DIY - এসো নিজে করি : একটি গাছের উপর বসে থাকা টিয়া পাখির ম্যান্ডেলা চিত্রাংকন || ১০% 'লাজুক-খ্যাক'এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি গাছের উপর বসে থাকা টিয়া পাখির ম্যান্ডেলা অংকন করব। আপনারা সকলে দেখবেন । ১০% @shy-fox এর জন্য বরাদ্দ

একটি গাছের উপর বসে থাকা টিয়া পাখির ম্যান্ডেলা চিত্র অংকন

IMG20211005222946-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

IMG20211005223223.jpg

  • মার্কার পেন
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • রাবার
  • হলুদ কালার, কালো কালার।

siam,.png

১ম ধাপ

IMG20211005212623.jpg

👈 প্রথমত সাদা কাগজ দিলাম সাদা কাগজে মার্কার পেন দিয়ে একটি ডালের আকৃতি করলাম ডাবল দাগ দিয়ে।

২য় ধাপ

IMG20211005212923.jpg

তারপর টিয়া পাখির মাথাটা অঙ্কন করলাম এবং ঠোট অঙ্কন করলাম 👉

৩য় ধাপ

IMG20211005213235.jpg

👈 তারপর টিয়া পাখির দুইটা পাখা অঙ্কন করলাম বামপাশে এবং ডান পাশে একটি ছোট একটি বড় মার্কার পেন দিয়ে।

৪র্থ ধাপ

IMG20211005213555.jpg

তারপর আবার নিচের পাখা মার্কার পেন দিয়ে এবং পাখার একটু নকশা তৈরি করলাম 👉

৫ম ধাপ

IMG20211005214210.jpg

👈তারপর ঠোঁটটা মার্কার পেন দিয়ে কালো করে দিলাম এবং মাথার অংশটুকু মার্কার পেন দিয়ে সাদা সাদা ফোটা ফোটা করে নকশা তৈরি করলাম।

৬ষ্ঠ ধাপ

IMG20211005215846.jpg

তারপরও টিয়াপাখির পা অংকন করলাম এবং ডালটি কালো পেন দিয়ে কালো করে নিলাম এবং টিয়া পাখির দুইটা উপরে পাখা ডানপাশের পাখার নকশা তৈরি করলাম এবং বাম পাশে তৈরি করলাম ম্যান্ডেলার নকশা 👉

৭ম ধাপ

IMG20211005220226.jpg

👈তারপর দুই পাশের ম্যান্ডেলা সম্পন্ন করলাম মাঝখানে ফাঁকা ছিল ওইটা আরো নকশা তৈরি করলাম।

৮ম ধাপ

IMG20211005221359.jpg

।তারপর মার্কার পেন দিয়ে টিয়া পাখি এর উপরের পাখাগুলো ম্যান্ডেলা নকশা তৈরি করালাম। নিচের পায়ের পাখাগুলো আমি তৈরি করলাম ম্যান্ডেলার নকশা করে ফোটা ফোটা দাগ দাগ দিয়ে অনেক সুন্দরভাবে একটি নিজের মতো করে ম্যান্ডেলা তৈরি করলাম।

৯ম ধাপ

IMG20211005222013.jpg

তারপর টিয়া পাখি ডালে বসে ছিল তারপর একটি গাছ অংকন করলাম মার্কার পেন দিয়ে গাছের ভিতর অংশ কালো করলাম। নিচের অংশ গুলি করে দিলাম। গাছের পাতা মতন সুন্দর একটি দৃশ্য তৈরি করলাম 👈

১০ম ধাপ

IMG20211005222555.jpg

তারপর ডালের এবং একটি অংশ পাতা তৈরি করলাম দুই ধারে পাতাগুলো হলুদ করে দিলাম এবং গাছের পাতাগুলো কালো কালার দিয়ে রং করে দিলাম। অবশেষে আমার অংকটি শেষ হয়ে গেছে

অবশেষে

IMG20211005223108.jpg

অবশেষে আমি আমার অঙ্কনের সাথে একটি সেলফি তুললাম। আশাকরি আপনার জানাবেন কেমন হয়েছে আমি ট্রাই করলাম। একটি টিয়া পাখির ম্যান্ডেলা তৈরি করার জন্য।আশাকরি কেমন হল জানাবেন আমি আবার নতুন কিছু নিয়ে হাজির হব

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া আপনার আর্ট। বিশেষ করে টিয়ে পাখির মধ্যে যে ডিজাইন গুলো আপনি করেছেন সব গুলো খুবই সুন্দর এবং পরিপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর মন্তব্য করার জন্য

চমৎকার হয়েছে ভাইয়া আপনার টিয়ার আর্টটি।সম্পূর্ণটা কালো হওয়াতে ছবিতেও একটা ইউনিক ভাব এসেছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন আপনার চিত্রটি যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে খুবই ভাল হয়েছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এটা কিভাবে সম্ভব?? অনেক কঠিন একটা কাজ করে দেখেছেন আপনি আমাদের.। প্রতিটি কাজ পর্যায়ক্রমে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

অনেক অনেক অভিনন্দন আপনার এই সুন্দর ক্রিয়েটিভ টিয়া পাখির জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা রইলো

 3 years ago 

ভাই আপনার অঙ্কন চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে টিয়া পাখির মান্ডালা আর্ট করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা আট করেছেন ভাই। দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও দারুন আমি অবাক হয়ে দেখছি কত নিখুতভাবে আপনি ছবি টি একেছেন।

আমার খুবই ভালো লেগেছে।

 3 years ago 

😊😊আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু😊

 3 years ago 

আপনার আঁকা টিয়া পাখির ছবিটি অসাধারণ হয়েছে ভাই। ধাপ আকারে খুব সুন্দর ভাবে ছবি আঁকানোর উপায় তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার টিয়া পাখির চিএটি।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57184.88
ETH 3097.33
USDT 1.00
SBD 2.41