≋ @rme একাউন্টের ব্লগে লেখা আমার সকল গল্পের আর্কাইভস ≋

in আমার বাংলা ব্লগlast year (edited)


Copyright Free Image Source PixaBay


কবিতা টুকটাক লিখলেও গল্প সেভাবে খুব একটা লেখা হয়ে ওঠেনি আমার কোনওদিন । বিস্তর বই পড়ার কারণে গল্পের প্লটের কোনো অভাব নেই আমার কাছে, কিন্তু একটি জিনিসেরই সব চাইতে মস্ত অভাব । আর সেটি হলো সময় । এর আগে স্টিমিটে কতিপয় ছেলেমানুষি গল্প লিখেছি, সবক'টির ক্ষেত্রেই প্লট ভাবতে, চরিত্র নির্মাণে আর গল্প লিখতে প্রতিদিন সর্বসাকুল্যে একটি মাত্র ঘন্টা ব্যয় করতে পেরেছি । তাই ইচ্ছে থাকলেও আঁটোসাঁটো বাঁধুনি দিতে পারিনি গল্পগুলিতে । তবে একটা কথা মানতেই হবে যে লিখে কিন্তু প্রচুর আনন্দ পেয়েছি । সৃষ্টিশীলতার উল্লাসে মেতে উঠেছি । কোনো কিছু সৃজন করাতে যে একটা নির্মল আনন্দ আছে এ কথা সবাই স্বীকার করবেন ।

তাই, ভাবছি গল্প লেখাটি আর ছেড়ে দেব না । টুকটাক লিখতেই থাকবো, তা সে যতই সময়াভাব হোক না কেন । সময় কিছুটা বের করতেই হবে গল্প লিখতে । ইচ্ছে আছে গল্পের একটি ইবুক বের করার । তাই আমার @rme একাউন্টে লেখা যাবতীয় গল্পগুলির লিংক এখন একটি মাত্র পোস্টে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । আমার বাংলা ব্লগের পাঠকেরাও চাইলে এই আর্কাইভে ঢুকে আমার গল্প গুলি পড়তে পারবেন । ভালো লাগুক বা মন্দ লাগুক, আপনারা পড়লেই আমি খুশি ।

আমি তো আর কোনোদিন লেখক হতে চাইনি । আপনাদের মতোই সাধারণ একজন মানুষ আমি । তাই আমার লেখা মানেই আপনার আমার মতো সাধারণ মানুষের লেখা । পড়তে মন চাইলে পড়বেন । হাততালি বা গালাগালি দুটোই সমান উপভোগ্য হবে আমার কাছে ।


✍ গল্প ✍


গল্পের নামএপিসোডপোস্ট লিংক
রহস্যগল্প 'মাশরুম"০১লিংক
রহস্যগল্প 'মাশরুম"০২লিংক
রহস্যগল্প 'মাশরুম"০৩লিংক
ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি"০১লিংক
ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি"০২লিংক
ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি"০৩লিংক
ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি"০৪লিংক
ভৌতিক গল্প : "মৃত্যুর কাছাকাছি"০৫লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০১লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০২লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৩লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৪লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৫লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৬লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৭লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৮লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"০৯লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"১০লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"১১লিংক
গোয়েন্দা রহস্য গল্প : "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়"১২লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০১লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০২লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০৩লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০৪লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০৫লিংক
কুঞ্জবিহারীর নিকুঞ্জ০৬লিংক
ছোটগল্প "মানুষ"N/Aলিংক
রক্তঝরা অভিশপ্ত রাত০১লিংক
রক্তঝরা অভিশপ্ত রাত০২লিংক
রক্তঝরা অভিশপ্ত রাত০৩লিংক
রক্তঝরা অভিশপ্ত রাত০৪লিংক
ভালোবাসার প্রতিশ্রুতিN/Aলিংক
ভালোবাসার রঙN/Aলিংক
যখন পড়বে না মোর পায়ের চিহ্নN/Aলিংক
ভালোবাসার ব্যর্থ প্রতিশ্রুতিN/Aলিংক
আমাজনের হৃদয়" [Story "The Heart of Amazon"]০১লিংক
আমাজনের হৃদয়" [Story "The Heart of Amazon"]০২লিংক
ধূপছায়া আঁধারে পোড়ে যত মনN/Aলিংক

Sort:  
 last year 

দাদা আবার গল্প লেখা শুরু করলে খুবই ভালো লাগবে। অনেক দিন হলো আপনার লেখা গল্প গুলো পড়া হয় না। আপনার সবগুলো গল্পই পড়েছি প্রতিটি গল্পের মধ্যে রহস্য লুকিয়ে থাকে। আবার গল্প পড়তে পারবো বলে খুবই আনন্দবোধ করছি ধন্যবাদ।

 last year 

দাদা অনেক ভালো একটি কাজ করেছেন। আপনার সব গুলো গল্পের আর্কাইভস এক সাথে করেছেন খুব ভালো হয়েছে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি আপনার লেখা গল্প গুলো একসাথে পেয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 last year 

কুঞ্জবিহারির নিকুঞ্জ এটা অসমাপ্ত রয়ে গেছে। আপনার প্রত‍্যেকটা গল্পই অসাধারণ। পড়লে মনে হতো প্রফেশনাল কোনো লেখকের লেখা। গল্পগুলোর সংগ্রহ একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে।

 last year 
দাদা এত চমৎকার একটি উদ্যোগ নেয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।একের ভেতর আপনার সব গল্পের লিংক আমরা পেয়ে যাব এটা অত্যন্ত আনন্দের কথা।এমন মহতী উদ্যোগের জন্য আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা।আপনার সুস্থতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি♥♥

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

গল্প পরতে আমার ভালো লাগে। বিশেষ করে রহস্যময় গল্প করত। রহস্য গুলা ভালো লাগে। দাদা আমি নতুন তাই আপনার আগের গল্পগুলা পড়া হয়নি।এখন লিংক গুলা দেওয়ার জন্য এখন পড়তে পারবো।সময় করে করে পড়তে বসবো।ধন্যবাদ দাদা।

 last year 

দাদা আমার আপনার এখানে প্রত্যেকটা গল্প পড়া হয়েছে। প্রতিটি গল্পেই ছিল রহস্য ও ভয়। আজকের এই পোস্টি করেছেন খুবই ভালো হয়েছে। যারা নতুন তারা খুব সহজেই আপনার এই রহস্য ঘেরা গল্প গুলো পড়তে পারবে।

 last year 

যাক ভাল হল দাদা। এখন সবগুলো গল্প একটা জায়গাতেই আমরা খুঁজে পাবো। এই পোস্টটা ওপেন করলে এখান থেকেই সব গল্প পড়া যাবে। যারা আপনার গল্পগুলো মিস করেছে তাদের জন্য খুব সুবিধা হল। ধন্যবাদ দাদা।

 last year 

গল্প করতে আমার অনেক ভালো লাগে দাদা। আপনার প্রায় সবগুলো গল্প আমার পড়া হয়ে গেছে। কয়েকটি গল্প এখনো বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি সবগুলো গল্প পড়া শেষ করে ফেলব। আপনার লেখাগুলো গল্পগুলো অনেক সুন্দর হয়েছে দাদা।

 last year 

দাদা আপনার লেখা গল্প মানেই হচ্ছে অসাধারণ কিছু। বেশকিছুদিন হলো আপনার গল্প পড়া হয়না। আপনার লিখা সেই সকল গল্পের আর্কাইভস পেয়ে গেলাম এজন্য খুবই ভালো লাগলো। অবসর সময়ে আবারো এই গল্পগুলো পড়তে পারবো। সবগুলো গল্প একত্রে পেয়ে আমাদের জন্য খুবই উপকার হল দাদা। যারা গল্প পড়তে ভালো বাসে ও আপনার লেখা গল্পগুলো পড়তে বেশি ভালোবাসে তাদের কাছে আপনার লিখা সকল গল্পের আর্কাইভস আরো বেশি আনন্দের। ধন্যবাদ দাদা আপনাকে আপনার লেখা সকল গল্পের আর্কাইভস শেয়ার করার জন্য। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

দাদা আপনার ইতিপূর্বের কোন গল্প আমি এখনো পড়িনি। তবে কবিতা পড়েছি অনেক। আপনার পোস্টগুলো পড়ে এতোটুকু ধারণা জন্মেছে যে আপনি যাই লিখুন না কেন খারাপ হবে না আশা করি। আর ছোট গল্প পড়তে আমার এমনিতেই অনেক ভালো লাগে। বিশেষ করে ভৌতিক আর রোমাঞ্চ গল্প আমার খুবই প্রিয়। প্রেমের উপন্যাস বা গল্পের প্রতি আমার একটু এলার্জি আছে। কষ্ট করে একটু সময় বের করুন, আশা করি আপনার লেখা বৃথা যাবেনা।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 last year 

সবগুলো গল্প পড়া হয়নি তবে এখন সবগুলো গল্প একসাথে থাকায় পর্যায়ক্রমে গল্পগুলো পড়তে পারব। গল্পগুলো পড়ে নতুন নতুন রহস্য জানতে পারবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 last year 

সৃষ্টিশীলতার উল্লাসে মেতে উঠেছি । কোনো কিছু সৃজন করাতে যে একটা নির্মল আনন্দ আছে এ কথা সবাই স্বীকার করবেন ।

জ্বী দাদা প্রতিটা সৃষ্টি তখনী আনন্দ দেয় যখন দর্শক বলে অনেক ভালো ছিল অনেক সুন্দর হইছে,তখন যে কোন সৃষ্টির জন্য হাজার গুন শক্তি বেড়ে যায়।আপনার প্রকাশ করা কবিতা গুলো মোটামুটি ভালোই পড়ে ফেলছি কিন্তু গল্প পড়া হয় নায়, আস্তে আস্তে গল্প গুলোও পড়ে নিব। তবে আমি এইটুকু জানি যে আপনি যেখানে কলম চালান সেখানে ভালো কিছুই করছেন। দোয়া ও ভালোবাসা রইল তারুণ্যের আইডল 🥰

 last year 

এটা খুব একটা ভালো বিষয় দাদা । আপনার গল্প গুলো একেবারে খারাপ না । খুবই ভালো লাগে আমার কাছে । প্রাই গল্প পড়ার চেষ্টা করি ।এবার আপনি আমাদের আমাদের সামনে যে পুরো গল্পের আর্কাইভ টা দিয়েছেন । আমার জন্য খুবই ভাল হয়েছে । যখন ইচ্ছা তখনই করতে পারবো । ধন্যবাদ দাদা ও দোয়া রইলো দাদা ।

 last year 

দাদার গল্প গুলো সত্যি অসাধারণ । দাদা সব কিছু সামাল দিয়ে নিখুঁত চিন্তা ভাবনার মাধ্যমে অসাধারণ অসাধারণ সব গল্প লিখে যা আমাদের সাথে শেয়ার করে, ❤️তাই আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাই। শুভকামনা রইল দাদা

সংরক্ষণ থাক, হাজার হাজার বছর।বিলাইতে থাক জ্ঞানের ঝলকানি।

 last year 

গল্প লেখা শুরু করে দেন দাদা। গল্প লিখতে ও পড়তে অনেক ভালো লাগে। পড়তে বেশি ভালো লাগে। দাদা আপনার আগের গল্প গুলো পড়া হয়নি, কিন্তু এখন লিঙ্ক পেয়েছি অবশ্যই পড়ে নেব। অনেক অনেক ধন্যবাদ দাদ আর আপনার জন্য মন থেকে অনেক শুভকামনা রইল।

আপনি গল্প লিখেছেন। সত্যি আপনার যে এতো প্রতিভা আগে জানতাম না। শত ব্যস্ততার মাঝেও আপনি গল্প লিখেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি ভাবলে অবাক হই কেমনে একটি মানুষ এত কিছু করতে পারে। দাদা সত্যি বলতে যত দিন যাচ্ছে শুধু অবাক হচ্ছি।
দাদা আপনার জন্য এবং আপনার পরিবার এর জন্য শুভকামনা রইল। 💞💞

 last year 

আপাতদৃষ্টিতে আমি সৌভাগ্যবান। কারণ সবগুলো গল্প আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবং আশা করছি আরো নতুন নতুন গল্প পরবর্তী সময়ে আসবে , সেই অপেক্ষায় আছি ।

 last year 

দাদা আপনার লেখা কিছু গল্প আমি পড়েছিলাম। তবে আমি যখনই সময় পাবো তখনই অবশ্যই এ গল্প গুলো এক এক করে পড়বো। যেগুলো আমার পড়া হয়নি সেগুলো অবশ্যই পড়বো। আর আপনি কখনোই গল্প লিখা ছেড়ে দেবেন না দাদা। কারণ আপনার গল্প, আপনার কবিতার মাধ্যমে আমরা অনেক মজা পাই ,অনেক কিছু জানতে পারি ,অনেক ভালো লাগে আপনার লেখাগুলো পড়তে। আর আমরা চাই সব সময় আপনি এভাবেই কিছু লিখা, কিছু গল্প ,কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো গল্প একসাথে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

গল্প পড়তে কার না ভাল লাগে দাদা ! আপনার গল্পগুলো তো পুরাই অসাধারণ । আপনার গল্পের মধ্যে আমি থ্রিলারধর্মী খুঁজে পেয়েছিলাম । অনেক ভালো লেগেছিল আপনার গল্পগুলো । উপরের সবগুলো গল্প আমার প্রায় পড়া হয়েছে কিন্তু আবার পড়তে হবে । নতুন কোনো গল্প পড়ার অপেক্ষায় রইলাম দাদা । আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

চরিত্র নির্মাণে আর গল্প লিখতে প্রতিদিন সর্বসাকুল্যে একটি মাত্র ঘন্টা ব্যয় করতে পেরেছি।

এই 1 ঘন্টা মাত্র সময় ব্যয় করে আপনি এত সব দুর্দান্ত গল্প লিখেছেন যা সত্যিই অকল্পনীয়।

আপনার সবগুলো গল্পই অসাধারণ ছিল। কিন্তু যে গল্পটির কথা আমি আজও ভুলতে পারছি না সেটি হচ্ছে রহস্যময় গল্প 'মাশরুম '। দাদা সত্যি গল্পটা অসম্ভব ভাল লেগেছিল আমার কাছে।

 last year 

দাদা এই পোস্টটি দেওয়াতে আমার অনেক উপকার হবে। আমি অনেকগুলো গল্প মিস করেছি, পড়া হয়নি, আর এ পোস্টের মাধ্যমে আমি অনায়েসে যে কোন সময় পড়তে পারব। আর এত সুন্দর করে আপনার দেওয়া সবগুলো গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 last year 

আমি আপনার মাশরুম এবং গোয়েন্দার গল্প গুলো পড়েছিলাম, খুব চমৎকার লিখতে পারেন আপনি, মাশরুমের সেই ঘরটার আশ্চর্য রকম গন্ধ আসে একটি কাপড়ে ঢাকা গামলার কথা এখনো মনে আছে। কি রোমাঞ্চকর ঘটনা গুলোই না ছিলো আপনার গল্পের মধ্যে।

 last year 

দাদা আপনার লেখা প্রতিটি গল্প আমি পড়েছি। আপনার লেখার মাঝে অদ্ভুত জাদু রয়েছে দাদা। আপনার গল্পগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। সকল গল্পের আর্কাইভস শেয়ার করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। এবার সকলেই আপনার সব লেখা গল্পগুলো পড়ার সুযোগ পাবে। যারা নতুন সদস্য আছেন তারাও সুযোগ পাবে এই গল্পগুলো পড়ার। ধন্যবাদ আপনাকে দাদা সকল গল্পের আর্কাইভস শেয়ার করার জন্য।

 last year 

দাদা আপনার গল্পগুলো আমি পড়েছি সত্যিই আপনি খুব সুন্দর গল্প লিখেন। একদম সত্যি কারের লেখক এর মত আপনার গল্পগুলো। গল্পগুলোর ভেতর অনেক শিক্ষনীয় ব্যাপার আছে। পড়তে খুবই ভালো লাগে আপনার গল্পগুলো। এত সুন্দর সুন্দর গল্প গুলো সব একসাথে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। এবার যখন ইচ্ছা করবে তখনই এখান থেকে আমরা বের করে পড়তে পারবো। আর এইটা নতুনদের জন্য খুব ভালো হলো তারা আপনার গল্পগুলো পড়তে পারবে খুব সুন্দর একটি কাজ করেছেন দাদা আপনার সকল গল্প গুলো একসাথে দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

দাদা। আপনার লেখা অনেক গল্প আমি পড়িনি। দাদা, আমি যখন স্টিম প্লাটফর্মে এসেছিলাম প্রথম তখন গোয়েন্দা রহস্য গল্প ৫ পর্ব চলছিল।তখন আপনার লেখা গল্প গুলো পড়তাম সত্যিই খুব ভাল লাগত।তবে দাদা,আপনি এছাড়াও অনেক সুন্দর সুন্দর গল্প লিখেছেন যেগুলো আমি পড়তে পারিনি। যাইহোক দাদা,আপনার লেখা গল্পের আর্কাইভস আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি এই ব্লগের জয়েন করার পর থেকে আপনার গল্প আর পাইনি। আমি জয়েন করার আগে আপনার বেশ কিছু গল্পের কথা শুনেছি। সেগুলো পড়ার ইচ্ছা ছিল। খুব ভালো হলো আপনি সবগুলো গল্পের লিংক একসঙ্গে দেওয়াতে এখন আরাম করে গল্পগুলো পড়া যাবে। আর অবশ্যই দাদা গল্প লিখা শুরু করবেন। আপনার পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম।

 last year 

ভালো লাগছে সবগুলো লেখার লিংক একত্রে দেখে, তবে আবার খারাপও লাগছে কিন্তু দাদা কারন কুঞ্জবিহারীর নিকুঞ্জ পুরোটা আমরা পাই নাই, সেটার প্রত্যাশায় থাকলাম।

 last year 

এত ব্যস্ততার মাঝেও যে এত চমৎকার সব গল্প আমাদের উপহার দিয়েছেন দাদা, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি সব গুলো গল্প পড়িনি দাদা। রিস্টিম করে তাই সামনে রেখে দিলাম। একটু সুযোগ করে বাকি গল্প গুলোও পড়ে নেব দাদা।

 last year 

আমি এখানের সব গল্প গুলোই পড়েছি দাদা।আর আপনি তো জানেন ই আমি আপনার গল্প লিখার কত বড় ফ্যান!আমি শুধু আপনার নতুন গল্পের অপেক্ষায় আছি।

 last year 
সবগুলো গল্প একসাথে পেয়ে অনেক ভালো লাগলো৷ আপনার গল্পগুলো এক একটি মাস্টার পিচ। আপনার গল্পগুলো অনেক ভালো লাগে। গোয়েন্দা রহস্য গল্প অনেক এই সিরিজ আমার বেশি পছন্দের। তবে লাস্ট পার্ট এখনো পড়ি নাই। পড়ে ফেলতে হবে। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।

তিরিশ মিনিট পর । মৃত্যুর ঠিক আগে মি: বালাপোরিয়া বিস্ফারিত চোখে দেখতে পেলেন নিকষ কালো মাশরুমগুলি রক্তবর্ণ ধারণ করছে, টকটকে লাল রঙ; ঠিক তাঁরই শিরায় প্রবাহিত রক্তের মতো রাঙা ।.........

আজকের এই পোস্টি করেছেন খুবই ভালো হয়েছে। যারা নতুন তারা খুব সহজেই আপনার এই রহস্য ঘেরা গল্প গুলো পড়তে পারবে

 last year 

কোনো কিছু সৃজন করাতে যে একটা নির্মল আনন্দ আছে এ কথা সবাই স্বীকার করবেন

একদম ঠিক বলছেন দাদা,নিজে নিজে কিছু তৈরি করতে অনেক শান্তি পাওয়া যায়। আর দাদা আমার কাছে গল্প পড়তে অনেক ভালো লাগে। সত্যি দাদা আমি অনেক খুশি হয়েছি।এখন থেকে সব গুলো গল্প এক সাথে পাবো।দাদা আমি যেই সময় পাবো আপনার গল্প গুলো পড়ে নিবো।দাদা আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইল।

 last year 

দাদা আপনার লেখাগুলো খুব মিস করছি। সবথেকে অর্কিড রহস্য আমাকে মুগ্ধ করেছে। মাশরুম এর গল্প আমার ভালো লেগেছে। আশা করছি আপনি খুব দ্রুত আবারও গল্প লেখায় শুরু করবেন সেই রহস্যময় গল্প যার প্রতি পদে পদে রয়েছে এক ধরনের আকাঙ্ক্ষা। আপনার গল্পগুলো সব সময় অসাধারণ হয় দাদা। আমাদের মত এত সুন্দর সুন্দর গল্প লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সবগুলো গল্প একসাথে পেয়ে খুব ভালো লাগছে।

 last year 

শ্রদ্ধেয় দাদা, আশাকরি ভালো আছেন ? আপনি খুব সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন যার মাধ্যমে এক পলকে সবগুলো গল্প দেখে নেওয়া যাবে। এতে করে খুব সহজে আপনার লেখা যেকোনো গল্প খুঁজে বের করে পড়া যাবে। আপনার গল্পগুলো খুবই অসাধারণ হয়ে থাকে। আসলে আপনি হৃদয়ের গভীর থেকে গল্পগুলো লিখে খুবই দুর্দান্ত হয়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালো থাকবেন দাদা ।

 last year (edited)

দাদাভাই আপনার লেখা বেশিরভাগ গল্পই আমার পড়া হয়েছে। তবে অনেকদিন হয়ে গেল আপনার লেখা গল্প পড়া হয়না। আমাদেরকে আবারো কবিতার পাশাপাশি গল্প ও উপহার দেন দাদাভাই। কারণ আপনার লেখা গুলো পড়ার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে।আর রহস্য মূলক গল্পগুলো তো দারুন লাগে।আর এই আর্কাইভস গুলো তৈরি করে ভালোই করেছেন। ইচ্ছে হলেই পড়ে নিতে পারবো পছন্দের গল্প গুলো । ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইলো দাদাভাই আপনার জন্য ❤️। পরিবার নিয়ে অনেক ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন।

 last year 

বাহ,আপনার লেখা সবগল্পগুলো একসঙ্গে দেখে খুবই ভালো লাগলো।তাছাড়া আপনার প্রত্যেকটি গল্প খুবই সুন্দর ও অসাধারণ লেখনী।তবে কুঞ্জবিহারীর নিকুঞ্জ এই গল্পটি এখনো শেষ হয় নি দাদা।এই গল্পের অপেক্ষায় রইলাম।

হাততালি বা গালাগালি দুটোই সমান উপভোগ্য হবে আমার কাছে ।

দাদা আপনার জন্য ঢের হাততালি আমার পক্ষ হতে।👏👏👏👏👏কারণ আপনার প্রত্যেকটি লেখা আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।

 last year 

দাদা আপনার লেখা সকল গল্প আর্কাইভস আকারে একসঙ্গে পাওয়া যাবে দেখে খুবই ভালো লাগলো। আপনার লেখা গল্প পড়তে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। সবগুলো গল্পের মধ্যে কুঞ্জ বিহারী নিকুঞ্জ গল্পটি সবথেকে বেশি ইন্টারেস্টিং। আপনার লেখা মোটামুটি সবগুলো গল্পই আমি পড়েছি তবে যে কটা বাদ পড়েছে এই আর্কাইভস থেকে পড়ে নেব। গল্প পড়ার দারুন একটি সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার গল্প গুলা খুব সুন্দর হয় । আমার কাছে খুব ভালো লাগে

 last year 

"হাততালি বা গালাগালি দুটোই উপভোগ্য। " মন্তব্যটা অসাধারণ লেগেছে। দাদা আপনার লেখা
বরাবরই স্বতন্ত্র আমার ভীষণ ভালো লাগে। এতদিন কবিতার পাঠক ছিলাম এবার গল্পের পাঠক হলাম।

I hope you small charity for War in Ukraine. Your heart can be help for keep safety during this situation.

Here is Sol Addr : BtQAS3jrWBbD5CArU2ncqQFBh46BaRzTGLD2s2pEQhpC

Thank you. Сердечно дякую!

 last year 

দাদা কিছুদিন পরে সময় পাবেন অনেক আশা করছি। আপনি তো বলেছেন অন্য বিজনেস সব ছোট দাদাকে বুঝিয়ে দিবেন। তখন আমরা আপনার গল্প গুলো পড়তে পারবো। দাদা আপনার কবিতা যেমন হয় গল্প ঠিক তেমন হবে। অনেক রহস্য থাকে সব কিছুতে। আর ভালোবাসা থাকলে সব সম্ভব। আপনিও পারবেন। খুব কম কাজ হয়তোবা আছে যেটা আপনার মাধ্যমে হবে না।

 last year 

দাদা ব্যক্তিগতভাবে আমার রহস্যময় গল্প গুলো অনেক পছন্দ হয়। আপনি খুব চমৎকারভাবে রহস্যময় গল্পগুলো লিখতে পারেন । আপনার গল্প গুলোর মধ্যে রহস্যময় মাশরুম এবং গোয়েন্দা রহস্য গল্প "অর্কিড যখন মৃত্যুর হাতছানি দেয়" এই গল্পগুলো আমার কাছে অসাধারণ লেগেছে।।

 8 months ago 

এইটা খুব ভালো হয়েছে। সব লেখা একসাথে পাওয়া যাবে। কিছু পরে আমারও যখন অনেক কনটেন্ট হবে আমিও এইভাবে একসাথে করে রাখব। শিখে নিলাম।

 last year 

এটা অনেক চমৎকার দাদা। অ্যাকাউন্ট যতই পুরনো হয়ে যাক আপনার গল্পগুলো আপনি চাইলে এই আর্কাইভ থেকে খুব সুন্দরভাবে পুনরায় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এটা সত্যিই চমৎকার ভালোমানের একটা উদ্যোগ। আসলে এটা আমাদের করা জরুরি। যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো কে আর্কাইভ হিসেবে একটি ব্লগের মাধ্যমে সীমাবদ্ধ করলে সেটি খুঁজে পেতে অনেক অনেক সুবিধা হয়।

এবং আপনার এই চমৎকার আর্কাইভ থেকে আমরাও বাদ যাওয়া গল্পগুলো খুব সহজেই পড়ে নিতে পারব। ধন্যবাদ আপনাকে চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য

 last year (edited)

দাদা আপনার লেখা গল্পগুলো পড়ে খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর গল্প আপনি লেখেন। এই গল্পগুলো পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। যাই হোক গল্পগুলো আর্কাইভস আমাদের মাঝে শেয়ার করলে। আমার খুবই ভালো লাগছে। আবারো আপনার গল্পগুলো খুব সুন্দর ভাবে পড়তে পারব। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর ভাবে আমাদের মাঝে আবার ও উপস্থাপন করার জন্য।

 last year 

দাদা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন ।আপনার সবগুলো গল্প এখন একই জায়গায় পাওয়া যাবে ।সবগুলো গল্পই আমি পড়েছি ।নতুনদের জন্য খুবই সুবিধা হবে যারা আপনার গল্পগুলো মিস করে গিয়েছে। তারা এখান থেকে খুব সহজেই আপনার সবগুলো গল্প পড়ে নিতে পারবে ।অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন ।আর আপনার গল্পগুলো খুব মিস করছি। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আপনি নতুন গল্প নিয়ে আসবেন সে আশাই করছি ।ধন্যবাদ আপনাকে।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.07
JST 0.022
BTC 26474.82
ETH 1836.89
USDT 1.00
SBD 2.21