DIY - এসো নিজে করি : মাছের অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

আজকে ফের আপনাদের সাথে আরেকটা অরিগ্যামি নিয়ে হাজির হয়েছি। অরিগ্যামি আসলে একটি নেশার মতো, একটা বানিয়ে ফেললে আরো অরিগ্যামি বানানোর জন্য হাত নিশপিশ করে। দুদিন আগেই একটা খেলনার অরিগ্যামি বানিয়েছি, আজকেও মাথায় ভূত চাপলো অরিগ্যামি বানানোর। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করছি, হঠাৎই মনে হলো বাড়িতে আজকের মেনুতে মাছ। মাথায় খেলে গেলো, মাছের অরিগ্যামি করলে কেমন হয়! মাছ ভালোবাসেন না, এমন মানুষ খুবই কমই দেখা যায়। মাছ ভাতে বাঙালি, বলে কথা! যেমন ভাবা তেমন কাজ, মাছেরই অরিগ্যামি বানিয়ে ফেললাম।

উপকরণ

  • আর্ট পেপার
  • কালার পেন পেনসিল
  • স্কেল
  • কাগজ কাটার


ধাপ ১:

  • প্রথমেই বড়ো কাগজ তাকে চৌকো কেটে নেবো।

ধাপ ২:

  • উপরের আর নীচের কোণ গুলি ভাঁজ করে নেবো। তারপর কাগজটাকে খুলে ফেলবো।

ধাপ ৩:

  • উপরের দিক থেকে কাগজটির অর্ধেক করে ভাঁজ করে নেবো।

ধাপ ৪:

  • কাগজটা এবারে খুলে ফেলবো।


ধাপ ৫:

  • ডান ও বাম কোণা গুলো কাছে নিয়ে এসে কাগজটিকে একটি ত্রিভুজ আকারে করে নিলাম।


ধাপ ৬:

  • ত্রিভূজের উপরের কাগজটিকে ত্রিভূজের মাথা বরাবর একটা ভাঁজ দিয়ে নেবো।

ধাপ ৭:

  • কাগজের উপরের মুড়িয়ে দেওয়া ভাঁজের দাগটা মিলিয়ে আরেকবার মুড়ে দেবো। তারপর ভাঁজ খুলে দেবো।

ধাপ ৮:

  • দ্বিতীয় ভাঁজ মেপে নিয়ে কাগজের নীচের অংশটি মুড়ে দেবো।


ধাপ ৯:

  • কাগজের উপরের অংশটি নীচের অংশটির উপরে এনে দিলাম।


ধাপ ১০:

  • এইবার উল্টিয়ে দেবো, ব্যাস মাছের অরিগ্যামি তৈরী।


মাছের অরিগ্যামি

আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। যাই মাছটাকে জলে ছেড়ে দেখি। 🙏🏾



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

দাদা আপনি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছেন খুব সুন্দর ভাবে। কালার কম্বিনেশন খুবই ভালো লেগেছে। দুটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর অরিগামি আমি দেখতে চাই

 3 years ago 

সত্যিই তো। আমি এখন কম্বিনেশন টা দেখলাম, বেশ ভালোই লাগছে ভাই! ধন্যবাদ 🤗

 3 years ago 

এটা একেবারেই ঠিক বলেছেন আপনি। আসলে অরিগামি বানানো শুরু করলে এরপর আরো বানাতে ইচ্ছে করে, এরপর আরো বানাতে ইচ্ছে করে। আপনার আজকের এই মাছের অরিগামি টিও খুব সুন্দর হয়েছে। আমার কাছে লাল মাছ টিই বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

মাছটা লাল দেখা যায়! ওটা গেরুয়া। খিক খিক 😂

 3 years ago 

ভাইয়া আপনার অরিগামি গুলো খুব সুন্দর হয়। গত দিনের অরিগামি টাও খুব সুন্দর হয়েছিল জাম্পিং খেলনার। আজকের মাছটাও খুব সুন্দর লাগছে দেখতে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে মাছ তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন যা দেখে খুব ভালো লাগলো। আপনার পরবর্তী অরিগামির অপেক্ষায় রইলাম।

 3 years ago 

দুঃখ একটাই মাছটা খাওয়া গেলো না 😁। ধন্যবাদ দিদি 🤗

 3 years ago 

এই অরিগ্যাম গুলো দেখতে অনেক মিষ্টি লাগে।তবে এর পেছনে ভাজ গুলো খুবই কঠিন আমিও একবার বানিয়েছিলাম।আপনার বানানো মাছের অরিগম খুব সুন্দর হয়েছে দাদা ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

 3 years ago 

হ্যাঁ। দেখতেই সহজ মনে হয়, আদপে ভালোই কঠিন। ভাঁজের গোলমাল হলেই নতুন ভাবে শুরু করতে হবে। ধন্যবাদ আশিক 🤗

 3 years ago 

😚🤪😍

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর দুটি মাছ আপনি তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। বিশেষ করে এই মাছ দুটির কালার খুবই সুন্দর হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে এটি আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একটা সাদা কাগজে বানিয়েছি আরেকটা রঙিন। ধন্যবাদ রায়হান 🤗।

 3 years ago 

দাদা ঠিক বলেছেন,মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে।মাছে ভাতে বাঙালি এজন্যই বলা হয়। দাদা, রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর মাছের অরিগ্যামি তৈরি করেছেন। দাদা আপনি মাছের অরিগ্যামি খুব নিখুঁত এবং যত্নসহকারে তৈরি করেছেন। মাছের অরিগ্যামি তৈরি করার প্রতিটি ধাপ আপনি বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ দাদা, আরো নতুন নতুন সুন্দর জিনিস রঙিন কাগজ দিয়ে তৈরি করা আমাদের মাঝে শেয়ার করবেন।সেই অপেক্ষায় রইলাম।

 3 years ago 

নিখুঁত করতে গিয়ে তিনটে সাদা কাগজের প্রাণ বেঘোরে গেলো। 😆

 3 years ago 

ভাইয়া আপনি ঠিকই বলেছেন, অরিগামি বানানোটা একটি নেশার মতো। একবার বানিয়ে ফেললে পরে আরও বানানোর জন্য হাতটা নিশপিশ করে। মাছের অরিগামিটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নেশাই বটে! অরিগ্যামি বানানোর পরে একটা ভালোলাগার অনুভূতি হয় তার থেকেই পরপর বানাতে ইচ্ছে করে। ধন্যবাদ আলামিন 🤗

 3 years ago 

এর আগেও আপনার অনেকগুলো অরিগ্যামি দেখেছি, আপনি শুধু দুর্দান্ত তৈরী করেন না বরং এর সাথে সুন্দর উপস্থাপনও করেন।

আজকের অরিগ্যামিটি একটু বেশী ভালো হয়েছে আমার দৃষ্টিতে এবং বেশ আকর্ষনীয় লাগছে। খুব সুন্দর তৈরী করেছেন দাদা।ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ দাদা। যা কিছু শিখেছি আপনাদের থেকেই শেখা। 🤗

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দরভাবে মাছের অরিগ্যামি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে থাকেন। বেশ ভালো লাগে। এবার ও অনেক সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দাদা

 3 years ago 

ধন্যবাদ জীবন ভাই। আপনাদের ভালো লাগাই আমার স্বার্থকতা 🤗

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছ বানানো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ও পরবর্তীতে চেষ্টা করব। আপনার উপস্থাপন থেকে এটি আমি শিখতে পেরেছি আপনার জন্য।শুভকামনা রইল।

 3 years ago 

অবশ্যই করবেন। ভালো লাগবে। 🤗

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72