DIY-(এসো নিজে করি):কাগজ দিয়ে গিফট(gift) কার্ড তৈরি||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ

২৪শে আশ্বিন, ১৪২৮
9th Oct.-2021 🍂

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি সকলের সামনে হাজির হলাম আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে।এটি আমার সাপ্তাহিক DIY event এর দ্বিতীয় পোস্ট।আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার পোস্টের সাথে থাকবেন।

কাগজ দিয়ে তৈরি গিফট কার্ড


PicsArt_10-09-10.26.38.jpg


প্রয়োজনীয় উপকরণঃ

20211009_163845.jpg
১.অফসেট পৃষ্ঠা,
২.রঙিন পৃষ্ঠা(২টি-গোলাপি এবং টিয়া)
৩.গাম,
৪.স্কেল,
৫.কাঁচি।


গিফট কার্ডটি বানানোর প্রক্রিয়া নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

১ম ধাপঃ

20211009_164127-1.jpg

প্রথমে অফসেট পৃষ্ঠাটি মাঝ বরাবর ভাজ করে করে এর জোড়া লাগানো অংশে স্কেল দিয়ে এভাবে মার্ক করে নিতে হবে।

২য় ধাপঃ

20211009_164216.jpg

20211009_164357.jpg

এবার কাঁচি দিয়ে উপরের ছবির ন্যায় মার্ক করা অংশটি কাটতে হবে।এবার কাটা অংশটি পিছনের দিকে ভাজ করে দিতে হবে।

৩য় ধাপঃ

20211009_164538.jpg

এবার উপরের নিয়মে আরো দুইবার মার্ক করে কাগজ কাটার পর পিছনের দিকে ভাজ করে দিতে হবে।

৪র্থ ধাপঃ

20211009_165611.jpg

পিছনের দিকে ভাজ করে দেওয়ার ফলে পৃষ্ঠার অপর অংশ এরূপ সিড়ির ন্যায় দেখাবে।

৫ম ধাপঃ

20211009_170209.jpg

20211009_172128.jpg

এবার একটি গোলাপি কাগজ চিকন করে কেটে সিড়ির ন্যায় অংশটিতে উপরের ছবির মতো গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

৬ষ্ঠ ধাপঃ

20211009_172410.jpg

এবার কার্ডটির উপর গোলাপি কাগজ দুইভাজ করে কেটে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

৭ম ধাপঃ

20211009_174008.jpg

20211009_174118.jpg

এবার কার্ডটির উপরের অংশে উপরের ছবির ন্যায় টিয়া কাগজটি কেটে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

৮ম ধাপঃ

20211009_174611.jpg

20211009_174940.jpg

এবার গোলাপি কাগজ কেটে ছোট এবং টিয়া কাগজ কেটে বড় প্রজাপতি বানিয়ে উপরের ছবির ন্যায় গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

৯ম ধাপঃ

20211009_220646.jpg

এবার প্রজাতির জোড়াটি গাম দিয়ে কার্ডটির উপরের অংশে লাগিয়ে দিতে হবে।

১০ম ধাপঃ

20211009_220736.jpg

20211009_221230.jpg

এবার ভিতরের অংশে হালকা আর্ট করলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ গিফট কার্ড তৈরির প্রক্রিয়া।

তো এই ছিল আমার আজকের পোস্ট-কাগজ দিয়ে গিফট কার্ড তৈরির প্রক্রিয়া।আমি যখন স্কুলে পড়তাম তখন বন্ধুদের জন্মদিনে গিফট দেওয়ার জন্য এমন রং-বেরঙের কার্ড বানাতাম।আজ অনেক দিন পড় সুযোগ পেলাম তাই অতীতের সেই পুরনো কার্ডটি আবার নতুন করে বানিয়ে ফেললাম।

আমার পোস্টে আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।সর্বোপরি আমার আজকের কার্টুনের ছবিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️


শুভেচ্ছান্তেঃ@abir10


আমার পরিচয়ঃ

FB_IMG_16326465518590940.jpg

আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
Sort:  
 3 years ago 

এখনো স্পষ্ট মনে আছে যখন ছোট ছিলাম তখন ঈদের সময় ঈদ কার্ড কিনে প্রিয়জনদের ঈদ গিফট করতাম। খুব সুন্দর ভাবে আপনি একটি গিফট কার্ড তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।।

ছোটবেলার সেই স্মৃতিময় দিনগুলো সবই এখন অতীত।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

গিফট কার্ডটি অনেক সুন্দর হয়েছে। চাইলেই কার্ড না কিনে এভাবে বানায় দিলে অনেক খুশি হবে। অনেক ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বরাবরই আপনি খুব সুন্দর ডাই পোস্ট আমাদেরকে উপহার দেন় তেমনি আজকে আপনার বানানো গিফট কার্ড টি অনেক সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।❤️

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে গিফট কার্ড বানিয়েছেন।আর অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।অনেক ভালো লেগেছে আমার।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️

 3 years ago 

আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। ভাইয়া ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কিছুদিন আগেও সবাই এভাবে নিজের হাতে তৈরি করে গিফট কার্ড দিতো।তবে আজকাল গিফট শপের রঙ্গিণ রঙ্গিণ গিফট কার্ডের বদৌলতে এসব আজকাল দেখাই যায়না। খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সুন্দর একটে গিফট কার্ড রঙিন কাগজের মাধ্যমে তৈরি করেছেন।চাইলেই কার্ড না কিনে এভাবে বানায় দিলে অনেক খুশি হবে। সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন‍্য।

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যেও শুভকামনা রইলো।

 3 years ago 

কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি গিফট কার্ড তৈরি করেছেন ভাই। দেখতে অনেক সুন্তর লাগছে। আপনার তৈরি গিফট কার্ড টা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।❤️

 3 years ago 

কাগজ দিয়ে গিফট(gift) কার্ড তৈরি করা কাজটি অনেক ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57213.13
ETH 2415.72
USDT 1.00
SBD 2.40