"মজাদার ডিমের শামি কাবাব রেসিপি" ||একবার খেলে বারবার খাবেন|| ১০% লাজুক খ্যাঁক 🦊 এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

♨️ আসসালামু-আলাইকুম ♨️



20211117_181330.jpg

"মজাদার ডিমের শামি কাবাব"

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

সবাইকে স্বাগতম 💐

আমি @limon88 🙋‍♂️আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💞

আজকে আমার সব থেকে পছন্দের একটি নাস্তার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করবো। "মজাদার ডিমের শামি কাবাব রেসিপি" ||একবার খেলে বারবার খাবেন|| খেতে অনেক মজাদার। চলুন তাহলে রেসিপি তৈরি করা যাক!

divider-2461548__480.webp

প্রয়োজনীয় উপকরণ

20211117_072439.jpg

"উপকরণ সমুহ"

উপাদানপরিমাণ
ডিমতিনটি
আলুদুইটি
বেসনহাপ কাপ
পেঁয়াজ কুচিহাপ কাপ
ধনিয়া গুড়াহাপ চা চামচ
ধনিয়া পাতা কুচিসামান্য
মরিচ গুঁড়াহাপ চা চামচ
কাঁচা মরিচ কুচিচারটি
হলুদ গুঁড়াহাপ চা চামচ
জিরা গুঁড়াহাপ চা চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো
তৈরীর প্রক্রিয়া

IMG_20211116_215146-01-01.jpeg

"মজাদার ডিমের শামি কাবাব"

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_192724.jpg

IMG_20211116_194340.jpg

IMG_20211116_193602.jpg

IMG_20211116_201829.jpg

আমি প্রথমেই দুইটি ডিম আর দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি গেটার দিয়ে গেরেট করে নিলাম। এবারে আমি বেসন গুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_202122.jpg

IMG_20211116_202249.jpg

IMG_20211116_202226.jpg

IMG_20211116_202338.jpg

এবারে আমি একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি,একটু লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি সমস্ত উপকরণ গুলো দিয়ে দিলাম এবারে আমি সব গুলোকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_202442.jpg

IMG_20211116_211956.jpg

IMG_20211116_202312.jpg

IMG_20211116_213317.jpg

আমি অনেক সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে আমি হাতের সাহায্যে ডিমের শামি কাবাব বানিয়ে নিলাম। এবারে আমি একটি বাটিতে ডিম ভেঙে নিলাম।

তৈরির প্রক্রিয়া চলছে

IMG_20211116_213443.jpg

IMG_20211116_214200.jpg

IMG_20211116_213547.jpg

IMG_20211116_214734-01.jpeg

এই পর্যায়ে আমি ডিমটিকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে আমি ডিমের শামি কাবাব গুলোকে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। এবারে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল গরম করে ডিমের শামি কাবাব গুলোকে আস্তে আস্তে ভেঁজে নিলাম। ভেঁজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নিলাম।

পরিবেশন

IMG_20211116_215146-01-01.jpeg

মজাদার ডিমের শামি কাবাব তৈরি হয়েছে। এবারে আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে সাজিয়ে নিলাম। মাঝখানে নিলাম টমেটো সস আর শশা।

সেলফি

IMG_20211116_215530-02.jpeg

মজাদার ডিমের শামি কাবাব হাতে নিয়ে সেলফি নিলাম। সত্যিই খেতে অনেক মজাদার। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অনেক মজাদার খেতে। মজাদার ডিমের শামি কাবাব আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ!

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q97TAoSp8XZ26thGbipR9pikk1SLonoPWirkYwuMVgwBuaxfdtrowpFZ8JWNBW2SMqMWC6K5yCsVqQ.png

বিবরণ:-

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDmA6r5d8eJvYvh5CgDDHr1WVNikSBVoFez5xz8Tg2Rcs7ezqxZzHWeYeHX2fKBAKXywnWsmNv.png

বিভাগরেসিপি
ডিভাইজভিভো ওয়াই১২এ
বিষয়মজাদার ডিমের শামি কাবাব রেসিপি
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@limon88

divider-2461548__480.webp

🙋‍♂️ আমার পরিচয় 🙋‍♂️

IMG-20210920-WA0000-01.jpeg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট@limon88। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

"অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন"

❤️ আল্লাহ হাফেজ ❤️

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

মজাদার ডিমের শাহী কাবাব রেসিপিটি আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। এই উপস্থাপনটি আমার খুবই ভালো লেগেছে। উপস্থাপন দেখে আমি শিখতে পেরেছি। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago (edited)

মজাদার ডিমের শামি কাবাব রেসিপি আজ নতুন দেখলাম এবং এটা কখনও আমার খাওয়া হয়নাই ।আপনি দারুন ভাবে রান্না করেছেন। ডিম এবং আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করেছেন। আমার খুবই ভালো লাগলো।

 2 years ago 

অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অনেক সুস্বাদু খেতে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাই আপনার শামি কভাবটি আমি কখনো নামও শুনিনি দেখিও নাই এবং কি খাইও নাই। ডিম দিয়ে সাথে আলু দিয়ে এত সুন্দর করে শামি কাবাব বানানো যায় সেটা আমি জানতাম না। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন আপনার শামি কাবাবের রেসিপি। আমাদের সাথে এত সুন্দর একটা রেসিপি ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভাই আপনার ডিমের শামি কাবাব দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদেরকে দেখিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কাবাব নাম শুনলে মনে হয় মাংসের কথা। ডিম দিয়ে যে কাবাব তৈরি করা যায় তা আগে আমি জানতাম না। আপনার আজকের রেসিপি দেখে জানতে পারলাম যে ডিম দিয়েও এত সুন্দর শামি কাবাব তৈরি করা যায়। আপনার কাবাব তৈরির প্রতিটি ধাপ দেখে খুব সহজেই শিখে ফেলেছি আমি। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আমার রেসিপি দেখে আপনি শিখলেন শুনি অনেক খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

ডিমের শাহী কাবাব রেসিপিটি কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপির ছবিগুলো দেখে খাওয়ার ইচ্ছা জাগল। প্রতিটি ধাপ এবং রান্না করার পদ্ধতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

ডিমের শাহী কাবাব অনেক সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি। আপনার রেসিপির ছবিগুলো দেখেই জিভে জল এসে গেল। ধাপে ধাপে খুব সুন্দর হবে রেসিপি বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

 2 years ago 

অনেক সুন্দর দেখাচ্ছে আপনার কাবাবের রেসিপি টা। ডিম দিয়ে শামি কাবাব রেসিপি দেখতে মনে হয় অনেক মজা হবে। আমি আগে কখনো এই রেসিপির কথা শুনি নাই। দেখতে তো খুবই সুন্দর দেখাচ্ছে। মনে হয় খেতেও অনেক সুস্বাদু হবে। অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা কাবাব রিসিপে করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

ডিমের শামি কাবাব রেসিপি টি আজও আমি খাইনি। তবে আপনার রেসিপিটি তৈরি করার প্রসেস দেখে আমার অনেক ভালো লেগেছে মনে হচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন। যে কেউ এই ব্লগ টি দেখে রেসিপিটি তৈরি করতে পারবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমারও ট্রাই করার ইচ্ছা আছে ধন্যবাদ ভাই কে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ডিমের শামি কাবাব এই প্রথম দেখলাম।দেখে দারুণ লাগলো। খেতেও অসাধারণ হয়েছে তা দেখেই বুঝা যাচ্ছে।এবং প্রস্তুত প্রণালি টাও একটু ভিন্ন। ডিমের শামি কাবাব তো খুব সুন্দর তৈরি করেছেন ভাই। এবং ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।বাড়িতে একদিন চেষ্টা করব ভাবছি।

 2 years ago 

অবশ্যই ভাই বাসায় তৈরি করেন একদিন খেতে অনেক সুস্বাদু অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63521.22
ETH 3319.09
USDT 1.00
SBD 3.91