Better Life with Steem|| The Diary Game||5 January 2024||শেষ পর্ব||
![]() |
---|
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, গতকালের পোস্ট এর দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে আমার প্রথম পর্ব ভালো লাগলে এই পোস্ট টা সম্পন্ন পড়ার চেষ্টা করবেন। গতকাল আমি দুপুর পর্যন্ত শেয়ার করেছিলাম তাই আজকে বিকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করবো।
🌺 বিকাল বেলা 🌺 |
---|
![]() |
---|
আমি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে ছিলাম আর উঠলাম আসরের আজান শুনে। উঠে ওযু করলাম করে নামাজ আদায় করতে বসে গেলাম। নামাজ আদায় করে নিয়ে একটু ফোন দেখার জন্য ফোন হাতে নিলাম।
আর সেই সময় আমার খালা আসে আর বলে রাইস কুকার নিয়ে একটা সামনের দোকানে যায়। আমি বললাম কি হয়েছে রাইস কুকারে খালা বলে সুইচে সমস্যা হইছে।আমি তারপরে মেকারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। দোকানের সামনে গিয়ে দেখি সে দোকানে নাই ।
![]() |
---|
আমি তার পরে দোকানের পাশ থেকে নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম।আর দোকান দার কাকা বলে ১০ মিনিট অপেক্ষা করুন আমি আস্তে আছি আমি বললাম আচ্ছা ঠিক আছে। দোকানদার কাকা ঠিক ১০ মিনিট এর ভিতরে এসে পরে আর আমি রাইস কুকার ঠিক করে বাসায় এসে পরি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় কারণ এখন দিন তো অনেক ছোট।
🌺 সন্ধ্যা বেলা 🌺 |
---|
![]() |
---|
বাসায় এসে আমি ওযু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করা হয়ে গেছে দেখে আমাকে আমার মা ডাক দেয়।আমি গিয়ে দেখি মা পেয়ারা কেটে পিছ পিছ করে রাখছে।আর আমাকে তা খাওয়ার জন্য ডাক দিছে।আমি গিয়ে খালা আর মাকে নিয়ে পেয়ারা টা খেয়ে ছিলাম। পেয়ারার সাথে মরিচ এর গুঁড়া এনে ছিলো খাওয়ার জন্য।
![]() |
---|
পেয়ারা খাওয়া শেষ হতে না হতেই দেখি কেক বানিয়ে আমার খালাতো হাজির। আসলে নতুন নতুন কেক বানানো শিখছে যার কারণে শুধু একটার পর একটা বানিয়ে যাচ্ছে।আর আমরাও তা খুশি মনে খেয়ে ফেলি কারণ কষ্ট করে বানায় এটা চিন্তা করে।আর কেক বানানো একদম খারাপ হয় তা না মোটামুটি ভালোই হয়। কেক খেয়ে আমি রুমে এসে একটু ফোন দেখলাম শুয়ে শুয়ে।
💞 রাতের বেলা 💞 |
---|
![]() |
---|
রাত ৪:৩০ টার সময় আমি আর আমার খালা বাহিরে গেয়ে ছিলাম।আর এতো রাতে বাহিরে যাওয়ার কারণ হলো রাতের খাবার আনতে হবে।আমরা বাসা থেকে বের হয়ে চৌ মাথায় গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার খালা পরিচিত একটা দোকান থেকে বাসার ছোট দের জন্য ছোট ২ বার্গার আর বড়দের জন্য বড় ৭ টা বার্গার এর অর্ডার দিলেন।আমরা পাশে গিয়ে বসে ছিলাম তাদের দিতে যতটুকু সময় লেগেছিল।
![]() |
---|
বার্গা এর দোকান থেকে বের হয়ে সিঙ্গারা নিলাম ৭০ পিছ।আর প্রতি পিছ সিঙ্গারার দাম ছিলো ৩ টাকা করে।আমরা এর পরে একটা রিকশা নিয়ে বাসার সামনে চলে আসি। বাসায় এসে সবাই একসাথে বসলাম।
![]() |
---|
আর তার পরে সবাই কে একটা করে বার্গার দিলেন।আর সাথে সস দিয়ে দিলেন। বার্গার খাওয়ার পরে আসলো সিঙ্গারা খাওয়ার পালা।সব কিছু খাওয়া হয়ে গেলো আর এখানেই আমার সেই দিন এর সকল কার্যক্রম গুলো শেষ হয়ে গেলো।
ভাই আমি তো পুরাই অবাক বাংলাদেশে রাত ৪ঃ৩০ মিনিটে ও বার্গারের দোকান খোলা থাকে আরো একটি কথা আমি একটা বার্গার খেলে আর একটা খাওয়ার জায়গা থাকে না পেটে।
ছোটদের জন্য দুইটা করে বার্গার আর বড়োদের জন্য সাতটা বার্গার অর্ডার দিয়েছেন।
আপনার লেখাটি পড়ে নতুন একটি বিষয় জানতে পারলাম এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।
ভাই আমাদের এই খানে ১০ টা পর্যন্ত খোলা থাকে। আপনার বার্গার টা বেশ সুস্বাদু দেখাচ্ছে।আর ভাই ছোটদের জন্য আলাদা আনছি কারণ তারা তাদের মত করে জেনো খেতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার দৈনন্দের কার্যক্রম দুটি ভাগে ভাগ করে তাই আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছেন তার সবগুলো আমাদের সাথে শেয়ার করলেন। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিলেন তারপর আপনার খালার রাইস কুকার নষ্ট হয়ে গেছে তারপর দোকানে গেলে রাইস কুকার সারানোর জন্য। সন্ধ্যা বেলা গুড়ো মরিচ দিয়ে পেয়ারা খেলেন। আসলে নতুন নতুন কিছু শিখলে সেটার উপর অনেক আগ্রহ থাকে। আপনার খালা কেক বানাচ্ছে এবং আপনারা সবাই মিলে খাচ্ছেন। তারপর রাত ৪ঃ৩০ মিনিটে আপনার খালাকে নিয়ে বাহিরে গেলেন খাবার আনতে ছোটদের জন্য দুটো বার্গার আর বড়দের জন্য সাতটা বার্গার অর্ডার দিলেন।
থ্যাংক ইউ দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত যা যা হয়েছে তা সবকিছু আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করলেন।
আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।রাইস কুকার টা তেমন বড় কোন ও সমস্যা হয় নি তাই তাড়াতাড়ি করে ঠিক করে আস্তে পেরেছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনি নামাজ পড়েন যেটা আমার খুব ভালো লাগে। আসলে বাসায় কেউ নতুন কোন রান্না শিখলে আমাদের মত খাদকদের থেকে বেশি খুশি আর কেউ হয় না। তারা রান্নার এক্সপেরিমেন্ট করবে আমরা খেয়ে রেটিং দিবো। আহা কি শান্তি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।আর আমি নামাজ আদায় করে তা আমার ও অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সেটা না করলে কি করে হয় ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ আপনার ইবাদাত কবুল করে নিক আমিন। ভালো থাকবেন ভাই। আমার জন্য দোয়া করবেন।
মরিচ গুঁড়ো দিয়ে পেয়ারা, ছবি দেখেই লোভ লাগছে। রাতে কি তাহলে বার্গার আর সিঙ্গারাই খেয়েছেন? ভাত বা রুটি খাননি? ধন্যবাদ বিকেল থেকে রাত পর্যন্ত কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।আপনি একদম সঠিক কথা বলেছেন পেয়ারা টা খেতে অনেক মজা ছিল আর তার কারণ ছিল মরিচের গুঁড়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
আপনার দৈনন্দিন জীবনের গত পর্ব আমি পড়েছিলাম। আজকে আপনি তার দ্বিতীয় পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার দিনটা বেশ ভালোভাবেই কেটে গেছে। আপনি পরিবারের বিভিন্ন কাজে তাদেরকে সাহায্য করে থাকেন। এবং আপনার খালাতো বোন নতুন নতুন কেক তৈরি করছে। তাই সে একটার পর একটা কেক তৈরি করে আপনাদেরকে খাওয়াচ্ছে।
বার্গার ফাস্টফুড এর মধ্যে খুবই লোভনীয় একটা খাবার। যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও চেষ্টা করি বাহিরে গেলে বার্গার খাওয়ার জন্য
সবাই মিলে সিঙ্গারা এবং বার্গার খেয়ে আপনার দিনটা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ আমার প্রথম পর্ব টা পড়ার জন্য।আমি সব সময় চেষ্টা করি আমার থেকে জানি আমার পরিবার উপকৃত হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
দোকান বন্ধ। তাই বুদ্ধি করে দোকানের সামনে থেকে নাম্বারটা নিয়ে কল দিলেন। দোকানদার বলল ১০ মিনিটের মধ্যে আসতেছি তাই
অপেক্ষা করলে। আর আপনার কালার নতুন কেক বানানো শিখেছে তাই প্রতিনিয়ত একটা কেক বানাচ্ছে। আপনি সত্যিই বলেছেন নতুন কিছু শিখলে শুধু বানাতে ইচ্ছে করে। রাত ৪ঃ৩০ মিনিটে বাইরে গেলেন। মোটামুটি গভীর রাত
বারগা সিঙ্গারা নিয়ে বাসায় আসলেন। সবাই মিলে খেলে আপনার দিনটা শেষ করবে। ধন্যবাদ আপনাকে দ্বিতীয় পর্বটি শেয়ার করার
জন্য।
আসলে দোকান বন্ধ ছিল না দোকান খোলা রেখে সে আর একটা কাজে গেছিল।আর এটা আমি সত্যিই ঠিক কাজ করেছি ফোন দিয়ে না দিলে তো সেই সময় আমি ঠিক করতে পারতাম না। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ভালো। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় কমেন্ট এর জন্য অপেক্ষা করছি আশা করি খুব তাড়াতাড়ি আসবে।
আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।। আজকে খালার রাইস কুকার ঠিক করতে নিয়ে গিয়েছিলেন।। আমার পেয়ারাও খেয়েছে সেই সাথে বিকেলে বাইরে গেছিলেন এবং বার্গার নিয়ে এসেছে।। বার্গার খেতে বেশ ভালোই লাগে আমার।।
আসলে আপনাদের সাথে আমার দিনের কার্যক্রম গুলো ভাগ করা নিলে অনেক ভালো লাগে।আর রাইস কুকার ঠিক করতে বেশি সময় লাগেনি কিন্তু দোকান দার কাকার জন্য অপেক্ষা করতে হয়েছিল। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমিও দেখেছি রাইস কুকার ভালো করতে বেশি সময় লাগে না।। ছোট একটা জিনিস সচরাচর বেশি নষ্ট হয়।।
ভাই কারেন্ট এর জিনিস তো একটু এখান থেকে ওখান হলেই সমস্যা হয়ে যায় আর তাই অল্প সময়ের ভিতরে ঠিক করা সম্ভব হয়ে যায়। আমার পোস্ট পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ইলেকট্রিক জিনিস কোন ভরসা নেই মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়।।
আপনার দিনলিপিটি খুব চমৎকার লাগল।আপনি রাইস কুকারের মিস্তিরির কাছ থেকে রাইস কুকার সারালেন।এরপর পেয়ারা মাখা খেলেন।তবে সব থেকে আশ্চর্যজনক ছিল রাত ৪:৩০ টায় বার্গার কিনতে যাওয়া।
যাইহোক ভালোই কেটেছে আপনার দিনটি।
ভালো থাকবেন আপনি,ধন্যবাদ।