"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 21/11/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-21/11/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog

আসলে এখানে যারা থাকে প্রতিটা পোস্ট কোয়ালিটি সম্পন্ন. এটা খুবই আনন্দের বিষয় এবং সকলে অনেক ভালো কাজ করছে এবং সবথেকে কোয়ালিটি পোস্টগুলো নির্বাচন করা হয়েছে।সকলের জন্য শুভকামনা রইল এবং এখানে যারা আছে তাদের প্রতি ভালোবাসা রইল। তারা যেন ভালোভাবে কাজ করে যেতে পারে। নিজের মনোবল শক্ত রেখে। সবার জন্য শুভকামনা রইলএই রিপোর্টে যাদের নাম শোভা পাচ্ছে। তাদের সবাইকে অভিনন্দন।
আজকের প্রতিবেদন দেখে ভালো লাগলো। সকল কমিউনিটি মডারেটর এবং প্রশাসক এবং কিউরেটরদের ধন্যবাদ সকল সদস্যদের সমর্থন করার জন্য।
সম্প্রদায়ের জন্য শুভ কামনা
লাজুক খ্যাঁক মানেই অন্যরকম ভালোবাসা। কারণ লাজুক খ্যাঁক এর একটা সাপোর্ট মানে আমাদের জন্য অনেক বেশি কিছু। আসলে কোথাও এতোটা সাপোর্ট, এতোটা ভালো ভাবে সবকিছু করা হয় কিনা আমার জানা নেই! আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
@shy-fox থেকে মর্যাদা প্রাপ্ত সকলের জন্য আন্তরিক অভিনন্দন। সকলেই তাদের কাজের গুণগত মান ভালো করার জন্য শাই ফক্স তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যা সত্যি আমাদের জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়।
শুভকামনা অবিরাম
আমার বাংলা ব্লক স্বচ্ছতা বজায় রাখে এবং মান সম্পন্ন পোষ্টকে কিউরেট করে এবং তাদেট কোয়ালিটি বজায় রাখার জন্য সহায়তা করে।ধন্যবাদ আমার বাংলা ব্লক কমিউনিটির আডমিন, মডারেট এবং রিজনাল রিপেজেন্টেটরদের।
লাজুক খ্যাঁকের রিপোর্ট আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। তাই এই রিপোর্টে যাদের নাম স্থান পেয়েছে সবার জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।