"এসো নিজে করি" (DIY Event) মিনি এয়ারকুলার তৈরি। ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমার বাংলা ব্লগ কমিউনিটি সবচেয়ে ভালো এবং ইউনিক উদ্যোগগুলো এসো নিজে নিজে করি। এসো নিজে করি সপ্তাহে আমরা বিভিন্ন ধরনের সৃজনশীলতা দেখতে পারি। আর আমরা আমাদের নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারি। আজকে আমি তৈরি করব মিনি এয়ার কুলার।আবহাওয়া অনেক গরম তাই ভাবলাম গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য হলেও কিছু তৈরি করতে হবে তাই ঠিক করলাম একটা এয়ার কুলার তৈরি করব তাহলে চলুন শুরু করা যাক।


IMG_20211009_140909.jpg


উপকরন

  • মিস্ট মেকার।
  • আয়তকার একটি বক্স।
  • ২ টা কুলিং ফ্যান।
  • গ্লুগান আঠা।
  • ইলেকট্রনিক তার।
  • ইলেকট্রনিক পাওয়ার।
  • রঙিন পেপার ।
  • কাটার।
  • বোতল।
  • ঠান্ডা পানি।

কাজের ধারা


  • ধাপ-১ঃপ্রথমে আয়তকার বক্সকে কুলিং ফ্যানের মাপে কেটে নিবো।

IMG20211009100251_00-01.jpeg

IMG20211009100629_00-01.jpeg


  • ধাপ-২ঃ বক্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বক্সের চরিপাশে রঙিন পেপার আঠা দিয়ে লাগিয়ে দেবো।

IMG20211009100827_00-01.jpeg

IMG20211009101934_00-01.jpeg


  • ধাপ-৩ঃবক্সের বিপরীত দিকেও কুলিং ফ্যানের মাপ থেকে একটু বড় করে কেটে নিবো।এবং সেই জায়গায় নেট দিয়ে আটকিয়ে দেবো।

IMG20211009104410_00-01.jpeg

  • ধাপ-৪ঃতারপর কুলিং ফ্যানকে গ্লুগান আঠার সাহায্যে লাগিয়ে দেবো।

IMG20211009102734_00-01.jpeg


  • ধাপ-৫ঃএবার কুলিং ফ্যানের নিচে একটি পাত্র আঠা দিয়ে লাগিয়ে দেবো যাতে ওই পাত্রের মাঝে বোতল বসানো যায়।

IMG20211009111134_00-01.jpeg


  • ধাপ-৬ঃএখন একটি ২৫০ মিলি একটি বোতল নিবো।বোতলটিকে মাথার দিক থেকে কিছু অংশ কেটে নিবো।

IMG20211009112548_00-01.jpeg

IMG20211009112720_00-01.jpeg


  • ধাপ-৭ঃকুলিং ফ্যানের তার গুলো ডিসি পাওয়ার এর সাথে সেট করতে হবে।

IMG20211009113433_00-01.jpeg


  • ধাপ-৮ঃএখন মিস্ট মেকার মেশিনটি বোতলের ভিতর দিতে হবে।আর বোতল ভিতরের পানি দিতে হবে।পানির পরিমান এমন হবে যাতে মিস্ট মেকার মেশিনটি ডুবে থাকে। সমস্ত তারগুলো বক্সের এক দিক দিয়ে বের করে দিতে হবে

IMG20211009122918_00-01.jpeg

IMG20211009113607_00-01.jpeg


  • ধাপ-৯ঃএখন পাওয়ার সাপ্লাই দিয়ে দিবো।তারপর দেখতে পাচ্ছি বোতলের পানি বাষ্প আকারে বের হয়ে কুলিং ফ্যানের মাধ্যমে বাইরের দিকে বের হচ্ছে।

IMG20211009120249_00-01.jpeg


IMG20211009121047_00-01.jpeg


  • ধাপ-১০ঃএরপর বক্সের যে দিক দিয়ে বাতাস বের হবে সেই দিকে ২ টা কাগজ লাগিয়ে দিবো।যাতে বাতাস একটি নিদিষ্ট পথে প্রবাহিত হয়।

IMG20211009120049_00-01.jpeg


বাতাসের ভিডিও



ভিডিওতে দেখতে পাচ্ছেন ভালো বাতাস প্রবাহিত হচ্ছে।আর ভিতরের পানি ঠান্ডা হওয়ায় অনেক ঠান্ডা বাতাস প্রবাহিত হয়।


এভাবেই তৈরি হয়ে গেলো মিনি এয়ার কুলার।
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago (edited)

বর্তমানে এত গরম পড়েছে এ প্রত্যেকটি বাসায় একটি এয়ার কুলার থাকা দরকার কিন্তু অনেকের সামর্থ্য হয় না। আপনি খুব সহজভাবে একটি মিনি এয়ার কুলার তৈরি করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে।। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান।❤️❤️

 3 years ago 

দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।নতুন একটা জিনিসের আবির্ভাব ঘটিয়েছেন ভাইয়া।দেখে তো মনে হচ্ছে অনেক পরিশ্রম করে তৈরি করেছেন।শুভকামনা রইল।

 3 years ago 

জ্বি মামা অনেক পরিশ্রম হয়েছে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার মেধাকে প্রশংসা না করে পারলাম নাহ।সৃজনশীল মনোভাব নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।এয়ার কুলার এসি বানানোর প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এতো সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও ভাইয়া!!
এটা তো দারুণ ক্রিয়েটিভিটির কাজ!
আপনি তো অনেক ভালো কাজ করতে পারেন।
আমার মাথায় তো সব তালগোল পাকিয়ে যাবে। দেখতেও ভালো হয়েছে।

অনেক সুন্দর একটা আইডিয়ার মাধ্যমে আপনে একটা মিনি এয়ার কুলার তৈরি করে ফেলেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া আপনি প্রশংসার দাবিদার এত সুন্দর একটি আইডিয়া আমাদের মাঝে উপস্থাপন করলেন। খুবই ভালো লাগলো আসলেই এয়ার কুলার ছোট অনেক ছোট ছোট জিনিস দিয়ে প্রয়োজনীয় উপকরণ দিয়ে আপনি তৈরি করলেন। যা দেখার মত ছিল আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সৃজনশীল বুদ্ধির প্রশংসা না করে আর পারলাম না আপনি খুব সুন্দর করে ইয়ার কুলার টি বানিয়েছেন সেই সাথে সুন্দর করে ফটো তুলে ধাপে ধাপে বর্ণনা করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️

মিনি এয়ারকুলার তৈরি অনেক ধৈর্য্য ও দক্ষতার সাথে কড়েছেন। সত্যিই আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার নতুন সৃজনশীলতা। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ্ আপনার পোস্ট টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর পোস্ট করার জন্য।

মিনি এয়ারকুলার তৈরি অনেক ধৈর্য্য ও দক্ষতার সাথে প্রয়োজন তা আপনি করে দেখিয়েছেন। এই পোস্টের মাধ্যমে সৃজনশীলতার জানান দিয়েছেন আপনি। শুভকামনা রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42