DIY (এসো নিজে তৈরি করি ) " রঙিন কাগজ দিয়ে লাখি বাম্বু গাছ তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। গতকাল বিকেলে আমি বেলকোনিতে দাঁড়িয়ে আমার ফুল গাছ গুলো দেখছিলাম। হটাৎ চোক গেলো আমার লাখি বাম্বু গাছের উপর। দেখি আমার গাছটি একটু শুখায় আসছিল। কয়েক দিন গাছের কোনো যত্ন নিতে পারিনি। এরপর গাছে একটু জল দিলাম। আসলে কয়েক দিন মন ও শরীর কোনোটাই ভালো না। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সব কিছু এলো মেলো হয়ে যায়। অনেক দিন ধরে কিছু তৈরি করবো কিন্তু হচ্ছে না মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। লাখি বাম্বু গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবলাম আজ কাগজ দিয়ে একটা কিছু তৈরি করি। কিন্তু কি তৈরি করবো কিছুই মনে আসছিল না। হটাৎ ভাবলাম লাখি বাম্বু গাছ বানাই। যেই ভাবা সেই কাজ। জানি না আপনাদের ভালো লাগবে কি না আমার তৈরি লাখি বাম্বু গাছ। আপনাদের ভালো লাগলে আমার বানানো সার্থক হবে।

IMG_20211124_090050.jpg

IMG_20211124_024334.jpg
উপকরণ:
১.রঙিন কাগজ
২. কেচি
৩. গাম
৪.পেনসিল
৫. রবার

IMG_20211123_170959.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সবুজ রঙের কাগজ নিয়ে লম্বা করে কেটে পাইপের মতো বানিয়ে নিতে হবে। ঠিক একই ভাবে ৭ - ৮ টি কাগজ দিয়ে ছোটো ছোটো পাইপ তৈরি করে নিতে হবে।

IMG_20211123_171951.jpg

IMG_20211123_172714.jpg

IMG_20211123_183012.jpg

২. পাইপ বানানো হয়ে গেলে বাঁশের মতো পেনসিল দিয়ে গাঢ় করে দাগ দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন একদম বাঁশের মতো দেখাবে। এবার সেগুলোকে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে।

IMG_20211124_015321.jpg

৩. এবার রঙিন কাগজ দিয়ে বাঁশের পাতার মতো কেচি দিয়ে কেটে নিতে হবে। ঠিক একই ভাবে কয়েকটি পাতা কেটে নিতে হবে।

IMG_20211123_184007.jpg

IMG_20211123_183941.jpg

IMG_20211123_184138.jpg

IMG_20211123_225901.jpg

৪.এরপর সবুজ রঙের কাগজ চিকন করে কেটে নিয়ে লম্বা গাছের মতো বানিয়ে নিতে হবে। একই ভাবে ৫ - ৬ টি গাছ বানিয়ে নিতে হবে।

IMG_20211123_223023.jpg

IMG_20211123_223125.jpg

IMG_20211123_225828.jpg

IMG_20211123_223218.jpg

৫. এবার কেটে রাখা পাতা গুলো ওই লম্বা ডালে আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। একই ভাবে বাকি গুলো লাগিয়ে নিতে হবে।

IMG_20211123_230200.jpg

IMG_20211123_230229.jpg

IMG_20211123_231017.jpg

IMG_20211124_014110.jpg

৬. এবার বাঁশের লাঠির সাথে ডাল গুলো এটা দিয়ে লাগিয়ে দিতে হবে। এরপর পাতা গুলো নিচের দিকে পাকিয়ে ঝুলিয়ে দিতে হবে। এবং গোলাপি রঙের কাগজ দিয়ে ফিতে বানিয়ে বেধে দিতে হবে। নিজেদের পছন্দ মতো ফিতে দিয়ে ফুল বানিয়ে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। লাখি বাম্বু গাছ বানানোর পর আমি একটা ছোটো পাত্রে রেখে দিতে বসিয়ে দিতে হবে।

IMG_20211124_022017.jpg

IMG_20211124_020310.jpg

IMG_20211124_020555.jpg

IMG_20211124_021733.jpg

IMG_20211124_023857.jpg

IMG_20211124_024248.jpg

IMG_20211124_024008.jpg
তৈরি হয়ে গেল আমার "লাখি বাম্বু গাছ"। এটি আপনারা শো পিস করে ঘরে সাজিয়ে রাখতে পারেন। সহজে কেউ বুঝতে পারবে না যে এটি কাগজের তৈরি। আশা করি, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভালো না হলে ও জানাবেন।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে বৌদি। একেবারে কাছে এসে কেউ না দেখলে বুঝতেই পারবে না এটা কাগজের তৈরি। একদম সত্যিকারের সবুজ পাতা মনে হচ্ছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনাদের ভালো লাগল আমার বানানো সার্থক।

 3 years ago (edited)

বাহ বউদি খুব সুন্দর হয়ছে রঙিন কাগজ দিয়ে লাখি বাম্বু গাছ।ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করে বুজিয়েছেন ।একেবারেই আসল মনে হচ্ছে ।ধন্যবাদ বউদি এতো সুন্দর ডাই সৃষ্টি শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

বৌদি আপনি কি অসাধারণ ডাই করেছেন ।বাম্বু গাছটি অনেক সুন্দর হয়েছে। মূল কথা হচ্ছে আপনি বানাবেন আর আমাদের পছন্দ হবে না এটা কি হয় কখনো ।আমরা প্রতিনিয়ত
আপনার সৃজনশীলতা মুগ্ধ হচ্ছি ।আপনার ভ্রমণ কাহিনী ,আপনার রান্না, আপনার কবিতা ,আপনার ডাই পোস্ট থেকে শুরু করে প্রতিটি কাজে আমাদের মুগ্ধ করে তোলে ।শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের মাঝে নিয়মিত আছেন এটাই আমাদের জন্য সব থেকে বড় পাওয়া। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে বাম্বু গাছ আমাদের সামনে তুলে ধরেছেন ।এ জন্য আপনাকে আমি অন্তরের অন্তস্থল থেকে জানাই ধন্যবাদ ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। সময়ের অভাবে কিছু করে উঠতে পারি না। আর তারপর বাবু কে নিয়ে তো একটুও সময় পাই না। তারপর ও চেষ্টা করি আপনাদের মাঝে থাকতে। আর আপনাদের ভালো বাসা না থাকলে এর কিছুই হতো না।

 3 years ago 

ভালোবাসা সব সময় থাকবে বৌদি।

 3 years ago 

ওয়াও এত সুন্দর প্রফেশনালভাবে বাম্বু গাছ তৈরি করেছেন দেখে আসলেই আমি অনেক আনন্দিত। ☺️☺️🙂 দিদি আপনার হাতে চারুকারু কলার কাজ আসলেই অনেক প্রশংসার যোগ্য। প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে খুবই মান সম্মত ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্টটি দেখে যে কেউ রঙ্গিন কাগজ দিয়ে বাম্বু গাছ তৈরি করতে পারবে। অসাধারণ দক্ষতা, আপনার জন্য দোয়া রইল।

 3 years ago 

এটা দেখে বোঝার কোন উপায় নাই যে এটা রঙিন কাগজ দিয়ে তৈরি গাছ। দেখতে একদম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সবুজের সমারোহ মনে হচ্ছে সত্যিই একটি প্রাকৃতিক গাছ।

অসাধারণ বললেও ভুল হবে। যেটি সর্বোচ্চ মানের স্বীকৃতি দেওয়া সম্ভব।

এককথায় ভেরি অসাম

 3 years ago (edited)

আসলে কয়েক দিন মন ও শরীর কোনোটাই ভালো না। আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সব কিছু এলো মেলো হয়ে যায়। অনেক দিন ধরে কিছু তৈরি করবো কিন্তু হচ্ছে না মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে

* আপনার কোন কিছু ইচ্ছা করছেনা দাদার ও কোন কিছুতে মন কিছু ভাল লাগছেনা। দুজনেরই সেম প্রবলেম মনে হচ্ছে। আসলে শরীর সুস্থ না থাকলে কোন কিছু করতে ভাল লাগেনা কোন কাজের প্রতি আগ্রহ থাকেনা আপনি তো অনেক কষ্ট করে আমাদের জন্য রঙিন কাগজ দিয়ে লাকি বাম্বু গাছ তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক ভালো লাগলো বৌদি। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৌদি আপনার কাগজ দিয়ে সুন্দর এই লাখি বাম্বু গাছটি তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এগুলো তৈরি করেছেন। আপনার উপস্থাপন গুলো আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপুর রঙিন কাগজ দিয়ে আপনার বাম্বু গাছটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে এটি তৈরী করেছেন তা আপনার তৈরীর প্রতিটি পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। এটি তৈরি করতে অনেক সময়ও লেগেছে মনে হচ্ছে। যার ফলে এটি এত চমৎকার লাগছে দেখতে। এত সুন্দর করে আপনি এটি তৈরি করেছেন যে হঠাৎ করে দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এটি কাগজের তৈরি।

 3 years ago 

ধন্যবাদ আপু, আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনাদের ভালো লাগলে আমার বানানো সার্থক হয়েছে।

 3 years ago 

ঠিক বলেছেন দিদি, মন খারাপ থাকলে কোন কিছু করতে ইচ্ছে করেনা। মন শরীর দুটোই আপনার খারাপ তাহলে কিভাবে আপনি কোন কাজে মন বসাবেন।
দিদি, রঙিন কাগজ দিয়ে আপনি সত্যিই অসাধারণ লাখি বাম্বু গাছ তৈরি করেছেন। প্রথমে দিদি আমি মনে করেছিলাম সত্যিকারে মনে হয় লাখি বাম্বু গাছ।পড়ে বুঝতে পারলাম আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর ভাবে লাখি বাম্বু গাছ তৈরি করেছেন। দিদি, আপনার DIY প্রজেক্টগুলো সবসময় অসাধারণ সুন্দর এবং নিখুঁত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি লাখি বাম্বু গাছ তৈরি করা প্রতিটি ধাপ আপনি বর্ণনা সহকারে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ দিদি, অপেক্ষায় রইলাম আপনার তৈরি আরো কোন নতুন DIY প্রজেক্ট দেখাও😊💝😊💝

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। আমি চেষ্টা করবো আরও নতুন diy প্রজেক্ট আপনাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

এক কথায় অসাধারণ হয়েছে দিদি।অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখছি। ভালো লেগেছে আমার কাছে আপনার তৈরির সৌন্দর্যতা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য দিদি।😍😍

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72