My weekly report (Moderator & Discord in Charge)|| 08 January 2024||
edit canva |
---|
দেখতে দেখতে ২০২৪ সালের একটা সপ্তাহ আমরা পার করে ফেলেছি। বরাবরের মতো আজকে আবারো আপনাদের সামনে আমি আমার একটা সপ্তাহের কার্যক্রম নিয়ে হাজির হয়েছি। সর্বদাই চেষ্টা করে যাচ্ছি নিজের কাজ গুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য।
এবং কমিউনিটির উন্নতি স্বার্থে, আমার যা যা করণীয়। চেষ্টা করছি সেগুলো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। চলুন শুরু করি, আমি একটা সপ্তাহে কি কি কাজ করেছি। সেই বিষয় নিয়ে সামান্য আলোচনা।
টিউটোরিয়াল ক্লাস |
---|
গত সপ্তাহে এই বছরের প্রথম টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। যে ক্লাসে ম্যাম আমাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে। ম্যাম সর্বদাই চেষ্টা করে আমরা কিভাবে নিজেদের পোস্ট উন্নত করব। এবং অ্যাকাউন্ট হাইলাইট করব, সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকে।
আমাদের কমিউনিটির চলাকালীন টুর্নামেন্ট নিয়ে ম্যাম অনেক গুলো বিষয়ে আলোচনা করেছেন। এবং বলেছেন টুর্নামেন্টের সময় আমাদের যে এনগেজমেন্ট ছিল। সেটা যেন আমরা সর্বদা বজায় রাখি। এতে করে আমাদের জন্যই ভালো হবে।
এরপর স্টিম ফর বাংলাদেশের একজন মডারেটর মুস্তাফিজুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ভাই কিভাবে স্টিম প্লাটফর্মে নিজের কাজ করে যাচ্ছেন। এবং নিজেকে কিভাবে উন্নত করেছেন। সেই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। উনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।
হ্যাংআউট |
---|
যদিও ২০২৪ সালে এখনো পর্যন্ত আমাদের কমিউনিটিতে কোনরকম হ্যাংআউট অনুষ্ঠিত হয়নি। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এবং আমরা সেখানে অনেক বেশি মজা করব। সারা সপ্তাহে কাজ করার পর আমাদের মধ্যে একঘেয়েমি চলে আসে। হ্যাংআউটের মাধ্যমে আমরা সেটা দূর করে থাকি।
যেখানে চেষ্টা করা হয় কমিউনিটির প্রত্যেকটা সদস্যের সাথে আনন্দ করার জন্য। এবং আমাদের ম্যাম নিজে আমাদেরকে অনেক বেশি বিনোদন দিয়ে থাকেন। ওনার গলায় গান শুনতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
"আমাদের কমিউনিটির উন্নতির স্বার্থে, একজন মডারেটর এবং ডিসকর্ড ইন চার্জ হিসেবে আমি কি কি কাজ করেছিলাম।" |
---|
✅ আমি একজন মডারেটর এবং ডিসকর্ড ইনচার্জ হিসেবে যখন নিযুক্ত রয়েছে। তখন সর্বদাই চেষ্টা করি নিজের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য। সেই সাথে ডিসকর্ড এর মধ্যে যদি কেউ কোন সমস্যা নিয়ে আছে। সেটাকে সঠিকভাবে সমাধান করার জন্য।
আমাদের কমিউনিটির কিছু ইউজারের এনগেজমেন্ট একেবারেই কমে গিয়েছে। যার জন্য ম্যাম তাদেরকে ডেকেছিল, এবং তাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। তাদের কি সমস্যা সেটা জানতে চেয়েছে। তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম।
ম্যাম তাদেরকে বুঝিয়েছে, নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করলে কি কি সুবিধা হয়। কি কি অসুবিধা হয়। আমার কাছে মনে হয় এনগেজমেন্ট অবশ্যই সব সময় এক রকম থাকা উচিত। এতে করে নিজের অ্যাকাউন্ট হাইলাইট করতে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই এনগেজমেন্ট।
✅ পোস্ট যাচাই করনের ক্ষেত্রে সর্বদাই সতর্ক থাকি, কিন্তু আমার মনে হয় আমাদেরকে আরো অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেননা আমরা বুঝতে পারি না, কখন কিউটের কমিউনিটির মধ্যে প্রবেশ করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
কমিউনিটির উন্নতির স্বার্থে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। তাহলে কমিউনিটিও অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরাও এই কমিউনিটি এবং স্টিম প্ল্যাটফর্ম এর মধ্যে, নিজেদের কার্যক্রম অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারব।
গতকালকেই আমি নতুন একটা পোস্ট দেখেছি, এবং সেখানে নিজে মন্তব্য করেছি। কিভাবে কমিউনিটিতে কাজ করতে হবে। এবং স্টিম প্লাটফর্ম কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী রয়েছে। সেগুলো অবশ্যই মেনে চলা প্রয়োজন।
👉এবার আসবো আমি এই সাপ্তাহে আমি কোন দিন কয়টা পোস্ট ভেরিফাই করলাম, সেই বিষয়টা নিয়ে। চেষ্টা করি সর্বদাই নিজের বেস্ট দেয়ার জন্য, এবং সঠিকভাবে পোস্ট ভেরিফাই করার জন্য। কিন্তু মাঝে মাঝে নিজের কিছু সমস্যার কারণে সবকিছু সঠিকভাবে হয়ে ওঠেনা। চিন্তা করি এক, হয়ে যায় আরেক। তার পরেও চেষ্টা করে যাচ্ছি।
আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা: |
---|
Date | Post Count | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
👉01-01-2024 | 06 | ||||||||||||||||||||||||||||||||
👉02-01-2024 | 08 | ||||||||||||||||||||||||||||||||
👉03-01-2024 | 08 | ||||||||||||||||||||||||||||||||
👉04-01-2024 | 06 | ||||||||||||||||||||||||||||||||
👉05-01-2024 | 05 | ||||||||||||||||||||||||||||||||
👉06-01-2024 | 09 | ||||||||||||||||||||||||||||||||
👉07-01-2024 | 06 | ||||||||||||||||||||||||||||||||
Total number of post | 48 |
No | Date | Title | Thumbnail |
---|---|---|---|
1 | 01-01-2024 | Weekly Report | |
2 | 02-01-2024 | The Diary Game | |
3 | 03-01-2024 | The Diary Game | |
4 | 04-01-2025 | poetry | |
5 | 05-01-2024 | The Diary Game | |
6 | 06-01-2024 | The Diary Game | |
7 | 07-01-2024 | The Diary game |
আমি চেষ্টা করেছি আমার একটা সপ্তাহের কার্যক্রম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।সেই সাথে আপনাদের সবাইকে অনুরোধ করবো। নিজের এনগেজমেন্ট সর্বদা একই রকম ভাবে রাখার চেষ্টা করবেন। হয়তোবা আমাদের জীবনে অনেক সমস্যা হয়। সে সমস্যা গুলো আমাদের কাটিয়ে উঠতে হয়।
একটা দিন যদি আপনার মনে হয়, আজকে আপনি সঠিকভাবে আপনার কমেন্ট উপস্থাপন করতে পারবেন না। তাহলে অবশ্যই পরবর্তী দিন যখন সুযোগ পাবেন সবগুলো একসাথে করে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার জন্য ভালো হবে, এবং নিজের এনগেজমেন্ট সঠিকভাবে বৃদ্ধি করতে পারবেন।
কাজের সাথে কখনো ফাঁকি বাজি করবেন না। কেননা আপনি যদি আজকে কাজকে ফাঁকি দেন, পরবর্তী সময়ের কাজ আপনাকে ফাঁকি দেবে। তাই নিজের বেস্ট দিয়ে জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন। সময় কথা বলবে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে
ভরসা করুন সৃষ্টিকর্তার উপর। কারণ তিনি কখনোই তার বান্দাদেরকে ঠকিয়ে কোন কাজ করেন না। আল্লাহ চেষ্টা করেন ওনার বেস্ট অপশন গুলো, আমাদেরকে দেয়ার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
*প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই বলে যে, প্রতি সাপ্তাহে ন্যায়, এই সাপ্তাহে ও আপনি সাপ্তাহিক রিপোর্টটি আপনার সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনি যথার্থই বলেছেন। ম্যাম সর্বদা ই আমাদের এনগেজমেন্ট বৃদ্ধির জন্য বলে থাকেন।
থাকেন। খুব সুন্দর করে আপনি আপনার রিপোর্ট টি উপস্থাপন করেছেন। এবং পুরো সপ্তাহের যাবতীয় কার্যাবলী গুলো ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন। খুব ভালো লাগলো আপনার
রিপোর্টে করে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পোস্টের শেয়ার করার জন্য।
ম্যাম আমাদের কি টিউটোরিয়াল ক্লাসে যে বিষয়গুলো দিকনির্দেশনা দিয়ে থাকে। আমরা যদি সে বিষয়গুলো সঠিকভাবে পালন করতে পারি। তাহলে আমাদের অ্যাকাউন্ট খুব দ্রুত হাইলাইট হয়ে যাবে। আর চেষ্টা করেছি নিজের কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
অ্যাডমিন ম্যামের গলায় গান শুনতে সত্যি খুব ভালো লাগে। আপনি যেভাবে সংসার সামলে মডারেটর এবং ডিসকর্ড ইনচার্জ হিসেবে কাজ করে যাচ্ছেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। আপনি গত সপ্তাহে মোট ৪৮ টা পোস্ট ভেরিফাই করেছেন। এটা খেলা কথা নয়। এর থেকেই বোঝা যায় যে আপনি কতটা সক্রিয় থাকেন আমাদের কমিউনিটিতে। এর পাশাপাশি নিজে পোস্ট করা আর কমেন্ট করা তো আছেই।
আসলে ম্যাম এর গলায় আমি প্রথম যেদিন গান শুনেছিলাম। সত্যি কথা বলতে আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছিল। যেটা হয়তোবা বলে বোঝাতে পারবো না। আর চেষ্টা করি সাপ্তাহিক কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য। আর কমিউনিটির উন্নতির স্বার্থে আমি যতটুকু করতে পারব আমার কাছে ঠিক ততটুকুই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আপনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কার্যক্রম গুলো আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ।আপনি সততার সঙ্গে এই প্ল্যাটফর্মে কাজ করেন তা আমরা সকলেই জানি।আর আমার বিশ্বাস আপনি অনেক ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
সততার সাথে যদি কোন মানুষ কাজ করে, আমার মনে হয় সে মানুষ হয়তো বা সফল হতে একটু দেরি হয়। কিন্তু কোন না কোন একটা সময় সে মানুষ অবশ্যই সফলতা অর্জন করব। আমিও সেই বিশ্বাসটুকু অর্জন করার মাধ্যমে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সফলতার মুখ একদিন দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আপনি আমাদের মাঝে সাপ্তাহিক রিপোর্ট উপাস্থাপন করেছেন ৷ বিশেষ করে সাপ্তাহিক রিপোর্ট টি পড়ে বেশ ভালো লাগলো ৷ কারন একটি সপ্তাহের সব কার্যক্রম গুলো আপনি বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন যেগুলো সবারই জানা খুবই গুরুত্বপূর্ণ ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
কমিউনিটির উন্নতি স্বার্থে আমার যে কাজগুলো করা সম্ভব। আমি সে কাজগুলো সঠিকভাবেই করার চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়ত আর একটা সপ্তাহে আমি কি কি কাজ করেছি। সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি, ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য, ভালো থাকবেন।
আপনি একজন মডারেটর এবং ডিসকর্ড ইনচার্জ হিসেবে আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। তার সাথে সাথে আপনি এই সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে প্রকাশ করেছেন ।হ্যাঁ আমরা প্রতিটি টিউটোরিয়াল ক্লাস থেকে নতুন নতুন অনেক বিষয় সম্বন্ধে শিখতে পারছি। অ্যাডমিন ম্যাম আমাদের কি করলে আমাদের ভালো হবে সেই সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন।
আপনার জন্য শুভকামনা রইল ।
একটা আশা আমাদের প্রত্যেকেরই থাকে, আমরা টিউটোরিয়াল ক্লাসে নতুন নতুন কিছু সম্পর্কে জানতে পারি। তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা ইউজারের জন্য টিউটোরিয়াল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আপনি আমাদের মাঝে সাপ্তাহিক রিপোর্ট উপাস্থাপন করেছেন, এবং পাশাপাশি সাপ্তাহিক রিপোর্টে সকল কার্যক্রম গুলো বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ যার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ৷ আমরা কিভাবে স্ট্রিম প্লাটফর্মে কাজ করে সামনের দিকে এগিয়ে যাব এই বিষয়ে দিদি দিক নির্দেশনা প্রদান করে থাকে এবং আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম দিদি তার গলায় গানও গিয়েছে তাই যাই হোক আমি যেহেতু ছিলাম না তাই দিদির কন্ঠের সেই সুন্দর গানটা মিস করলাম যাই হোক ইনশাল্লাহ সামনে হ্যাংআউটে থাকার চেষ্টা করব।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর প্রতিবেদনটি প্রকাশ করার জন্য। ভালো থাকবেন
টিউটোরিয়াল ক্লাসের সব সময় দিদি আমাদেরকে খুব সুন্দর সুন্দর দিকনির্দেশনা দিয়ে থাকেন। আমরা যদি সঠিকভাবে সেই দিকনির্দেশনা পালন করতে পারি। তাহলে স্টিম প্লাটফর্মে সঠিকভাবে টিকে থাকা আমাদের জন্য খুব সহজ হবে। ইনশাআল্লাহ অবশ্যই আপনি হ্যাংআউটে উপস্থিত থাকবেন। এবং আমরা সবাই দিদিকে অনুরোধ করবো একটা গান শোনানোর জন্য। তাহলে আপনি দিদির গড়ায় গান শুনতে পারবেন। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
ওকে দিদি গলায় গান শুনবোনি।ইনশাআল্লাহ সামনে হ্যাংআউটে উপস্থিত থাকবনি।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ।নিখুঁতভাবে আপনার এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য।
আপনার এই সাপ্তাহিক রিপোর্ট দেখে আমরা আয়ত্ত করতে পেরেছি এই সপ্তাহে কি কি কাজ করেছেন। এই কমিউনিটির একজন মডারেটর এবং ডিসকর্ড ইনচার্জ হিসাবে রয়েছেন। এবং আপনি আপনার দায়িত্ব গুলো খুব সুন্দর ভাবে পালন করার চেষ্টা করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আসলে দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দায়িত্ব নেয়া খুব সহজ কিন্তু পালন করা অনেক বেশি কঠিন। কিন্তু তারপরেও চেষ্টা করে নিজের দায়িত্ব গুলোকে সঠিকভাবে পালন করে এগিয়ে যাওয়ার জন্য। কারণ ছোট ছোট দায়িত্বগুলো যখন পালন করতে পারব। তখন বড় দায়িত্ব গুলো কাঁধে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।
আপনি প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহের রিপোর্ট উপস্থাপনা করছেন বেশ সুন্দর করে প্রতিটা বিষয়ে সাজিয়ে গুছিয়ে লিখছেন। টিউটোরিয়াল ক্লাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই দিনে যা শিখতে পারি সারা সপ্তাহ সেগুলো শিখতে পারিনা। তারপর তার পাশাপাশি হ্যাংআউটের আমরা অনেক মজা করে থাকি।
আপনি ঠিক বলছেন ধৈর্য ধরে যে কোন জায়গায় সময় দিয়ে কাজ করলে তার ফলাফল বোঝা যায় একদিন না একদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
আমি চেষ্টা করেছি আমার সারা সপ্তাহের কার্যক্রম আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আসলে আমরা এখানে নয় আমাদের বাস্তব জীবনেও যদি ধৈর্য ধারণ করে কোন কাজ করি। তাহলে তার ফল কিন্তু বেশ ভালো হয়। আর ধৈর্য ছাড়া সফলতা অর্জন করার কথা চিন্তা করা বোকামি ছাড়া হয়তোবা আর কিছুই নয়। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।