DIY PROJECTS:- সুন্দর একটি মাছ তৈরি || কি দিয়ে কি বানালাম (১০% লাজুক খ্যাঁকের জন্য 🦊)
" সৃজনশীলতাই শক্তি "
আমি আজকে আপনাদের একটি মাছ তৈরি করে দেখাবো যা আমার অফিসের কিছু ফেলনা সুতার কোর দিয়ে তৈরি। অফিসে আজ কাজের চাপ একেবারেই কম ছিল তাই অনেক চিন্তা করে এটি বের করলাম। চোখের সামনে কিছু সুতার কোর দেখতে পেলাম। মাথায় হঠাৎ চিন্তা এলো এইটা দিয়ে কিছু একটা বানাবো কিন্তু কি? অবশেষে এগুলোর রং দেখে মাছ তৈরি করতে ইচ্ছে হলো। তাই শুরু করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম বিষয়টি অনেক কঠিন। কারন আমি যে নকশা চিন্তা করছি সেটি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে কেটে তৈরি করতে হবে। যাক কাজটি শুরু করার পর আমার মেশিন অপারেটর সাহায্যের জন্য এগিয়ে এলো এরপর কাজ এগিয়ে চলছিল কিন্তু হঠাৎ একটি টুকরো প্রায় হাত ফসকে গিয়ে আমার আংগুল বেঁচে যায়। মনে করেছিলাম কাজটি ওখানেই বন্ধ করবো কিন্তু মনকে বোঝাতে পারলাম না।
শেষ করেই ছাড়লাম।
"আমার প্রোজেক্ট"
"সুন্দর একটি মাছ তৈরি"
প্রয়োজনীয় উপকরণ ✂️
যা যা লাগবে :-
- কিছু সুতার কোর
- কাঁচি ✂️
- হ্যান্ড গ্রাইন্ডার মেশিন
- আঠা
- কার্ডবোর্ড
- কালো রং পেন্সিল
- কাঠ পেন্সিল ✏️
"তৈরি প্রক্রিয়া ✂️"
নিচে তৈরি প্রক্রিয়া বিস্তারিত বর্ননা করা হলো
প্রথমে কিছু সুতার শক্ত কোর বেছে নিলাম।
আমি প্রতিটি কোরকে আটটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার হ্যান্ড গ্রাইন্ডার মেশিন নিয়ে কাটা শুরু করলাম। যেহেতু কোরগুলো অনেক শক্ত তাই এছাড়া আর কোন উপায় নেই।
ছবিতে দেখা যাচ্ছে মোটামুটি অনেকগুলো টুকরো কাটা হয়েছে। কিন্তু হাত আর চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর একটি দূর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছি।
যেকোন কাজে দিকনির্দেশনা একটি বড় বিষয়। তাই একটি কার্ড বোর্ড কেটে মাছ এঁকে নিলাম এবং কাজের সুবিধার জন্য টুকরো করে নিলাম।
এবার মাছের মূল অংশে কোরের টুকরো লাগিয়ে নিতে হবে এবং আঠা লাগিয়ে দিতে হবে।
এবার মাছের উপরের কাটা, নিচের কাটা এবং লেজে কোর লাগিয়ে নিলাম।
এবার ফুলকা আর কানকো তৈরি করলাম।
এবার চোখ এঁকে নেয়ার পালা। তারপর মাছটি সাজানোর জন্য কিছু তারা একে নিলাম।
এবার সবকিছু আঠা দিয়ে একসাথে জোড়া লাগিয়ে নিলাম।
এবার তৈরি শেষ করে অফিসের মাঝে একটি ছবি তুলে নিলাম
বাসায় এসে তো মাছটি ঈলমা পেয়ে অনেক খুশি। অনেকক্ষণ তার হাতেই ছিল। খুব কষ্ট করে একবার নিয়ে আরেকটি ছবি তুললাম।
"নিজের অনুভূতি"
আসলেই যেকোন কাজ এতো সহজ না, আমরা দূর থেকে যতটা সহজ মনে করি। একটি সুন্দর কাজ অনেক ঘাম আর পরিশ্রমে তৈরি। আসুন আমরা একে অপরের কাজকে মূল্যয়ন করি এবং উপভোগ্য করি।
সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করলাম।
ছবির বিবরণ:-
বিষয় বস্তু | মাছের মডেল |
---|---|
ছবি তোলার যন্ত্র | সিম্ফনী আই-৯৫ |
ছবির কারিগর | @emranhasan |
ছবির অবস্থান | সংযুক্তি |
আমি কে ?
আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।
"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাহ ভাইয়া মাছের চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কিন্তু এটি আসে চিত্র অঙ্কন নয় এটি একটি Diy project এর কাজ মাছের মডেল। যা সুতার কোর দিয়ে তৈরি।
ওয়াও অসাধারণ হয়েছে ভাইয়া আপনার সুতার কোর দিয়ে মাছ তৈরির প্রক্রিয়াটি।আসলে ভাইয়া আপনার ভিতরে অন্যরকম প্রতিভা রয়েছে তাই আপনার প্রতিটি পোস্টে সৃজনশীলতা দেখতে পাওয়া যায়।
আপনার তৈরিকৃত মাছের মুখটি ইলিশ মাছ আর দেহটি অনেকটা কমন কার্প মাছের মতো লাগছে।আর দুই মাছের সংমিশ্রণে সুন্দর একটি হাইব্রিড জাত উৎপন্ন হয়ে গেছে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য এবং অসংখ্য ধন্যবাদ ইউনিক একটা পোস্ট শেয়ার করার জন্য।আশা করি এভাবেই আপনার সৃজনশীল কাজ করার ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ❤️
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আসলে মাছটি আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি। যাক মাছটি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো ♥️
মারাত্মক লেভেলের একটি মাছ হয়েছে ভাই। এক কথায় অসাধারণ। কোন তুলনাই হবে না। আপনার পোস্ট গুলো খুবই ভাল হয় প্রতিবারই। অনেক শুবেচ্ছা রইল ভাই।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আশাকরি পাশে থাকবেন সবসময় 💌
আরও নতুন অনেক কিছু করার চেষ্টা করছি।
দোয়া রইল আপনার জন্য 💌
ক্যামনে ভাই ক্যামনে সম্ভব...! আপনি কি ভাবে কি দিয়ে এতো সুন্দর একটি মাছ তৈরি করে ফেললেন। অসাধারণ হয়েছে। আপনার মধ্যে প্রতিভা আছে বলা চলে। অনেক সুন্দর একটি মাছ আমাদের উপহার দিয়েছেন, কিন্তু আফসোস মাছ টা কখনো খেতে পারবো না 😃😃শুভকামনা রইলো ভাই
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
ভাই আসলে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন। মাছটি আসলেই সাজিয়ে রাখার জন্য তৈরি। 🤗
ভালো থাকবেন 💚
অনেক দোয়া এবং ভালোবাসা রইলো 💌
আপনি অনেক সৃজনশীল একজন মানুষ এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ডাই প্রজেক্ট টা অনেক ইউনিক ভাবে করেছেন।শুভ কামনা রইলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আমি চেষ্টা করছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা রইল 💌
সুতোর কোর দিয়ে মাছ তৈরি এককথায় অসাধারণ হয়েছে ভাই। মাছটা তৈরি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে সেটা পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। মাছটা দেখতে খুব দৃষ্টিনন্দন লাগছে। আপনার জন্য শুভকামনা ভাই।।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আসলেই এটা খুব সময় সাপেক্ষ কাজ। তবে শেষ করতে পেরেছি এটাই বড় ব্যাপার ♥️
আমরা যে যেখানে থাকি প্রতিভা সবসময় আমাদের সাথেই। ধন্যবাদ আপনার প্রতিভা গুলোকে যেকোনো স্থান থেকে আমাদের মাঝে শেয়ার করার জন্য। অফিসে কাজের ফাঁকে আপনি সুন্দর মাছ তৈরি করেছেন তার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আসলেই আমাদের আশেপাশে অনেক প্রতিভা লুকিয়ে থাকে শুধু খুঁজে নেয়ার পালা।
আশা করছি আরো প্রতিভা আপনি আমাদের মাঝে উপস্থাপন করবেন। সেই আশায় রইলাম।
অসম্ভব সুন্দর হয়েছে মাছ তৈরি। আপনি আমাদের কে প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট উপহার দিচ্ছেন। দেখে অনেক বেশিই ভালো লাগে। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে মাছটি তৈরী করতে অনেক বেশিই সময় লেগেছে। তবে আপনার তৈরি করা মাছটি আমার ভিশন পছন্দ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
@emranhasanস্যার💓
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀।
এটি সত্যিই খুব সময় সাপেক্ষ কাজ ছিল ♥️
আমি জাস্ট প্রথমেই বলবো এই কাজে আপনার অনেক বেশি সময় এবং শ্রম লেগেছে তা কাজটি দেখেই বোঝা যাচ্ছে। কতটা শ্রম দিলে একটি কাজ এতো সুন্দর হয় তা আর বলার অপেক্ষা রাখেনা।
খুব সুন্দর হয়েছে ভাইয়া।
ধন্যবাদ প্রিয় শুভাকাঙ্ক্ষী 🥀
আমি মনে করি আমার পরিশ্রম সার্থক হয়েছে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আপনিও অনেক পরিশ্রম করছেন সব পোস্টে।
ঠিক পাশেই রয়েছি এগিয়ে যান ♥️
আপনি খুবই সুন্দর করে মাছটি বানিয়েছেন সে সাথে সুন্দর করে ফটো তুলে ধাপে ধাপে আরও সুন্দর করে বর্ণনা করেছেন
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আশাকরি সাথেই থাকবেন 💚