''এসো নিজে করি''গ্লুস্টিক দিয়ে টেবিল ল্যাম্প তৈরি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ চলছে। সেটা হল এসে নিজে করি এই সপ্তাহে আমরা অনেক সৃজনশীলতা মুলক কাজ দেখতে পাচ্ছি। তাই আমিও কিছু তৈরি করার চেষ্টা করেছি। আমি আজকে দেখাব গ্লু স্টিক দিয়ে একটি টেবিল ল্যাম্প তৈরি করা। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।


প্রয়োজনীয় যন্ত্রপাতি


IMG20211012131209_00.jpg


  • গ্লু স্টিক।
  • এন্টি কাটার।
  • গ্লুগান আঠা।
  • কাটবোর্ড।
  • লাল লাইট।
  • ইলেকট্রনিক তার।
  • ডিসি পাওয়ার সাপ্লাই।

কাজের ধারা


  • ধাপ-০১ঃপ্রথমে কার্ডবোর্ড নিবো।আমার বাড়িতেই ছিল তাই আর বেশি খুঁজাখুঁজি করা লাগে নাই।এই কার্ডবোর্ড ৫ সেমি প্রস্থ ও ১২ সেমি দৈর্ঘ্যে ৪ পিচ কেটে নিবো। ও ১২×১২ সেমি ২ পিচ কেটে নিবো।

IMG20211012111953_00-01.jpeg

IMG20211012112706_00-01.jpeg


  • ধাপ-০২ঃএরপর বিভিন্ন মাপের কার্ডবোর্ড গুলোকে গ্লুগান আঠার সাহায্যে একটি বক্স আকৃতি করে লাগিয়ে নিবো এবং ২ অংশ ফাকা রেখে দিবো।যাতে পরবর্তী সময়ে ইলেকট্রনিক তার ডুকানো যায়।

IMG20211012115850_00-01.jpeg


  • ধাপ-০৩ঃএখন ১২×১২ সেমি কার্ডবোর্ড গ্লুস্টিকের মাপে ১১ টি ছিদ্র করতে হবে।

IMG20211012120128_00-01.jpeg

IMG20211012121829_00-01.jpeg

  • ধাপ-০৪ঃএরপর গ্লু স্টিক নিব এবং গ্লু স্টিককে ৮ সেন্টিমিটার, ৯ সেমি অর্থাৎ একটি স্টিক থেকে অন্য একটি স্টিক ১ সেমি করে বড় হবে। এভাবে ১১ পিচ স্টিক কেটে নিবো।

()

IMG20211012114723_00-01.jpeg

IMG20211012115441_00-01.jpeg


  • ধাপ-০৫ঃগ্লুস্টিকে নিচে এন্টিকাটার দিয়ে কিছু পরিমাণ ছিদ্র করবো যাতে আমরা লাইট লাগাতে পারি।

IMG20211012122056_00-01.jpeg


  • ধাপ-০৬ঃছিদ্র কারা কার্ডবোর্ড গ্লুস্টিক ছোট থেকে বড় আকারে সাজিয়ে বসিয়ে দিতে হবে।এবং গ্লুগান আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায়।

IMG20211012123406_00-01.jpeg

IMG20211012123535_00-01.jpeg

IMG20211012123711_00-01.jpeg


  • ধাপ-০৭ঃএবার লাইট লাগানোর পালা।আমি বাজার থেকে ৬ ভোল্টের ১১ টা লাইট কিনে এনেছি। এই লাইটগুলো ৩ টা করে সিরিজ সার্কিটের মাধ্যমে সংযোগ প্রদান কর। কারণ তিনটা করে লাইট দিলে আমার লাইটগুলো 12 ভোল্টের জ্বলবে।

IMG20210810154113_00-01.jpeg


  • ধাপ-০৮ঃএরপর লাইট গুলো গুলো স্টিকের নিচে গুলো গান আঠা দিয়ে সুন্দর ভাবে সেট আপ করব। তারপর আমি ডিসি পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে 12 ভোল্ট প্রধান করব।

IMG20211012125505_00-01.jpeg

IMG20211012125505_00.jpg

IMG20211012130354_00.jpg


  • ধাপ-০৯ঃতারপর লাইট এবং পুলিশ ঠিক লাগানো কার্ডবোর্ড কে বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে গেলো লাইট।

IMG20211012131223_00-01.jpeg

IMG20211012131209_00.jpg


আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোষ্টের অন্য কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।


Sort:  
 3 years ago 

ব্লুগান এর আঠা দিয়ে টেবিল ল্যাম্প বানানো যায় আগে কখনো ভেবে দেখি নাই।খুব সুন্দর লাগছে আপনার টেবিল ল্যাম্প।এই টেবিল ল্যাম্প ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।শুভকামনা রইল মামা।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago (edited)

ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️

 3 years ago 

বাহ ভাই!! নতুন একটি জিনিস দেখতে পেলাম। কাজটি দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে করেছেন। আপনার টেবিল ল্যাম্পটি সুন্দর হয়েছে অনেক ভাই । ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করবে।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার বানানো প্লাস্টিক দিয়ে টেবিল ল্যাম্প অনেক সুন্দর হয়েছে।বেশ দক্ষতার সাথে কাজটি করেছেন।আর সুন্দর ভাবে উপস্থাপন ও করেছেন।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

গ্লু স্টিক দিয়ে টেবিল ল্যাম্প অতি দক্ষতার সহিত তৈরি করেছেন।অনেক সুন্দর হয়েছে।আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ।

ভাইয়া দক্ষতা ও ধৈর্য সহকারে অনেক সুন্দর একটা পোস্ট তৈরী করেছেন। সত্যিই একটা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। যদিও আমি এরকম কাজ করতে পারিনা। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার তো অনেক ধৈর্যশীল। আপনি কতখন ধরে টেবিল ল্যম্পটি তৈরি করেছেন জানি না। তবে আমার ভাই এত ধৈর্য নাই যে এমন কোনো কিছু মাথা ঘাটিয়ে তৈরি করবো।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই একটা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। যদিও আমি এরকম কাজ করতে পারিনা। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

চেষ্টা করলে আপনিও পারবেন।

 3 years ago 

আপনার তৈরি টেবিল ল্যাম্পের লাল রং অসাধারণ ভাবে ফুটে উঠেছে। অসাধারণ সব শিক্ষনীয় পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42