DIY - এসো নিজে করি : গোলাপের অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago


৯-ই অক্টোবর, ২০২১


নমস্কার,

আজ আবার হাজির হলাম আরেকটা DIY অরিগ্যামি নিয়ে। অরিগ্যামি এক অদ্ভুত ভালোলাগা। পরিতৃপ্তি। অরিগ্যামি খুব সহজ মনে হলেও, আদপেই সহজ নয়। বেশ শক্ত। তিন বার ট্রায়াল করে তবেই আজকের অরিগ্যামিটা বানাতে পেরেছি। গোলাপে যে সত্যিই কাঁটা থাকে, গোলাপের অরিগ্যামি বানাতে সেটা হাড়ে হাড়ে টের পেলাম। আজকের গোলাপ @nabanitad কে উদ্দেশ্য করে।

উপকরণ

  • আর্ট পেপার
  • পেনসিল
  • স্কেল
  • কাঁচি
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমে ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ১৫ সেন্টিমিটার প্রস্থের কাগজ চৌকো করে কেটে নিলাম।

ধাপ ২:

  • দুদিক কোনাকুনি ভাঁজ করে নিলাম, তারপর লম্বালম্বি মাঝামাঝি ভাবে দুদিক থেকে ভাঁজ করে নিলাম।

ধাপ ৩:

  • দুটো কোনা ধরে কাগজের মাঝের ভাঁজ ভেতরে ঢুকিয়ে দিলাম। একইভাবে অন্যদিকের দুই কোনা ধরে কাগজের মাঝের ভাঁজ ভেতরে ঢুকিয়ে দিলাম। ত্রিভূজের আকার এলো।

ধাপ ৪:

  • ত্রিভূজটির এক পাশের কোনা নিয়ে ত্রিভুজের শীর্ষে লাগিয়ে সামনের দিকটি ভাঁজ করলাম।

ধাপ ৫:

  • ভাঁজের কাগজ গুলো ভেতরে আঙ্গুল দিয়ে আলাদা করে ত্রিভুজের নীচে বিন্দুতে জুড়ে দিয়ে ভাঁজ করে দিলাম।

ধাপ ৬:

  • উপরের ধাপ অনুযায়ী দু দিকেই একইরকম ভাঁজ দিয়ে দিলাম। তারপর বর্গক্ষেত্র তৈরি করে আঙ্গুল দিয়ে চেপে সমান করলাম।

ধাপ ৭:

  • বর্গক্ষেত্রের কোনা ত্রিভুজের মতো ভাজ করে নিলাম।

ধাপ ৮:

  • দুই কোনা ভাঁজ করে কেন্দ্রে মিলিয়ে নিয়ে, কাগজটা উল্টিয়ে নিয়ে নীচের কোণটি উপরে তুললাম। এইভাবে কাগজের দুদিকেই করলাম।

ধাপ ৯:

  • মাঝের ভাঁজ ধরে দুপাশ জুড়ে দিলাম।

ধাপ ১০:

  • কোনার দিক গুলো মুড়ে দিলাম।

ধাপ ১১:

  • উল্টানো ত্রিভুজের মতো কোনাটিকে ধরে উপরে তুলে দিলাম। একইভাবে কাগজের দুদিকেই করলাম।

ধাপ ১২:

  • কাগজটিকে উল্টিয়ে নিয়ে মাঝের ভাজ গুলো এই রকম করে দিলাম।

ধাপ ১৩:

  • কাগজটিকে সোজা বসিয়ে কাগজের মাঝে আঙ্গুল দিয়ে পকেট বানিয়ে নিলাম।

ধাপ ১৪:

  • পকেট গুলোয় আঙ্গুল ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিলাম। তারপর ত্রিভুজের কোনা গুলো অল্প মুড়ে দিলাম। ব্যাস অরিগ্যামি গোলাপ তৈরী।


অরিগ্যামি গোলাপ

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 🙏🏾



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

অসাধারণ ভাবে আপনি রঙিন পেপার দিয়ে গোলাপ এর অরিগামি তৈরি করেছেন সেই সাথে ধাপে ধাপে ফটো তুলে আরো সুন্দর করে বর্ণনা করেছেন।ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

 3 years ago 

ধারনা টা বেশ ভালো লাগলো। অনেকগুলো বানিয়ে যদি ওয়ালম্যাট বানানো যায় তবে ভালোই লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ দাদা, গোলাপের অরিগ্যামি টা আপনি অনেক সুন্দর করে বানিয়েছেন। প্রতিটা স্টেপ এর ছবি এড করে দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার পোষ্ট দেখে এখন যে কোউই গোলাপের অরিগ্যামি তৈরি করতে পারবে। সব মিলিয়ে আসলেই অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য 🥰

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

অসাধারন সৃজনশীলতা। অনেক সুন্দর ভাবে কাজ টি করেছেন।আর বেশ চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।শুভ কামনা

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

কমিউনিটি কর্তৃক ইন্ডিয়ান মডারেটর হিসেবে আপনাকে নিযুক্ত করায় প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

খুব সুন্দর হয়েছে আপনার গোলাপ এর এই প্রজেক্ট। অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে দাদা।একদম সত্যিকারের গোলাপের ফুলের পাপড়ি মতো এবং ভিতরের প্যাচটিও।আপনি ঠিকই বলেছেন যেকোনো diy তৈরি করা খুবই সময়সাপেক্ষ ও কঠিন বিষয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ রিপা 🤗😊

 3 years ago 

ভাইয়া নবনিতা বৌদি কাছে থাকলে নির্ঘাত কানের পাশে গুজে দিয়ে ছবি তুলতো।
গোলাপটির জন্য কাগজ নির্বাচন একদম পারফেক্ট আর বানানোটাও খুব ভালো।

 3 years ago (edited)

সম্ভবত! ভালোই লাগবে। 🤗 ওকে ভিডিও কল করে দেখিয়েছি

 3 years ago 

আজ আবার অনেকদিন পর আপনার
অরিগম চোখে পড়ল। কাগজের ভাজে ভাজ দিয়ে গোলাপের অরিগমটা অসাধারণ তৈরি করেছেন। সত্যি দাদা আমি অভিভূত খুব সুন্দর হয়েছে গোলাপটা। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

অরিগ্যামি বানাতে আমার বেশ মজা লাগে এখন! ধন্যবাদ ইমন 🤗

 3 years ago 

👏👏

 3 years ago 

গোলাপের অরিগামি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার দক্ষতা আছে বলতে হয় কাগজ দিয়ে সুন্দর গোলাপের অরিগামি তৈরি করেছেন। আমাদের মাঝে খুব সুন্দরভাবে মার্জিত ভাষায় পরিবেশন করেছেন। খুবই ভালো লাগার মত একটি ফুল। অনেক শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗♥️

 3 years ago 

গোলাপের অরগ্যামি তৈরি চমৎকার ছিল। লাল জিনিস এমনিতেই ফুটে বেশি সেটা যদি হয় গোলাপের একাংশ তাহলে তো কথায়ই নেই। আপনার উপস্থাপন গুলো চমৎকার লেগেছে আমার কাছে।

 3 years ago 

দাদা গোলাপে কাঁটা থাকে এটা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু ভালোবাসার কাটার আঘাত সয় নিতে হয়। আপনিও এর ব্যতিক্রম নয়। আপনিও ফুল কে অনেক ভালোবাসেন বিদায় গোলাপের এত সুন্দর করে আপনার হাতে কাজ করছেন। আপনি অনেক মিষ্টি ভাষী একজন মানুষ। কালকের হাংআউট আপনার অনেক কথা শুনলাম খুব ভালো লাগলো। আপনার গোলাপের অরিগেমি টা সত্যি অসাধারণ হয়েছে দাদা। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন বুঝিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল দাদা।

 3 years ago 

ধন্যবাদ। এদিনের স্টেজ শো বেশ ভালো ছিলো। দাদা অনেক চিন্তা ভাবনা করে সজীবকে এতো ভালো জন্মদিন উপহার দিলো। 🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41