"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট [Daily Curation Report of Shy Fox ] 11/10/2021
"লাজুক খ্যাঁকের" প্রত্যহ কিউরেশন রিপোর্ট(Curation Report)-11/10/2021

শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে "লাজুক খ্যাঁক" কর্তৃক কিউরেশন এর প্রত্যহ রিপোর্ট সকলের সাথে ভাগ করে নিচ্ছি। আমরা কমিউনিটির মডারেটর এবং কিউরেটর কর্তৃক গুনগতমান যাচাই করে নির্দিষ্ট হারে সাপোর্ট দেয়ার এবং ভালো কিছু করার ক্ষেত্রে উৎসাহ ও সহযোগিতা দুটোই করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের কিউরেশনের স্বচ্ছতা রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
##
ধন্যবাদ সবাইকে কমিউনিটির সাথে থাকার জন্য।
Post Courtesy: @amarbanglablog

সকলকে অনেক অনেক অভিনন্দন যারা লাজুক খ্যাঁক এর ছোঁয়া পেলো।
আমরা সবাই ই চাই সকলে একসাথে এগিয়ে যেতে এবং অবশ্যই একসাথে যাবো।
সকলকে অনেক অনেক অভিনন্দন।
সকলের জন্য শুভকামনা রইলো। সব পোস্ট ভালোমানের। আমার নাম দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যেতে চাই সবার সাথে। ধন্যবাদ।
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ল্যাজুক খ্যাকের কিউরেশন এর ভাইদের ।খুব সুন্দর ভাবে পোষ্ট গুলি উপস্থাপন হয়েছে ।ধন্যবাদ
অনেক সুন্দর একটি রিপোর্ট। এই রিপোর্টে শুধু ভালো মানের পোস্টগুলি স্থান পায়। যেটা সব সময় আমাকে অনেক ভালো করার তাড়া দেয়।
সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে আমার বাংলা ব্লগের কিউরেশন। ধন্যবাদ আমাদের সাথে রিপোর্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য।
লাজুক-খ্যাঁক দ্বারা কিউরেশন সাপোর্ট প্রাপ্তবন্ধুদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
সেই সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একখান রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগ কমিউনিটর মেম্বারদের সবচেয়ে প্রিয় কিউরেরশন এর নাম হলো লাজুক খ্যাক। এই কিউরেশোন থেকে সাপোর্ট পাওয়ার জন্য প্রায়ই সকল মেম্বার ওই আগ্রহী হয়ে থাকে। তবে আমাদের সবার প্রিয় @rme দাদা যেই পোস্টগুলোতে মানসম্মত গুনাগুন রয়েছে ঠিক সেই পোস্টগুলোতে সাপোর্ট করে থাকেন। এটি অনেক ভালো একটি সিদ্ধান্ত আমাদের সকল মেম্বারদের জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি কিউরেশন রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।