টপ এক্টিভ লিস্টে আসার সহজ উপায় || 10% Beneficiaries @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

সবার সুস্থতা কামনা করছি


অনেকের মনে একটি প্রশ্ন থাকতে পারে , এত এক্টিভ থাকি তাও ক্যান টপ এক্টিভ লিস্টে আমার নামটা নেই। তাদের জন্য আজকের এই পোস্ট টা আশা করি উপকার হতে পারে। আমি পোস্ট টাকে ৪ টি পয়েন্ট এ ভাগ করবো।

IMG_7212.JPG

ফটোগ্রাফারঅবস্থানডিভাইস
@saifulrajuআদাবর ঢাকাCanon 750

siam,.png

পয়েন্ট


  • ভোট দেয়া
  • কমেন্ট করা
  • ডিসকর্ডে একটিভ থাকা
  • গঠন মূলক কমেন্ট করা।

ভোট দেয়া


আমরা অনেকেই সাধারনত এমন চিন্তা করি যে আমার নিজের এস পি পাওয়ার নেই আমি ভোট দিলে কি আর লাভ হবে। এই চিন্তা করে ভোট দিতে চাই না। ভাই (এস পি) পাওয়ার কি? এস পি পাওয়ার হচ্ছে স্টিম পাওয়ার। লিকুয়িট স্টিম যখন আমরা পাওয়ার আপ করি সেটাই স্টিম পাওয়ার। স্টিম পাওয়ার করে লাভ কি? স্টিম পাওয়ার আপ করলে নিজের সক্ষমতা বৃদ্ধি পায় আমার ধারনা মতে। এবার বলি, আপনার এস পি পাওয়ার না থাকলেও আপনার আর সি পাওয়ার এর উপর লক্ষ রেখে আপনি অন্যের পোস্টে ভোট দেয়ার চেস্টা করুন। এতে করে তার পোস্ট রিচ করার জন্য আপনি হেল্প করলেন, সেই সাথে আপনি তার সাথে পরিচিত ও হয়ে গেলেন। এবার বলি আর সি কি, আর কিভাবে দেখে। আপনি গুগলে যদি স্টিমনাও লিখে সার্চ করেন তাহলে একটা সাইড চলে আসবে যেখানে উজার নাম এর জায়গাতে আপনার উজার নাম দিলে চলে আরবে আর সি এর সব ডিটেইল।

image.png

ক্যনভা এ্যাপ দিয়ে এডিট করা

siam,.png


কমেন্ট করা

টপ এক্টিভ লিস্টে আশার জন্য কমেন্ট এর গুরুত্ব অপরিসীম। একমাত্র খুব তাড়াতারি পরিচিতি লাভ করা যায় কমেন্ট এর মাধ্যমে। এবার বলি খুব সহজে কিভাবে বেশি কমেন্ট করা যায়। ধরে নিন আপনি ২০ টা কমেন্ট করবেন। তাহলে এই ২০ টাকে আমি ৫ ভাগে ভাগ করে নিলাম তার মানে ৪ বার। যদি সকালে শুধু মাত্র ৪ টা কমেন্ট করি খুব বেশি সময় কি লাগবে? লাগবে না। এবার দুপুর, বিকেল আর রাতের হিসেব করলে ৪ টা সময়ে ৫ টি করে কমেন্ট করলে ২০ টি কমেন্ট হয়ে যাবে একদম সহজেই। আসলে আমরা কম বেশি সবাই কাজ করি। কিন্তু নিয়মের ভিতর করলে সেটা খুব সহজে হয় এবং সফলতাও পাওয়া যায়।

image.png

siam,.png

ডিসকর্ডে একটিভ থাকা

ডিসকর্ডে একটিভ থাকা খুব জরুরি। দাদা নিজে বলেছেন এই কমিউনিটি টা একটা পরিবারের মতন। এখানে শুধু কাজ না ভালো লাগাও থাকবে। আর এই ডিসকর্ডে খুব সহজে একজন আরেকজনের সাথে পরিচিতি পেতে পারে। প্রতি সপ্তাহে ডিসকর্ডের হ্যাং আউটে উপস্থিত থাকা ডিজে পার্টিতে জয়েন থাকা এগুলার মাধ্যমে নিজেকে পরিচিত করা খুব সহজ বলে আমি মনে করি।

image.png

siam,.png

গঠন মূলক কমেন্ট করা


গঠন মূলক কমেন্ট এর গুরুত্ব শুধু স্টিমিটে না বরং সব জায়গাতেই মানুষ পছন্দ করে থাকেন। একজন মানুষ খুব পরিশ্রম আর সময় নিয়ে যখন একটা পোস্ট করে আর সেই পোস্টে গঠন মূলক কমেন্ট পায় তখন তার কাছে কষ্ট টা সার্থক মনে হয়। কিন্তু যদি সেখানে ১ কথায় লিখা থাকে শুভকামনা রইল বা এই টাইপ অন্য কিছু সত্যি খুব খারাপ লাগে তখন। তাই এমন ভাবে কমেন্ট করতে হবে যেন আপনার পোস্টে অন্য কেউ কি লিখলে আপনি খুশি হবেন ঠিক তেমন কিছুই লিখার চেষ্টা করুন। ইনশাল্লাহ এই কয়েকটি বিষয় লক্ষ রাখলে আশা করি সহজেই টপ লিস্টে আশা সম্ভব।

image.png

siam,.png

সবগুলো ছবি ক্যানভা এ্যাপ দিয়ে এডিট করা।


IMG_20210902_121242.png

আমি সাইফুল ইসলাম রাজু ।

ডিপ্লমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।
ঢাকা মোহাম্মাদপুর থেকে কাজ করি ।
মুন্সিগঞ্জ এর ছেলে ।
বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ উইমেন ই-কমার্সে কাজ করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

Sort:  

ভাইয়া আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি শিক্ষনীয় পোস্ট করেছেন। এই পোস্টের মাধ্যমে যারা নতুন তারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে। সুন্দর একটা পোস্ট শেয়ার করার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন, বিশেষ করে যারা নতুন তারা এখানে এসে কাজ করে তাদের মনেই প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা খুব সুন্দর ভাবে আপনি দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাই।

 3 years ago 

নিঃসন্দেহে এটি একটি বেস্ট উপকারী পোষ্ট আমি মনে করি এই ধরনের পোস্টগুলোর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ খুব সুন্দর করে বুঝে আমাদের পড়া উচিত অবশ্যই এক্টিভ লিস্ট এবং সুপার একটিভ লিস্টে থাকতে হলে এই পোস্টটি খুবই সুন্দর করে আমাদেরকে পড়তে হবে

ভোট দেয়া
কমেন্ট করা
ডিসকর্ডে একটিভ থাকা
গঠন মূলক কমেন্ট করা।

আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপরোক্ত বিষয়গুলি বর্ণনা করেছেন আমি মনে করি একটিভ এবং সুপার একটিভ লিস্টে থাকতে হলে আপনার এই বর্ণনাগুলো ফলো করতে হবে।তাহলেই আমরা আমাদের কাঙ্খিত ফলাফল পেয়ে যাব।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে বিষয়টা ক্লিয়ার করে লিখেছেন। এতে যারা ভোট পাইনা তারা বুঝতে পারবে কেনো তারা একটিভ লিস্ট এ থাকে না।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।❤️❤️❤️

 3 years ago (edited)

যত পড়ি তত শিখি। যদিও আমি এক্টিভ লিস্টে আছি কিন্তু তার পরেও আপনার পোস্ট টা পড়ে আবার নতুন কিছু ধারণা পেলাম। আমার কোথায় সমস্যা ছিল সেটা বুঝতে পারলাম। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

শিক্ষা মুলক পোস্ট করেছেন ভাই আপনি। টপ লিস্টে যাওয়ার জন্য এই চারটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।❤️❤️❤️

 3 years ago 

ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। এ পোস্টটি সবার জন্য খুবই উপকারী। নতুনদের জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি পোস্ট। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয়ের উপর পোষ্ট করার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।❤️❤️❤️

 3 years ago 

অ্যাক্টিভ লিস্টে থাকা খুব সহজ উপায়ে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুব ধন্যবাদ আপনাকে সুন্দর এই সাহায্যমূলক পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

শুভেচ্ছা নিবেন

 3 years ago 

ভাইয়ের পোস্টটি খুব সুন্দর হয়েছে। দিক নির্দেশনাগুলো অনেক উপকারী। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট লেখার জন্য।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

 3 years ago 

খুব গুছিয়ে লিখেছেন ভাইয়া।
তাইতো বলি আজ এতোক্ষণ ধরে কি লিখছেন। খুব ভালো কিছু নিয়ে লিখেছেন।অনেকের উপকার হবে এই পোস্ট পড়ে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38