The Diary Game | | A Beautiful Day | | 08-01-2024
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
প্রতিদিনই ন্যায় আমি গতকালকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। কারণ গতকালকে সকালবেলা তেমন কোন কাজ ছিল না। আর সকালবেলা কোন কাজ ছিল না বিধায় মা ও ঘুম থেকে ডেকে তুলে নাই। মোটামুটি বেলা হয়ে আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি। তারপর ফ্রেশ হয়ে নেই, তারপর খেয়াল করলাম একটু একটু করে রোদ উঠেছিল কারণ গতকাল খুব কুয়াশা ছিল। তারপর রোদের মধ্যে বসেই আমি সকালের নাস্তা করলাম। প্রতিদিনের মতো আমি সকালবেলা চা খেয়েছিলাম। চা খাওয়া শেষ করে আমার দাদার সঙ্গে রোদে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। তারপর মা আমাকে আমার কিছু কাপড় জমা ছিল সেগুলো লন্ড্রি করতে বলে। কারণ আমি চলে যাব তাই আমার কিছু কাপড় মা ধুয়ে দিয়েছিল সেগুলো লন্ডি করে গুছিয়ে নিতে বলে।
তারপর আমি সুন্দর মত কাপড় লন্ড্রি করে সবকিছু গুছিয়ে নেই। তারপর আমি মায়ের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করেছিলাম। পরে বাড়ির সামনে দিয়ে একটু হাটাহাটি করে আমাদের পুরান বাসার দিকে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ছোট ভাইয়ের সঙ্গে একটু মজা করেছি। আসলে ছোট বাচ্চাদের সাথে খেলতে বেশ ভালই লাগে। তারপর সেখান থেকে আমি চলে এসে দুপুরে গোসল করে নেই। গোসল করা শেষ করে মা আমাকে দুপুরের ভাত খেতে দিয়েছিল। আমি দুপুরে সবজি ও মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি। তারপর দুপুর বেলা আমি একটু ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর মা আমাকে সন্ধ্যার নাস্তা হিসেবে আবারও চা বানিয়ে দেয়। আসলে সত্যি কথা বলতে কি,চা আমার অনেক পছন্দের একটি নাস্তা।
সন্ধ্যা হয়ে গেলে আমি মায়ের সঙ্গে শুয়ে অনেকক্ষণ টিভি দেখেছিলাম। আমার আজকেই শেষ রাত কারণ আমি চলে যাব তাই আমি কোথাও বাইরে যাইনি। মায়ের সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করে আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী ভলিবল খেলা সেখানে একটু গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম সবাই মিলে একসঙ্গে ভলিবল খেলতেছে। সেখানে গিয়ে আমি একটা সবার ছবি তুললাম। গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটা শীত পড়েছে। কিছুক্ষণ সবার সঙ্গে থেকে আমি আবারও বাসায় চলে আসি। তারপর মা আমাকে রাতের খাবার খেতে দিয়েছিল।
বাসায় এলে আমি নিজের হাতে ভাত খুব কম খাই, তাই মা আমাকে রাতে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিল। তারপর খাওয়া শেষ করে আমি প্রতিদিন এর মত ল্যাপটপে নাটক দেখেছিলাম। আমি যেহেতু চলে যাব তাই আমি রাতেই আমার সব কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছানোর জন্য প্রস্তুতি নেই। কারণ সকাল বেলা উঠে তাড়াহুড়া করে গোছানোর থেকে রাতেই গুছিয়ে রেখেছিলাম। তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
রোদের মধ্যে বসে নাস্তা করা আর চা খাওয়ার মজাই আলাদা হয়। চা খাওয়াতো আমার একটা নেশা বলতে পারেন। প্রত্যেকদিন আমার প্রায় ৭-৮ কাপের মতো চা খাওয়া হয়ে যায়। চলে যাবার আগে নিজের বাড়িতে পরিবারের লোকের সাথে সময় কাটানো ভালো। খুব ভালো লাগছে জেনে যে আপনার মা আপনাকে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিল।
আমার পোস্ট পড়ে এতো সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
খুব ভালো করেছেন বাড়িতে ফিরে এসে কারণ যে শীত পড়েছে বাইরে না থাকাটাই উত্তম। আর এই শীতে শরীরে ঠাণ্ডা একবার লাগলে তো অবস্থা বেহাল।
আপনার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো এবং সম্পূর্ণ দিনের কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি দিনলিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আমার পোস্ট পড়ে। এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
অবশ্যই ভাই, মন্তব্য তো করতেই হবে। কারণ মন্তব্য করলে লেখার আগ্রহ বৃদ্ধি পায়। তাছাড়া আমিসহ আমরা সকলেই চাই যে আপনিও অন্যদের মতো আপনার নিয়মিত ভালো ভালো লেখা আমাদেরকে পড়ার সুযোগ করে দিন।
ভাই আপনি বেশ দারুণভাবে আপনার গতকালের দিনলিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শীতের এই সময়টায় আপনি বেশিরভাগ সময় বাড়ীতে কাটিয়েছেন দেখে ভালো লাগলো। কারণ বাইরে অনেক ঠান্ডা। আর এসময় বাইরে বের না হওয়াই ভালো।
আপনি চা খেতে বেশ পছন্দ করেন শুনে ভালো লাগলো। এই ঠান্ডায় গরম গরম চা সত্যি দেহ এবং মন দুটোকেই চাঙ্গা রাখে। আপনার মায়ের সাথে কাটানো মহূর্তগুলোও অসাধারণ ছিলো ভাই। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
আমার পোস্ট পড়ে এতো সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে হালকা রোদে বসে আপনার দাদার সাথে কিছুটা সময় গল্প করলাম।
যেহেতু কর্মের তাগিদে বাহিরে যেতে হচ্ছে তাই সব কিছু আগে থেকেই আপনার মা ধুয়ে গুছিয়ে রেখেছিল। এবং আপনার প্রয়োজনীয় কিছু জামা কাপড় আয়রন করে নিলেন।
দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খেলেন বিকালে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটালেন। এরপর বাড়ি ফিরে রাতে প্রতিদিনের মতো নাটক দেখে ঘুমিয়ে পড়লেন। সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন পার করেছেন ধন্যবাদ আপনাকে।