"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 09/10/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-09/10/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog

You've got a free upvote from witness fuli.
Peace & Love!
অনেক সুন্দর একটি রিপোর্ট আর এই রিপোর্টে সেই পোস্ট গুলো স্থান পায় যে পোস্ট গুলোর মান অনেক ভালো।
কি যে ভালো লাগে নিজের পোস্ট এর লিংক কমিউনিটি কতৃক পোস্টে দেখলে!
কাজ করার নতুন শক্তি পাই।
ধন্যবাদ অনেক।
অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি।নিপুণভাবে লাজুক খ্যাঁকের প্রতিদিনের রিপোর্টটি প্রকাশ করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই।
অনেক সুন্দর একটি রিপোর্ট । নিজের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো । সবাইকে অভিনন্দন আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভকামনা রইলো
মোট ৩৬: টি পোস্ট নির্বাচিত করেছেন @shy-fox অনেক অনেক অভিনন্দন রইল তার প্রতি।
লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্টি আমার বাংলা ব্লগের স্বচ্ছতার এক অনির্বাণ জ্যোতি।
সত্যি অনেক আনন্দিত আমার পোস্ট কমিউনিটির নির্বাচিত পোস্টে আছে অনেক ভালো লাগছে এবং সকলের যারা নির্বাচিত হয়েছে সকলের জন্য ভালোবাসা রইলো। তারা জন্য এভাবে কাজ করা যেতে পারে। নিয়মিত তাদের এক্টিভিটিস টা ধরে রাখতে পারে। আমরাও ভালো ভাবে যেন কাজ করতে পারি। সকলের জন্য শুভকামনা।
যারা নির্বাচিত হয়েছে সকলের জন্য ভালোবাসা রইলো। তাদের যেন তাদের এক্টিভিটিসটা ধরে রাখতে পারে। লাজুক খ্যাঁক দক্ষতার সাথে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচিত করেছে।সকলের জন্য শুভকামনা।
খুবই সুন্দর ভাবে কিউরেশন পোস্ট গুলি ধাপে ধাপে উপস্থাপন করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ