পেন্সিল আর্ট // শুকনো পাতার উপর কয়েক ফোটা পানির চিত্রাংকন ( ১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"

আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে জমে থাকা "শুকনো পাতার উপর কয়েক ফোটা পানির" অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20211121_121706.jpg

গাছের শুকনো পাতা তার উপরে পানি গুলো এত সুন্দর দেখতে দেখায় যা আমি দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গিয়েছিল। তাই আমি এটিকে একটি চিত্রাংকন এর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরী না করে আমার নিজের হাতে অংকন করা চিত্রাংকনটি আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20211121_121403.jpg

উপকরণ সমূহ

  • ড্রইং খাতা
  • কাঠপেন্সিল
  • পেন্সিল কাটার
  • কটনবার
  • রাবার।

IMG_20211121_121223.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি ড্রইং পেপার নিয়ে এর মধ্যে কাট পেন্সিল দিয়ে একটি পাতা অংক করলাম।

IMG_20211121_121200.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এরপর আমি পাতার নিচের অংশটাকে পেন্সিল এর সাহায্যে একটু মোটা করে অংক করলাম এবং এর নিচে পেন্সিল এর সাহায্যে হালকা এঁকে ঝাপসা করে দেখানোর চেষ্টা করলাম।

IMG_20211121_121137.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার আমি পাতার ভিতরে অংশগুলোকে পেন্সিল এর সাহায্যে একটু ঝাপসা করে অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20211121_121102.jpg

চতুর্থ ধাপঃ

  • এরপর পাতার ভেতরের অংশগুলোকে যেগুলো পেন্সিল দিয়ে ঝাপসা অংকন করেছি সেগুলোকে একটি কটনবার দিয়ে একটু ঘষে ঘষে আরো হালকা করে দিলাম।

IMG_20211121_121045.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি পাতার উপর যে পানির ফোটাগুলো দেখাবো সেগুলো কে অংকন করেছি।

IMG_20211121_120917.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এখন আমি পানির ফোঁটাগুলোকে বাস্তবিক পানির ফোটার মতো যাতে দেখা যায় সেভাবে এটিকে আঁকা চেষ্টা করেছি। এবং এতে করে আমার আজকের চিত্রাংকনটি আপনাদের সামনে উপস্থাপন করার মতো সম্পন্ন হয়ে গেল।

IMG_20211121_122718.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগফটোগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশনচট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩
ফটোগ্রাফার@alauddinpabel
Sort:  
 3 years ago 

ওয়াও আপনার আর্টটি এককথায় অসাধারণ হয়েছে। শুকনো পাতা টি খুব সুন্দর করে এঁকেছেন ।আর পাতার উপরের পানি এটা দেখে আমি তো মনে করেছি সত্যি সত্যি দু ফোটা পানি ফেলেছেন কিন্তু পরে দেখলাম না এটি আপনি অঙ্কন করেছেন ।চমৎকার এঁকেছেন আপনি ।মনে হচ্ছে যেন সত্যিই পানি ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল আপু। অসংখ্য ধন্যবাদ আপনাদের অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে নিজেকে অনেক গর্বিত মনে হয়। আশা করি আরো ভালো ভালো চিত্রাংকন আপনাদেরকে উপহার দিতে পারব।

 3 years ago 

আপনার পাতার চিত্র অংকনটি অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর হয়েছে পাতার ওপরে যে পানির ফোঁটা গুলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 3 years ago 

পাতার ওপর মনে হয় যেন সত্যিকারে পানির ফোটা পড়ে আছে। দেখতে একেবারে সত্যিকারে পাতার মতো লাগছে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে ধাপে ধাপে পতা অংকনের বর্ণনা দিয়েছেন পাতা ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। আমার পেন্সিল অংকনটি আপনার কাছে ভাল লেগেছে এটা শুনে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ হয়েছে আপনার আর্ট টি।পানির ফোঁটা গুলো মনে হয় যেন সত্যিকারের পানি ।আপনাকে ধন্যবাদ ভাইয়া আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার আর্টটি দেখে অতীব গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

 3 years ago 

শুকনো পাতার ওপর কয়েক ফোঁটা পানির চিত্র অসাধারণ হয়েছে ভাইয়া। সত্যি ভাইয়া আপনার হাতে জাদুর রয়েছে। আপনার অংকন গুলো আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যে খুবই উৎসাহ পাই। শুভকামনা অবিরাম আপনার জন্য।

 3 years ago 

চমৎকার লাগতেছে ভাই শুকনো পাতার উপর পানির ফোটার।আর্টের হাত আছে আপনার ভাই দেখে বোজা যাচ্ছে ।ধাপেধাপে শেয়ার করেছেন সুন্দর করে।ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করেছেন। আমিতো আপনারা দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর করে আপনি আর্টি করেছেন মানে হচ্ছে একটি পাতার মধ্যে সত্যিই পানির ফোটা পড়ে আছে। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে আপনার এই আর্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ গঠনমূলক মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার অংকন করা পাতার চিত্রটি অনেক সুন্দর হয়েছে। পাতার মধ্যে পানির ফোঁটা এড করায় এটি ইউনিক হয়েছে। ধাপগুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্যের জন্য। শুভকামনা অবিরাম

 3 years ago 

শুকনো পাতার উপর কয়েক ফোটা পানির চিত্রাংকন আপনি দারুণভাবে করেছেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল আপনার অঙ্কন পদ্ধতি খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্য শুভকামনা ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আঁকা পাতার ছবিটি সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটি একটি থ্রিডি পেইনটিং। সত্যি একেবারে বাস্তবিক ভাবে এমন টা দেখা যায়। বিশেষ করে জলের ফোটা গুলো দারুন একেছেন। আপনার মেধা আছে । ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটি খুব ভালো লাগলো ভাই অসাধারণ একটি মন্তব্য করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76606.02
ETH 3048.30
USDT 1.00
SBD 2.62