এসো নিজে করি, কাগজ দিয়ে ওয়ালমেট।।10% beneficially @shy-fox

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি অসাধারণ ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি এখানে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি " কাগজ দিয়ে ওয়াল মেট" তৈরি করেছি। ।


IMG_20211008_165824.jpg


siam,.png

তবে চলুন শুরু করা যাক


উপকরণ সমূহঃ


♦ রঙিন কাগজ

♦ কাচি

♦ এন্টিকাটার

♦ পুঁথি

♦ আঠা

♦ স্কেল


siam,.png

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট


প্রথমে একটি হলুদ রংয়ের কাগজ এভাবে পিস পিস করে কেটে সেগুলো কে এভাবে লাঠি আকারে বানাবো।

IMG_20211008_165421.jpg


siam,.png

IMG_20211008_165449.jpg


siam,.png

এবার এগুলো আঠা দিয়ে ঠিক এভাবে লাগিয়ে নেব।

IMG_20211008_165508.jpg


siam,.png

এবারে লাল রঙের কাগজ গুলো এভাবে লম্বা করে কেটে নিয়ে কুচি কুচি করে কেটে ফুল বানাবো।

IMG_20211008_165356.jpg

IMG_20211008_165335.jpg

IMG_20211008_165312.jpg


siam,.png

এভাবে সবগুলো ফুল হয়ে গেলে তাতে আঠা দিয়ে পুঁথি লাগিয়ে নেব।

IMG_20211008_165251.jpg


siam,.png

এবার যে ফ্রেমটি তৈরি করেছি তাতে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নেব।

IMG_20211008_165234.jpg

IMG_20211008_165219.jpg


siam,.png

এবার নিচের দিকে ফুলগুলো লাগিয়ে নেব ঠিক এভাবে।

IMG_20211008_165128.jpg

IMG_20211008_165042.jpg


siam,.png

এবারে কিসতা ঠিক এভাবে পিছনদিকে লাগিয়ে নেই
হুকের মত করে।

IMG20211008143356.jpg

IMG_20211008_164607.jpg


siam,.png

তৈরি হয়ে।গেল রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট।

IMG_20211008_164835.jpg

IMG_20211008_164717.jpg

IMG_20211008_164607.jpg


siam,.png

আশাকরি আপনাদের ভাল লেগেছে আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট টি।
আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সবসময় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবারো ফিরে আসবো আগামী দিনে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে।
আল্লাহ হাফেজ।

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

আপু আপনি সব দিক দিয়ে অনেক ট্যালেন্ট আপনার এই ওয়ালমেট সেটাই প্রকাশ করছে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ♥

 3 years ago 

বাহ্ আপু আপনি অনেক সুন্দর ভাবে কাগজ দিয়ে ওঢালমেট তৈরি করেছেন,বিশেষ করে ওয়ালমেট এর চারদিকের ফুল গুলো যখন তৈরি করেছেন, কাচি দিয়ে কাগজ গুলো কেঁটেছেন এবং তাতে পুতি লাগানোর পরে ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু💜

 3 years ago 

খুবই চমৎকার ভাবে উৎসাহ দিয়ে আমার প্রেরণা যোগাচ্ছেন এ জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

চমৎকার হয়েছে আপু আপনার ওয়ালম্যাটটি। বিশেষ করে পুঁথি ব্যবহার করার জন্য জিনিসটার সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে। আপনি আসলেই একজন সৃজনশীল মানুষ। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য শুভকামনা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া এত চমৎকার করে আমাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করার জন্য♥

 3 years ago (edited)

সত্যি আপু আপনার হাতে জাদু আছে। আপনি এত সুন্দর করে পরিবেশন করেছেন এবং উপস্থাপন
করেছেন অনেক সুন্দর ছিল। আমাদের মাঝে খুব সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। এত দক্ষভাবে জিনিসটি সম্পন্ন করেছেন একজন সূক্ষ্মভাবে ভালো লাগলে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য♥

 3 years ago 

ভালোই বানিয়েছেন। তবে আপনার জন্য একটা পরামর্শ থাকবে সেটি হচ্ছে যে ফটো সম্পর্কে লিখবেন,ডিসক্রিপশন টা সেই ফটোর নিচে রাখার চেষ্টা করবেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া চমৎকার পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য♥

অসাধারণ হয়েছে আপু আপনার ওয়ালমেটটি।দেওয়ালের কালারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচও করেছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

প্রতিনিয়ত এভাবে উৎসাহ দেয়ার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ♥

 3 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছে। সত্যিই আপনার প্রশংসা পাওয়ার যোগ্য । আমরা যারা এমন কিছু তৈরি করতে পারি না আশা করি আপনাদের এই পোস্ট দেখে শিখে নিতে পারব।

 3 years ago 

আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও দোয়া রইল সেই সাথে প্রত্যাশা রইল আগামিতে খুব চমৎকার চমৎকার জিনিস তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 3 years ago 

আপনি অনেক দক্ষতার সাথে ওয়ালমেট তৈরি করেছেন আপনার ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ♥

আপু আপনার মাঝে যে একটা সৃজনশীলতা আছে তা আমরা আগে থেকেই জানি। আজকের পোষ্টটি ও আপনার অনেক ভালো হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

 3 years ago 

আপুর কাজগুলোতে অনেক নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায় এবং সত্যিই অসাধারন ছিল এটি। এটি বাসায় রেখে দিলে বাসার সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দিবে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া♥

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62467.35
ETH 3004.85
USDT 1.00
SBD 3.87