর জন্য অনেকেই ঘাস কেটে নেয়।

IMG20240109175627.jpg

➡️এরপর সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভাপা পিঠা খেতে বাজারে গিয়েছিলাম। গরম গরম ভাপা পিঠা গোটা ২/৩টা খেয়েছিলাম ঐ স্থানে দাঁড়িয়েই। কারণ দুপুরে বাড়িতে আমি আজ কিছু খাইনি তাই ক্ষুধাটা একটু বেশিই লেগেছিল। এভাবেই আমি গতকালকের দিনটি অতিবাহিত করেছিলাম।

END

Sort:  

हेलो कंपनी, मैं वास्तव में आपकी डायरी पढ़कर सराहना करता हूं, कुछ दिलचस्प है और मैं आपसे सहमत हूं कि गणित हमारे दिमाग को जागृत करता है और हमें सक्रिय बनाता है, आपके गणित शिक्षक जो कहते हैं वह सच है और ऐसे समय में इसका अभ्यास करना अच्छा है।

मैं आपके अच्छे दिन की कामना करता हूं और ढेर सारी शुभकामनाएं देता हूं, दोस्त पिया3।

 2 years ago 

বন্ধু, প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ডায়েরি সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করার জন্য। একদমই সঠিক বলেছেন আমিও নিজে এটা লক্ষ্য করেছি যে গণিত মনকে ফ্রেশ করতে সাহায্য করে।

 2 years ago 

আপনার দিনটা সত্যিই অসাধারণ ভাবে কেটে গিয়েছে। আসলে এরকম ভাবে সবুজের খুব কাছাকাছি গিয়ে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো মুহূর্ত জীবনে খুব কমই পাওয়া যায়।

আপনাদের ওখানে বেশ খানিকটা জায়গা জুড়ে সবজি গাছ রোপন করা হয়েছে। ওলকপি আপনি আবার বলেছেন গোল আলু ও রোপন করা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 
  • আপনি আপনার সারাদিনে কর্মকাণ্ডগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর বিভিন্ন দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে। গরুর পাল, বাঁশের সাঁকো, সরষে খেত, মিষ্টি রোদে দাঁড়ানো ছবি সন্ধ্যার পর ভাপা বানানোর দৃশ্য। প্রতিটি ফটো গ্রাফি অসাধারণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
 2 years ago 

হ্যাঁ ম্যাম, আমার কাছে গ্রামি বাংলার এই প্রাকৃতিক দৃশ্য গুলো খুবই ভালো লাগে। যার ফলে মাঝেমধ্যেই সুযোগ পেলে আমি ফটোগ্রাফি করি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
  • আমার তো খুবই ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলো। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য।

TEAM BURN

Your post has been successfully curated by @kouba01 at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 2 years ago 

@kouba01,
Sir, thank you so much for your encouraging support.🙏

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন দিদি, গণিত করা শুরু করলে সময় যে কিভাবে অতিবাহিত হয় বোঝাই যায় না। যদিও আমার অধিকাংশ সময় গণিত নিয়েই থাকতে হয়।।

আমাদের বাড়িতেও সবজি বাগান আছে যেখানে নানা ধরনের সবজির চাষ করা হয়েছে।

সরিষা ক্ষেতের ফটোগ্রাফিগুলো ছিলো এক কথায় অসাধারন।

 2 years ago 

হুম ভাই, তখন মনে হয় দিনের সময় টা ২৪ ঘন্টা থেকেও বেশি হলে একটু ভালো হতো। আমাদের যতটুকু সুযোগ আছে সেটার ব্যবহার করা উচিত এই সবজি চাষের ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

কাল আমার ফিনান্স পরিক্ষা, সারাদিনই অংক করেছি। তবুও এখন মনে হচ্ছে দিনটা কত তাড়াতাড়ি চলে গেলো।।

ধন্যবাদ দিদি, আমার মতামতের উওর দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি গণিত করতে পছন্দ করেন না এটা প্রায় অধিকাংশ মানুষের ক্ষেত্রেই গণিত নিয়ে একটু ঝামেলায় থাকে বিশেষ করে চাকরি পেতে দেখা যায় গণিত আর ইংলিশটা ভালো করলেই যে কোন চাকরি পাওয়ার সম্ভব। কিন্তু আমার ক্ষেত্রে একটাই সমস্যা হয় গণিতটা পরীক্ষার হলে বুঝে উঠতে পারি না। তাই আমাদের গণিত দেখে ভয় না পেয়ে গণিত সম্পর্কে বেশি বেশি করা উচিত। যাইহোক আপনি যেমন চাকরিপ্রার্থী আমিও তেমনি চাকরি-প্রার্থী তাই আল্লাহতালা সবারই ভালো রিজিকের ব্যবস্থা করে দেন। এবং আপনার বুঝতে পারলাম আপনি সাঁকো পার হয়ে সরিষার ফুলের কিছু দৃশ্য তুলে ধরেছেন। এবং দুই তিনটা ভাপা পিটাও খেয়েছেন এক কথায় আপনি খুব সুন্দর করে আপনার দিনলিপি আমাদের মাঝে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন আপু

 2 years ago 

অন্য কে করি এটা তো আমি বলতে পারবো না সঠিক তবে আমার কাছে গণিতটা অনেক বেশি বিরক্তিকর। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 2 years ago 

আমার কিন্তু গণিত করতে বেশ ভালই লাগতো। আমি যখন টিউশন করতাম তখন বেশিরভাগ স্টুডেন্টদের গণিত করাতাম। আপনার এই কথাটার সাথে আমি সহমত যে গণিত করতে বসলে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। বেশ বুঝতে পারছি গণিত করে মাথা ধরে গেছিল তাই কফি খেতে গিয়েছিলেন। চায়ের দোকান হচ্ছে এক অদ্ভুত জায়গা যেখানে বেশ কিছু সর্ব বিষয়ে জ্ঞানী লোকজন আড্ডা দেন।

 2 years ago 

বেশ বুঝতে পারছি গণিত করে মাথা ধরে গেছিল তাই কফি খেতে গিয়েছিলেন।

  • হাঁ হাঁ হাঁ, একদমই সঠিক বলেছেন দাদাভাই। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।
 2 years ago 

আপু আমি আপনার সারাদিনের কার্যক্রম পড়লাম। আপনার দিনলিপি পড়ে আমার বেশ সুন্দর লেগেছে। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। ভালো লাগে আমার আপনার লেখা পড়ে। আর আপনার লেখার হাত খুবই সুন্দর। আমি আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম।

 2 years ago 

বেশ ভালো লাগলো আমার দিনটি সম্পর্কে আপনার ইতিবাচক মন্তব্য পেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার সারাদিনের সুন্দর দিনলিপি আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আর আপনার ফটোগ্রাফির হাতটা খুব সুন্দর খুব সুন্দরভাবে ফটোগ্রাফি তুলেছেন। সত্যি গ্রাম বাংলার দৃশ্যগুলো এত সুন্দর আপার ছবি না দেখলে বুঝাই যেত না ।

থ্যাংক ইউ দিদি আপনার সারাদিনের ডাইরি গেম আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন ।

 2 years ago 

ফটোগ্রাফি ভালো হয়েছে যেটা আপনার মন্তব্যের মাধ্যমেই বুঝতে পারলাম। তবে আমি ছবি তোলার সময় একটু বেশি সময় ব্যয় করি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111131.03
ETH 4293.75
SBD 0.84