Better life with steem|| The Diary Game || 5th January 2024, ছুটির দিনের ব্যস্ততা:

in Incredible India8 months ago
হ্যালো বন্ধুরা
IMG_20240105_094533.jpg

আজ শুক্রবার, বরাবরের মতোই আমার ছুটির দিন।তবে আজ তথা এ সপ্তাহে ছুটির দিন উপভোগ করছি না মোটেই। কারণ গুরুদায়িত্ব পালনের ভার এসেছে ঘাড়ে।একটা দম বন্ধ বন্ধ ভাব অনুভব হচ্ছে। তার মধ্যে কর্পোরেট গুটিবাজির শিকার হয়ে ভিষন বিরক্ত আছি।কোনো কাজেই ঠিক মতো সময় দিতে পারছি না। গতকাল অফিসে পৌঁছে শুনি আমার এক জ্যাঠা মশাই মারা গেছেন।সেই কারণে আমার আগামী ১৫ দিন নিরামিষ খাবার খেতে হবে, সাথে আরও অনেক আচার বিধান তো আছেই।আমার গিন্নি এসব আচার বিধান খুব মেনে চলে।তাই গতকাল অফিস থেকে খুলনা আসার পথে আগে গ্রামের বাড়িতে নেমে স্নান করে জামা প্যান্ট বদলে রওয়ানা করি খুলনা।

IMG_20240105_091753.jpg

যাইহোক আজ সকালে ঘুম ভাঙে ৮:০০ টার দিকে।খুব একটা ঠান্ডা নাই আজ।বাইরে বেরিয়ে ফ্রেশ হয়ে আকাশ কে ডেকে তুললাম বাজারে যাওয়ার জন্য। এরপর দুজনে গেলাম সবজি বাজারে।সবজি বাজারের অবস্থা অনেকটা আবহাওয়ার সংবাদের মতো,এখন ৪০ টাকা তো এক ঘন্টা পর ৭০ টাকা!!বাজারে গিয়ে আমি বেশ অস্বস্তিতে ভুগি।এত টাকা কেথায় পাব তাই ভাবি মাঝে মাঝে।বাজারে গিয়ে প্রথমে সব দোকানে আমার প্রয়োজনীয় সবজির দাম শুনলাম।এরপর আস্তে আস্তে সবজি কেনা শেষ করলাম।সব থেকে বিরক্তিকর আলুর দাম।যে আলু এই সিজনে ১২-১৫ টাকা বিক্রি হয়, সেই আলু এখন ৬০ টাকা কেজি!

IMG_20240105_233252_977.jpg

যাইহোক বাজারের ব্যাগ ভরে বিরক্ত মনে বাসায় এলাম।এরপর সকালের খাবার খেলাম।সকালে খাবার খাওয়ার কিছু সময় পর আবারো মনে হচ্ছিল ক্ষুদা লেগেছে। তাই মুড়ি খেতে চাইলাম,কিন্তু অশৌচ অবস্থায় নাকি মুড়ি খাওয়া যায় না।আমি এতো কিছু মানতে নারাজ,আর আমার ওয়াইফ এসব ভালো ভাবে মেনে চলবে।এরপর দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে এলো।খাবারে ভিন্নতা আনতে গিন্নি বলল ফুলকপির চপ বানাতে।আমিও ভাবলাম সবাই যখন খেতে চাইছে তাহলে তৈরি করে ফেলি।এরপর ফুলকপি কেটে,ধুয়ে সব মসলা মাখিয়ে আমিই তৈরি করলাম ফুলকপির চপ।খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

Screenshot_20240105-204754.jpg

Source: সিনেমা চলাকালীন মোবাইলে স্ক্রিনশট নেয়া।

এরপর দুপুরপর খাবার খেলাম সবাই মিলে।দুপুরে খাবার খাওয়ার পর একটা মুভি দেখব।কয়েকদিন ধরে 'টুয়েলভ ফেইলথ' মুভি আলোচনার বিষয়বস্তু সব জায়গায়। তাই আমিও আর দেরি করলাম না।মুভিটা দেখতে লাগলাম, হঠাৎ বৌয়ের বাইরে ঘুরতে যেতে মন চাইছে। তাই ওকে নিয়ে একটু বাইরে বের হলাম।কিছু কেনাকাটা করে বাসায় এলাম।বাসায় এসে মনে হলো এক কাপ চা না হলে মন ভরবে না।এদিকে সব খাবারেই নিষেধাজ্ঞা রয়েছে।চা খেলাম চিনির জায়গায় খেজুরের নতুন গুড় দিয়ে। এটা অনেক সুস্বাদু হয় খেতে।

IMG_20240105_203153.jpg

এরপর আবার মুভিটা দেখতে বসলাম।মুভি শেষ করে সবাই মিলে গল্প করলাম কিছু সময়।এরপর ডিনার করতে ডাকল সবাইকে। ডিনার শেষে পোস্ট লিখতে বসেছি।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই।আমার পোস্টটি পড়ে কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
Device Name:One Plus
Camera:48 Megapixel
Shot by:saha10
location:Bangladesh🇧🇩
Sort:  
 8 months ago 

বাংলাদেশে আজকের ছুটির দিন শুক্রবার কিন্তু মালয়েশিয়াতে ছুটির দিন হলো রবিবার। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিন আরও ব্যস্ত সময় পার করতে হয়। বাজারে গিয়েছেন আপনি বলছেন যে সিজনের 15 টাকার আলু ৬০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

অসুস্থ শরীরে মুড়ি খাওয়া যায় না তা জানতাম না আপনার লেখা পড়ার মধ্যে দিয়ে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।

Loading...
 8 months ago 

শুক্রবার একটি খুশির দিন বলা যায় ৷ এই দিনে বাড়িতে থেকে পরিবাররে সাথে সময় কাটানো যায় ৷ যাই হোক আপনি সকাল বেলা বেশ কিছু বাজার নিয়ে আসলেন ৷ তারপর সকালের খাবার সেরে ফেলেন ৷ তারপর মুভি দেখা শুরু করেন ৷ বিকেলে চা নাস্তা করেন ৷

বেশ সুন্দর ভাবে আপনার দিনটি অতিবাহিত হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

ওরে বাবা আপনার পোস্ট যখন প্রথম ওপেন করলাম। তখন আমার কাছে মনে হয়েছিল আপনি পুরো বাজার একদম বাসায় নিয়ে এসেছেন।😜 আসলে কি বলবো বর্তমান সময়ে দ্রব্যমূলের অবস্থা এইভাবে পরিবর্তন হয়। যেন সেকেন্ডে সেকেন্ডে এই বৃষ্টি এলো আবার চলে গেল। আমিও গতকালকে বাজারে গিয়ে একেবারেই হতভম্ব হয়ে গিয়েছে। যে আলু ৫০ টাকা ছিল সেই আলু বর্তমান সময়ে ৮০ টাকা, যাই হোক তারপরেও বাজার করতে হয়েছে।

মুভি দেখতে বেশ ভালই লাগে, কিন্তু সময়ের অভাবে বর্তমান সময়ে কোন কিছুই দেখতে পারি না। প্রচুর পরিমাণে মেহমান বাসায় থাকার কারণে ঠিকমতো ঘুমানোর সময় টুকু পাই না। যাইহোক ব্যস্ত সময়ের মাঝে নিজেকে কিছুটা সময় দিয়েছেন। এবং ফুলকপির পাকোড়া বেশ সুন্দরভাবেই বানিয়েছেন। যেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আপনার জ্যাঠামশাই মারা গিয়েছে আর সেই কারণেই নিরামিষ চলবে বাসায়, তাছাড়া আপনার গিন্নি বেশ সচেতন এ বিষয়ে এটা খারাপ নয় খুবই ভালো, তবে যা দেখছি আপনি তো বাজারটা কি মনে হয় ধরে নিয়ে এসেছেন। খুব সুন্দর ভাবে গুছিয়েছেন যদিও আমাদের জন্য। ছবি করতে হবে বলে।

সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে পার করেছেন, এবং রাতে বাড়ি ফিরে গিন্নির সাথে মিলে মুভি দেখেছেন ।এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তাছাড়া এই ছবিটা আমি দেখিনি ভাবছি দেখব। যাইহোক খুব সুন্দর একটি দিন পার করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্টটি পড়ে তাতে এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আামাদের ধর্মীয় বিধান আমরা অনেকেই মানতে চাই না।অনেক কষ্ট হয় এগুলো সঠিকভাবে মেনে চলতে।তবে এটা মানা উচিৎ। আর মুভিটা অসাধারণ লেগেছে। অবশ্যই এটা দেখবেন, ভালো লাগবে।

 8 months ago 

দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে সব কিছুই জেন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। আলু তো আমাদের এখানে ৮০ টাকা কেজি,আর এই সময়ে আলু কিনে বিপদে পরতে হয়ে,১-২ দিন থাকলেই পচন ধরে।
যাইহোক দুপুরবেলা খাবার খাওয়ার পরে মুভি দেখতে কিন্তু বেশ ভালো লাগে।অনেক সুন্দর একটা সময় কাটে,আর সাথে চা থাকলে তো আর কোনো কথাই নেই।

 8 months ago 

যারা চাকরিজীবী তাদের জন্য শুক্রবার একটা খুশির দিন। শুক্রবার দিন পরিবারকে সবাকে কাছে পেয়ে অনেক ভালো লাগে। দ্রব্যের মূল্য এতটা বেড়ে গেছে যে গরিবের এক কেজি আলু কিনে খাবে তা খাওয়ার আর এখন পথ নাই। আগে যে জায়গায় এক কেজি আলু ১৫ থেকে ২০ টাকা করে কিনা হতো এখন সেই এক কেজি আলু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। বাজারে ১ হাজার টাকা নিয়ে গেলে ব্যাগের অর্ধেক ও ভর্তি হয় না।
আপনার জ্যাঠামশাই মারা গেছে সেই কারণেই বাসায় সবকিছু নিরামিষ খাবার চলবে।
থ্যাংক ইউ আপনার সারাদিনই ডাইরি গেম আমাদের সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করলেন।

এই দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে সব থেকে বিপাকে পড়েছি আমাদের মতো স্বল্প আয়ের মানুষেরা।বাজারে গেলে এতটা বিরক্ত হই সেটা ভাষায় প্রকাশ করতে পারলাম না।
আশা করি খুব দ্রুত কতৃপক্ষ এই ব্যাপারে স্টেপ নিবে।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59241.40
ETH 2525.12
USDT 1.00
SBD 2.47